powerd by Abdullah

Thumbnail Maker অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র ২ মিনিটে। আর হয়ে যান মোডার।

Thumbnail Maker অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র ২ মিনিটে। আর হয়ে যান মোডার।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Thumbnail Maker অ্যাপ ফ্রি ভার্সন থেকে Premium ভার্সন বানাবেন। সবকিছু আনলক হয়ে যাবে।

 

✪ প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে ✪

✔ Pro unlocked.

✔ Safe & clean mod.

✔ Original signature changed.

 

[বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]

 

প্রিমিয়াম ভার্সন বানানোর জন্য MT Manager And Thumbnail Maker দুইটি অ্যাপস লাগবে। নিচে ডাউনলোড লিংক দেয়া হলো।

 

             Mt Manager

             Thumbnail Maker App

 

প্রথমে প্লে স্টোর থেকে Thumbnail Maker অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

তারপর উপরের ডাউনলোড লিংক থেকে Mt Manager ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এরপর Mt Manager দিয়ে Thumbnail Maker অ্যাপ টিকে Extract করে নেন।

Mt Manager বা Antisplit দিয়ে apks ফাইল টিকে apk তে Convert করে নেন।

Thumbnail Maker Apk তে ক্লিক করে View te চাপ দেন।

Classex.dex ক্লিক করার পর Dex Editor Plus চাপ দেন। Select all এর উপর টিক মার্ক দিয়ে Ok বাটনে ক্লিক করুন

উপরের Search অপশনে ক্লিক করে Start a new search চাপ দেন। Search বক্সে Premium লিখে Smali সিলেক্ট করে OK বাটনে ক্লিক দেন।

তারপর নিচের দিকে স্ক্রল করে premium_monthly তে ক্লিক করুন।

এখন নিচের দিকে স্ক্রল করে .end method এর উপরে মার্ক করা স্থানে const/4 v0, 0x0 এর পরিবর্তে const/4 v0, 0x1 বসিয়ে দেন।

তারপর ব্যাক বাটনে ক্লিক করতে থাকুন। এরপর save and exit এ চাপ দেন। auto sign এ টিক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এবার আগের install করা অ্যাপ টি uninstall করে মোড করা app টি installed করে দেখুন app টি premium হয়ে গেছে।

[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন]

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন। 



Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post Thumbnail Maker অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র ২ মিনিটে। আর হয়ে যান মোডার। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/zcyrS78
via IFTTT

High Graphics বেস্ট ৩টি Horror গেমস !! একবার হলেও আপনার খেলে দেখা উচিত।

High Graphics বেস্ট ৩টি Horror গেমস !! একবার হলেও আপনার খেলে দেখা উচিত।

আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু গেমের রিভিউ নিয়ে। আমি প্রায় অনেক ধরণের গেমের রিভিউই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি যেমনঃ শুটিং, ফাইট, স্টিকম্যান, সার্ভাইভাল, ফুটবল, ক্রিকেট, জম্বি ইত্যাদি কিন্তু এখানে একটা ক্যাটাগরির গেম শেয়ার করা হয় নি। যেটা না করলে হয়তো সব গুলো ক্যাটাগরি ফুল-ফিল ই হবে না। আর সেটা হলো হরর গেম।

হরর মুভি, হরর ওয়েবসিরিজ ইত্যাদি দেখতে আমরা অভ্যাস্ত আছি অনেকেই। আবার অনেকেই হরর গেম খেলতেও ভালোবাসেন। প্লে স্টোরে এমন অনেক গেম আছে যেগুলো বেশ হরর ফিল দেয়। কিন্তু অনেকেই আছেন আবার ভালো হরর গেম খুজে পান না। তাই আজকের পোস্টে ৩ টা হরর গেম সাজেস্ট করবো যেগুলো খেললে আপনার এটা মনে হবে না যে, এম্বি নষ্ট করলাম। কারণ এই গেম গুলো হরর হওয়ার পাশাপাশি প্রতিটা গেমেই পাজেল সলভ, এডভেঞ্চার, সার্ভাইভাল, শুটিং এর মতো কিছুটা ভাইভ এর পাশাপাশি লেভেল থাকবে।

যা খেলে যদি আপনারা ভুতুরে ফিল নাও পান তাহলেও অন্তন ওগুলো উপভোগ করতে পারবেন। আর যদি এই গেম খেলে ভুতুরে ফিল নিতে চান তাহলে রাতে কানে হেডফোন লাগিয়ে একা একা খেলবেন। তাহলে বুঝতে পারবেন ভুতুরে ফিলটা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গেম গুলোর রিভিউ দেখে নেই।

[সব গুলো গেমের ডাউনলোড লিংক পোস্টের শেষে দেওয়া থাকবে]

 

1. Death Park 2

এটি একটি সম্পূর্ণ অফলাইন হরর গেম। এর সাইজ মাত্র ১৫৭ এম্বির মতো। এটা মোটামুটি অনেকটাই ফেমাস একটি গেম। এই গেমটির পার্ট ১ ও আছে। যেটা হয়তো অনেকেই খেলেছেন। তবে গ্রাফিক্স এর দিক এবং নতুনত্ব কিছুর কথা ভেবে আজকের এই লিস্টে আমি Death Park 1 কে না নিয়ে Death Park 2 কে রেখেছি। এই গেমটি একটি 3D গেম, আর গ্রাফিক্স ও মোটামুটি সাইজ অনুযায়ী অনেকটাই ভালো পেয়েছি।

তাই এই গেমটি খেলে আপনারা মজা পাবেন, সেটা বলতেই পারি। আপনি যদি এই গেমটা একা একা রাতের অন্ধকারে প্লে করেন তাহলে বেস্ট আউটপুট পাবেন গেম থেকে। এই গেমে যাতে বোর না হতে হয় তাই এখানে অনেক গুলো ম্যাপ পাবেন যা খেলে আনলক করতে হবে। পাশাপাশি আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই গেমটিতে ২ টা ওয়ার্ল্ড রয়েছে। গেম প্লে বুঝে আপনাকে দুইটি ওয়ার্ল্ডেই যাওয়া আসা করতে হবে।

এই গেমটি আপনারা চাইলে ইজি, নরমাল, হার্ড, এক্সট্রিম মোডে খেলতে পারবেন। এই গেমের মেইন ভিলেইন হলো একটা ক্লাউন। যে আপনার বোনকে অপহরণ করে নিয়ে যাবে। আর আপনাকে নিজের বোনকে বাচাতেই নানা লেভেল পার করতে হবে, ক্লাউন, মন্সটার, ভুত ইত্যাদির সাথে লড়াই করতে হবে। আর বেশি কিছু বলবো এই গেম সম্পর্কে, বাকিটা আপনারা গেম খেলেই বুঝতে পারবেন। নিচে কিছু স্ক্রিনশট দেওয়া থাকলো গেমটির।

 

2. Endless Nightmare 1 : Home

এটিও একটি অফলাইন হরর গেম। এটার সাইজ প্রায় ১৬০ এম্বির মতো হবে। এই গেমটিরও part 2,3,4,5 পর্যন্ত প্লে স্টোরে এভেইলএবল আছে। কিন্তু এই পোস্টে আমি পার্ট ১ কে রেখেছি। এর কারণ হলো, এই গেমের অন্যান্য পার্টের তুলনায় আমার কাছে পার্ট ১ এর স্টোরি লাইনটা বেশি ভালো লেগেছে তাই এটাকে লিস্টে রেখেছি।

কেননা এটার ২,৩,৪,৫ পার্ট গুলোর স্টোরি অনেকটা সিমিলার। যে আপনি এক যায়গা গিয়ে ফেসে গেছেন এখন সেখান থেকে ভুতের সাথে লড়াই করে বেচে ফিরতে হবে। এগুলোর শুধু ম্যাপ আলাদা। কিন্তু যদি পার্ট ১ এর কথা বলি, সেটা একটি ইউনিক। পার্ট ১ এর স্টোরিটা আপনাদের শর্ট করে বলি। আপনি একজন পুলিশ অফিসার থাকবেন। আপনার ট্র‍্যান্সফার হওয়াতে আপনি অন্য একটা এলাকায় যাবেন পরিবারসহ।

একদিন আপনি বাসায় ফিরে দেখতে পাবেন আপনার মেয়ে ও বউ দুজনের মারা গেছে। আর তারা ভুত হয়ে গেছে। আপনার বউ আপনাকে মারার চেষ্টা করবে। কিন্তু আপনাকে তার থেকে বেচে, আপনার বউ আর মেয়েকে কে মেরেছে সেটা খুজতে হবে। আপনার বাসা থেকেই নানা এভিডেন্স কালেক্ট করতে হবে। আর বলবো না, বাদ – বাকিটা গেম খেলেই বুঝতে পারবেন। নিচে কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক।

 

3. True Fear 2

এটিও একটি অফলাইন গেম। এবং এটার সাইজ হলো ৫৬৩ এম্বির মতো। উপরের দুইটা গেম কিন্তু ২০০ এম্বির নিচে ছিলো। কিন্তু আমি লাস্ট গেমটা রেখেছি ৫৬৩ এম্বির। এর কারণ হলো এটার স্টোরি লাইন এবং গ্রাফিক্স। উপরের দুইটা গেম প্রায় ২-৩ জিবি র‍্যামের ফোন গুলোতেও চলে যাবে কিন্তু এই গেমটা খেলতে হলে ফোনের র‍্যাম ৪ জিবি হলে ভালো হয়। যদি ৩ জিবির ফোনে কোনো ভালো প্রসেসর থাকে তাহলে হয়তো চলবে কিন্তু ল্যাগ দিবে। তাই এই গেমটি খেলতে হলে মিনিমাম ৪ জিবির ফোন ব্যবহার করার জন্য রিকোমান্ড করবো।

এই গেমটি সম্পূর্ণ 3D গ্রাফিক্স এর গেম। আর সাউন্ড কোয়ালিটি এবং হরর এক্টিভিটি ও যাস্ট ওয়াও। যদি আপনি গভীর রাতে একা এই গেম খেলেন তাহলে অবশ্যই ভয় পাবেন। এছাড়া এই গেমের সব থেকে যে জিনিসটি আমার ভালো লেগেছে তা হলো সিনেমাটিক ভিউ ক্যামেরা এঙ্গেল। যা অনেকটা সুন্দর লাগে। মানে কার্টুন কার্টুন ফিলটা আর আসে না।

এই গেমের স্টোরিটা হলো, একটা মেয়ের পরিবার হারিয়ে যায়। তো সেই মেয়েটি তার পরিবারকে খুজতে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেকটা ক্লু পেয়েও যায় যে তার পরিবার কোথায় আছে। এবং সে তার পরিবারকে খুজতে খুজতে একটা ডার্ক আইল্যান্ডে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পথে মেয়েটি রাস্তায় কিছু একটার ছায়া দেখতে পায় এবং গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এক্সিডেন্ট করে বসে। আর এখান থেকেই গেমটা শুরু হয়। বাকিটা আপনাকে গেম খেলেই সলভ করতে হবে। নিচে কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক।

 

…All Games Download Link…

1. Death Park 2
2. Endless Nightmare 1
3. Ture Fear 2

 

শেষ কথা

এই গেম গুলো সব প্লে স্টোরে এভাইল্যাবল আছে আছে এবং এগুলো কিছুটা পুরানো গেম। যেমন ৩ নাম্বার গেমটা ২০১৮ সালের, কিন্তু খেলে মজা পাবেন। এখানে সালটা উল্লেখ করার কারণ হলো, গেম গুলো পুরানো হওয়াতে হয়তো অনেকেই আগে থেকে খেলে রেখেছেন। তো যারা আগে থেকে খেলে রেখেছেন তারা নিজের এক্সপেরিয়েন্সটা কমেন্টে শেয়ার কইরেন, যে গেমটা আসলে কেমন ছিলো। আপনার ভালো লেগেছিলো কি না ইত্যাদি ইত্যাদি।

তো যাই হোক, আজকের পোস্ট এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্টে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

The post High Graphics বেস্ট ৩টি Horror গেমস !! একবার হলেও আপনার খেলে দেখা উচিত। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ygqQEZ5
via IFTTT

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৪ এর উর্দু বা হিন্দি ভাষার ১১ থেকে ২০তম পর্ব ডাউনলোড করে নিন।

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৪ এর উর্দু বা হিন্দি ভাষার ১১ থেকে ২০তম পর্ব ডাউনলোড করে নিন।

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান নিয়ে আর তেমন কিছু বলার নাই। কারণ আমরা যারা এই সিরিজটি সম্পর্কে অবগত রয়েছি, তারা জানি যে এই সিরিজটি কতটা জনপ্রিয়। ইতিমধ্যে এই সিরিজটি নিয়ে বেশ কয়েকবার পোস্ট করা হয়েছে। আমি এর আগেও এই সিরিজটি নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছিলাম। সর্বশেষ আমি ঘোষণা দিয়েছিলাম যে কুরুলুস ওসমান সিজন-৪ এর উর্দু ভাষায় ডাবিংকৃত ১০টি করে এপিসোড এর ডাউনলোড লিংক আপলোড করব আলাদা আলাদা পোস্ট আকারে। যার প্রেক্ষিতে আমি এই সিরিজের প্রথম ১০টি পর্বের ডাউনলোড লিংক আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ উক্ত পোস্টটি মিস করে থাকেন তাহলে নিচের লিংকটি ফলো করতে পারেন।

পূর্বের পর্বের ডাউনলোড লিংক:

আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান সিজন-৪ এর উর্দু ভার্সন অর্থাৎ উর্দু ভাষায় ডাবিংকৃত ১১ থেকে ২০ তম পর্বের ডাউনলোড লিংক শেয়ার করব। উক্ত পর্বগুলির ডাউনলোড লিংক পেতে নিচের দিকে ফলো করুন।

ডাউনলোড লিংক:

কুরুলুস ওসমান সিজন-০৪ এর ১১ থেকে ২০ এপিসোড বা পর্ব ডাউনলোড লিংক পেতে নিচে থেকে সিরিয়াল অনুযায়ী ডাউনলোড করে নিন।

পর্ব-১১: https://drive.google.com/file/d/1bTsQj9pN51uvFHMiZthfszibq9RqZ6oN/view?usp=drive_link

পর্ব-১২: https://drive.google.com/file/d/1ayFvDd_mOhOt53vQ3kzMC7VWSL2S5TN1/view?usp=drive_link

পর্ব-১৩:https://drive.google.com/file/d/1DGSEnjuuJXUOdRvM_L0sv9C9FMkXPSc2/view?usp=drive_link

পর্ব-১৪: https://drive.google.com/file/d/1GDjsQmgTKiAiI3Cv8eU8gjmWUPijQICZ/view?usp=drive_link

পর্ব-১৫: https://drive.google.com/file/d/1CAQb0lE23y77dxpI4ldDe6faApFfQpi0/view?usp=drive_link

পর্ব-১৬: https://drive.google.com/file/d/1IdY9voruLNnJ6C5DPYWD7NsKl-kYpqyp/view?usp=drive_link

পর্ব-১৭: https://drive.google.com/file/d/1DYTQWA666VVu_NA-F3zvuhqLUJegtgcl/view?usp=drive_link

পর্ব-১৮: https://drive.google.com/file/d/1fH8HucVrPnQuuk5JipWA2Xh99wL6JFwa/view?usp=drive_link

পর্ব-১৯: https://drive.google.com/file/d/1FdUcehH4UXPv7y_YhS7FT7G5vAxZrw9O/view?usp=drive_link

পর্ব-২০: https://drive.google.com/file/d/11zkHNRaIMioP-0YlEuKfaysbhm4D9m05/view?usp=drive_link

উপরোল্লিখিত লিংক থেকে কুরুলুস ওসমান এর সিরিজ-০৪ এর ১১ থেকে ২০তম পর্ব ডাউনলোড করে উপভোগ করতে থাকুন এবং পরবর্তী ১০টি পর্বের জন্য অপেক্ষা করুন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৪ এর উর্দু বা হিন্দি ভাষার ১১ থেকে ২০তম পর্ব ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WzJlmoH
via IFTTT

Telegram এ কিভাবে শিডিউল মেসেজ পাঠাবেন।

Telegram এ কিভাবে শিডিউল মেসেজ পাঠাবেন।

আসসালামু আলাইকুম ।
প্রিয় Trickbd বাসী , সবাই কেমন আছেন ?
আজ আমি আপনাদের জন্য আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম । পোস্টটি কি নিয়ে হবে তা তো আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন । তবুও আবার বলছি আজ আমরা জানবো টেলিগ্রাম এ কিভাবে শিডিউল মেসেজ পাঠানো যায় । তো চলুন আজকের পোস্টটি শুরু করা যাক ।

ধরুন , আপনার কোনো ফ্রেন্ড এর আগামীকাল জন্মদিন । তখন তো আপনি তাকে wish করার জন্য রাত ১২ টা পর্যন্ত এর জেগে থাকবেন না । তাই আপনার জন্য আজকের এই পোষ্টটি।

টেলিগ্রাম এ শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতি :

♦টেলিগ্রাম এ শিডিউল মেসেজ পাঠাতে হলে প্রথমে চলে যেতে হবে টেলিগ্রাম এ 🤠

♦ তারপর আপনি যাকে মেসেজ পাঠাতে চান তার চ্যাট এ চলে যাবেন ।

♦ তারপর আপনার কাঙ্খিত মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করে ধরে রাখবেন ।

picked

♦ তারপর Schedule Message এ ক্লিক করবেন ।

picked

♦ তারপর মেসেজ কোন তারিখের কোন সময় মেসেজ পাঠাতে চান টা নির্ধারণ করবেন।

picked

♦ ব্যাস সেন্ড এ ক্লিক করলেই আপনার set করা সময় অনুযায়ী আপনার মেসেজ চলে যাবে । আপনি অফলাইন এ থাকুন , আপনার ফোন অফ থাকুক না কেনো আপনার set করা সময়ে মেসেজটি তার ফোনে চলে যাবে ।

picked

♦ এই দেখুন আমার set করা সময়ে মেসেজটি চলে গেছে ।

picked

Telegram এর এই ফিচার যদি ভবিষ্যতে পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে কোনো গাল – মন্দ করবেন না ।
আমি আপনাদেরকে Telegram এর যে ভার্সন এর ফিচার বলেছি তা হলো : 
Name : Telegram 
Version : 10.13.4
Update Date : 17 June 2024
Installed from : Google Play Store

দয়া করে এই ফিচারটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না । তাহলে আমি আর Trickbd কোনোভাবেই দায়ী থাকবো না ।

আজ এ পর্যন্তই ভালো লাগল পোস্টটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন । ধন্যবাদ ।

Join My Telegram Channel



The post Telegram এ কিভাবে শিডিউল মেসেজ পাঠাবেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/7gnx3vG
via IFTTT

ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ)

ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ)

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

আমাদের কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, সাবস্ক্রিপশন বেইজড প্ল্যাটফর্ম, ভিপিএন ইত্যাদি ব্যবহার করতে হয়।এসব সার্ভিস ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন এর‌ যেই প্রসেস থাকে সেখানে আমাদের ইনফরমেশন সাবমিট করতে হয়। কখনো কখনো শুধু জিমেইল আবার কখনো কখনো usa নাম্বার ও দিতে হয়। এসব জায়গায় প্রায়সময় OTP ভ্যারিফিকেশন করতে হয়।অর্থাৎ সাইটে একটি আমেরিকান নাম্বার প্রদান করতে হয় যেখানে একটি One Time Password যাবে। সেটি দিয়ে আবার সাইটে দিয়ে ভ্যারিফিকেশন করা লাগে।

এটির জন্য অনেকে পেইড ভার্চুয়াল নাম্বার ক্রয় করে থাকে। আবার সবার হয়তো এই পেইড নাম্বার কেনা সম্ভব হয়না। গুগলে যদি আপনি এই ভ্যারিফিকেশনের জন্য খোঁজেন তাহলে এমন অনেক সাইট চলে আসে যেগুলো পুরোপুরি scam.এসব সাইট শুধুমাত্র আপনাকে ট্রাফিক বানিয়ে মনিটাইজেশনে আয় করে থাকে।

আজকে আমি দেখাবো একটি সেরা Legit সাইট। এই সাইট থেকে আপনারা Usa number 🇺🇲 একদম সম্পুর্ন otp সহকারে ব্যবহার করতে পারতেন। অর্থাৎ নাম্বারে যে ম্যাসেজ যাবে সেটি আপনাকে show করবে।


এই টেম্পরারি নাম্বার ব্যবহারের কিছু সুবিধা অসুবিধার কথা চিন্তা করা যাক

সর্বপ্রথম আপনাকে এটি মাথায় রাখতে হবে এটি সম্পূর্ণ টেম্পরারি বা খুব অল্পক্ষনের জন্য সার্ভিস দেয়ার জন্য।

এটি দিয়ে কখনো আপনারা লং টার্ম ব্যবহার করতে পারবেন না। এখন একবার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর ভবিষ্যতে আপনি সেই নাম্বার নাও পেতে পারেন।
এটির জন্য বলবো whatsapp,telegram ইত্যাদি সার্ভিসগুলোর কথা। আপনি এই temporary নাম্বার দিয়ে সেগুলোর একাউন্ট করতে গেলে হয়তোবা আপনাকে‌ রেস্ট্রিকশন করে দিবে কিংবা আপনি হয়তো সেগুলোতে একাউন্ট করতে সম্ভব হলেও সেটি কখনো দীর্ঘস্থায়ী হবে না।আবার যেই সাইটে রেজিষ্ট্রেশন করেন না কেন সেটিতে যদি আরেকজন এই এক‌ই নাম্বার দিয়ে পূনরায় রেজিস্ট্রেশন করে তাহলে আপনি হয়তো সার্ভিস হারাতে পারেন।

কাদের জন্য এই সাইটটি বা নাম্বারগুলো উপযোগী?

ধরা যাক আপনি সার্ভে ( survey) এর কাজ করেন socks5ip দ্বারা। এসব সার্ভেতে বিভিন্ন ধরনের task থাকে। এসব task এর মধ্যে থাকে হয়তো কোনো একটি ওয়েবসাইটে registration করা।‌সেখানে রেজিস্ট্রেশন করতে গেলে হয়তো USA নাম্বর চাইছে তখন আপনি এই সাইটটি ব্যবহার করতে‌ পারেন। আবার ধরা যাক আপনি কোনো একটি ভিপিএন ব্যবহার করতে চাইছেন কিংবা এমন কোনো cloud gaming প্ল্যাটফর্মে ফ্রি একাউন্ট করতে চাইছেন তাহলে এটি ব্যবহার করতে পারেন।আবার আপনার কাছে হয়তো কোনো redeem code কিংবা gift card আছে যেটি ক্লেইম করতে গেলে দেখা গেল usa number চাইছে সেটির জন্য আপনাদের এই সাইটটি লাগতে পারে।
অর্থাৎ খুব অল্পক্ষনের জন্য বৃবহার করবেন এমন সার্ভিসের জন্য‌ই এই নাম্বারগুলো উপযোগী। এগুলো কোনোমতেই ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম যেমন paypal কিংবা‌ লং টার্ম সার্ভিস ব্যবহারের জন্য না।আপনি এসব সাইটগুলোতে যদি কোনোভাবে রেজিস্ট্রেশন করতেও সক্ষম হন তাহলে ভবিষ্যতে হয়তো জটিলতার মধ্যে পড়তে পারেন।

এবার আসা যাক নাম্বার ভ্যারিফিকেশন এর সাইটটি নিয়ে

সাইটটির লিংক (এখানে ক্লিক করুন)


বেশ কয়েকটি দেশের নাম্বার আছে।

প্রথমে আমি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম Walmart এ একাউন্ট করবো।‌ এই Walmart ইউএস‌এ বেইজ কোম্পানি হ‌ওয়ায় সেখানে usa number একদম otp ভ্যারিফিকেশন ছাড়া একাউন্ট করা যায়না। সাইটটির number দিয়ে আমি সেটিই এখন করে দেখাবো।

এজন্য আমি usa vpn কানেক্ট করে wallmart এর একাউন্ট সেকশনে গেলাম।এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দিতে হবে। আমি এরপর সাইটে গেলাম। সেখানে কোন usa নাম্বারটি অ্যাকটিভ আছে সেটি খুঁজে বের করে সেটি কপি করলাম।

এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি অ্যাকটিভ অবস্থায় আছে।সেটি কপি করলাম। অতি অবশ্যই +এর পর ১ ডিজিট বাদে বাদবাকি অংশ কপি করবেন। কারন সেটি কান্ট্রিকোড। এখানে ভালোভাবে নাম্বারটি খেয়াল করুন।আমি কপি করে registration এর জায়গায় বসিয়ে দিলাম। এসময় এই tab মিনিমাইজ করে রাখবেন।

এরপর আপনাকে Walmart otp ভ্যারিফিকেশন করতে বলবে।
“আপনি অতি অবশ্যই ৭-১০ সেকেন্ড অপেক্ষা করার পর number টির এখানে click button to varify দিয়ে recieve message এ ক্লিক করবেন”
কারন সার্ভার থেকে নাম্বারে OTP পৌছাতে আর number থেকে মেসেজ সার্ভারে যেতে সামান্য সময় লাগে।


দেখুন আমাকে এখানে wallmart এর কোডটি দেখাচ্ছে। আমি সেটি wallmart এর otp এর জায়গায় বসিয়ে দিলাম।

দেখুন নাম্বারটা কিন্তু হুবহু ওয়েবসাইটের same.এরপর সেখানে কোডটি দিলেই আমার wallmart এ usa number দিয়ে একাউন্ট করা সম্পূর্ণ হবে।

দেখুন আমার জিমেইলে wallmart একাউন্ট তৈরির mail চলে আসছে।

তো, আজ এই পর্যন্তই।আশা করি সবার উপকার হবে।ধন্যবাদ।

The post ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/sxynIWj
via IFTTT