from Techtunes | টেকটিউনস https://ift.tt/2MxJWI5
via IFTTT
Freemake Video Converter 4.1.12.46 Free Download new and updated version for Windows. It is full offline installer standalone setup of Freemake Video Converter 4.1.12.46 Free Download for compatible version of Windows. Program was checked and installed manually before uploading by our staff, it is fully working version without any problems.
The post Freemake Video Converter 4.1.12.46 Free Download appeared first on iGet into PC.
Spotify হলো বিশ্বের অন্যতম সেরা মিউজিক এপ। বিভিন্ন দেশে এর বৈধতা থাকলেও বাংলাদেশে নেই।অনেকেই অনেক মোড এপ্স ইউজ করেছেন। কিন্তু ভিপিএন কানেক্ট করার পরে প্রক্সি সার্ভার ডিটেক্ট করে। ফলে এপ্স এ প্রবেশ করতে পারেন না। আশা করি আজকের এপ্স এ কোনো সমস্যা হবে না। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং অনেককে ব্যবহার করতে সাহায্য করেছি। মিউজিক লাভার দেরজন্য আজকে নিয়ে এলাম আপনাদের কাছে স্পটিফাই প্রিমিয়াম। তাও আবার একদম ফ্রি তে। আর ট্রিক বিডি তে এটি আমার প্রথম পোষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে একটি VPN ডাউনলোড করতে হবে এবং USA Server সিলেক্ট করতে হবে।
তারপর এই এপটি ডাউনলোড করুন।এখানে
তারপর ভিপি এন অন থাকা অবস্থায় Continue with mail দিন।তারপর একটি ভ্যালিড মেইল বসিয়ে দিন। পাসওয়ার্ড দিন। তারপর নাম এবং জন্মতারিখ সিলেক্ট করুন।
ব্যাস কাজ শেষ।এবার অটমেটিক লগ ইন হয়ে যাবে স্পটিফাই এ। একদম হাই কোয়ালিটির সাউন্ড পেতে সেটিংস থেকে Very High করে দিন।
বি:দ্র: স্পটিফাই এর লগ ইন পেইজে স্ক্রিনশট তোলা যায় না। তাই স্ক্রিনশট দিতে পারিনি।
অনেকের সাইন আপ এ সমস্যা হয়, যদি একাউন্ট খুলতে সমস্যা হয় আমাকে জানাবেন কাইন্ডলি। আমি একাউন্ট খুলে দিবো।
The post ব্যবহার করুন Spotify Premium একদম ফ্রি তে! বাংলাদেশে থেকেই।একদম সহজে। appeared first on Trickbd.com.
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ভেক্টর Art খুবই জনপ্রিয়। বহুল প্রচলিত এ ভেক্টর Art কিছু দিন আগেও শুধু মাত্র মোবাইল ইউজার দের কাছে ধরাছোঁয়ার বাহিরে ছিলো। কারণ ভেক্টর Art এডবি ইলাস্ট্রেটরের সাহায্যে প্রফেশনাল রা করে থাকে। অনেকে ফোন দিয়ে এডবি ড্র বা অটোডেস্ক স্কেচবুক দিয়ে করে কিন্তু তা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ভালো দক্ষতা না থাকলে করা প্রায় অসম্ভব। কিন্তু কোনো প্রকার দক্ষতা ছাড়া মাত্র ১মিনিটে Vector Art, ‘Photo Lab’ এই এপ্স টি দিয়েই করা যায়। এ ছাড়াও বিভিন্ন এপ্স এর সাহায্যে করা গেলেও আজকের আলোচনার বিষয় জনপ্রিয় এপ্স Photo Lab.
চলুন শুরু করা যাক,
প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিন।
তারপর https://ift.tt/3aoI1ik এই লিংক থেকে Photo Lab Pro Moded Version ডাউনলোড করে নিন। এ ক্ষেত্রে আপনার ছবিতে কোনো ফটোল্যাবের ওয়াটার মার্ক থাকবে না।
এপ্স টি অপেন করুন।
Search করুন ‘Vector’
তারপর এমন ইন্টারফেস আসবে।
তারপর একটি প্রাইমারি ফটো সিলেক্ট করুন এবং তা অবশ্যই হতে হবে ভালো রেজুলেশনের ও উজ্জল।
কিছুক্ষন লোড নিবে তারপর কয়েকটি স্যাম্পল পিক দেখাবে যেটা বেশি ভালো লাগে এবং ফেস এর সাথে এডজাষ্ট হয় সেটা সিলেক্ট করুন।
এবার আপনার ছবি রেডি শুধু ডাউনলোড করার পালা।
ডাউ
ব্যাস আপনার ছবি রেডি। এবার মনে মনে আমাকে ধন্যবাদ দিন।
যা হোক এটি ছিলো একদম বিগিনার দের জন্য কিন্তু এটি মোটেও প্রফেশনাল লেভেলের কোনো এডিটিং না। তবে এই ছবিকে প্রফেশনাল লুক দিতে Picsart দিয়ে সুন্দর ফন্ট দিয়ে নাম লিখতে পারেন বা আপনার ফটোগ্রাফি লগো এড করতে পারেন যেমন টা আমি করেছি
অনেক সময় ছবিতে Perfect Accuracy আসে না। সে জন্য আপনি সামান্য এডবি ড্র বা Picsart এর সাহায্য নিতে পারেন।
আজকের মত এ অবধিই
ধৈর্য্য ধরে এতোক্ষন পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
আর ট্রিকবিডির যাত্রায় একজনের নাম না নিলেই নয় তিনি হলেন সাকিব ভাই। ধন্যবাদ ভাই।
আল্লাহ হাফেজ।
The post খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে appeared first on Trickbd.com.
আমরা অনেকে ওয়েব সাইট তৈরি করতে চাই বা তৈরি করি এবং সেটা সঠিক কোড এর জন্য আমাদের মনের মত করতে পারি না।
আজকের এপ্স টা দ্বারা আপনি আপনার মনের মত ওয়েব সাইট তৈরি করতে পারবেন!
মানে অন্যের সাইট এর কোড আপনি খুব সহজে চুরি করে তা আপনার সাইট এ বসাতে পারবেন!
আমি এটা নিয়ে অনেক খুজাখুজির পর খুব সুন্দর একটা এপ্স পাই।
যেটা আমার কাছে খুব ভালো লেগেছে!
যার কারণে আপনাদের কাছে শেয়ার করা,আশা করছি আপনাদের ও ভালো লাগবে!
যদি লাগে এপ্স টা ডাউনলোড করতে পারেন
ওপেন করার পর,
আপনি যে সাইট এর কোড কপি করবেন সে সাইট এর এড্রেস লিখুন
দেখুন সমস্ত কোড আপনার সামনে এসে যাবে
যদি আপনার ফুল সাইট এর কোড না দরকার হয়, সেক্ষেত্রে আপনি সাইটের যে পেজ টার কোড দরকার সে পেজটার লিংক টা বসান
আমি Trickbd’র সাইন-আপ পেজ টা নিলাম
দেখুনন এখন শুধু মাত্র সেই পেজ টারই কোড দেখাবে পুরো সাইট এর না!
এখন আপনার যে কোড টুকু প্রয়োজন সেটুকু চাপ দিয়ে কপি করে আপনি আপনার কাজ সারতে পারেন
এছাড়াও আপনি যদি আপনার নির্দিষ্ট কোড খানা খুজে না পান
সেক্ষেত্রে আপনি মেনু বার থেকে
সার্চ এ গিয়ে
আপনার কাক্ষিত কোডের নাম লিখলেই তা আপনার সামনে হাজির হবে
এবং আপনার ব্যাকগ্রাউন্ড রঙ যদি পছন্দ না হয়,
তার জন্য আপনি সেটিংস থেকে কালার এ গিয়ে আপনার পছন্দের রং নির্বাচন করতে পারবেন।
যদি আপনার ছোট কোড গুলো দেখতে সমস্যা হয়,তবে আপনি এটার সহযোগিতাই কোড গুলো বড় – ছোট করতে পারবেন।
আপনি চাইলে,
পুরো পেজটার কোড গুলো টেক্সট ফ্যারমেট এ সেইভ করে
নোটপ্যাড এ নিয়ে আপনার মনের মত করে এডিটিং করে নিতে পারেন।
মোট কথা ,
কোড সোর্চ ভিয়ুয়ার এর জন্য এপ্স টা খুবই অসাধারণ।
আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন।
ভালো থাকবেন,
দেখা হবে নতুন কিছু নিয়ে আবারো!
The post সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়! appeared first on Trickbd.com.
হ্যালো
কেমন আছেন সবাই।
1. hi2.in
2. telegmail.com
কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি]
তাহলে শুরু করা যাক।
প্রথমে Start এ ক্লিক করতে হবে।
তার পর /generate কমান্ড দিতে হবে বা screenshot এ দেখানো জায়গায় ট্যাপ করতে হবে।
এবার নিচের ছবির মত আপনার র্যান্ডমলি জেনারেটেট মেইলের উপর ট্যাপ করে রাখতে হবে এবং তার পর কপি করে নিতে হবে। এখন আপনি এই মেইলটি ব্যবহার করতে পারবেন।
এখন দেখি মেইল টা কাজ করে কিনা। আমি আমার একটা মেইল থেকে একটা মেইল পাঠাচ্ছি ওই temp mail এ। মেইল পাঠালে বা কোন ভেরিফিকেশন মেইল আসলে সেটা বট দেখাবে। [নিচের ছবিতে]
এভাবে আপনি /generate কমান্ড দিয়ে আরো র্যান্ডম নেমের মেইল জেনারেট করতে পারবেন। আর /id কমান্ড দিয়ে সেগুলা দেখতে পারবেন।
🟧 এখন আসি কাস্টম নেইমের temp mail বানানো নিয়ে।
/set কমান্ড দিলে নিচের ছবির মত একটা পেজ আসবে।
এখন এখানে উল্লেখিত ডোমেন সহ কাস্টম নেইম দিতে হবে। যেমন
yourcustomnanme@hi2.in
or
yourcustomname@telegmail.com
কোন মেইল ডিলিট করতে চাইলে /id কমান্ড দিয়ে মেইলের পাশের /delete_xxxxxx কমান্ডে প্রেস করতে হবে।
ভূল ত্রুটি মাফ করবেন
Thank You
The post [Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা🔥 appeared first on Trickbd.com.