সারা বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে
নয়া দিগন্ত অনলাইনmiscellaneous
সারা বিশ্বে করোনা মহামারিতে মৃতের সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। বুধবার রাতে এএফপির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে বিশ্বব্যাপী মোট নয় লাখ ৫২ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৬৩ জন।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে করা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের দেশগুলোতে মোট তিন লাখ ৩৪০ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে দুই লাখ ১৯ হাজার ৬১৬ জন করোনায় মারা গেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপির পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। সূত্র : বাসস
from The Daily Nayadiganta http://www.dailynayadiganta.com/miscellaneous/527322/সারা-বিশ্বে-করোনায়-মৃত্যু-৯-লাখ-ছাড়িয়েছে
via IFTTT