জাভা ফোনে যেভাবে Install করা app ডিজেবল করবেন , না দেখলে মিস।

আসসালামো আলাইকুম।আশা করি সবাই সবাই ভালো আছেন।আজকে আরেকটি নতুন ট্রিক নিয়ে হাজির হলাম।আজকে আমি দেখাব যেভাবে আপনারা Itel ও এরকম same system ওয়ালা ফোনে install করা এপ ডিজেবল করে রাখতে পারবেন।

খুব সহজভাবেই বুজিয়ে দিচ্ছি।নিচের নির্দেশনা গুলো লক্ষ্য করেন।

work no1 :


1. Opera mini 4.21.jar or Opera mini Bangla writeable.jar অপেন করেন।না থাকলে এখান click here to download থেকে ডাউনলোড দেন।

2. তারপর Menu > Go to > File manager এ যান।



3. তারপর TFCard এ যান।



4. তারপর Java ফোল্ডার এ
যান।



5. তারপর Installed ফোল্ডার
এ যান।



6. তারপর selector.utf text
হিসেবে Open করেন।(Menu >
Open.. > Text/UTF)







7. তারপর Menu > Find/Replace
এ যান



8. তারপর Find .. textbox এ
আপনি যে app or game টি ডিজেবল করতে চান তার হুবুহু name লিখে “Find ..” button এ
ক্লিক করেন।



আমি উদাহরণ হিসেবে 2go.. এর টা দেখিয়ে দিচ্ছি।আমি আমার ফোনের ইনস্টল করা 2go.. এপ ডিজেবল করব।তো “2go..” লিখে “Find..” বাটন এ ক্লিক করলাম।

9. find result নিচের
screenshot এর মতো
দেখাবে।শুধু “root=s1_”
বাদে।ওটা আমি এডিট করে মার্ক করে দিয়েছি।এটাই দরকার । root এর “s1_” এটা হল root id.।



বিঃদ্রঃ একেক এপ এর root id একেক রকম হবে।

এখন আপনার প্রথম কাজ শেষ হল ।root id টা নোট করে নিন।

work no2 :

1. BlueFTP open করেন।না থাকলে এখান click here to download থেকে ডাউনলোড দেন।
2. অপেন করার পর TFCard এ যান।



3. তারপর JBed ফোল্ডার অপেন করেন।



4. তারপর Installed ফোল্ডার open করেন।



5. তারপর Menu > Search items.. এ ক্লিক করেন এবং text field এ root id টি লিখে Menu > Accept এ ক্লিক করেন।




search result এ ঐ root id এর সকল jah, obj, db ফাইলগুলো দেখাবে।



6. এখন সবগুলা ফাইল মার্ক করেন। Menu থেকে select all এ ক্লিক করলেই হবে।



7. তারপর Menu > Cut item (s) এ ক্লিক করেন।



8. তারপর back করে JBed আবার ফোল্ডার যান এবং Menu থেকে New folder তৈরি করেন।




9. তারপর ঐ তৈরি করা New folder এ যান এবং “3” press করে ফাইলগুলো paste করেন।

আপনার কাজ শেষ।এবার Exit করে দেখেন আপনার কাংক্ষিত সফটওয়্যারটি
অপেন করা যাচ্ছে না।যদি আবার অপেন করতে চান তাহলে ঐ New folder এর ফাইল গুলো আবার আগের মতো করে cut করে Installed ফোল্ডার এ paste করে দিতে হবে ।তাহলেই সব ঠিক হয়ে যাবে।

বিঃদ্রঃ BlueFTP app এর permission অবশ্যই Ask first time করা থাকতে হবে।না হলে সমস্যা দেখা দিবে।বার বার yes press করতে হবে

ট্রিক টি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।

The post জাভা ফোনে যেভাবে Install করা app ডিজেবল করবেন , না দেখলে মিস। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/35hgf4L
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট