আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!

আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!

আজ আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করবেন।
রিপোর্ট অপশন হাইড করলে আপনার আইডিতে কেউ রিপোর্ট করতে পারবে না। যার ফলে আপনার আইডি ডিজেবল,লক,ব্লকের হাত থেকে বেঁচে যাবে। তো চলুন শুরু করি

১ম ধাপঃ প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন।

 

২য় ধাপঃ তারপর ফেসবুকে Setting অপশনে যাবেন।

 

৩য় ধাপঃ এরপর আপনারা দেখবেন Profile Privacy বলে একটা অপশন আছে।

Profile Privacy এ গিয়ে দেখবেন যে who can send you friend requests বলে একটা অপশন আছে। ওখানে আপনি friends of friends করে দেবেন।

৪র্থ ধাপঃ তারপর একবারে নিচে চলে যাবেন গিয়ে দেখবেন
Do you want search engines in outside of Facebook to link to your profile লিখা আছে। এখানে Yes থাকলে No করে দিবেন।

৫ম ধাপঃ এবার আপনার প্রোফাইলে যান তারপর নিচে দেখেন See more about লিখা আছে ঐখানে ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ Basic Info Edit অপশোনে ক্লিক করে বার্থডে চেন্জ করে ফেলেন। মনে রাখবেন আপনার বার্থডে 2006/2007 দিতে হবে। নাইতো হবে না। তারপর নিচে গিয়ে সেভ করুন। আপনার কাজ শেষ।

এখন অন্য আইডিতে গিয়ে আপনার আইডিটা চেক করেন যে আপনার রিপোর্ট অপশন হাইড হয়েছে কিনা। এমন দেখাবে

নোটঃ আমি এখন বলে রাখি যে রিপোর্ট অপশন হাইড আপনার ফেসবুক লাইট থেকে দেখতে পারবেন। তাছাড়া অন্য কোনো ব্রাউজার যেমন ফেসবুক এ্যাপস বা গুগল ক্রোম থেকে দেখলে আপনাদের রিপোর্ট অপশন দেখা যাবে। তবে একটা ভালো কথা আছে এটা যে, আপনি গুগল ক্রোম বা ফেসবুক এ্যাপসে সবসময় রিপোর্ট অপশন দেখতে পারবেন না। অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় না। মনে করেন আপনাকে কেউ দশটা আইডি থেকে রিপোর্ট মারার টার্গেট করছে। সে যদি দশটা আইডি থেকে আপনার আইডিতে রিপোর্ট করতে যায়। সে যেকোনো ব্রাউজার দিয়ে রিপোর্ট মারতে যাক না কেন তারপরেও ১০০% রিপোর্ট মারতে পারবে না। কারণ ফেসবুক লাইট ছাড়া অন্য যে কোনো ব্রাউজারেও সব সময় রিপোর্ট অপশন দেখা যায় না। আর ফেসবুক লাইটে তো একদমই দেখা যায় না।

বুঝতে সমস্যা হলে কমমেন্ট করতে পারেন। অথবা আমার ভিডিওটি দেখে আসতে পারেন।

ধন্যবাদ,

The post আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3ihaNWf
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট