(HSC ICT)স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য.

আসসালামু আলাইকুম
 ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
 সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পোস্টে।

আপনাদের কাছে আশা করছি………..
  • আমার পোষ্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে নেবার সুযোগ দিবেন।
  • পোস্ট যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন
  • (অনুরোধ সকলের কাছে) অবশ্যই বাজে মন্তব্য করবেন না
  • যদি না বুঝে থাকেন তাহলে বারবার জিজ্ঞাসা করুন আমি বুঝিয়ে দেবার চেষ্টা করব।
  • যদি পোস্ট কপি করেন তাহলে আমার ও সাইটের ক্রেডিট দিবেন
  • অনেকে আজে বাজে মন্তব্য করে থাকে,তাদের বলছি এগুলো বন্ধ করুন
  • কপি পোস্ট বললে তার প্রমান দিবেন,আর আপনার কথাটা ব্যার্থ কারন আমি কপি পোস্ট করি না
  • এবং একটি ভালো কমেন্ট
  •  
    পোস্ট টা যখন এত সময় ধরে লিখতে পারছি
    তখন অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারব
    তাই কোন টপিক না বুঝলে কমেন্টে জানান। এখন চলে যাই মূল পোস্টেঃ
    আমরা অনেকেই জানিনা যে স্ট্যাটিক এবং ডাইনামিক
    ওয়েবসাইট এর মধ্যে পার্থক্য কি । স্ট্যাটিক এবং
    ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু পার্থক্য
    রয়েছে । তাই, আমি আজ স্ট্যাটিক ওয়েবসাইট এবং
    ডাইনামিক ওয়েবসাইট এর পার্থক্য নিয়ে আলোচনা
    করবো।
    ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
    ওয়েবসাইটের গঠনের উপর ভিত্তি করে
    ওয়েবসাইট মূলত দুই প্রকার। যথা:
    ১। স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website)
    ২। ডাইনামিক ওয়েবসাইট (Dynamic Website)
    স্ট্যাটিক ওয়েবসাইট
    স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত শুধুমাত্র HTML ভাষা দ্বারা
    গঠিত হয় । সাধারণত, স্ট্যাটিক ওয়েবসাইটের
    কন্টেন্টগুলো স্থির এবং অপরিবর্তনশীল অবস্থায়
    থাকে । স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে ওয়েব
    প্রোগ্রামিং এবং ডাটাবেস ডিজাইন করতে হয় না।এ
    ধরণের সাইটে কোন অ্যাপ্লিকেশন থাকেনা ।
    স্ট্যাটিক ওয়েবসাইট এর পেইজ ওয়েবসার্ভার এ
    হোস্ট করা থাকে এবং ব্রাউজার এর রিকোয়েস্ট
    অনুযায়ী ওয়েবসাইটের পেইজগুলো লোড হয়
    । এ ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্টে
    HTML বা CSS ব্যবহৃত হয়।
    স্ট্যাটিক ওয়েসাইটের সুবিধাসমুহঃ
    ১। এ ধরনের ওয়েবসাইট খুব সহজে ডেভেলপ
    করা যায়।
    ২। এ ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে
    খুব দ্রুত লোড হয়।
    ৩। ডেটাবেজ ব্যবহার না করার ফলে সর্বাধিক
    নিরাপত্তার সহিত তথ্য সরবরাহ করা যায়।
    ৫। খুব সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায়।
    ৬। সহজেই ওয়েব পেইজের লে-আউট পরিবর্তন
    করা যায়।
    ৭। খুব দ্রুত্যতার সাথে এসব ওয়েবসাইট থেকে খুব
    কম নেট স্পীডেও ডেটা ডাউনলোড করা যায়।
    ৮। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নে তুলনামুলক খরচ কম
    হয়।
    স্ট্যাটিক ওয়েসাইটের অসুবিধাসমুহঃ
    ১। কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে।
    ২। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে
    কন্টেন্টগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না।
    ৩। মানসম্মত ওয়েব পেইজ ডিজাইনিং অত্যান্ত কষ্টসাধ্য
    এবং সময়সাপেক্ষ।
    ৪। স্ট্যাটিক ওয়েবসাইটে কেবলমাত্র একমুখী
    কমিউনিকেশন হয়।
    ৫। ব্যবহারকারীরা নিজের চাহিদামত তথ্য পরিবর্তন
    করতে পারে না।
    ডাইনামিক ওয়েবসাইট
    ডাইনামিক ওয়েবসাইট সাধারণত ওয়েব প্রোগ্রামিং এর
    কোড অনুযায়ী কাজ করে । যখন একটি ওয়েব
    সার্ভার ডাইনামিক সাইটের জন্য রিকোয়েস্ট পায় তখন
    এটি একটি সফটওয়্যার বা এপ্লিকেশনের কাছে
    পাঠিয়ে দেয় রিকোয়েস্ট সম্পূর্ণ করার জন্য ।
    তখন, সফটওয়্যারটি নির্দেশ অনুসারে কাজ করে । এই
    বিশেষ সফটওয়্যারকে বলা হয় অ্যাপ্লিকেশন।
    ডাইনামিক ওয়েবসাইটের পেজগুলো স্থির থাকে না
    এবং প্রোগ্রামিং কোডের নির্দেশ অনুযায়ী
    ডাইনামিক বা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে থাকে ।
    ডাইনামিক ওয়েরসাইট তৈরি করার জন্য প্রোগ্রামিং
    ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় । যেমন-
    www.facebook.com এই সাইটে গেলে আমরা
    বিভিন্ন মানুষের দেয়া স্ট্যাটাস, ফটো ইত্যাদি
    দেখতে পারি এবং এইগুলা কিছুক্ষন পর পর পরিবর্তিত হয়
    এইটাই ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য ।
    ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য ক্লাইয়েন্ট সাইড বা
    সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা হয়।
    ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ব্যবহারকারীর ইনপুটের
    ভিত্তিতে ক্লায়েন্ট কম্পিউটারে ব্রাউজারে কাজ
    করে থাকে। আর সার্ভার সাইড প্রোগ্রামিং ওয়েব
    সাইটের ডাটাবেজে কাজ করে থাকে। ডাইনামিক
    ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে PHP,
    ASP, Perl, JavaScript প্রভৃতি ভাষার প্রয়োজন হয়।ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাসমুহ-
    ১। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর
    কন্টেন্ট পরিবর্তন হয়। অর্থাৎ কন্টেন্ট
    ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এর ব্যাবহার
    হলো ডাইনামিক ওয়েব সাইটের বড় সুবিধা।
    ২। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায়।
    ৩। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেইজ
    প্রদর্শনের ব্যবস্থা করা যায়।
    ৪। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট নেওয়ার
    ব্যবস্থা থাকে।
    ৫। অনেক বেশি তথ্যবহুল হতে পারে।
    ৬। আকর্ষণীয় এবং ইন্টাআক্টিভ লে-আউট তৈরি করা
    যায়।
    ৭। যে কোন সময় যে কোন ধরনের তথ্য বা
    মন্তব্য আপডেট করা যায়।
    ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধাসমুহ-
    ১। ডেটাবেজ এবং বিভিন্ন গ্রফিক্স উপাদান যোগ করার
    ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি
    সময় নেয়।
    ২। এ ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট
    তুলনামুলক জটিল।
    ৩। ডাইনামিক ওয়েবসাইট উন্নয়নে খরচ বেশি হয়।
    লেখাটি ভাল লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ
    সবাইকে আমার পোস্টটি পড়ার
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    ________________________________

    আজকের মত এখানেই বিদায় নিচ্ছি,



    শেয়ার করুন
    পূর্ববর্তী পোষ্ট
    পরবর্তী পোষ্ট