Hello বন্ধুরা সবাই কেমন
আছেন..?
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
Trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ।
ভালো কিছু জানতে সবাই
Trickbd এর সাথেই থাকুন।
.
.
আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।
যার মাদ্ধমে আপনি প্রত্যেক নামাজের ওয়াক্তের টাইম সহজেই জেনে নিতে পারবেন পাশাপাশি এখানে আরবী কেলেন্ডার রয়েছে যার মাদ্ধমে আপনি আরবী মাসের দিন তারিখ ও জেনে নিতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা এই এপের তা হলো এই এপসটি আপনাকে প্রতি নামাজের ওয়াক্ত হবার সাথে সাথেই এলার্ট করে দিবে সমধুর আজানের মাধ্যমে!!
আর পারসোনাললি আমি মনে করি একজন মুসলমান হিসেবে এরকম এপস আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা আবশ্যক, তবে হ্যা এই এপস টি যারা জাভা অথবা সেম্বিয়ান ইউজার শুধুমাত্র তারাই ব্যাবহার করতে পারবেন।
তবে এন্ড্রয়েডের জন্যেও আছে আপনারা চাইলে ঐটা নিয়েও আগামীতে পোষ্ট করবো ইনশাল্লাহ।।
এপসটির কিছু বিবরণঃ
Name: Azan Apps.
Reguletion: 240*320.
Type: .Jar
Developed By: Search Truth.
Size: 826 Kb.
সফটওয়্যার টি আপনারা কিভাবে ব্যাবহার করবেন এবং এপসটির সেটিংস কিভাবে করবেন আপনাদের স্ক্রিনশটের মাদ্ধমে বুঝিয়ে দিচ্ছি
প্রথমে এপসটিতে যাওয়ার পরে আপনারা এরকম দেখবেন তারপর Start এ ক্লিক করবেন।
>> এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি নামাজের ওয়াক্তের টাইমগুলো দেখানো হচ্ছে এবং সেই সাথে পরবর্তি নামাজের কত ঘন্টা এবং কত মিনিট বাকি আছে সেটাও দেখাচ্ছে ও পাশাপাশি আরবী মাসের দিন-তারিখ,মাস,সাল এগুলোও দেখিয়ে দিচ্ছে ।
>> এখন আপনারা L Kay অর্থাৎ কল বাটনের উপরের বাটন চাপুন তারপর দেখবেন Setting নামে একটা অপশন পাবেন সেখানে যাবেন ।
>> তারপর এখানে অনেক অপশন দেখতে পাবেন আমি আস্তে আস্তে সবগুলোর সেটিংস বলব।
আপাতত Change City তে যান ।
>> তারপর Select Country তে যাবেন এখন দেখবেন A,b,c এভাবে দেয়া আছে এগুলো হলো প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষর যেহুতু আমরা বাংলাদেশী তাই আমরা B তে সিলেক্ট করবো।
>> এখন দেখতে পাবেন B সিরিয়ালের যত দেশ আছে সব এসে গেছে
এখন আপনি Bangladash সিলেক্ট করবেন।
>> এরপর আবার Settings এ চলে যাবেন সেখানে Choose City একটা অপশন থাকবে ঐ টাতে যাবেন। এটার সিস্টেম আগের টার মতোই কাজ করবেন। দেখতে পাবেন আপনার সামনে B সিরিয়ালের সব জেলা-শহর চলে আসছে। যেহুতু আমি ব্রাক্ষনবাড়িয়া থেকে তাই Brahmanbaria Dristict সিলেক্ট করলাম।
আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিবেন।
>> আবার সেটিংস এ চলে যান এখন দেখবেন Current Time এখানে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো শহরের টাইম জোন সিলেক্ট করতে পারবেন। এবং আপনার ইচ্ছা করলে মোবাইলের টাইম জোন ও দিয়ে রাখতে পারেন ।
>> এখন আবার সেটিংস এ যান একটু নিচের দিকে দেখবেন Set Prayer Alert অপশন ঐ টাতে যাওয়ার পর এরকম দেখবেন এখন এখানে আপনি সবগুলি মার্ক করে দিলে তাহলে প্রত্যেক নামাজের সময় হলেই আপনাকে এলার্ট করে দিবে এখানে আপনার ইচ্ছামতো এলার্ট মার্ক করে সেট করেদিন।
>> এখন আবার সেটিংস এ গিয়ে নিচের দিকে গিয়ে Atomatic Launch অপশন এটাতে যাবেন তারপর Yes এ সিলেক্ট করে সেভ করে দিবেন।
>> এখন আবার সেটিংস এ গিয়ে নিচের দিকে দেখবেন Calculation Methot ঐ টাতে যাবেন এখন Muslim World League সিলেক্ট করে দিবেন।
>> এখন আবার আগের মত সেটিংস থেকে নিচে গিয়ে দেখবেন Minimize Option দেওয়া আছে ঐটাতে যাবেন এখন যে দুটি অপশন দেখতে পাচ্ছেন উপরেরটা সিলেক্ট করেদিলে নামাজের টাইমে এপসটি আপনার মোবাইলের স্ক্রিনে দেখাবেনা। ঠিক তেমনি যদি নিচেরটা সিলেক্ট করেদিন তাহলে স্ক্রিনে শো করবে।
>> এখন আবার Settings থেকে নিচে যাবার পর দেখবেন Select Azan Sound অপশন পাবেন
(এই সফটওয়ার আপনার টি যারা ডেভলপ করছেন তারা এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে।
আর এর জন্য তারা অতিরিক্ত কোন চার্য নেয়না। তবে আপনাদের কাছে তাদের একটাই চাওয়া চাওয়া দোআ করবেন তাদের জন্য এবং আপনার নামাজে তাদেরকে স্বরণ করবেন ) ।
এপসটি ডাওনলোড করতে চাইলে নিচের লিংক এ যান।
Download Link
.
Mirror Link
.
.
এপসটি আপনাদের নিকট কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যেকোন প্রয়োজনেঃ
আমার ফেসবুক
এরকম আরো মজার মজার গেম পেতে হলে আমার Website টি ঘুরে দেখতে পারেন, এখানে প্রতিদিন নতুন নতুন গেমস,এপস, ইত্যাদি আপলোড করা হয়।
Download site Link
তো আজ এ পর্যন্তই ।
খোদা হাফেজ।
আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
Stay Home| Stop The Spread| Save Life
The post নিয়ে নিন Adzan এপসটি!! আর আপনার মোবাইলেই শুনুন প্রত্যেক নামাজের আযান!!! জাভা এবং সিম্বিয়ান ইউজারদের জন্য!!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3jTXSuj
via IFTTT