আসসালামু আলাইকুম
ট্রিকবিডির আরেকটি পোস্টে আপনাদের স্বাগতম।
কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে Lsposed সেটাপ করা ফোনে একদম সহজ উপায়ে ফেসবুক মেসেঞ্জার এর সকল বিরক্তিকর এড/বিজ্ঞাপন রিমুভ করবেন এবং সাথে এড হবে আরো কিছু ফিচার।
ফেসবুক ব্যবহার করিনা এমন একজন স্মার্টফোন ব্যবহারকারীও হয়তো নেই পৃথিবীতে।
নাবালক থেকে বৃদ্ধ সবার হাতেই ফোন এবং ফেসবুক একাউন্ট চালু করা আছে।
এবং এই ফেসবুকের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ফেসবুক মেসেঞ্জার।
মেসেঞ্জারের আত্মীয় সজন আপনজনদের সাথে আমাদের যোগাযোগ করতে হয়।
কিন্তু এর মাঝে কাবাবমে হাড্ডি হয় মেসেঞ্জার এর বিরক্তিকর অ্যাপ গুলো।
কনভারসেশন গুলোর মাঝে কিসব অদ্ভুদ বিজ্ঞাপন দিয়ে রাখে ফেসবুক, যা আমাদের জন্য চরম বিরক্তির কারণ হয়ে ওঠে, কিন্তু এগুলো তাড়ানোর কোনো কার্যকরী উপায় খুজে পাননা অনেকে।
যাদের মোবাইল ফোর রুটেড এবং Lsposed সেট-আপ করা আছে তারা একটি মডিউলের মাধ্যমে সহজেই এসব বিরক্তিকর বিজ্ঞাপন রিমুভ করতে পারবেন।
Module name: MessengerEx
Feature: মেসেঞ্জার লিংক ফোনের ডিফল্ট ব্রাউজারে অপেন হবে এবং বিজ্ঞাপন রিমুভ।
নিচে মডিউলটির সেটাপ প্রসেস এবং ডাউনলোড লিংক দেয়া হলো:
নিচের লিংক থেকে মডিউলটি ডাউনলোড করবেন এবং এরপরে Lsposed এর ইন্টারফেজ Open করে নিচের স্ক্রিনশট এর মতো মডিউলটিমে মেসেঞ্জার অ্যাপটি সেলেক্ট করে চালু করে দিন:
মডিউলটি চালু হয়ে গেলে ডিভাইটি একবার রিবুট করুন দেখুন কাজ হয়ে গেছে।
ডাউনলোড MessengerEx modul-MegaDrive
আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।
প্রয়োজনে যোগাযোগ:
Telegram
The post [Root/Lsposed] মেসেঞ্জারের সকল Ads রিমুভ করুন সিম্পল একটি মডিউল দিয়ে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/H9pTQJ8
via IFTTT