আসসালামু আলাইকুম
ব্লগ পোস্ট র্যাংক করানোর জন্য Article স্কেমা মার্কআপ গুরুত্বপূর্ণ। Schema markup এর এই আইটেমটি আপনার আর্টিকেলে আছে কিনা জানতে গুগল সার্চ কনসলের Reach Results Test টুলটি ব্যবহার করতে হবে। এরপর আপনার পোস্টে ক্রাউল করে এই আইটেমটি ডিটেক্ট করবে। সাধারণত একটি পোস্টে এই আইটেমটি অটোমেটিক আসে। তবে কিছু ওয়েবসাইটে এই আইটেমটি আসে না। বিশেষ করে যে সকল ওয়েবসাইট কাস্টম কোডিং দিয়ে তৈরি। আবার অধিকাংশ ব্লগার ওয়েবসাইটেও এ আইটেমটি আসে না।
কেন Article স্কেমা মার্কআপ যুক্ত করবেন
এই আইটেমটি যুক্ত করার প্রধান কারণ হচ্ছে এসইও। ওয়েবসাইটের এসইও করার জন্য এই আইটেমটি যুক্ত করা গুরুত্বপূর্ণ। আমরা যা লিখে সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ করি। সেগুলো হচ্ছে কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড তিন ধরনের হয়ে থাকে। যারা Smrush টুল ব্যবহার করেন তারা এই বিষয়টি হয়তো জানেন। এই কীওয়ার্ডগুলো হচ্ছে তথ্যগত, বানিজ্যিক, এবং লেনদেন মূলক। তো কেউ যদি তথ্যগত keword লিখে সার্চ করে তাহলে ঐ সকল রেজাল্ট গুলো আগে শো করবে যেগুলো article স্কেমা মার্কআপ যুক্ত। সুতরাং বুঝতেই পারছেন এটি ওয়েব সাইটের এসইওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
Article স্কেমা মার্কআপ যুক্ত করবেন কিভাবে
প্রথমে এই লিংকে ক্লিক করুন।
এবার স্ক্রিনশটে দেখানো Which schema.org ওখানে ক্লিক করুন।
Article মার্কাআপটি সিলেক্ট করুন। এখান থেকে আপনি চাইলে অন্যান্য স্কেমা মার্কআপ যুক্ত করতে পারবেন।
এবার উপরের স্ক্রিনশট অনুযায়ী ফর্মটি ফিলাপ করুন। Article এর মধ্যে Article, URL এর মধ্যে পোস্ট লিংক, headline এর মধ্যে পোস্ট টাইটেল এবং image URL এর মধ্যে পোষ্টের মধ্যে থাকা সকল ইমেজগুলোর লিংক দিবেন।
Publisher logo URL এর মধ্যে ওয়েবসাইটের লোগো লিংক, প্রথমে পাবলিস্ট করার ডেট এবং পরবর্তীতে মডিফাই করার ডেট দেবেন। ব্যাস তাহলেই কাজ শেষ।
এবার উপরের দিকে এসে স্ক্রিনশটে দেখানো কপি আইকনে ক্লিক করলে কোডগুলো কপি হয়ে যাবে।
এবার আপনার ওয়েবসাইটের যে পোস্টে যুক্ত করতে চান তা এডিট অপশনে যাবেন। Text/HTML মুড অন করে কপি করা কোড গুলোকে পেস্ট করে দেবেন।
ব্যাস তারপর পোস্ট টিকে আপডেট করে নিবেন। তাহলে আপনার পোস্টে Article স্কেমা মার্কআপ যুক্ত হয়ে যাবে।
Article স্কেমা মার্কআপ চেক করার নিয়ম
এই স্কেমা মার্কআপ সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা তা চেক করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
যে পোস্টে স্কেমা মার্কআপ যুক্ত করেছেন সে পোষ্টের লিঙ্ক পেস্ট করুন এবং Test url অপশনে ক্লিক করুন।
দেখুন গুগল বট Article স্কেমা মার্কআপ ডিটেক্ট করতে পেরেছে। অর্থাৎ আপনার পোস্টটা এখন এসইও এর article আইটেমটি রয়েছে।
বিঃদ্রঃ সাধারণত উন্নত সিএমএস গুলোতে পোস্টে অটোমেটিক article স্কেমা আইটেমটি ডিটেক্ট করে। তবে কোডিং করে তৈরি ওয়েবসাইট, আবার অনেক ব্লগার ওয়েবসাইটেও এই আইটেমটি আসেনা। সে ক্ষেত্রে বিকল্প এই পদ্ধতিটি ব্যবহার করে আনতে পারবেন। তবে ব্লগ পোস্টে স্কেমা মার্কআপ যুক্ত করার আগে অবশ্যই পোস্টটিকে চেক করে নিবেন। সেটা আগে থেকেই ওই স্কেমা মার্কআপ আছে কিনা। না হলে পরবর্তীতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।
PLEASE VISIT US: Trickmi.com
The post ব্লগ পোস্টে Article স্কেমা মার্কআপ যুক্ত করার নিয়ম appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/bjV8UEm
via IFTTT