কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]।

সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। সময়ের অভাবে পোষ্ট লিখতে পারিনা। তাই আজ সময় নিয়ে লিখতে বসছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]। আমি মোঃ বাধন আছি আপনার সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]।

বিস্তারতঃ-এই পর্বে শিখবো

  • Tasker অ্যাপের কাজ কি?
  • কিভাবে অ্যাপটি ডাউনলোড দিবেন?
  • কিভাবে ইন্সটলের পর সেটআপ করতে হবে?
  • ২য় পার্ট এ টাইটেল অনুযায়ী কাজ দেখানো হবে। কারণ এই পোষ্ট টা অনেক বড় হয়ে যাবে। তাই ২য পার্ট করা হবে।

A. Tasker অ্যাপের কাজ কি?

Tasker একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড অ্যাপ যা ব্যবহারকারীদের তাদের ফোনের অটোমেশন এবং কাস্টমাইজেশন করতে সাহায্য করে। এখানে Tasker এর কিছু মূল ফিচার বিস্তারিতভাবে বর্ণনা করা হলো:

১. প্রোফাইল এবং কন্ডিশন:

বিভিন্ন প্রোফাইল তৈরি করে বিভিন্ন পরিস্থিতির জন্য কাস্টম সেটিংস ব্যবহার করতে পারেন। যেমন, কাজের সময় ফোন সাইলেন্ট বা ভিব্রেশন মোডে থাকতে পারে। Tasker এ প্রোফাইল হল সেই সেটিংসের সমষ্টি যা আপনি নির্দিষ্ট পরিস্থিতির জন্য তৈরি করেন। উদাহরণস্বরূপ, আপনি একটি প্রোফাইল তৈরি করতে পারেন যেটি আপনার ফোনের ‘ওয়ার্ক মোড’ বা ‘হোম মোড’ হিসাবে কাজ করবে।

কন্ডিশন (Context): প্রোফাইল কন্ডিশন দ্বারা চালিত হয়। এটি নির্ধারণ করে কোন পরিস্থিতিতে প্রোফাইলটি সক্রিয় হবে। কন্ডিশনগুলি হতে পারে:

  • অবস্থান: আপনি কোথায় আছেন (GPS বা Wi-Fi ভিত্তিতে)
  • সময়: কোন নির্দিষ্ট সময়ে প্রোফাইল সক্রিয় হবে
  • ব্যাটারি স্তর: ব্যাটারির নির্দিষ্ট স্তরের উপর ভিত্তি করে
  • ব্লুটুথ বা ওয়াইফাই সংযোগ: নির্দিষ্ট ডিভাইসের সাথে সংযুক্ত হলে

২. অ্যাকশন:

যখন একটি প্রোফাইল সক্রিয় হয়, তখন Tasker নির্দিষ্ট অ্যাকশন সম্পন্ন করে। কিছু সাধারণ অ্যাকশন হলো:

  • কল করা বা মেসেজ পাঠানো: একটি নির্দিষ্ট নম্বরে কল বা মেসেজ পাঠানো
  • অ্যাপ চালু বা বন্ধ করা: নির্দিষ্ট অ্যাপ্লিকেশন চালু বা বন্ধ করা
  • সেটিংস পরিবর্তন: যেমন, Wi-Fi চালু করা, সাইলেন্ট মোডে সেট করা, স্ক্রীনের উজ্জ্বলতা পরিবর্তন করা

৩. টাস্ক:

একটি টাস্ক হল অ্যাকশনগুলির একটি সিরিজ যা একটি নির্দিষ্ট প্রোফাইলের অংশ হিসেবে কাজ করে। আপনি একটি টাস্ক তৈরি করতে পারেন যা একাধিক অ্যাকশন একসাথে সম্পন্ন করবে। উদাহরণস্বরূপ, একটি ‘জাগ্রত হবার’ টাস্ক তৈরি করতে পারেন যা আপনার এলার্ম শব্দ চালু করবে, স্ক্রীনের উজ্জ্বলতা বাড়াবে, এবং আপনার প্রিয় খবরের অ্যাপ্লিকেশন খুলবে।

৪. ভেরিয়েবল:

Tasker আপনাকে ভেরিয়েবল ব্যবহার করে ডায়নামিকভাবে তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করতে দেয়। উদাহরণস্বরূপ, আপনি একটি ভেরিয়েবল তৈরি করতে পারেন যা বর্তমান সময় ধারণ করবে এবং তারপর সেই তথ্য ব্যবহার করে একটি নির্দিষ্ট অ্যাকশন সম্পন্ন করতে পারেন।

৫. প্লাগইনস:

Tasker এর ক্ষমতা বাড়ানোর জন্য অনেক তৃতীয় পক্ষের প্লাগইন উপলব্ধ রয়েছে। এই প্লাগইনগুলি নতুন ফিচার যোগ করতে পারে এবং আপনাকে আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়।

৬. ইন্টারফেস:

Tasker এর ইন্টারফেস কিছুটা জটিল হতে পারে, বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য। তবে একবার আপনি এর মৌলিক ধারণা বুঝতে পারলে, এটি বেশ শক্তিশালী এবং নমনীয়।

ব্যবহারিক উদাহরণ:

  • ঘুমানোর সময়: আপনি একটি প্রোফাইল তৈরি করতে পারেন যা আপনার ফোন সাইলেন্ট মোডে রাখবে, ব্যাটারি সেভার চালু করবে এবং রাত ১১টার পরে আপনার ফোনের স্ক্রীন বন্ধ করে দেবে।
  • ঘরের সময়: আপনি একটি প্রোফাইল সেট করতে পারেন যা আপনার ফোনের Wi-Fi স্বয়ংক্রিয়ভাবে চালু করবে এবং ব্লুটুথ প্যারিং মোডে চলে যাবে যখন আপনি বাড়িতে পৌঁছাবেন।
  • বহিরঙ্গন: আপনি একটি প্রোফাইল তৈরি করতে পারেন যা আপনার ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং আপনার মোবাইল ডেটা চালু করবে যখন আপনি বাইরে থাকবেন।

B. কিভাবে অ্যাপটি ডাউনলোড দিবেন?

চলুন শুরু করিঃ-
প্রথমে সফটওয়্যারটি টি ডাউনলোড করেন।

সাইটে গিয়ে যেভাবে ডাউনলোড করবেন:

আগেই বলে নেই এটি কোনো ফ্রি অ্যাপ না। এটি গুগল প্লে স্টোরে ৩০০ টাকা দিয়ে ইন্সটল করতে হবে। যেহেতু আমাদের পক্ষে টাকা দিয়ে ক্রয় করা সম্ভব না। তাই অন্য সাইট থেকে ডাউনলোড করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে আমি কেন দুটি লিংক দিলাম? এর উঃ হলো একটি কাজ না করলে অন্য টি সাহায্য করবে।

Image অনুযায়ী কাজ করুন →↓←



অ্যাপ সাপোর্ট না করলে। রিনেম করে (.apk) দিবেন। কাজ হয়ে যাবে।

C. কিভাবে ইন্সটলের পর সেটআপ করতে হবে?

Image অনুযায়ী কাজ করুন →↓←

    • উপরের লিংক থেকে Tasker অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করো। আমি করেছি। দুটি অ্যাপ দেখাচ্ছে। ১ম টি ওপেন করো।

    • ok তে ক্লিক করো।

    • অ্যাপটি প্রথমবার চালু করলে বিভিন্ন পারমিশনের জন্য অনুরোধ জানানো হবে। এগুলো Tasker-এর সঠিক কাজ করার জন্য প্রয়োজন। এই পারমিশন প্রদান করেন।
      • Accept Terms: ক্লিক করুন। এরপর Accept এ ক্লিক করুন।
      • Draw Over Other Apps: ক্লিক করুন। এরপর Ok তে ক্লিক করুন। Display Over Other Apps এ নিয়ে যাবে। সেখানে Tasker অ্যাপ দেখতে পাবেন। তার ডান পাশের বাটন টি on করে দিবেন। তারপর back বাটন টি ক্লিক করে Tasker অ্যাপে ফিরে আসেন।
      • Battery Optimization: ক্লিক করুন। এরপর Allow এ ক্লিক করুন।
      • Vendor Specific Battery Optimization: ক্লিক করুন। Browser show হতে পারে। প্রবেশ করার দরকার নেই। আপনি শুধু Tip লেখা box এ Ok বাটনে ক্লিক করুন।
      • Disable Helper Notifications: ক্লিক করুন। এরপর Ok বাটনে ক্লিক করুন। এরপর Allow Notifications লেখার ডান পাশের বাটন টি off করে দিবেন। তারপর back বাটন টি ক্লিক করে Tasker অ্যাপে ফিরে আসেন।
    • Proceed বাটনে ক্লিক করো।

    • Tasky A beginner frindly experience লেখা এই box এ ক্লিক করুন।

    • Skip All এ ক্লিক করুন। এরপর 3 Dot এ ক্লিক করুন।
    • Switch To Tasker এ ক্লিক করুন।

    • এরপর No তে ক্লিক করুন।

  • পারমিশনের কাজ শেষ।

আজ এ পর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন। আর একটা কথা অনেক কষ্ট করে লেখি তাই দয়া করে Like দিতে ভুলবেন না। আপনার দেওয়া একটি Like আমাদের লেখার আগ্রহ বাড়াই। এটা নিয়ে এর আগে Trickbd তে কেও বিস্তারিত ভাবে পোষ্ট করেছে কি না আমার জানা নেই। যদি থাকে তো লিংক সহ কমেন্ট করে জানবেন।

২য পর্বের জন্য অপেক্ষা করুন।
অবশ্যই নামায পরতে ভুলবেন না।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD Badhon
ফেসবুক: Click Here

ন্যবা

The post কেও যদি আপনার থেকে ফোন হুট করে কেড়ে নিলে, যে অ্যাপে কাজ করছিলেন তা উধাও হয়ে যাবে [১ম পর্ব]। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/JFYBZuk
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট