আসসালামুআলাইকুম
ট্রিকবিডিতে আমি একজন নতুন টিউনার। এটা আমার প্রথম পোস্ট। প্রথম পোস্টে তো ভুল হতেই পারে তাই আশা করি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি।
আজকের টপিক দেখলে আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালে কি নিয়ে.। আজকের টিউটোরিয়াল ওয়াপকিজ এর footer-ads হাইড করা নিয়ে। এই পদ্ধতিতে দিয়ে আপনারা wapkiz এর footer-ads হাইড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই, আমি যে পদ্ধতিতে বলছি এ পদ্ধতিতে আপনাদের সাইটে কোনো সমস্যা হবে না। আপনাদের wapkiz সাইটে নিচে যে ডাউনলোড নাউ লেখাটা থাকে আমার দেয়া কোডটির মাধ্যমে শুধু সেই লেখাটির ওপর শেয়ার বাটন চলে আসবে। মানে আমি বলতে চাচ্ছি লেখাটির উপরে একটা বাটন চলে আসবে ফলে আগের এড টি দেখা যাবে না। আর যদি কেউ সেই শেয়ার বাটন এ ক্লিক করে তাহলে আপনার সাইটের লিংক করে তার ফেসবুক একাউন্টের মাধ্যমে শেয়ার হয়ে যাবে।
তো আগে একটা ডেমো দেখে নিই।
Demo 1
demo 2
ডেমো তো দেখলেন এবার আসি কোড টার কথায়। কোডটার ডাউনলোড লিংক নিচে।
Download Now
ডাউনলোড করা হয়ে গেলে এবার এটা আপলোড দিবেন কিভাবে সাইটে, এটা না জানলে কোড নিয়ে লাভ কি?!!
আপলোড দেওয়ার জন্য প্রথমে সাইটের এডমিন প্যানেলে যান,
তারপর Fooeter(edite) এ লিক করুন
তারপর html/tag code এ ক্লিক করুন।
তারপর আমার দেওয়া কোড টি পেস্ট করুন। আর visibility access টা After.. এ দিয়ে দিন। তারপর সেভ করুন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার সাইটে গিয়ে দেখুন, নিচের screenshot এর মতো দেখাচ্ছে। চিন্তা করবেন designed by Tahmied দেখাবে না। ওটা আমার সাইটের।
এখন যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাদের বলছি, প্রথমে এই পোস্ট থেকে ডাউনলোড নাউ লেখায় ক্লিক করুন তারপর নিচের screenshot এর মতো পেজ ওপেন হবে –
এখান থেকে search files এ যান।
তারপর ওখানে “Wapkiz footer ads hider “-এই লেখাটি কপি করে পেস্ট করুন। তারপর ইনশাল্লাহ বুঝতে পারবেন।
পোস্টটি এতো কস্ট করে পড়লেন তার জন্য অনেক ধন্যাবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়েন।
ধন্যবাদ
The post wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3oy3oCU
via IFTTT