[Request Post] জাভা ইউজাররা দেখে নিন কিভাবে Opera Mini 4.21 এ page not found in Cache পেজ আসা বন্ধ করবেন ।

আসসালামু আলাইকুম ।
আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন । টাইটেল দেখে হয়ত বুঝে গেছেন কি পোষ্ট করতে চলেছি ।

বর্তমানে আমরা জাভা ইউজাররা সবচেয়ে বহুল যে অপেরা মিনিটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে opera mini 4.21 mod । এক কথায় এই অ্যাপটি ছাড়া আমরা জাভা ইউজার একেবারেই অচল । ফেসবুক থেকে শুরু করে ওয়াপকিজ পর্যন্ত আমরা এই অ্যাপটির ওপর নির্ভরশীল ।

কিন্তু এই অপেরা মিনি ব্রাউজিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝামেলা সেটি হচ্ছে Back দিলে page not found in Cache এই পেজ আসে ।


তো আজকে আমি দেখাবো কিভাবে এই ঝামেলা থেকে মুক্ত হবেন । বেশি কিছু বলতে চাই না । তো চলুন শুরু করা যাক ।

  • ১মে মেনুতে ক্লিক করে Menu > Tools > Navigation এ যান অথবা নিচের স্ক্রিণশট গুলো ফলো করুনঃ


    এবার দেখতে পারবেন Number Of History লেখা আছে । এবং ওটাতে 30 আছে । আপনারা 3 করে দিবেন।



    এরপর নিচে দেখুন Only The Last Visit For One Site এটাতে টিক দিয়ে সেভ করে দিন।


    • এবার আবার Navigation এ যান

      তারপর স্ক্রিণশটের মতো Do not Reload Pages Deleted from the Cache এই লেখা দেখতে পারবেন । এটা থেকে টিক চিহ্ন উঠিয়ে সেভ কর দিন



      ব্যাস কাজ শেষ।

      তো আজকে এই পর্যন্তই । দেখা হবে অন্য কোনোদিন অন্য কোনো সময়ে অন্য কোনো পোষ্টে । ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ
  • The post [Request Post] জাভা ইউজাররা দেখে নিন কিভাবে Opera Mini 4.21 এ page not found in Cache পেজ আসা বন্ধ করবেন । appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3iWo2Zr
    via IFTTT

    শেয়ার করুন
    পূর্ববর্তী পোষ্ট
    পরবর্তী পোষ্ট