কম সাইজের সেরা একটি ভিডিও এডিটিং এ্যাপ “ভিডিওলিপ”

আসসালামু আলাইকুম,

 

আশা করি আপনারা সকলে ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে ল্যাটেস্ট রিলিজ পাওয়া একটি ভিডিও এডিটিং এ্যাপ এর ফিচার গুলো নিয়ে কথা বলবো।

 

তো চলুন শুরু করি।

 

লাইটট্রিকস লিমিটেড তাদের আরো একটি এডিটিং এ্যাপ এন্ড্রয়ডে রিলিজ করলো।এটি তাদের এন্ড্রয়েড স্টুডিওর পঞ্চম এ্যাপ যার নাম Videoleap।এর আগেও তাদের রিলিজ করা Motionleap এবং Facetune2 এ্যাপ দুটি ব্যাপক সাড়া পেয়েছিলো।প্লে স্টোরে দুটি এ্যাপেরই ৫০মিলিয়ন+ ডাউনলোড এর পাশাপাশি এ্যাপ দুটির রেটিং ৪+

আজকে মূলত Videoleap নিয়েই কথা বলবো

এ্যাপটি অফিসিয়াল ভাবে রিলিজ হয়েছে ২৭ জুলাই ২০২১ তারিখে।এবং ২৯ তারিখ এ্যাপটির 1.0.6 আপডেট আনা হয়েছে।এ্যাপ সাইজ মাত্র ৭৪ মেগাবাইট। iOS ভার্সনও অনেক আগে থেকেই রয়েছে এ্যাপল স্টোরে।

এবার চলুন এ্যাপটির ফিচার সম্পর্কে জেনে আসি।

 

ভিডিও এডিটিং এর যত সব ফিচার রয়েছেঃ

 

১. রয়েছে Green Screen/Chroma Key ফিচার।

২. আছে ভিডিও লেয়ার এ্যাড করার দারুণ ফিচার।

৩. Non-Destructive এডিটিং ফিচার রয়েছে যার মাধ্যমে শত এডিট করার পরও ভিডিও কোয়ালিটি খারাপ হবে না।

৪. ইচ্ছে মতো Undo/Redo করতে পারবেন।অর্থাৎ এডিট করার পর চাইলে এডিট টা বাদ দিতে পারবেন।আবার যদি এ্যাড করতে ইচ্ছে করে তাহলে এ্যাড করতে পারবেন।

ভিডিও এডিটের জন্য বিশেষ ভিডিও ইফেক্টস এবং ফিল্টারস হিসেবে যা যা থাকবেঃ

 

১. টেক্সটে ফন্ট,ইমোজি,শ্যাডো,কালার,ব্লেন্ডিং এ্যাড করতে পারবেন।

২. ইউনিক এবং এডজাস্টেবল ফিল্ম ফিল্টার পাবেন সবসময়।

সাউন্ড এডিটিংঃ

 

১. অডিও ফেইড-ইন ফেইড-আউট করতে পারবেন।

২. অডিও ভলিউম কন্ট্রোল করার সুযোগও রয়েছে।

এছাড়াও যেসব ছোট-খাটো ফিচার গুলো থাকবেঃ

 

১. ভিডিও স্পিড পরিবর্তন,

২. ক্লিপ এডিটিং,

৩. কালার এডজাস্টমেন্ট,

৪. এসপেক্ট রেশিও পরিবর্তন,

৫. ব্যাকগ্রাউন্ড কালার কাস্টমাইজেশন।

 

আপনাদের সাহায্যের জন্যঃ

○ মিনি টিউটোরিয়াল,

○ অটো প্রজেক্ট সেভিং,

○ ভিডিও এডিটের পর ফুল স্ক্রিন প্রিভিউ।

অসুবিধাঃ

১. ইউটিউবের জন্য ভালো ভিডিও বানাতে পারবেন না,

২. নতুন রিলিজ হওয়ার কারণে এ্যাপ ক্র্যাশ করছে বার বার,

৩. ইমপোর্টিং প্রবলেম হচ্ছে।

 প্লে স্টোর লিংকঃ  Videoleap By Lightricks

 

এখন আসি এ্যাপটি কেন ইন্সটল করবেন সে আলোচনায়ঃ এ্যাপটির যাত্রা শুরুতেই এসব ফিচার গুলো দেখে এ্যাপটি আমার কাছে ভালোই লেগেছে।সব মোবাইল ভিডিও এডিটর গুলোতে আপনি ভিডিও লেয়ার এ্যাড করার টুল কিন্তু পাবেন না।তারপর আসে ক্রোমা কী,দারুণ একটা ফিচার।কিন্তু এই দারুণ ফিচার সব এডিটরে দারুণ ভাবে ব্যবহার করতে পারবেন না।ভিডিও লিপ কিন্তু এই ফিচারটি দারুণ ভাবে তৈরী করেছে।ইউজ করে দেখলেই বুঝবেন।আরেকটা কথা এই এ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ইন্সটাগ্রাম,টিকটকের জন্য দারুণ ভিডিও বানাতে পারবেন।সবশেষে বলবো আপনারা ইন্সটল করে জানাবেন এ্যাপটি কেমন।

 

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

The post কম সাইজের সেরা একটি ভিডিও এডিটিং এ্যাপ “ভিডিওলিপ” appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3lxqdr3
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট