Android এর Top 5 High Graphics Football/Soccer Games!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে Top 5 Football Games এর ১ম পর্ব। এর আগে অন্যান্য বিভিন্ন টপিকে আমি পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

ফুটবল নিয়ে কোনো গেমস এই পর্যন্ত দিই নি কোনো পোস্টে। তাই ভাবলাম আলাদা ভাবে একটি পোস্ট করেই দেই।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Football Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept একই ফুটবল রিলেটেড। তবে কিছু ক্ষেদ্রে প্রতিটি গেমই একেবারেই ভিন্ন। ভিন্নতা আছে এদের, গেমপ্লে, গ্রাফিক্স, কন্ট্রোল সিস্টেম ইত্যাদিতে।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : World Soccer League

Game Developer : mobirix

Game Size : 37 MB

Required OS : 4.0+

Game Type : Offline, Soccer, Stylized, Single Player

Game Released Date : October 29, 2015

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

কম সাইজের ভিতরে দারুন একটি গেম। গেমটি প্লে-স্টোরে ১০০ মিলিয়ন বা ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটিতে আপনি ৬০টি National Team, ৬০ টি Club এবং ২০০০ এরও বেশি Player পাবেন।

গেমটিতে টোটাল ৪টি মোড আছে।

1) Exhibition

2) Cup

3) League

4) Training

গেমটি অনেক জনপ্রিয়। প্লে-স্টোরে গেমটি Top 5 List এ অবস্থান করছে। গেমটির গ্রাফিক্স অনেক ভালো। যেকোনো ডিভাইসেই ভালো ভাবেই খেলতে পারবেন আশা করছি।

গেমটিতে আমি Smooth Control + Gameplay পেয়েছি। আশা করছি আপনাদেরও কোনো সমস্যা হবে না।

গেমটির আরো ফিচারগুলো নিম্নরুপঃ

– There are around 60 national teams, 60 clubs and total of 2000 players.

– Total of 4 modes provided: Exhibition, Cup, League, and Training.

– Real football game for you to enjoy splendid dribble and thrilling shooting!

– Save and keep great image or video of each the moment.

– Achievements and Global Activity are provided

– Support 15 languages

– Support tablet devices

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Score! Hero

Game Developer : First Touch Games Ltd.

Game Size : 200 MB

Required OS : 6.0+

Game Type : Offline, Soccer, Sports, Single Player, Stylized

Game Released Date : April 20, 2021

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটির Playing System টা একটু ভিন্ন। এখানে আপনি Automatic Ball Pass থেকে In game এর সবকিছুই Automatic পাবেন।

তবে আপনাকে Ball টা Screen এ Swipe/Draw করে Pass করতে হবে। আর আপনাকেই Goal দিতে হবে Draw করে। আপনি যে জায়গাতে Draw করবেন Ball সেদিকেই যাবে।

এভাবেই এই গেমটিকে তৈরি করা হয়েছে। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৩১ হাজার+।

আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★। রেটিং দেখে চিন্তিত হবেন না। অসাধারন একটি গেম।

অনেক Addictive এই গেমটি। এখানে আপনি সারা বিশ্বের ৯০ টি Official Licensed Team দেখতে পারবেন। সেগুলো নিয়ে খেলতে পারবেন ও তাদের বিপক্ষেও খেলতে পারবেন।

গেমটির গ্রাফিক্সও অসাধারন। গেমটিতে আপনি প্রচুর Camera Angle এর Video দেখতে পারবেন।

মানে মাঠের চারপাশে, উপরে, নিচে, কাছে দূরে কোথাও বাদ রাখেনি Camera Angle এর। প্রতিটা জায়গারই Live Footage আপনি দেখতে পারবেন।

গেমটিতে আপনি English Commentary ও পেয়ে যাবেন। আর সেই Commentary এর সাহায্যে আপনাকে In depth Tutorial ও দিয়ে দিবে।

এছাড়াও আপনি আপনার নিজের নাম দিয়ে Jersey তৈরি করতে পারবেন। গেমটির Mod Version ও রয়েছে। সেখানে আরো অনেক কিছুই করতে পারবেন।

গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

• REVEL in an exciting new story following your Hero’s soccer career!

• SCORE amazing goals, PICK out that killer pass and CURL your screaming shots into the top corner!

• PACKED with over 90 officially licensed teams from some of the world’s greatest leagues! Who will you sign for?

• ENHANCED graphics, ENRICHED motion-captured animations and with the same instantly recognisable “pick-up and go” gameplay

• BRAND NEW Infinite Hero mode, How far will you go?

• INSTANTLY RECOGNISABLE commentary from one of the world’s top commentators, ARLO WHITE!!

• HAND-PICK your Hero’s unique look and customise his appearance.

• TRIUMPH WITH TROPHIES as you progress through your career and unlock great prizes!

• CONNECT to Facebook to sync your progress across devices

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Score Hero! Match

Game Developer : First Touch Games, Ltd

Game Size : 85 MB

Required OS : 5.0+

Game Type : Sports, Soccer, Competitive Multiplayer, Single Player, Stylized

Game Released Date : March 7, 2018

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

আগের গেমটি হচ্ছে এই গেমটির Successor। তবে এই গেমটিকে টপকে যেতে পারেনি। আগের গেমটি এই গেমের বিশাল Success এর পরই তৈরি করা হয়েছে।

আগের গেমটিতে যা যা Missing ছিলো এই গেমটিতে আপনি সেই সবই পেয়ে যাবেন।

এটি একটি Multiplayer Online Game। আগের গেমটির মতো মনে হলেও এখানে Extra অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে Intelligent AI সহ অনেক কিছুই আপনি পেয়ে যাবেন।

গেমটি আগের গেমটির তুলনায় আরো বেশি ডাউনলোড করা হয়েছে। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৮০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

গেমটির Concept সত্যিই প্রশংসনীয়। গেমটির গ্রাফিক্সও অসাধারন। গেমটিতে আপনি প্রচুর Camera Angle এর Video দেখতে পারবেন।

মানে মাঠের চারপাশে, উপরে, নিচে, কাছে দূরে কোথাও বাদ রাখেনি Camera Angle এর। প্রতিটা জায়গারই Live Footage আপনি দেখতে পারবেন।

গেমটিতে আপনি English Commentary ও পেয়ে যাবেন। আর সেই Commentary এর সাহায্যে আপনাকে In depth Tutorial ও দিয়ে দিবে।

এছাড়াও আপনি আপনার নিজের নাম দিয়ে Jersey তৈরি করতে পারবেন। গেমটির Mod Version ও রয়েছে। সেখানে আরো অনেক কিছুই করতে পারবেন।

এখানে 3D Graphics এর যে সুন্দর ব্যবহার করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও আগের গেমটিতে আপনি শুধু Goal দেওয়ার সময়ই Ball Control করতে পারতেন।

কিন্তু এখানে সম্পূর্ণ Match আপনি নিজে Control করতে পারবেন। গেমটির আরো ফিচারগুলো নিচে দিয়ে দিলামঃ

• Real-time fast-paced 1 on 1 matches against players from all over the world!

• Addictive, easy and fun Score! engine gameplay

• Advance through multiple arenas on your way to the top

• Take part in regular seasons and events to win unrivalled rewards

• Start a grudge match and challenge your friends in high stakes matches!

• Earn packages to unlock new player types, formations, boot designs and much much more!

• Upgrade players to reach their full potential and showcase their skills on the pitch!

• Stunning 3D graphics, intelligent AI, and hundreds of unique animations

• Recruit Facebook friends to join your team!

• Log into Facebook and sync your progress between devices!

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Dream League Soccer 2022

Game Developer : First Touch Games Ltd

Game Size : 501 MB

Required OS : 5.0+

Game Type : Offline, Coaching, Single Player, Stylized

Game Released Date : January 14, 2020

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি Google Playstore এ #9 Free in sports Category তে আছে। গেমটি ২০২০ এ প্লে-স্টোরে রিলিজ করা হয়েছে বললেও এর অনেক আগে থেকেই গেমটি অনেকেই খেলে আসছে।

আমি নিজেও অনেক আগে থেকেই গেমটি খেলে আসছি। এই গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। তার সাথে গেমটির কন্ট্রোল + গেমপ্লে দুটিই ভালো।

মাঠের বিভিন্ন Angle থেকে Camera Shot দেখতে পারবেন। আর সবকিছুই Fully Customizable। Settings থেকে সবকিছুই Customize করতে পারবেন।

Game টি Google Playstore এ 100 Million+ বা ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। গেমটি Google Playstore এ Review করা হয়েছে 6 Million+ বা ৬০ লক্ষাধিকবারেরও বেশিবার।

সেই Review অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটির Review সংখ্যা দেখেই হয়তোবা বুঝতে পারছেন গেমটি কতটা Popular Gamer দের কাছে।

গেমটিতে আপনি আপনার নিজের Team বানিয়ে খেলতে পারবেন। এছাড়াও গেমটিতে আরো যেসব ফিচারগুলো পাচ্ছেন সেগুলো নিচে দেওয়া হলোঃ

• Build and develop your dream team from over 4,000 FIFPro™ licensed players

• Full 3D motion-captured kicks, tackles, celebrations and goalkeeper saves gives unmatched realism

• Reach legendary status as you rise through 8 divisions and compete in more than 10 cup competitions

• Build your soccer empire from your own Stadium to Medical, Commercial and Training facilities

• Recruit Agents and Scouts to help identify top talent in the transfer market

• Immersive and exciting match commentary keeps you in the heart of the action

• Use Coaches to develop your players technical and physical abilities

• Customise your team’s kit and logo or import your own creations

• Take part in regular seasons and events to win unrivalled rewards

• Compete against players from across the globe with Dream League Live

• Exclusive soundtrack featuring Vukovi, Dead Pony, Kit and more!

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Fifa Mobile

Game Developer : ELECTRONIC ARTS

Game Size : 81 MB (ভিতর থেকে Data Download হবে কিছু)

Required OS : 5.0+

Game Type : Soccer, Competitive Multiplayer, Single Player, Realistic

Game Released Date : October 10, 2016

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Android Platform এ #1 Grossing In Sports এ আছে এই গেমটি Playstore এ। যদি High Graphics Football Games এর কথা আসে তবে এই গেমটি অবশ্যই প্রথমে থাকবে।

আপনার ডিভাইস যত ভালো হবে ততই ভালোভাবে আপনি এই গেমটি আপনার ডিভাইসে Run করাতে পারবেন।

কারন এই গেমের Graphics এতটাই Realistic যে আপনাকে PC Game এর Feel দিবে। অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন না।

যারা জানেন না তারা জেনে নিন। এর থেকে ভালো Football Game Android Platform এ আর ২ টা পাবেন না।

Game টি Google Playstore এ ডাউনলোড করা হয়েছে 100 Million+ বা ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির Review সংখ্যা রয়েছে 9 Million+ বা ৯০ লক্ষাধিকবারেরও বেশি।

এবং সেই Review অনুযায়ী গেমটির রেটিং দাড়িয়েছে 4.1 ★। গেমটিতে আপনি ১৫,০০০ প্লেয়ারের সাথে সাথে মোট সারা বিশ্বের ৬০০ টিরও অধিক Team নিয়ে খেলতে পারবেন Including Real Madrid, Manchester City।

এখানে Kylian Mbappé, David Alaba and Christian Pulisic সহ অসংখ্য চির পরিচিত Player দের নিয়ে খেলতে পারবেন।

গেমটিতে আরো ৩০টিরও বেশি League এর সাথে অনেক কিছুই পেয়ে যাবেন। Android এর Best Football Game এটি।

গেমটির আরো যেসকল ফিচার আছে সেগুলো নিচে দেওয়া হলোঃ

BUILD YOUR ULTIMATE TEAM WITH SELECTIONS FROM THE BIGGEST LEAGUES, BEST TEAMS, & OVER 15,000 SOCCER STAR PLAYERS, INCLUDING:

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Premier League – Trent Alexander-Arnold, Phil Foden & Christian Pulisic.
🇪🇸 LaLiga Santander – David Alaba & João Félix
🇩🇪 Bundesliga – Jude Bellingham
🇫🇷 Ligue 1 Uber Eats – Kylian Mbappé

REALISTIC SOCCER STADIUM ACTION :

– Experience enhanced visuals at up to 60 fps*

– Kick it in new, upgraded soccer stadiums including several classic FIFA venues

– Score a goal to the cheers of soccer fans with realistic stadium SFX and live on-field audio commentary

– Premier League, LaLiga Santander, Bundesliga and more of the biggest leagues

NEXT-LEVEL SOCCER SIMULATION :

– Dribble past defenders in style, thread an inch-perfect pass, and score a belter top corner, all now with high fidelity player rendering

– Realistic soccer stadium play conditions are customizable with time-of-day and weather options

– Build, train and manage soccer legends to level up your Ultimate Team

– New stamina and substitution mechanics for additional customization, choice and control

SOCCER ICONs & HEROES :

– Build your Ultimate Team with over 100 soccer ICONs and Heroes

– Score big with world soccer ICONs like David Beckham, Paolo Maldini, Ronaldinho, and more

– Top eleven lineups are perfected with soccer Heroes like Robbie Keane and Ole Gunnar Solskjær

– Soccer legends from over 30+ leagues will level up your dream team from fan-favorite to UEFA Champions League and Europa League contender

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর Top 5 High Graphics Football/Soccer Games! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/S5n6jQy
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট