ই-পাসপোর্ট এর আবেদন অনলাইন থেকে মুছে ফেলার নিয়ম

আসসালামুআলাইকুম,

আমরা অনেকেই অনলাইনে ই-পাসপোর্ট এ আবেদন করার সময় ভুল করে ফেলি। তখন আমাদের আবেদন টি বাতিল করার দরকার পরে। আজকের পোষ্ট এ ই-পাসপোর্ট এর আবেদন অনলাইন থেকে বাতিল করার সকল উপায় গুলো নিয়ে কথা বলবো।

আপনার পাসপোর্ট আবেদন এর স্ট্যাটাস এর উপর নির্ভর করে আপনার ডিলেট করার ধরন আলাদা হবে।

Delete E-passport with Incomplete Status:

আপনার আবেদন এর স্ট্যাটাস যদি Incomplete অথবা Draft হয়ে থাকে তবে সহজেই আপনি সেটা ডিলেট করতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকেই, এ ক্ষেত্রে আপানর পাসপোর্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজনীয়তা নেই।

E- Passport portal এ লগইন করে সেখান থেকেই আপনার Incomplete অ্যাপ্লিকেশন টি ডিলেট করে ফেলতে পারবেন।

 

Delete E-passport with Appointment Scheduled Status:

আপনার ই-পাসপোর্ট এর স্ট্যাটাস যদি Appointment Scheduled হয়ে থাকে এবং আপনি এটি ডিলেট করতে চান তবে আপনি অনলাইনে ডিলেট করতে পারবেন না, আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করে ডিলেট করে নিতে হবে। নিচের মতো করে আপনার একটি আবেদন কপি লিখে পাসপোর্ট অফিসে চলে চান।

উপরের ফর্ম টি নিচের লিংক থেকে ডাওনলোড করে নিন এবং নিজের তথ্য দিয়ে পুরন করে প্রিন্ট করে নিন।

Download Application form to delete E- passport

এই অ্যাপ্লিকেশন এর সাথে আপনার অনলাইন আবেদন এর Application Summary প্রিন্ট করে নিতে পারেন। পাস পোর্ট অফিসের হেল্প ডেস্ক এ গেলেই দেখিয়ে দিবে কোন রুম এ গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি ডিলেট করতে পারবেন।

Delete E-passport with Appointment Application Submitted / Enrolled, Pending Approval Status:

আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস যদি Appointment Scheduled এর পরবর্তী কোন স্ট্যাটাস হয় সে ক্ষেত্রে আপনি এটি ডিলেট করতে পারবেন না, আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে সংশোধন এর জন্য আবেদন করতে হবে।

 

E-Passport Inquiry Status Meaning: 

Application Submitted:

আপনার অ্যাপ্লিকেশনটি সফল ভাবে জমা দেয়া হয়েছে।

Enrolled, Pending Approval:

আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানাে হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশনের রেজাল্ট ও পাসপাের্ট অফিসের এসিস্ট্যান্ট ডাইরেক্টর (AD) এর এপ্রুভাল জন্য অপেক্ষায় রয়েছে।

Approved:

পুলিশ ভেরিফিকেশন সফল হয়েছে এবং পাসপাের্ট প্রিন্টের এর জন্য এপ্রুভ হয়েছে ও পাসপাের্টটি প্রােডাকশনে প্রিন্টের জন্য পাঠানাে হয়েছে।

Shipped:

আপনার পাসপাের্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপাের্ট অফিসে পাঠানাে হয়েছে।

Passport Received:

আপনার পাসপাের্টটি আঞ্চলিক পাসপাের্ট অফিসে এসে পৌঁছেছে, ফোনে মেসেজ আসার পরে পাসপাের্টটি এসে নিয়ে যেতে পারেন।

Passport Issued :

আপনার পাসপাের্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে।

 

পোষ্ট টি যদি অন্য কারো সাহায্য করবে বলেন মনে করেন তবে ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।

The post ই-পাসপোর্ট এর আবেদন অনলাইন থেকে মুছে ফেলার নিয়ম appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/36r2vbB
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট