আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রেইনার হওয়ার পর ট্রিকবিডিতে প্রথম পোষ্ট।
টাইটেল দেখেই বুঝতে বুঝেছেন কিভাবে ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট বানাবেন।
এসএমএম প্যানেল (SMM Panel) কি?
এসএমএম প্যানেল (SMM Panel) হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত একটি স্ক্রিপ্ট বা ওয়েবসাইট যেখানে ব্যবহারকারী খুব কম মূল্যে সব ধরনের মার্কেটিং সেবা পায়। এটি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টরে একটি ট্রেন্ডি বিষয় হিসেবে পরিণত হয়েছে ।
বর্তমানে আপনারা ফেসবুকে দেখে থাকবেন অনেকেই পোষ্ট, কমেন্ট করে ফেসবুক ফলোয়ার বিক্রি করার বিজ্ঞাপন দিচ্ছে। কেউ প্রতি হাজার ফলোয়ারের জন্য 20-200 টাকা পর্যন্ত নিচ্ছে। আপনি নিজে ওয়েবসাইট বানিয়ে ব্যবসা করলে ১০০০ হাজার ফেসবুক ফলোয়ার ১১-১২ টাকা দিয়ে কিনে ২০-২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।
এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানাতে কি কি লাগবে?
প্রফেশনাল এসএমএম প্যানেল ওয়েবসাইট বানাতে ডোমাইন,হোস্টিং এবং পেইড স্ক্রিপ্ট লাগে। অনেকেই ক্যার্ক/নুল স্ক্রিপ্ট দিয়ে এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানইয় যেটাতে অনেক বাগ থাকে। আর আমি যে পদ্ধতিতে বানাবো এখানে ডোমাইন,হোস্টিং এবং স্ক্রিপ্ট কিছুই লাগবে না।
এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানাবেন যেভাবেঃ
প্রথমে SocPanel.Com সাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।
রেজিস্টার করা হলে এমন দেখতে পারবেন
যেহেতু আমাদের ডোমাইন নেই, তাই এখানে SocPanel এর সাবডোমাইন ব্যবহার করব।
এখানে একটা নাম দিয়ে Next করব
এখানে USD ক্যারেন্সি সিলেক্ট করলে SMM Panel create হয়ে যাবে। এবার মেনু থেকে Setting > Common গিয়ে টাইটেল, মেটা, ট্যাগ যোগ করব
লগো পরিবর্তন করবেন যেভাবে
লগো পরিবর্তন করার জন্য Menu>Setting>Design যেতে হবে
লগো সাইজ 520х128 হতে হবে।
এছাড়াও এ পেজ থেকে ব্যাকরাউন্ড কালার, বাটন কালার, ল্যান্ডিং পেজ পরিবর্তন করতে পারবেন।
ইউজারদের ব্যালেন্স এড করার জন্য পেমেন্ট মেথড
ইউজার যাতে বিকাশে টাকা যোগ করতে পারে এজন্য Menu>Setting>Payment Method যেতে হবে
এরপর অবশ্যই Desktop Site চালু কিরে নিবো
এখানে প্রথমে ঘরে ‘বিকাশ’ লিখবো
২য় আইকন ঘরে
বিকাশের জন্য https://parves.ml/img/bkash.jpg নগদের জন্য https://parves.ml/img/nagas.jpg রকেটের জন্য https://parves.ml/img/rocket.jpg
৩য় ঘরে কিভাবে টাকা দিবে বিস্তারিত লিখতে পারেন
Bkash Send Money 017****** Reference Your username Minimum Deposit 100 Taka
একই ভাবে রকেট & নগদ যোগ করতে পারবেন।
প্রভাইডার এবং API যোগ করার উপায়ঃ
আপনার ওয়েবসাইটে সার্ভিস যোগ করার জন্য প্রভাইডার প্রয়োজন। আপনি SocPanel থেকেও সার্ভিস নিতে পারবেন কিন্তু এতে দুইটি অসুবিধা আছে,
১. তাদেরকে internation debit/credit card দিয়ে অথবা বিটকয়েন সহ কয়েকটি আন্তরজাতিক মাধ্যমে পেমেন্ট করতে হবে।
২. তাদের সার্ভিস চার্য তুলনামুলক ভাবে অনেক বেশি।
এজন্য আমরা বাংলাদেশের SMM Panel ওয়েবসাইট থেকে নিব। যেমন nsboostbd.com amarboostbd.com amarboost.com smmdad.com smmbd.top ইত্যাদি
এসব সাইট থেকে api নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিবেন। এসব সাইটে বেশি টাকা ডিপোজিট না করার ভালো।
আমি দেখাবো SMMBD.Top থেকে কিভাবে api নিতে হয়। এই সাইট বিশ্বাসযোগ্য এবং মাত্র ৪৫ টাকা বা ০.৫ ডলার ডিপোজিট করা যায় এবং ১১.৭০টাকা বা ০.১৩$ দিয়ে ১ হাজার ফলোয়ার নেয়া যায়।
এজন্য প্রথমে SMMBD.TOP গিয়ে রেজিস্টার করতে হবে।
তাদের দেখানো নিয়ম অনুযায়ি টাকা পাঠিয়ে দিলে সাথে সাথে টাকা যোগ হয়ে যাবে।
(তাদের দেয়া নম্বারে ৪৫ টাকা দেওয়ার পর তারা ০.৫ ডলার একাউন্টে দিয়ে দিছে)
টাকা ডিপোজিট করার পর Api ক্লিক করলে নিচের মত Api key দেখতে পাবেন। এটি কপি করে রাখব।
এবার আমাদের সাইটে এসে Menu>Setting>Provider Add Provider
এখানে সার্চ দিবো “smmbd.socpanel.com”
এখানে কপি করা api key পেস্ট করব
প্রভাইডার যোগ হয়ে যাবে
লেটার করলে আপনে যে ওয়েবসাইট থেকে api নিয়েছেন সেখানকার ব্যালেন্স দেখতে পারবেন। আমার যেহেতু ০.৫ ডলার আছে তাই ০.৫ দেখাচ্ছে।
প্রভাইডার থেকে সার্ভিস যোগ করবেন যেভাবে:
Menu > Services
Import service from provider
এখান থেকে যে যে সার্ভিস যোগ করতে চান সেটা সিলেক্ট করতে হবে অথবা সব সার্ভিস নিতে চাইলে Select All করতে হবে
আপনার সিলেক্ট করা সার্ভিস গুলোর প্রাইস দেখতে পাবেন এবং আপনি কত করে সেল করতে চান সেটিও বসাতে পারনেন। এজন্য ৩য় বক্সে পার্সেন্ট যোগ করে নিবেন।(ডিফল্ট ভাবে ৩০% থাকে)
Add services করলে যোগ হয়ে যাবে
আপনার সাইট প্রায় রেডি। আপনার সাইট গিয়ে রেজিস্টার করুন এবং Socpanel থেকে রেজিস্টার করা একাউন্টিতে কিছু ব্যালেন্স যোগ করুন। এবার অর্ডার করে দেখব কাজ করে কি না।
টেস্ট করার জন্য আমি নিজের ফেসবুক প্রোফাইলের জন্য ১ হাজার ফলোয়ার অর্ডার করব।
অর্ডার সম্পুর্ন হয়েছে, কিন্তু ফলোয়ার যোগ হয়নি নিচে ০-১০০০ দেখাচ্ছে।
অর্ডার করার সময়
৩-৪ ঘন্টা পর
যেখান থেকে api নিছি সেখানকা ব্যালেন্স থেকে ০.১৩$ কেটে নিছে। প্রভাইডার সাইটে গিয়েও আপনে অর্ডার হিস্টোরি দেখতে পাবেন। সেখান থেকেও ০.১৩$ দিয়ে ফলোয়ার নিতে পারবেন।
প্রভাইডার সাইটে ব্যালেন্স না থাকলে অর্ডার ফেইল দেখাবে।
প্রভাইডার সাইটে সব সময় কম করে হলেও ডলার রাখা প্রয়োজন যাতে আপনার সাইটের ইউজার অর্ডার করলে ফেইল না হয়।
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ফেসবুকে আমি
The post ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট বানান ফ্রিতেই & নিজের ওয়েবসাইট থেকে কম দামে ফেসবুক ফলোয়ার বিক্রি করুন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/CzeYFXZ
via IFTTT