DCIM কি ? এটার কি দরকার? কেন Android Phone এবং Digital Camera তে এটার ব্যবহার বেশি হয় ?

DCIM কি ? এটার কি দরকার? কেন Android Phone এবং Digital Camera তে এটার ব্যবহার বেশি হয় ?

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

তাড়াহুড়ো করে পড়ে অযথা নিজের সময় নষ্ট করবেন না ! অনেক সময় নিয়ে একটি পোস্ট লিখতে হয় যেন আপনার বুঝতে সুবিধা হয়, তাই পড়তে হলে ধৈর্য্য সহকারে পুরো পোস্ট পড়ুন।

DCIM নাম তো অবশ্যই শুনেছেন এবং দেখেছেন আপনার স্মার্টফোন ফোন এবং ডিজিটাল ক্যামেরার SD Card বা Memory Card এ ! যদি আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরাতে অথবা যেকোনো ডিজিটাল ক্যামেরা থেকে কোনো ফটো ক্যাপচার করেছেন, ভিডিও রেকর্ড করেছেন আর সেগুলো আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে চেক করেছেন অথবা সেটা আপনি কম্পিউটার সিস্টেমে কপি করার চেষ্টা করেছেন তো আমি নিশ্চিত যে আপনি কখনো না কখনো এই DCIM ফোল্ডার অবশ্যই দেখেছেন।

কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আসলে এই DCIM ফোল্ডার কি ? এর পুরো নাম কি ? আর স্মার্টফোনে ব্যবহৃত প্রত্যেক মেমোরি কার্ডে এবং ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত প্রত্যেক মেমোরি কার্ডে এই DCIM নামের ফোল্ডার‌ই কেন থাকে? অন্য কোনো নামে কেন থাকে না ? এর আসল কাহিনী কি ? এসব জানা আপনার প্রয়োজনীয়। এসব জানতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু এই পোস্ট মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে হবে।

DCIM এর পুরো নাম হলো: DCIM – Digital Camera Images

এটা এক ধরনের ডিরেক্টরি বা সহজ ভাষায় বলতে গেলে একটি ফেল্ডার যেটা সব ধরনের স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ, এক্সটার্নাল মেমোরি কার্ড এবং প্রত্যেক ডিজিটাল ক্যামেরার এসডি কার্ডে এই DCIM নামের ফোল্ডার নিজে থেকেই তৈরি হয়ে যায়।

যদি আপনি আপনার স্মার্টফোনের ফাইল ম্যানেজারে গিয়ে Internal Storage এবং External Memory Card এ চেক করলে আপনি অবশ্যই এই DCIM নামের ফোল্ডার দেখতে পাবেন। এছাড়াও যতগুলো ডিজিটাল ক্যামেরা (DSLR) আছে সেগুলোতে যেসব মেমোরি কার্ড ব্যবহার করা হয় সেটা যদি আপনি আপনার কম্পিউটারে ঢুকিয়ে চেক করলে সেখানেও এই DCIM নামের ফোল্ডার অবশ্যই দেখতে পাবেন।

এখন যদি আপনি বলেন যে কি হবে যদি আমি এই DCIM ফোল্ডার Delete করে দিই ?

তাহলে বলছি বেশি কিছুই হবে না। এই ফোল্ডার যদি আপনি ডিলিট করেন তাহলে এই ফোল্ডারে যেসকল ডেটা, ফটো, ভিডিও, যেসব আপনি ক্যাপচার করেছেন, ভিডিও রেকর্ড করেছেন নিজের স্মার্টফোন থেকে অথবা ডিজিটাল ক্যামেরা থেকে তখন ঐ সব কিছু ডিলিট হয়ে যাবে।

এর যখন আপনি আবার স্মার্টফোনে বা ডিজিটাল ক্যামেরাতে কোনো ফটো ক্যাপচার করবেন, ভিডিও রেকর্ড করবেন তখন এই DCIM নামের ফোল্ডার আবার নিজে থেকেই তৈরি হয়ে যাবে। মানে যখন‌ই আপনি এই ফোল্ডার ডিলিট করবেন এবং তারপর যদি আপনি স্মার্টফোনের ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরা ব্যবহার করবেন তো তখন এই DCIM নামের ফোল্ডার Automatic Create হয়ে যাবে এবং সেখানে আপনার Data Store হতে শুরু করবে। এবং এখানে আপনি কিছু Sub Folders ও পেতে পারেন। (.trash .data .tmp etc. যদি Show hidden files অপশন চালু করা থাকে)

কিন্তু আপনি যেসব ফটো ক্যাপচার করবেন, সেই সব এই DCIM ফোল্ডারেই পেয়ে যাবেন। এটা এক ধরনের Default Directory যেটা একটা Standard Rules কে Follow করে। আর প্রায় সবধরনের Digital Camera এবং Smartphone Camera এই Standard Rules কেই Follow করে যেন যেকোনো Photo, Video হোক সেটা Smartphone এর Camera তো তোলা বা Digital Camera তে তোলা হোক সেই সব যেন একটা নির্দিষ্ট ফোল্ডার যেটা DCIM এই ফোল্ডারেই Save হয়।

যেন কোনো Software এবং যে কোনো ব্যক্তি সহজেই এই Photo এবং Video গুলো Import/Export করার প্রয়োজন হলে যেন সহজেই Identify করতে পারে। এই কারণেই এই DCIM ফোল্ডার ব্যবহৃত হয়, যেটা আমার ব্যক্তিগত দিক দিয়ে উপকার করেছে।

এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই Standard Rules কি এবং কেন এটা প্রায় সবধরনের ক্যামেরাতে Apply করা হয় ?

তো এটা জানতে হলে আগে আপনাকে জানতে হবে যে,

DCF কি ?

লে অলসঃ ওহ্ ! এখন আবার এই DCF এ কোথা থেকে এলো ? এর‌ও কি কোনো বিশেষ কাজ রয়েছে নাকি অযথা DCIM ফোল্ডারের সাথে যুক্ত হয়েছে ?

তো এই DCF এর পুরো নাম হলোঃ Design rule for Camera File system

এটা এক ধরনের Standard, একধরনের Rule যেটাতে বলা হয় যে যেকোনো ক্যামেরা থেকে নেয়া ফটো কিভাবে Optimize করতে হবে, কিভাবে Manage করতে হবে, সেটার File System কেমন হবে, সেটা কোন Folder এ Save হবে, সেটার Name কেমন হবে ইত্যাদি এই সমস্ত Rule আসে এই DCF এর মধ্যে।

তো এই DCF তৈরিকারী Organization এর নাম JEITA যেটা Japan এর একটি Tread Organization যেটা Electronic এবং IT Industry তে।

তো এটাতে বলা হয়েছে যে যেকোনো Digital Camera থেকে হতে পারে সেটা DSLR Camera হতে পারে Smartphone/Android Phone এর Camera এগুলো থেকে যেসকল Photo/Video নেয়া হয় সেগুলোর File Structure কেমন হবে, Name, Rename, Added Name, Numberic Name কেমন এবং কি হবে, File Format কি হবে, File Type কেমন হবে, File Short By কেমন হবে ইত্যাদি Rule এটাতে Command করা আছে।

আর এই Rules গুলোই বেশিরভাগ Electronic Company যারা Camera তৈরি করে হোক সেটা Smartphone এর বা Digital Camera তারা এই DCF Rules কেই Follow করে। একারণেই DCIM – DCF নিজেদের মধ্যে Connected !

তো এই হলো DCIM ফোল্ডারের কিছু প্রয়োজনীয় তথ্য। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনি কিছুটা হলেও জানতে পেরেছেন।

আরও পড়ুনঃ Bkash Live Chat করার সহজ উপায় | Bkash Account খোলার নিয়ম — 2022

আরও পড়ুনঃ Facebook Status Bangla – 2022

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

The post DCIM কি ? এটার কি দরকার? কেন Android Phone এবং Digital Camera তে এটার ব্যবহার বেশি হয় ? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/IPS8Zzc
via IFTTT

এখন থেকে Envato এর সব After Effects File Download করুন ফ্রিতেই [Alternative Site]

এখন থেকে Envato এর সব After Effects File Download করুন ফ্রিতেই [Alternative Site]

Howdy Everyone,
Envato Elements, Envato Market বর্তমানে বহুল ব্যবহৃত একটি Site। এই Site এর Premium Subscription ছাড়া File Download এর অনুমতি নেই। আজকে একটা Best Alternative Site Share করব যেখানে Envato Site এর বিশেষ কিছু AE file Download করতে পারবেন ফ্রিতেই কোন Subscription এর ঝামেলা নেই।

( •̀ .̫ •́ )✧ Site Link:- https://aedownload.com/  ||  Privacy & Policy

এই Site এ আপনি যা যা পবেন-
– AE Templates
– Logo Stings
– Openers
– Product Promo
– Video Displays
– Titles
– Elements
– Infographics
– Broadcast Packages
– Final Cut Pro
– Graphic Templates
– Graphics
– Presentation Templates
– Video Templates
– Motion Graphics
– Premiere Pro
– Add-Ons
– Sound Effects
– Music Track

 

এক বিশাল Content সমৃদ্ধ Library বলা যায় এই সাইটটিকে, যা আপনারা Envato এর Alternatives হিসেবে Use করতে পারেন।


File Download এর Process:-

1.প্রথমে আপনার কাঙ্খিত Fileটি Select করুন

 

2.এবার File এর নিচে দেয়া Download Optionটি Press করুন

 

3. একটি Website এ Redirect করা হবে (File Share Hosting Site)

 

4. Simply Captcha Solve করে Get Download Link এ Click করুন

 

5. ব্যস File Download Link Enable হবে।

 

 


Conclusion
এই Site এর Ads Bypass এর জন্য Ads Blocker ব্যবহার করার জন্য Suggestion রইল।

 

Bye 
Contact Me On
Telegram [Discussion Group] [Telekit]

The post এখন থেকে Envato এর সব After Effects File Download করুন ফ্রিতেই [Alternative Site] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QYSWM1V
via IFTTT

[Midjourney AI] আপনি যেভাবে বলবেন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবেই ছবি এঁকে দেবে। [Text-to-image]

[Midjourney AI] আপনি যেভাবে বলবেন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবেই ছবি এঁকে দেবে। [Text-to-image]
kih-lagbe.blogspot.com

আসসালামু আলাইকুম! 

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই? 

আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। ওয়েবসাইট’টির নাম হচ্ছে Midjourney এবং এর ডোমেইন হচ্ছে .com এটি টেক্সট-টু-ইমেজ জেনারেট করে এমন একটি সাইট যেটা সম্পূর্ণ AI দ্বারা সম্পন্ন হয়ে থাকে। লেখাটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। নতুন কিছু শিখলেও শিখতে পারেন।

Midjourney – আসলে কি?

Midjourney – হচ্ছে একটি রিসার্চ ল্যাব এবং ল্যাবটি’র নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence). Midjourney – ওয়েবসাইট’টি  AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। এটি DALLE-E বা OpenAI এর মতোই। 

Midjourney – টিম এর সদস্য কারা?

Midjourney – টিম এর মূল দায়িত্বে আছেন David Holz যিনি ছিলেন Leap Motion এর প্রতিষ্ঠাতা। তাছাড়া David Holz  নাসা”তে (NASA) রিসার্চার হিসেবেও কাজ করেছেন।

Advisor  – হিসেবে আছেন  Jim Keller যিনি Apple, AMD, Tesla এবং Intel এর মতো বড় বড় জায়গায় কাজ করেছেন। 

তাছাড়া Midjourney – এর অ্যাডভাইসর হিসেবে আরও আছেন গিটহাব (Github) এর সিইও Nat Friedman

Midjourney –  এর কাজ কি, কিভাবে করে?

এই প্রোগ্রাম’টির কাজ হচ্ছে লেখা থেকে ইমেজ তৈরী করা। অর্থাৎ আপনি লিখিত একটি বিবরণ দিবেন এবং আপনার সেই লেখার উপর ভিত্তি করে আপনাকে ইউনিক কয়েকটি ইমেজ জেনারেট করে দিবে। পুরো এই কাজটি সম্পন্ন হবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স‘ বা AI এর দ্বারা।

ধরুন আপনি কমান্ড দিলেন, A beautiful 3d girl, black hair, black eyes. তারপর সেন্ড করে দিলেন। এখন Midjourney – তে থাকা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কমান্ডগুলো একটি একটি করে পড়বে এবং কমান্ড অনুযায়ী পিকচার বা ছবি তৈরী করবে। 

যেমন আপনি হয়তো কোনো মুভিতে দেখে থাকবেন যে, একটি ব্যক্তি যিনি একটি খুনিকে দেখেছেন কিন্তু খুনি তার অপরিচিত বা আগে কখনো দেখেন নি। এমন অবস্থায় পুলিশ একজন স্কেচ আর্টিস্ট কে ডাকে এবং যে ব্যক্তি খুনিকে দেখেছে তাকে বলা হয়, খুনি’র মুখ, কান, চোখ, নাক ইত্যাদি কেমন ছিল তার বর্ণনা দিতে। তারপর আর্টিস্ট সেই ব্যক্তির কথার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ ছবি এঁকে ফেলেন। 

Midjourney ঠিক এভাবেই কাজ করে থাকে। আপনার দেওয়া ডিটেইলস বিশ্লেষণ করে সেই অনুযায়ী ছবি এঁকে দেয়। পার্থক্য শুধু মুভিতে একটি মানুষ ছবি আঁকার কাজটি সম্পন্ন করে থাকেন আর এখানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সম্পূর্ণ কাজটি করা হয়।

 Midjourney – কি ফ্রী? 

দুঃখের বিষয় হচ্ছে এটি ফ্রী প্লাটফর্ম নয় অর্থাৎ এখানে আপনাকে টাকা দিয়ে তাদের সেবা গ্রহন করতে হবে। তবে তারা ফ্রি ট্রায়াল প্রোভাইড করে থাকেন। ট্রায়াল এর জন্য কোন ক্রেডিট কার্ড এর দরকার নেই। 

Midjourney – তে কিভাবে অ্যাকাউন্ট খুলবো?

প্রথমেই বলে রাখি এটি ব্যবহার করতে হলে আপনাদের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। ডিসকর্ড ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো যাদের আগে থেকেই ডিসকর্ড অ্যাকাউন্ট আছে এবং আপনার Midjourney – এক্সপ্লোর করতে ইচ্ছুক তারা নিচের প্রসেসগুলো ফলো করুন। এবং যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নেই কিন্তু Midjourney – এক্সপ্লোর করতে চান তাহলে নিচে ডিসকর্ড ওয়েবসাইট’টির লিংক দিয়ে দিছি আপনারা অ্যাকাউন্ট খুলে নিন।

Discord – Official Site

Midjourney – অ্যাকাউন্ট খুলতে নিচের প্রসেসগুলো ফলো করুনঃ

প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার’টি ওপেন করুন এবং নিচে দেওয়া লিংকটি’তে ক্লিক করুনঃ-

Midjourney – Official Site

লিংক ওপেন হলে আপনারা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। ছবিতে দেখানো  ‘Sign the beta‘ তে ক্লিক করুন।

স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

তারপর আপনাদেরকে ডিসকর্ড অ্যাপ/ওয়েবসাইট এ রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তারপর ‘Accept Invite‘ – এ ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

ইনভাইটেশন অ্যাক্সেপ্ট করার পর আপনার নিচের মতো Midjourney সার্ভার দেখতে পাবেন। 

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

তারপর সাইডে লক্ষ করলে newbies  নামে কয়েকটি চ্যানেল দেখতে পারবেন। যেকোনো একটি newbies রুমে ক্লিক করুন। 

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

তারপর নিচে থাকা ইনপুট বক্স এ টাইপ করুন ‘ /  ‘(স্ল্যাশ) দেখবেন অনেকগুলো কমান্ডস ভেসে উঠবে। এগুলোর মধ্যে থেকে /imagine এ ক্লিক করুন। অথবা সরাসরি /imagine লিখুন তারপর একটি স্পেস দিন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

স্পেস দেওয়ার পর ‘ Prompt ‘ নামে একটি অপশন আসবে এর ভেতরে আপনি যেরকম ছবি জেনারেট করতে চান সেটা লিখুন। এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। অ্যাডাল্ট কিছু লিখলে সেটা ইনপুট নেবে না।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

 এখানে আপনি আপনার মন মতো ডিটেইলস লিখুন আপনি যেভাবে লিখবেন সেইভাবেই ছবি জেনারেট হবে। আপনার ডিটেইলস লেখা হয়ে গেলে সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

 Midjourney এর AI আপনার দেওয়া  ডিটেইলস মোতাবেক ছবি জেনারেট করা শুরু করে দিবে। ১০০% হয়ে গেলে আপনারা চারটি জেনারেটেড ছবি দেখতে পারবেন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com



এবার চারটি ছবি থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপস্কেল বা বড়ো করতে পারবেন। ছবি বড়ো করার জন্য নিচে U1 U2 U3 U4  – এ ক্লিক করতে হবে। U1 এ যদি ক্লিক করেন তাহলে চারটি ইমেজ এর যেটি প্রথমে আছে সেটি একটি সিঙ্গেল ছবিতে রুপান্তরিত হবে। U2 তে ক্লিক করলে দ্বিতীয় ছবিটি আপস্কেল হবে। 

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

ছবি বড়ো করার জন্য U1 বা অন্য যেকোনো একটা তে ক্লিক করলে আপনার ছবিটি আপস্কেল বা বড়ো হতে শুরু করবে। ১০০% হলে ছবিটি পুরোপুরি তৈরী হয়ে যাবে।

নিচের স্ক্রিনশট’টি দেখুনঃ-

kih-lagbe.blogspot.com

ছবিটি পুরোপুরি তৈরী হয়ে যাওয়ার পর ছবিটি’তে একটি ক্লিক করুন। নিচে বাম কোণায় ‘Open Original Image‘ লিখাতে ক্লিক করুন। তারপর আপনার ইমেজটি লোড হয়ে গেলে ডাউনলোড করে নিন।

নিচের স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

kih-lagbe.blogspot.com

Full Sized Image: 

kih-lagbe.blogspot.com

যারা ভেবে পাচ্ছেন না ছবি জেনারেট করতে কি কমান্ড দিবেন তাদের জন্য নিচে কয়েকটি কমান্ড দিয়ে দিলাম। এগুলো ট্রাই করে দেখতে পারেন।

1. Rubber Duck Aliens visiting the Earth for the first time, hyper-realistic, cinematic, detailed –ar 16:9

2. watermelon sofa with empty background

3. stained glass cat

4. beautiful garden full of flowers, fantasy, a girl, butterfly, oil in canvas

5. window full of flowers, fantasy, butterfly, oil painting

6. robot female, art nouveau, art deco , hyperrealist, 8k, vray, octane render, photographic –test –upbeta –upbeta

7. ctane render 8k of beautiful mermaid, intricate detail, cinematic lighting, green eyes,  :: —ar 2:3 –test –upbeta

8. anthropomorphic character of a Duck, armed with guns, prosthetic eye, elegant hat, steampunk, octane rendered, city lights, :: 8k –ar 2:3 –testp 

9. octane render 8k of kitsune oracle portreit, intricate detail, cinematic lighting, green eyes,  :: —ar 2:3 –test –upbeta

10. octane render 8k of kitsune, girl, oracle, portreit, intricate detail, cinematic lighting,   :: —ar 2:3 –test –upbeta 

বিশেষ দ্রষ্টব্যঃ  অ্যাডাল্ট টেক্সট ইনপুট করবেন না! যেহেতু এটা ট্রায়াল তাই আপনি হয়তো সর্বোচ্চ ২৫ বার ইমেজ জেনারেট করতে পারবেন(পুরোপুরি শিওর নই)। 

আমার এই লেখার উদ্দেশ্য কোনোভাবেই ওয়েবসাইটি’কে প্রমোট করার জন্য নয়। এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এই বিষয়ে কিছুই জানেন না তাদের অবগত করা। ভবিষ্যতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI একপ্রকার রাজত্ব করবে তা বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে এর চরম উন্নতি সাধিত হবে এবং এর ব্যবহার প্রায় সব জায়গাতেই পরিলক্ষিত হবে। তাই আমাদের ভবিষ্যৎ এর প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা উচিত। এগুলো কিভাবে কাজ করে, কোন কোন মাধ্যমে কাজ করে এগুলো সব জানা উচিত। 


ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা করছি। লেখাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কি রিলেটেড পোস্ট ট্রিকবিডি তে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে হয়তো আমরা আপনাদের মন মতো টপিক নিয়ে পোস্ট লিখতে পারবো যেটা আপনাদেরও উপকারে আসবে। 

তো আজকে এ পর্যন্তই।

বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।

ফেসবুকে আমি




The post [Midjourney AI] আপনি যেভাবে বলবেন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবেই ছবি এঁকে দেবে। [Text-to-image] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Tm3uReU
via IFTTT

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এখন বাংলা ভার্সনে পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এখন বাংলা ভার্সনে পাওয়া যাচ্ছে।

বিনোদন পাড়ার সকল দিক বিবেচনা করে বিনোদন পাড়া বলতে আমরা হলিউডকে বুঝি। এছাড়াও আরও অনেক ধরনের নামি-দামি বিনোদন পাড়া রয়েছে। লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে সিরিজ টাইপের বিনোদনগুলি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আর এই সিরিজ টাইপের বিনোদনের মধ্যে তুর্কি সিরিজগুলি বেশ ভালো অবস্থানে রয়েছে। যা হয়তো অনেকে এতোদিনে উপলব্ধি করেও ফেলেছেন। আমার জানামতে অনেকেই তুৃর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সাথে বেশ পরিচিত। কারণ এর আগেও এই সিরিজটির উপর রিভিউ তৈরি করা হয়েছে। এছাড়াও অনেকেই আছেন এই সিরিজটির নিয়মিত দর্শক। যার কারণে অধিকাংশই এর সম্পর্কে জানেন। আমার আজকের টপিকটি মূলত যারা এই সিরিজটির নিয়মিত দর্শক তাদের জন্য।

এই তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এতোই জনপ্রিয় যে, এটি এখন বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে প্রচারিত হচ্ছে আর দর্শকদের মাঝে বেশ সাড়াও ফেলতেছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশেও এর বাংলা ডাবিং ভার্সন তৈরি হয়েছে এবং বাংলা ভাষাভাষী মানুষদের কাছেও এই ভিনদেশী সিরিজ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যারা এই কুরুলুস ওসমান সিরিজটির দর্শক রয়েছি তারা সকলেই এই সিরিজটি দুইটি সিজন অর্থাৎ সিজন-০১ ও সিজন-০২ আমাদের মাতৃভাষা বাংলায় দেখতে পেয়েছি। দুঃখের বিষয় হচ্ছে সিজন-০২ শেষ হওয়ার পর আমরা আর সিজন-০৩ এর দেখা পাইনি। এতোদিন অধীর আগ্রহে ছিলাম কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর বাংলা ভার্সনের জন্য। অবশেষে সেই আশা পূরণ হয়েছে কারণ আমাদের অতি আগ্রহের তুর্কি সিরিজ কুরুলুস ওসমান সিরিজের সিজন-০৩ এর এখন বাংলা ভার্সন শুরু হয়েছে। কুরুলুস ওসমান সিরিজের সিজনটির এর বাংলা ভার্সন ডাউনলোড করতে আমার ওয়েবসাইটের এই https://tutorialbd71.blogspot.com/2022/08/kurulus-osman-season3-bangla-dubbed.html লিংকে গিয়ে ডাউনলোড করে নিন আর উপভোগ করতে থাকুন। (উল্লেখ্য ট্রিকবিডির নিয়মানুযায়ী সরাসরি ডাউনলোড লিংক দিতে পারলাম না, তার জন্য দুঃখিত।)

সিরিজটির কিছু সংক্ষিপ্ত তথ্যঃ

নাম: কুরুলুস ওসমান (Kurulus: Osman)
অরিজিন: তুর্কি
ভাষা: অফিসিয়ালি তুর্কিশ ও আরবি। আনঅফিশিয়ালি বাংলা, উর্দূ ও ইংরেজি ছাড়াও আরো অনেক ভাষা।
রিলিজ: সিজন-০১, ১৯শে নভেম্বর ২০১৯। সিজন-০২, ০৭ই অক্টোবর ২০২০। সিজন-০৩, ০৬ই অক্টোবর ২০২১।
ধরন: হিস্টোরিকাল, অ্যাডভেনসার, অ্যাকশন, ইসলামিক
সিজন: ০৩
ডাউনলোড লিংক: https://tutorialbd71.blogspot.com/2022/08/kurulus-osman-season3-bangla-dubbed.html

কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর কাহিনী সংক্ষেপঃ

কুরুলুস ওসমান সিরিজের যারা নিয়মিত দর্শক তারা আশা করি এর আগের এই সিরিজের বাংলা ভাষায় ডাবিংকৃত দুইটি সিজন দেখে ফেলেছেন এবং সেগুলির কাহিনী সম্পর্কে অবগত রয়েছেন। আমরা এখানে এখন শুধুমাত্র সিজন-০৩ এর সংক্ষিপ্ত কাহিনী সম্পর্কে একটু জেনে নিবো। ওসমানের দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী মালহুন হাতুন প্রথম স্ত্রী বালা হাতুনের গর্ভাবস্থার কথা জানতে পারেন এবং তাই তাকে ঈর্ষান্বিত করতে থাকেন। ওসমান হরমানকায়া টেকফুর মিখাইল কোসেস এবং বিলেসিক টেকফুর রোগাটাস লস্কারিসের মুখোমুখি হন পাপাজ গ্রেগরের জন্য। যিনি একজন যাজক যিনি বাইজেন্টাইন সম্রাট দ্বারা বন্দী হয়েছিলেন এবং তিনি পরে টেকফুর রোগাটাসের সাহায্যে পালিয়ে যান। অন্য বসতির বে তুরগুত একজন সাহসী আলপ এবং তুর্ক বে যিনি বাইজেন্টাইনদের বিরোধিতা করেন এবং তাদের শায়েস্তা করতে ওসমান বেয়ের সাথে শক্তিশালী জোট গঠন করেন। এদিকে ওসমান বে তার পুরানো শত্রু টেকফুর আয়া নিকোলার সাথে আবার বিরোধে জড়িয়ে পড়েন। নিকোলা দিয়েগো এবং আনসেলমো সহ কাতালান কোম্পানি এর সাহায্যে ওসমানের বিরূদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ওসমান বে শেষ পর্যন্ত কাতালানদের পরাজিত করতে সক্ষম হন। টেকফুর আয়া নিকোলা মিখাইল কোসেসের বোন মারিকে বিয়ে করতে চায়। কিন্তু এইদিকে মারি নিকোলাকে বিয়ে তরার বদলে তুর্কি গোষ্ঠী তুরগুত বেয়ের প্রেমে পড়েছে এবং পরে তারা বিয়েও করেছেন। এরমধ্যে ওসমান বে এবং বালা হাতুন এর একজন বাচ্চা ছেলে জন্ম নেয় যার নাম আলাউদ্দিন আলী। ছেলে জন্মের আনন্দ উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য একটি বিশাল ভোজের অনুষ্ঠান করা হয়। তুরগুত বে এর গর্ভবতী স্ত্রী মরিয়ম হাতুন (মারি) বিষক্রিয়ার কারণে মারা যায় এবং গুন্দুজ বে কে এর জন্য সন্দেহ করা হয়। আর এইভাবে একের পর এক ওসমান বিভিন্ন ধরনের বাঁধার বা সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে তিনি সকল ধরনের বাঁধা পেরিয়ে সফলভাবে ইনেগোল এবং ইয়েনিসেহির দুর্গ জয় করেন। কিন্তু এতো সফলতার পরও তার বড় ভাই গুন্দুজ, চাচি মা সেলকান এবং তার চাচাতো বোন আইগুল সহ তার ঘনিষ্ঠদের অনেককে হারিয়ে ফেলেন। আর সিরিজে তাই দেখা যাবে।





আর এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। উল্লেখ্য আমি কিন্তু এখানে কুরুলুস ওসমান সিরিজের পুরো রিভিউ তুলে ধরেনি। যেহেতু এই সিরিজটি এখন পর্যন্ত কয়েকটি সিজনে প্রকাশ পেয়েছে। আমি শুধু এখানে সর্বশেষ সিজন-০৩ নিয়ে রিভিউ করেছি। তো যারা এতোদিন এর জন্য অধীর আগ্রহে ছিলেন তারা আর দেরি না করে বাংলা ভাষায় উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এখন বাংলা ভার্সনে পাওয়া যাচ্ছে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/YAfsBPm
via IFTTT

অল্প কাজ করে প্রতিদিন ২০০ টাকা পযন্ত ইনকাম করুন (With payment proof)

অল্প কাজ করে প্রতিদিন ২০০ টাকা পযন্ত ইনকাম করুন (With payment proof)
সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন,
আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি,

Grow Earn V14.2 চলে এসেছে, আর এই অ্যাপ ১০০% পেমেন্ট করে, অল্প কাজ করেই প্রতিদিন ১০০-২০০টাকা ইনকাম করা সম্ভব Grow Earn থেকে, আর পেমেন্ট BKash/Rocket/ Nagad /Recharge নিতে পারবেন আর মাত্র ২০টাকা হলেই Recharge এ নিতে পারবেন,
প্রথমেই আমার পেমেন্ট প্রুফ দেখে নেন,

আর কথা না বাড়িয়ে একাউন্ট কি করে করতে হবে দেখে নেই,
প্রথমে অ্যাপ ইনস্টল করে নেন,
Grow Earn V14.2

একাউন্ট করার জন্য আপনার নাম, নম্বর, পাসওয়ার্ড ও রেফার কোড দিয়ে sign Up এ ক্লিক করুন, রেফার কোড ১২৩৪ দিতে পারেন,
আমার রেফার কোড টি বসানোর অনুরোধ রইলো।
REFAR CODE- 8246130665

(SIGN UP) করা হয়ে গেলে নম্বর ও পাসওয়ার্ড দিয়ে LOG IN করুন,

কাজ করার জন্য VPN এর প্রয়োজন হবে,
যেকোনো ফ্রী VPN ইন্সটল করে নেন, কিন্তু US, Canada, Australia Supported হতে হবে,,
LOG IN করার পর VPN অপেন করে CANADA/ লোকেশন কানেক্ট করুন,এবার( HOME) অপশন থেকে (TASK) অপশনে ক্লিক করুন, তার পর (START TASK) এ ক্লিক করুন,
(screenshot এ মার্ক করে দিয়েছি)

VISIT NOW এ ক্লিক করুন,
একটি পোস্ট অপেন হবে

তার পর OPEN POST-1 এ ক্লিক করলে আরেকটি পেইজে নিয়ে যাবে, সেখান থেকে একটু নিছে আসলেই দেখবেন ১০সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে,
সেখানে ১০সেকেন্ড অপেক্ষা করে (REVIEW MY WORK) এ ক্লিক করুন, বেস আপনার কাজ শেষ,
অ্যাপ এ ব্যাক করুন।

একি উপায়ে ৪টি পোস্ট দেখবেন ও ১০সেকেন্ড অপেক্ষা করে (REVIEW MY WORK) ক্লিক করুুন ও আবার অ্যাপ এ ব্যাক করুন,

৫নম্বর TASK কিছুটা আলাদা, (VISIT AND CLICK ON ADS) এ ক্লিক করার পর উপরের উপায়ে (OPEN POST 1) এ ক্লিক করার পর পোস্ট এর একটি (ADS) এ ক্লিক করুন, তার পর এক মিনিট অপেক্ষা করুন ১মিনিট হয়ে গেলে (ADS) লিংক কপি করুন ও অ্যাপ এ ব্যাক করে লিংক টি Paste করে (VERIFY LINK) এ ক্লিক করুুন,


একটি TASK COMPLETE হয়েছে ও আপনার একাউন্ট এ (১০০ পয়েন্ট) এড হয়েছে,
১০০ Point= 1Tk
এ২০টা Task Complete করলেই মোবাইল রিচার্জনিতে পারবেন,
ধন্যবাদ সবাইকে, ❤❤❤❤

যে কোনো প্রয়োজনে মেসেজ দিতে পারেন,
FACEBOOK
TELEGRAM

❤🥰

The post অল্প কাজ করে প্রতিদিন ২০০ টাকা পযন্ত ইনকাম করুন (With payment proof) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4oxSyna
via IFTTT