আসল Gmail Account কাউকে না জানিয়ে ইচ্ছা মতো Mail করুন। Temp-Mail + GIF

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

আজকে যে বিষয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ ! যদি আপনার Email/Gmail সম্পর্কিত কোনো কাজ থাকে বা বেশিরভাগ করেন। যদি আপনি আপনার ই-মেইল অ্যাকাউন্ট কারো কাছে শেয়ার করতে না চান, আর আপনি Temporary ৫ – ১০ মিনিটের জন্য কারো সাথে ই-মেইল এর মাধ্যমে চ্যাট করতে চান, ফাইল আদান-প্রদান করতে চান, ইত্যাদি।

আর আপনি তাকে আপনার আসল ই-মেইল অ্যাকাউন্ট দিতে যদি না চান, আপনি চাচ্ছেন যে ই-মেইলের মাধ্যমে আপনার কাজ শেষ হয়ে গেলে যে ই-মেইলের মাধ্যমে আপনি কথোপকথন বা যোগাযোগ করেছিলেন সেই ই-মেইলে যেন আর আপনার সাথে যোগাযোগ করতে না পারে।

তো এরকম পরিস্থিতিতে 10minutemail.com ওয়েবসাইট আপনাকে সাহায্য করবে।

এই ওয়েবসাইট আপনাকে Temporary ব্যবহারের জন্য Random ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে দেবে যার মাধ্যমে আপনি Email Sent এবং Receive করতে পারবেন ১০ মিনিট পর্যন্ত।

এখানে ১০ মিনিট বলা হলেও আপনি প্রতি ৫-৮ মিনিট পর আবার ১০ মিনিট করে সময় বাড়াতে পারবেন খুব সহজে মাত্র ১ ক্লিক করেই। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ শেষ হ‌ওয়ার পর প্রতিবার একটি করে নতুন ই-মেইল অ্যাকাউন্ট পাবেন। অথবা বলা যায় প্রতি ১০ মিনিট পর একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট পাবেন ব্যবহার করার জন্য।

কিভাবে এই সুবিধা কাজে লাগাবেন ?

প্রথমে আপনি 10minutemail.com ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই আপনি ১০ মিনিটের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। যেটা আপনি ৫-৭ মিনিট পর আবার ১০ মিনিট করে সময় বাড়াতে পারবেন।

এখানে যে ই-মেইল অ্যাকাউন্ট পাবেন সেটা দিয়ে আপনি যে কারো ই-মেইল রিসিভ করতে পারবেন। উদাহরণ হিসেবে এই ই-মেইল অ্যাকাউন্ট কপি করে আমার আসল ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে এই ই-মেইল অ্যাকাউন্ট এ মেসেজ সেন্ট করে দেখাচ্ছি

এখানে আমি আমার পছন্দমত কিছু লিখে সেন্ট করলাম।

ই-মেইল সেন্ট করার পর আবার সেই ওয়েবসাইটে গিয়ে পেজ রিফ্রেশ করুন অথবা কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ই-মেইল পেয়ে যাবেন। ইমেইল পেলে একটু নিচে নামবেন।

এবার পুরো মেসেজ দেখতে হলে মেসেজর ওপর ক্লিক করুন।

দেখুন মেইল চলে এসেছে। ✅

এখন আপনি ইচ্ছা করলে ই-মেইল এর Reply করতে পারবেন এবং Forward করতে পারবেন।

এভাবেই আপনি সাময়িক সময়ের জন্য আসল ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রেখে নকল ই-মেইল দিয়ে সাময়িক কাজ করতে পারবেন।

জরুরি কথা:

যদি ১০ মিনিটের মধ্যে আপনি আপনার কাজ শেষ করে ফেলেন এবং বাড়তি ১০ মিনিট সময় না নেন, তাহলে ১০ মিনিট পর আবার অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট পাবেন। আর যদি বাড়তি ১০, ২০, ৩০ মিনিট ইত্যাদি সময় নেন তাহলে যতখানি সময় নিয়েছেন সেই সময় শেষ হলে আবার নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট পাবেন। এভাবেই প্রতি ১০ মিনিট পর একটি করে নতুন জিমেইল অ্যাকাউন্ট পাবেন।

বোনাস হিসেবে আপনাদের আরেকটা ব্যবহার উপযোগী ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই।

এখন যে ওয়েবসাইটের কথা বলবো তা Interesting এবং Cool যার নাম : giphy.com আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকাল Facebook, Instagram, Twitter, Telegram etc. এসবে বেশিরভাগ সময়েই gif ইমেজ শেয়ার করা হচ্ছে।

এরকম সময়ে আপনিও যদি নিজের তৈরি কোনো gif images শেয়ার করতে চান অথবা আপনি কোনো ইন্টারেস্টিং gif ইমেজ তাহলে এইসব আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন খুব সহজে।

প্রথমে আপনি giphy.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখন আপনার যে gif ইমেজ প্রয়োজন সেটা লিখে সার্চ করবেন, যদি নিজের তৈরি কোনো gif ইমেজ আপলোড করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আর যদি নিজেই gif ইমেজ তৈরি করতে চান তাহলে সেটাও পারবেন Create এ ক্লিক করে। যদি কোনো gif ইমেজ শেয়ার করতে চান তাহলে যে gif image শেয়ার করতে চান সেটায় ক্লিক করে Share GIF বা Copy Link করে শেয়ার করতে পারবেন।

তো এই ছিলো আজকের পোস্টের বিষয়। আশা করছি এই পোস্ট আপনার একটু হলেও কাজে লাগবে।

আরও পড়ুনঃ ইউনিক আইডি ফরম পূরণ করার নিয়ম জেনে নিন — ২০২২

আরও পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ২০২২

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

The post আসল Gmail Account কাউকে না জানিয়ে ইচ্ছা মতো Mail করুন। Temp-Mail + GIF appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/myPaGfV
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট