আসসালামুয়ালাইকুম , সবাই কেমন আছেন! আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন।
রমজান প্রায় শেষের দিকে , সামনেই পবিত্র ঈদুল ফিতর। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কোন প্রকার এডিটিং ঝামেলা ছাড়া মাত্র এক মিনিটে নিজের ছবি দিয়ে ঈদ মোবারক পোষ্টার তৈরি করবেন।
ঠিক এইরকম –
ঈদ মোবারক পোষ্টার ডিজাইন করুন মাত্র এক মিনিটে।
প্রথমে প্লে স্টোর Frame Pro এই এপসটি ডাউনলোড করে নিবেন।
এই এপসের মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে , সামনে ঈদ এই জন্য ঈদ মোবারক পোষ্টার ডিজাইন একদম শুরুতে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে উপর থেকে Eid UL Fitr এ ক্লিক করবেন ।
এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে , এখান থেকে আপনার যে ডিজাইন টি পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করবেন ।
এবার Unlock এ ক্লিক করবেন, তখন আপনার সামনে একটা Ads আসবে , এই Ads টি দেখবেন।
বিশেষ দ্রষ্টব্য : এটা free app তাই Ads এর ঝামেলা থাকবেই ।
তারপর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে Add Image এ ক্লিক করবেন।
এবার আপনার গ্যালারি থেকে পছন্দমত ইমেজ সিলেক্ট করবেন, তখন এরকম আসবে –
এবার Crop করতে চাইলে Crop এ ক্লিক করবেন নাহলে Don’t Crop এ ক্লিক করবেন।
তারপর এখান থেকে ভালো করে পজিশন মত আপনার ইমেজ টি বসিয়ে নিবেন ।
এবার সব ঠিকঠাক হয়ে গেলে Save বাটনে ক্লিক করে Save করে ফেলবেন।
ব্যাস ; ঈদ মোবারক পোষ্টার Done
আজকের আর্টিকেল এতটুকুই, আর্টিকেলটি কেমন হয়েছে ভালো কিংবা খারাপ কমেন্ট করে জানাবেন।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ
The post ঈদ মোবারক পোষ্টার তৈরি করুন কোন প্রকার এডিটিং ঝামেলা ছাড়া। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/mKWlHRE
via IFTTT