মার্কিন চাপের মধ্যে টিকটকের সিইও’র পদত্যাগ

মার্কিন চাপের মধ্যে টিকটকের সিইও’র পদত্যাগ ছবি -ইন্টারনেট

মার্কিন চাপের মধ্যে টিকটকের সিইও’র পদত্যাগ

নয়া দিগন্ত অনলাইন

miscellaneous

যেকোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসনের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়েরের কয়েকদিনের মধ্যে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের সিইও কেভিন মায়ার পদত্যাগ করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের উপর নিষেধাজ্ঞার আদেশ দেয়ার পরে তার পদত্যাগের খবরটি আসে।

কর্মচারীদের উদ্দেশে একটি চিঠিতে মায়ার বলেন, তার চাকরি ছাড়ার সিদ্ধান্তটি ‘রাজনৈতিক পরিস্থিতির তীব্র পরিবর্তনের পরে’ এসেছে।

তিনি চিঠিতে বলেন, ‘কর্পোরেট কাঠামোগত পরিবর্তনগুলোর কী প্রয়োজন এবং আমি যে বৈশ্বিক ভূমিকার জন্য পদত্যাগ করেছি তার জন্য আমি কী তা উল্লেখযোগ্যভাবে প্রতিফলন করেছি।’

তিনি আরো বলেন, ‘এই পটভূমির বিরুদ্ধে এবং আমরা খুব শিগগিরই একটি সমাধানে পৌঁছানোর প্রত্যাশা করছি, আমি ভারী হৃদয় দিয়েই আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি এই সংস্থা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’।

মেয়ার মে মাসে টিকটকে যোগদানের আগে ওয়াল্ট ডিজনি কোয়ের শীর্ষস্থানীয় স্ট্রিমিং এক্সিকিউটিভ ছিলেন।

এক বিবৃতিতে টিকটক বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে গত কয়েক মাসের রাজনৈতিক গতিশীলতা কেভিনের ভূমিকার ক্ষেত্রটি কীভাবে এগিয়ে চলেছে তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে এবং তার সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করি। সংস্থায় তার সময় দেয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং শুভ কামনা করছি।’



from The Daily Nayadiganta http://www.dailynayadiganta.com/miscellaneous/524351/মার্কিন-চাপের-মধ্যে-টিকটকের-সিইওর-পদত্যাগ-
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট