আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ আমিও অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টেলিগ্রাম এর কিছু দরকারী টিপস।অনেকেই জানেন এই ফিচারস গুলো সমন্ধে।যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট।
টেলিগ্রাম মেসেজ এডিট
আমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করে মেসেজিং করি।আমরা যদি কাউকে ভুল করে মেসেজ দিয়ে ফেলি কিংবা মেসেজে কোনো শব্দের বানান ভুল থাকে,তখন সেটি ডিলেট না করেই আমরা মেসেজটি এডিট করতে পারি।মেসেজ এডিট করতে হলে প্রথমে সেন্ড করা মেসেজটি ক্লিক করে ধরে সিলেক্ট করুন।
তারপর উপরে এডিট আইকন এ ক্লিক করুন।
দেখুন আপনি যে মেসেজ টি দিয়েছেন,সেটি এডিট করার অপশন এসে গেছে।এখন আপনি ইচ্ছা মত এডিট করে সেন্ড করতে পারেন।
দেখুন মেসেজ এডিট হয়ে গেছে।কিন্তু একটি সমস্যা হলো মেসেজ এডিট করা হলে Edited লেখা দেখাবে।
পিকচার এর সাইজ না কমিয়েই সেন্ড করুন
আমরা টেলিগ্রাম এ অনেক পিকচার সেন্ড করি।কিন্তু পিকচার গুলো কম্প্রেস হয়ে সাইজ কমে যায় এবং কোয়ালিটি অনেক খারাপ হয়ে সেন্ড হয়।ফুল সাইজের পিকচার সেন্ড করতে যে পিকচার টি সেন্ড করবেন সেটি সিলেক্ট করুন।
তারপর দেখুন পাশে ৩ ডট অপশন রয়েছে।সেখানে ক্লিক করুন।
তারপর Send Without Compress এ ক্লিক করে সেন্ড করুন।
একের অধিক পিকচার গ্রুপ আকারে সেন্ড না করে আলাদা আলাদা করে সেন্ড করুন।
আমরা একসাথে অনেক পিকচার সেন্ড করি।সেগুলো একসাথে গ্রুপ আকারে সেন্ড হয়।চাইলে কিন্তু আমরা পিকচার গুলো আলাদা আলাদা করে সেন্ড করতে পারি।সেজন্য প্রথমে যেসব পিকচার সেন্ড করবেন সেগুলো সিলেক্ট করুন।
তারপর দেখুন ৩ ডট অপশন আছে।সেখানে ক্লিক করুন।
তারপর Send Without Grouping এ ক্লিক করে সেন্ড করুন।
সাইলেন্ট মেসেজ পাঠান
মেসেজ আসলে আমাদের ফোনে নোটিফিকেশন আসে।কাউকে মেসেজ দিলে তার ফোনে নোটিফিকেশন যায়।কিন্তু আমরা চাইলে নোটিফিকেশন ছাড়া মেসেজ দিতে পারি।অর্থাৎ আমরা যদি কাউকে মেসেজ দেই তবে তার ফোনে কোনো নোটিফিকেশন যাবে না।তার জন্য মেসেজ টাইপ করার পর সেন্ড বাটন এ ক্লিক করে ধরুন।
তারপর ২টা অপশন দেখতে পারবেন। সেখান থেকে Send Without Sound এ ক্লিক করে সেন্ড করে দিবেন।
সিডিউল মেসেজ
আমরা চাইলে সময় সেট করে দিয়ে মেসেজ সেন্ড করতে পারি।অর্থাৎ আজ আমরা যে ডেট/টাইম সিলেক্ট করে মেসেজ দিবো।প্রাপকের কাছে সেদিন/সে সময় উক্ত মেসেজ টি পৌঁছাবে।
সেজন্যে আমরা যে মেসেজ টি দিবো সেটি টাইপ করার পর সেন্ড বাটন এ ক্লিক করে ধরলে ২ টি অপশন আসবে।
সেখান থেকে Schedule Message এ ক্লিক করুন।তারপর সময়/তারিখ সিলেক্ট করুন।
তারপর Send On….. এ ক্লিক করুন।
টেলিগ্রাম পোল (ভোট)
ফেসবুক , মেসেঞ্জার এর মত টেলিগ্রামেও রয়েছে ভোটিং সিস্টেম(পল)। পোল ক্রিয়েট করতে প্রথমে অ্যাটাচমেন্ট আইকন এ ক্লিক করুন।
তারপর নিচে দেখুন পোল অপশন রয়েছে।সেখানে ক্লিক করুন।
তারপর আপনার ইচ্ছা মত পোল বানিয়ে উপরে দেখুন create বাটন রয়েছে।সেখানে ক্লিক করুন।
দেখুন হয়ে গেলো পোল।
কোনো ভুল – ভ্রান্তি হলে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।
The post টেলিগ্রামের দরকারি কিছু ফিচার appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3zLfQVF
via IFTTT