আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।এটি ট্রিকবিডি তে আমার প্রথম পোস্ট।তাই কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো চলুন শুরু করা যাক।
আজ আমি নিয়ে এসেছি XOS 10 লাঞ্চার।যারা Infinix মোবাইল ইউজ করেন তারা জানেন যে XOS লাঞ্চার টা আসলেই সুন্দর।তো কিছু কিছু ফোনে এই প্লে-স্টোরে XOS 7 পর্যন্ত আপডেট এসেছে।কারো হয়তো XOS 8 অব্দি এসেছে।কিন্তু আমি নিয়ে এসেছি XOS 10 এর ব্যাকআপ ফাইল।যেটা কিনা আপনাকে দিবে একদম প্রিমিয়াম লুক।
XOS 10 লাঞ্চারটি যেকোনো ফোনে ইনস্টল করতে পারবেন।
নিচে কিছু স্ক্রীনশট
হোম স্ক্রীন
অ্যাপস
ফোল্ডার।(ইন অ্যাপ ফোল্ডার স্ক্রলিং ফিচার রয়েছে)
ফোল্ডার এর সাইজ এমন বড় করতে চাইলে প্রথমে হোম স্ক্রীন এর যেকোনো ফাঁকা জায়গায় লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।তারপর নিচের স্ক্রীনশট এর মত আসলে Menu এ যান।
তারপর Appearence settings এ যান।
তারপর Home Screen Style এ যান।
তারপর Large Folder করে দিন।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন XOS 10 লাঞ্চার।
ওয়েদার এর এমন widget পেতে চাইলে প্লে স্টোর থেকে Weather অ্যাপ টি আপডেট করে নিন।যদি আপডেট না এসে থাকে তবে আমি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল নিন।
Widget অ্যাড করতে আবারও লং ক্লিক করুন অথবা PINCH IN করুন ২ আঙ্গুল দিয়ে।
তারপর Widgets এ যান।
তারপর নিচে ডান দিকে স্ক্রল করে শেষে গেলে দেখতে পাবেন Weather। ক্লিক করুন।
তারপর আপনার ইচ্ছা মত যেকোনো একটি Widget সিলেক্ট করে নিন।
এছাড়াও রয়েছে আরো অনেক ফিচারস।
১.Gesture Settings
২. Freezer
৩.Hide Apps(২ আঙ্গুল দিয়ে উপর দিকে টানলে অপশনটি পাবেন।
৪.Zero Screen
৫.Blur
৬ .Scrooling Effect
আরো অনেক কিছু।যেগুলো আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
যেকোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিন Facebook Page
The post নিয়ে নিন XOS 10 লাঞ্চার।এবং আপনার ফোনকে দিন প্রিমিয়াম লুক।(ইনফিনিক্স ইউজাররা অবশ্যই দেখবেন।) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/31GV4tS
via IFTTT