এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে।

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

তো এবার মূল কথায় আসি।

● 1 ~ 𝐃𝐮𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐨

আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে, আপনি যখন হেডফোন দিয়ে কিছু শোনেন তখন একটা স্পিকারে সাউন্ড জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান।

অথবা যখন দুজনে মিলে হেডফোনের স্পিকার দুজনের কানে একটা করে লাগান তখন‌ও কি একটাতে জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান ?

এই সমস্যার কারণ হলোঃ আমাদের হেডফোনের একটি স্পিকারে ফ্রিকোয়েন্সি অনুযায়ী গান বা কথা বাজে এবং আরেকটি স্পিকারে সাউন্ড এর Bass , Bit , Equalizer বাজে। এর সমাধান আপনার ফোনে আছে।

প্রথমে আপনি আপনার ফোনের Settings এ যান।

তারপর আপনি 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 অপশনে যান।

এরপর একটু নিচে দেখতে পাবেন যে, 𝑴𝒐𝒏𝒐 𝑨𝒖𝒅𝒊𝒐 নামে একটি অপশন। এটা চালু করলেই আপনার কাজ শেষ। এটা চালু করলে আপনি হেডফোনের একটি স্পিকারে ও ভালো ভাবে শুনতে পাবেন।

এবার দেখে নিন দ্বিতীয় সেটিং। এই সেটিং আপনি আপনার ফোনে থাকা Settings অপশনে পাবেন না। এই সেটিং এ আপনি আপনার ফোনের লুকিয়ে থাকা 𝐏𝐡𝐨𝐧𝐞 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 , 𝐔𝐬𝐚𝐠𝐞 𝐒𝐭𝐚𝐭𝐢𝐬𝐭𝐢𝐜𝐬 , 𝐖𝐢-𝐅𝐢 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 এবং আপনার ফোনের Brand ও Model অনুযায়ী আলাদা আলাদা লুকানো তথ্য ও সেটিং দেখাবে।

● 2 ~ 𝑯𝒊𝒅𝒅𝒆𝒏 𝑰𝒏𝒇𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏

আপনি যদি কোনো Second Hand বা আরেকজনের ব্যবহৃত ফোন কিনতে চান ! তাহলে এই সেটিং আপনার কাজে লাগবে।

প্রথমে আপনি আপনার ফোনের Phone Call এ গিয়ে ডায়াল করুন, *#*#4636#*#*

তাহলেই বেরিয়ে আসবে লুকানো তথ্য ও সেটিং। তবে সেটা আপনার ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী।

আমার itel Alpha Lite ফোন। তাই এই ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী তথ্য দেখালো।

● 3 ~ 𝑫𝒂𝒕𝒂 𝑺𝒂𝒗𝒆𝒓

আপনার ফোনে কি এমবি দ্রুত শেষ হয়ে যায় ? যেমন, ধরুন আপনি ইউটিউব এ ভিডিও দেখছেন, কিন্তু পরে দেখা গেল অনেকটা এমবি শেষ হয়ে গেছে।

এর কয়েকটা কারণ আছে, যেমন আপনার অজান্তেই বা কিছুক্ষণ আগে বা পরে ব্যবহার করা অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করছে, যেটা আপনি বুঝতেই পারছেন না।

এরকম আরো কিছু কারণ আছে। এই সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি। এর জন্য আপনার ফোনে একটি সেটিং আছে, যেটা চালু করলে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করতে পারবে না।

আমি এটা বলছি না যে, আপনি যেই অ্যাপ ব্যবহার করবেন শুধু সেই অ্যাপটাই কাজ করবে আর অন্যগুলো কাজ করবে না। অন্য অ্যাপ‌ও কাজ করবে যেগুলো আপনি চালাতে চান। যেমনঃ আপনি ইউটিউব এ কোনো ভিডিও ডাউনলোড করতে দিয়ে মিনিমাইজ করে অন্য কিছু ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে ব্যাকগ্ৰাউন্ড এ ইউটিউব ডাউনলোড করবে।

এখন দেখুন কিভাবে এই সেটিং করবেন !

প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন। তারপর 𝑁𝑒𝑡𝑤𝑜𝑟𝑘 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑛𝑒𝑡 অপশনে যাবেন।

এরপর আপনি Ⓓⓐⓣⓐ ⓤⓢⓐⓖⓔ এ ক্লিক করুন।

তারপর আপনি 𝔻𝕒𝕥𝕒 𝕤𝕒𝕧𝕖𝕣 এ ক্লিক করুন।

এবার আপনি ডেটা সেভার চালু করে দিন।

তারপর আপনি 𝐔𝐧𝐫𝐞𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐞𝐝 𝐝𝐚𝐭𝐚 তে ক্লিক করুন।

এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেইসব অ্যাপকে পারমিশন দিন সেগুলো অবাধ ডেটা ব্যবহারের অনুমতি পাবে। মানে অন্যসব অ্যাপ বন্ধ থাকলেও আপনার বাছাই করা বা যেগুলি বেশি ব্যবহার করেন সেগুলি আপনার এমবি ব্যবহার করতে পারবে। এবং অ্যাপগুলি আপনি ওপেন না করা বা না ব্যবহার করা পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকবে।

এবার দেখুন উপরের নোটিফিকেশন বারে একটি + আইকন দেখাবে। যার মানে হলো ডেটা সেভার চালু হয়ে গেছে।

আমরা কমবেশি সবাই 𝘼𝙣𝙙𝙧𝙤𝙞𝙙 𝙋𝙝𝙤𝙣𝙚 ব্যবহার করি। এবং আমরা প্রায়ই এন্ড্রয়েড ফোনের চার্জ দেরিতে হ‌ওয়ার সমস্যায় পড়ি।

বিশেষ করে তখন যখন আমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো দরকারি কাজে ফোনে চার্জ থাকা জরুরী। আপনি আপনার দরকারের সময় ফোন চার্জে দিলে সেটা আগের মতোই ধীরে ধীরে চার্জ হয়।

এরকম পরিস্থিতিতে আপনি আপনার ফোন দ্রুত চার্জ করতে এই সেটিং এর ব্যবহার করতে পারবেন। তবে আরো ভালো ফলাফল পেতে ফোনে 𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐌𝐨𝐝𝐞 বা 𝐀𝐢𝐫𝐩𝐥𝐚𝐧𝐞 𝐌𝐨𝐝𝐞 চালু করে রাখতে পারেন।

● 4 ~ 𝑭𝒂𝒔𝒕 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈

এই সেটিং অন করলে আপনার ফোনে চার্জ তাড়াতাড়ি হবে। তবে এটা করার আগে অবশ্যই ফোন একবার ℝ𝕖𝕤𝕥𝕒𝕣𝕥 বা 𝐑𝐞𝐛𝐨𝐨𝐭 করে তারপর এই সেটিং চালু করবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন।

তারপর আপনি 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒆𝒓 𝑶𝒑𝒕𝒊𝒐𝒏𝒔 এ যাবেন।

এরপর আপনি একটু নিচে খুঁজলেই পেয়ে যাবেন, 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭 𝐔𝐒𝐁 𝐂𝐨𝐧𝐟𝐢𝐠𝐮𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 এই লেখায় ক্লিক করবেন।

এরপর আপনি 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 লেখায় ক্লিক করুন।

আপনার কাজ শেষ, এখন কয়েক সেকেন্ড পর নোটিফিকেশন বারে 𝑨𝒏𝒅𝒓𝒐𝒊𝒅 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎 • 𝑼𝑺𝑩 𝒄𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 𝒕𝒉𝒊𝒔 𝒅𝒆𝒗𝒊𝒄𝒆 লেখা উঠবে। এই লেখা উঠলে আপনার ফোনে দ্রুত চার্জ হবে।

Note: আপনার ফোন অফ হয়ে গেলে বা করলে অথবা রিস্টার্ট বা রিবুট করলে আবার আগের মতো সেটিং হয়ে যাবে। পরবর্তীতে তাড়াতাড়ি চার্জ করতে হলে আবার এক‌ই ভাবে সেটিং চালু করে চার্জ করতে হবে।

দাবি অস্বীকারঃ

আমার এই পোষ্ট এর কোনো টিপস হয়তো অন্য কারো পোষ্ট এর সাথে মিলে যেতে পারে। কিন্তু আমি কারো পোষ্ট কপি করিনি। যা লিখেছি নিজে ট্রাই করার পর‌ই আপনাদের জানালাম।

Free Tips: আপনি যদি জানতে চান VPN কি বা VPN দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা তাহলে নীল লেখাতে ক্লিক করে দেখে নিন।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

The post এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tbsTqGK
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট