আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে, আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে আর্টিকেল লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে, আপনাকে অবশ্যই আইটিমেলা আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে।
কিভাবে আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ এর মেম্বার হব?
আপনি যদি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন। এখানে জয়েন করুন
- আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকতে হবে।
- ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?
ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।
উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না।
যে কারনে আপনার লেখা প্রকাশ হবে নাঃ
- অন্য কোন সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।
- অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হবে না। তবে অন্য ভাষার কোন লেখা অনুস্বরন করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারবেন।
- কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট ইউনিক হতে হবে।
- আর্টিকেল এর ব্যবহার করা ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে. এবং আর্টিকেলের টপিক এর সাথে মিলে এমন ইমেজ ব্যবহার করতে হবে
- একটির বেশি ব্যাকলিংক নিলে আপনার আর্টিকেল প্রকাশ হবেনা।
মনে রাখবেন কপিরাইট সংক্রান্ত কোন প্রমান পেলে মেম্বারশীপ বাতিল করা হবে।
কিভাবে আয় করবেন?
আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার ২ ভাবে ইনকাম করতে পারবে। যেমন,
- আর্টিকেল লিখে আয়: প্রথমে আইটিমেলা আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে এর জন্য 10 পয়েন্ট থেকে 200 পয়েন্ট পর্যন্ত পেয়ে যাবেন। (প্রতি পয়েন্ট ১টাকা)
- রেজিস্টেশন বোনাস পাবেন ১-১০ পয়েন্ট
- প্রতি রেফার থেকে পাবেন ১০ পয়েন্ট
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
- আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
- আর্টিকেল কমপক্ষে 600 ওয়ার্ড এর হতে হবে।
- একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- বাংলা ভাষায় লিখতে হবে।
কত টাকা আয় করা যাবে?
আইটিমেলা আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে।
পে আউটঃ ৫০০ টাকা হলেই আপনার ড্যাসবোর্ডে অটোমেটিক পেমেন্ট অপশন পেয়ে যাবেন।
The post ব্লগ লিখে ইনকাম করুন নতুন একটি ওয়েবসাইট থেকে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/HoRglnM
via IFTTT