HTML শিখুন ও Practice করুন আপনার মোবাইল দিয়েই (কোনো Pc বা Laptop লাগবে না)

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই আর্টিকেলটি ঐসব মানুষদের উদ্দেশ্যে লিখা যারা HTML শিখতে চান বা শিখতে চাচ্ছেন কিংবা শিখার পরিকল্পনা করছেন কিন্তু PC এর অভাবে Practice করতে পারছেন না। এটি বিশেষ করে শিক্ষার্থীদের অনেক সাহায্য করবে। আমি কথাগুলো এতটা Confidence এর সাথে বলতে পারছি কারন আমি নিজে এই App গুলো ব্যবহার করছি এবং আমি এই App গুলোর মাধ্যমেই HTML Practice করি।
অনেক দিন ধরেই আমি নিজে এই App গুলো ব্যবহার করছি তাই আমার যথেষ্ট ধারনা ও Experience আছে এই App গুলো নিয়ে। আপনারা এই App গুলোর মাধ্যমে Practice এর পাশাপাশি অনেক Basic ও Advanced বিষয়গুলো সম্পর্কেও শিখতে পারবেন।

আমি মোট ৫টি App এর কথা বলবো। আপনাদের যেটি ইচ্ছা সেটি দিয়েই শুরু করে দিতে পারেন Practising.

তো চলুন শুরু করা যাক।

🔥5) Learn HTML – Playstore

https://play.google.com/store/apps/details?id=html.programming.learn.web.html5.website.development

এই App টির মাধ্যমে আপনারা Basic থেকে সবকিছু শুরু করতে পারবেন কারন এখানে সবকিছু Basic থেকে Advanced পর্যন্ত আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে। এখানে আপনি বিভিন্ন Quiz এর মাধ্যমে শিখতে পারবেন। এতে আপনার Memory Power ও বাড়বে। App টিকে Dark mode ও আছে যেন আপনারা রাতের বেলায় ব্যবহার করতে গেলে আপনাদের চোখে যেন সমস্যা না হয়।

এখানে সবকিছুই এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে যে আপনার বুঝতে অসুবিধা হবে না। এছাড়াও এখানে Speech এর System ও আছে। এর মানে আপনাকে সবকিছু মুখে বলে শুনিয়ে দিবে যেন আপনাকে পড়ে পড়ে সবকিছু করতে না হয়। যারা পড়তে ভালোবাসেন না তাদের জন্যেও ভালো হবে বলে আশা করছি। প্রত্যেকিটি Attribute, Tags, Format, Style, Paragraph ইত্যাদি সব আলাদা ভাবে Category করেও বুঝিয়ে দেওয়া হয়েছে আলাদা আলাদা করে। যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। মানে একসাথে খিচুরি যেন না হয়ে যায়। ধীরে ধীরে সবকিছু শিখবেন। একসাথে সবকিছু শিখতে চাইলে কিছুদিন পরেই আর সে বিষয়টি শিখতে মনে চায় না। এটা আমার সাথেও অনেক হয়েছে। তাই আমি এখন যা ই শিখি ধীরে ধীরে শিখতে চাই।

🔥4) Trebedit – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.teejay.trebedit

এটি একটি HTML practice করার App. এখানে আপনারা যা যা শিখছেন তা Practically করে দেখতে পারবেন। যেসব Tag, attribute দরকার তা এখানে আগে থেকেই দেওয়া আছে। আপনাকে শুধু দেখে দেখে Click করে নিতে হবে। তাহলে আর বারে বারে keyboard থেকে tap করে সবকিছু Select করতে হবে না।

🔥3) Solo Learn – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.sololearn

এটি একটি Coding, HTML, CSS সব একসাথে শেখার App. এখানে আপনারা Game এর মতো করে শিখতে পারবেন। আপনাকে বিভিন্ন Level দেওয়া হবে শিখার জন্য। আপনি যত শিখবেন তত Level Unlock করতে পারবেন। এভাবেই আস্তে আস্তে শিখতে পারবেন।

এখানে খুব সহজ ভাবেই Explain শিখানো হয়। এছাড়াও এখানে বিভিন্ন Challenges ও পাবেন পূরন করার জন্যে।

মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা একসাথে শিখতে ও প্র‍্যাকটিস করতে পারবেন। এখানে প্রথমে আপনাকে বিস্তারিত বলবে। এরপর আপনাকে প্র‍্যাকটিস করার জন্য আলাদা ভাবে অন্য একটি পেজে নিয়ে যাবে শিখানোর জন্য। সেখানে ভুল হলেও সঠিক করে দিবে। তাই আপনি ভুল করলেও কোনো সমস্যা নেই। যে বিষয়টি আমার ভালো লাগে সেটি হচ্ছে এখানে যখন প্র‍্যাকটিস করানোর জন্য নিয়ে যায় অন্য একটি পেজে, তখন সে পেজে যা যা দরকার ঐ নির্দিষ্ট কাজটি শেখার জন্য শুধুমাত্র সে Tags, attribute ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলোই দেওয়া থাকে। যেন আপনার কোনো অসুবিধা না হয়।

🔥2) Mimo : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.getmimo

প্রথমেই বলে রাখি এই App এর সাহায্যে আপনারা Python, SQL ও Web development তিনটিই আলাদা ভাবে শিখতে পারবেন যা আপনাকে App টি ইন্সটল করার পর শুরুতেই দেখিয়ে দিবে। আপনি ৫ মিনিট, ১০ মিনিট নাকি ২০ মিনিট কতক্ষনের জন্যে শিখতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবে। আপনি আপনার মনমতো সিলেক্ট করে নিবেন। এরপর এই App আপনাকে প্রতিদিন Reminder দিয়ে মনে করিয়ে দিবে আপনার যখন শেখার সময় হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছামতো সময় বেছে নিয়ে Reminder টি সেট করে নিবেন এবং প্রতিদিন ৫/১০/২০ মিনিটের মত সময় দিয়ে আস্তে আস্তে একটু একটু করে শিখা শুরু করে দিবেন।

এখানে মূলত বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি শিখতে পারবেন। অনেকটা Game এর মতো করেই শেখার ব্যবস্থা আছে এই App টিতে। তাই যারা খেলার ছলে HTML শিখতে চান তারা Must দেখবেন আশা করি।
বিভিন্ন Achievements Unlock করতে পারবেন Game এর মতো এক একটা Level complete করার পর। আর এখানে আপনার Profile তৈরি করে তাদের Community তেও Join করতে পারবেন আর বিভিন্ন প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন।

🔥1) anWriter – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.ansm.anwriter

আমার কাছে HTML ও CSS Practice করার সেরা App বলে মনে হয় এটিকে। এখানে সবকিছু এত সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে যে আপনি অনেক সহজেই Practice করতে পারবেন। আপনি চাইলে যেকোনো HTML page বা website এর page এই App এর মাধ্যমে view করে দেখতে পারবেন। এছাড়াও সেগুলো নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। আর এখানে Tags থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর কাজে সাজানো আছে। আর প্রচুর Shortcut পাবেন তাড়াতাড়ি লিখার জন্য। আপনি Practice করতে করতে আয়ত্তে নিয়ে আসতে পারবেন সবকিছু। এছাড়াও এখানে Default ভাবে Copy/Paste এর Option দেওয়া আছে। এছাড়াও এখানে FTP এর Option ও আছে। আপনি চাইলে যেকোনো FTP তে ফাইল সেন্ড করতে পারবেন কিংবা FTP থেকে Open করতে পারবেন। আর এখানে Tools ও পাবেন আপনার কাজকে সহজ করে দেওয়ার জন্য। আর প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা Page খুলে নিতে পারবেন।

অন্যান্য App গুলোর তুলনায় আমার এই App টি পছন্দ কারন এটি একদমই Free! আর এতে কোনো Ad আমি পাইনি। গত কয়েক বছর ধরে আমি এই App টি দিয়ে HTML Practice করে যাচ্ছি। আমি satisfied এই App টির সাথে। কেন এ কথা বলছি তা Playstore এর rating আর review দেখেই বুঝতে পারবেন। সবগুলো App এর মধ্যে আমার এই App টি favourite. আমি আপনাকে অন্যগুলো না Download করে দেখলেও এই App টিকে একবার হলেও অবশ্যই Install করে দেখতে বলবো। যারা শুধু Practice এর জন্যে ভালো একটি App খুজছেন তারা এর চেয়ে ভালো App পাবেন না। কারন এই App এ Ads এর ঝামেলা নেই আর অন্যান্য App এর তুলনায় অনেক Lite & Fast.

অবশেষে বলবো, শিক্ষা বা জ্ঞান যা ই বলুন অর্জন করতে সময় লাগেই। আপনি আপনার মাতৃভাষা একদিনে শিখতে পারেননি। সময় লেগেছে। আপনি ইংরেজী কিংবা বাংলা যে ভাষাই বলুন মুখে বলা বা খাতায় লিখতে পারা দুটি শিখতেই আপনার সময় লেগেছে অবশ্যই। ভেবে দেখুন। অনেক লম্বা একটা সময় লেগেছে। ইংরেজী শিখতে প্রথমে A,B,C,D বাংলা শিখতে প্রথমে অ,আ,ই,ঈ কিংবা ক,খ,গ,ঘ অংক শিখতে প্রথমে ১,২,৩,৪,৫ এভাবে এক এক করে সবকিছু শিখতে হয়েছে। এভাবেই যেকোনো বিষয় শিখতে আপনাকে এক এক করে সিড়ি পাড় করে উপরে উঠে উঠে শিখতে হয়। একদিন আপনি সবগুলো সিড়ি পাড় হয়ে অবশ্যই উপরে উঠে যেতে পারবেন। যদি না আপনি মাঝপথে সিড়ি দিয়ে উঠা ছেড়ে দেন। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যতই বিপদ আসুক কিংবা আপনি যতই Fail হোন না কেন কখনোই হাল ছাড়বেন না। ছোটবেলা থেকে আপনি যা ই শিখেছেন তার পিছনে আপনাকে শ্রম ও সময় দুটিই ব্যয় করতে হয়েছে। প্রোগ্রামিং বলুন কিংবা কোডিং কিংবা HTML যা ই বলুন শিখতে সময় লাগবেই। শিখতে হলে একটা জিনিস যা সবারই প্রয়োজন হয় তা হচ্ছে ধৈর্য্য। এই ধৈর্য্যের অভাবে অনেকেই মাঝপথে অনেক কিছুই ছেড়ে দেন। যার ফলে পরে গিয়ে পস্তান। তাই বলছি কোনো কিছু শিখতে চাইলে এক এক করে আস্তে আস্তে ধীরে ধীরে শিখুন। তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে শিখতে গেলে শিখাটা হবে তো না ই, আপনার পরিশ্রম ও সময় দুটিই বৃথা যাবে।

দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post HTML শিখুন ও Practice করুন আপনার মোবাইল দিয়েই (কোনো Pc বা Laptop লাগবে না) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/05qowZK
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট