আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে শিরকের পরিচয়, প্রকারভেদ, কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
শিরকের পরিচয় :-
শিরক শব্দের অথ অংশীদার সাব্যস্ত করা,একাধিক স্রষ্টায় বিশ্বাস করা । ইসলামি শরিয়তের পরিভাষায় মহান আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা বা তাঁর সমতুল্য অন্য কাউকে মনে করাকে শিরক বলে । যে ব্যাক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক । আর শিরকের বিপরীত হলো তাওহিদ । আল্লাহ তায়ালা কুরআন মজিদের অনেক জায়গাতে শিরকের ধারণা দিয়েছেন । যেমন :-
**সূরা ইখলাসের ১নং আয়াত || নবি আপনি বলুন ! আল্লাহ এক ও অদ্বিতীয় ।
**সূরা আশ্-শুরার ১১নং আয়াত || কোন কিছুই আল্লাহর সদৃশ নয় ।
**সূরা আম্বিয়ার ২২নং আয়াত || যদি আল্লাহ ব্যাতীত অন্য কোন ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হতে যেত ।
এই আয়াতটি দ্বারা বোঝানো হচ্ছে যে দুজন সৃষ্টিকতা থাকলে একেক জন একেক রকম চাইত । তারা ক্ষমতার বড়াই করত ও ধ্বংস হয়ে যেত ।
শিরকের প্রকারভেদ :-
আল্লাহর সাথে শিরক ৪ধরনের হতে পারে ।
১। আল্লাহর অস্তিত্বে শিরক করা । যেমন ঈসা (আ) কে আল্লাহর পুত্র মনে করা ।
২। আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা । যেমন : আল্লাহ তায়ালার পাশাপাশি অন্যকাউকে সৃষ্টিকতা হিসেবে মনে করা ।
৩। জগতের পরিচালনায় অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করা । যেমন :- ফেরেশতাদেরকে জগত পরিচালনাকারী হিসেবে মনে করা ।
৪। আল্লাহ তায়ালা ব্যাতীত অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে শরিক করা । যেমন মুতির জন্য নামায পড়া,মুতির কাছে চাওয়া ইত্যাদি ।
শিরকের কুফল :-
শিরক অত্যন্ত জঘন্য অপরাধ । আলাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম ।” (সুরা লুকমান আয়াত ১৩)
আল্লাহ তায়ালা সকল অপরাধ ক্ষমা করেন । কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না । আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শিরকের অপরাধ ক্ষমা করে না । অন্যান্য সকল অপরাধ ক্ষমা করে দেন ।”
আল্লাহ তায়ালা মুনাফিকদের শাস্তি সম্পকে বলেন, “মুনাফিকগণ কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং জাহান্নাম হবে তাদের আবাস ।”
শিরক থেকে বাঁচতে আমরা প্রতিনিয়ত নামায আদায় করব । শিরকের শাস্তির কথা মনে রাখব ।
তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।
The post শিরকের পরিচয়, প্রকারভেদ, কুফল ও শিরক থেকে বাঁচার উপায় appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Ktj5beT
via IFTTT