আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?আশা করি ভালোই আছেন।
রচনা:
গাছে কাঁঠাল গোফে তেল।
অর্থাৎ,আমরা কাঁঠাল খাওয়ার সময় হাতে মুখে তেল দিই,কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ কাঁঠাল গাছে থাকতেই মুখে তেল দেয়।যখন আমরা কর্মসাধন না করে বরং তার চেয়ে বেশি কিছু ফল আশা করি তখন তাকে এই প্রবাদ,খনা বলা হয়।
ইংরেজি প্রবাদ বাক্য, Don’t Count Your Chickens,Before Hatched.অর্থাৎ ডিম ফোটার আগে,কয়টা হাঁস-মুরগির বাচ্চা আছে,এই অমুক দেখ আমার ১হাজার বাচ্চা হবে এই কাজ করা যাবে না।এই ইংরেজি বাক্যের সমার্থক হিসাবে বাংলা বাক্য ‘গাছে কাঁঠাল গোফে তেল’ব্যবহৃত হয়।
তাহলে এখান থেকে আমাদের শিক্ষা…
১.আমার গাছে কয়টা কাঁঠাল আছে এটা তিনজনকে বলা যাবে না=নারীলোক,মৃর্খলোক ও শত্রুলোক।
২.বেশী কাজ করা এবং কম আশা করতে হবে।
৩.নিজে যে কাজ করি না তা অন্যকে বলার আগে নিজের অপর প্রয়োগ করতে হবে।
৪.নিজের কাছে ভালো যা কিছু আছে তা অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে হবে।
৫.বিনা স্বার্থে কাজ করলে,নিজের স্বার্থ কখন নিজ স্বার্থ পুরণ হয় মানুষ তা বুজতে পারে না।
আজ এখান থেকেই দেখা হবে অন্য কোনোও পোস্টে ইনশাআল্লাহ। ধন্যবাদ
The post ‘গাছে কাঁঠাল গোফে তেল’ মানে কি? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Dr1u0VI
via IFTTT