অনপেজ এসইও (On Page SEO) কি এবং কিভাবে করবেন?? জেনে নিন

আমাদের মধ্যে অনেকেরই ওয়েবসাইট আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে ওয়েবসাইট খুলে। অনেকে ওয়েবসাইট খুলে রেখে দেয়, কিন্তু ওয়েবসাইট রেংকিং এ আনতে পারে না শুধুমাত্র সঠিক এসইও এর অভাবে। এসইও (seo) মূলত দুই প্রকার:

• অনপেজ এসইও (onpage SEO)
• অফপেজ এসইও (offpage SEO)

• অনপেজ এসইও (on page SEO)
কয়েকটি ধাপ (যেমন: কিওয়ার্ড টাইটেল পোস্ট কনটেন্ট ইত্যাদি) অবলম্বন করে ওয়েবসাইটের কনটেন্টকে অনলাইনে এসইও করাকে অনপেজ এসইও বলা হয়।

কয়েকটি ধাপে অনপেজ এসইও করা হয়, চলুন সেগুলো জেনে নিই…

• মেটা টাইটেল:
আপনার পোষ্টের মূল টাইটেলকে বলা হয় মেটা টাইটেল। এখানে আপনাকে অবশ্যই আপনার পোষ্টের মূল যে কিবোর্ডটি রয়েছে ঐটা রাখতে হবে। যেমন আপনার পোস্টটি যদি ফিটনেস রিলেটেড হয় সেক্ষেত্রে কিউট হিসেবে “fitness” ব্যবহার করতে পারেন।

• ইউআরএল সেটআপ:
আপনার পোষ্টের ইউআরএল কে এমন ভাবে তৈরি করবেন, যাতে সেখানে আপনার পোষ্টের কী-ওয়ার্ডটি থাকে। এতে আপনার পোস্টটি তাড়াতাড়ি রেংকিং এ আসবে।

• আর্টিকেল রাইটিং:
আপনার আর্টিকেলটি লেখার সময় আপনার মূল কিওয়ার্ডটি বারবার মেনশন করবেন। তবে অযথা মেনশন করতে যাবেন না। আপনার পোষ্টের সাথে মিলিয়ে আপনার কিওয়ার্ডটি মেনশন করতে পারেন। এতে করে তাড়াতাড়ি আপনার পোস্টটি রেংকিং এ আসবে।

• মেটা ডিসক্রিপসন:
মেটা ডিস্ক্রিপশনে আপনাকে অবশ্যই আপনার পোষ্টের কিওয়ার্ড সহ আকর্ষণীয় কিছু লিখতে হবে। কারণ সার্চ ইঞ্জিন আপনার মেটা ডিস্ক্রিপশনটা সার্চ রেজাল্টে দেখাবে। তাই এটাও খুব গুরুত্বপূর্ণ।

• ইমেজ অপটিমাইজ:
আপনার পোষ্টের ইমেজ গুলোকে অবশ্যই অপটিমাইজ করবেন। পোষ্টের ইমেজ গুলোকে অনলাইনে বিভিন্ন টুলস এর মাধ্যমে সাইজ কমিয়ে আপলোড করতে পারেন। এতে করে আপনার ওয়েবসাইটের লোডিং স্পীড ভালো থাকবে।

এছাড়া ইমেজ ডিসক্রিপশন ব্যবহার করবেন, এতে করে গুগলে আপনার ইমেজটি শো করবে।

• ইন্টারনাল লিঙ্কিং:
আপনার পোষ্টের বিভিন্ন লেখার মধ্যে লিংক যুক্ত করে দিতে পারেন। আপনার পোস্টের কোন লেখার সাথে সম্পর্কযুক্ত এমন কোন পোস্ট যদি আপনার ওয়েবসাইটে থাকে, তাহলে সেই পোস্ট এর লিঙ্কটা ওই লেখার সাথে যুক্ত করে দিন। এটাও কিন্তু এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

• সাইট স্পিড:
একটি ওয়েবসাইট রেংকিংয়ের জন্য সেই ওয়েবসাইটের লোডিং স্পীড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ওয়েবসাইটে অপ্রয়োজনীয় কোন ইমেজ বা কোডিং ব্যবহার করবেন না।

• ওয়েবমাস্টার টুল সাবমিসন:
আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ওয়েবমাস্টার টুল (যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) এ যুক্ত করবেন। এতে করে আপনার ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি রেংকিং এ আসতে সাহায্য করবে।

• রোবট টেক্সট সেট আপ:
আপনার ওয়েবসাইটের জন্যে অবশ্যই “রোবট টেক্সট” সেট আপ করবেন। এটিও কিন্তু অ্যাসিউৎ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে, আপনারা ভিডিও দেখে খুব সহজে সেটাপ করতে পারবেন।

• সাইটম্যাপ বানানো ও সাবমিট:
সাইটম্যাপ তৈরি করে সেটা আপনার ওয়েবসাইটের সাবমিট করবেন। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট হলে আপনারা খুব সহজেই yoast এসইও ব্যবহার করে সাইটম্যাপ তৈরী করতে পারবেন।

• AMP সেট আপ:
AMP সেটআপ একটি ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মোবাইল ইউজার অনেক বেশি, যার কারণে মোবাইলে আপনার ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি খুলতে AMP অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটা অবশ্যই সেটাপ করবেন।

অফপেজ এসইও (offpage SEO) নিয়ে আমরা পরবর্তী পোস্টে আলোচনা করব।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post অনপেজ এসইও (On Page SEO) কি এবং কিভাবে করবেন?? জেনে নিন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/nfd174j
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট