আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।
কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।
এটা হচ্ছে 5 best action games for android এর ৩য় পর্ব। ১ম ও ২য় পর্বটিও আপলোড করা হয়েছে। চাইলে সেটাও দেখে আসতে পারেন।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।
যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Sky Trail
Game Developer : SayGames LTD
Game Size : 72 MB
Required OS : 5.0+
Game Released Date : July 30, 2021
Game Version : 1.7.6
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
আপনার কি Parkour বা Running Type Games পছন্দ যেখানে Action ও আছে?
তবে এই গেমটি আপনারই জন্য। এই গেমটির ইউনিক কনসেপ্ট এর জন্য আমার কাছে এই গেমটি অনেক ভালো লেগেছে।
গেমটিতে আছে অফুরন্ত Action। গেমটি আপনাকে Action-Adventure-Parkour-Running সবকিছুরই experience একই সাথে দিবে।
গেমটি একটি Mission Type Game। এখানে আপনি একের পর এক Mission Complete করে যেতে হবে।
আপনি যদি গেমটির mod version download করেন তবে আপনি গেমটির আসল স্বাদ গ্রহন করতে পারবেন।
কারন গেমটিতে অনেক Upgrades আছে যার জন্যে আপনাকে অনেক money pay করতে হবে। যা unlimited mod money version ছাড়া possible হবে না।
তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যউ এর mod version টি ডাউনলোড করে খেলুন।
গেমটির গ্রাফিক্স দেখে আবার হতাশ হবেন না। আমার কাছে decent graphics ই মনে হয়েছে।
কেননা সাইজ অনুযায়ী এমন গ্রাফিক্স পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর এই গেমটি রিলিজ হয়েছে এখনো ১ বছরও হয়নি।
তাই ভবিষ্যতে এই গেমটিকে ডেভেলপাররা আপগ্রেড করতে করতে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আশা করছি।
তাছাড়া এই গ্রাফিক্স এর কারনেই আপনি যেকোনো মোবাইলে গেমটি অনায়াসে smoothly কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।
আর যেহেতু এটি একটি FPS – First Person Game তাই গেমটিতে গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না।
বাকীটা আপনার নিজের উপর। আশা করছি গেমটি আপনার ভালো লাগবে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।
বুঝতেই তো পারছেন গেমটি কতটা ভালো। এর রেটিং দেখলেই বোঝা যায় এত কম সময়ের ভিতরেও গেমটিকে এতবার ডাউনলোড + রিভিউ করে ভালো একটা পজিশনে নিয়ে আসা হয়েছে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : Death Target
Game Developer : VNG GAME STUDIOS
Game Size : 152 MB
Required OS : 5.0+
Game Released Date : Jun 16, 2014
Game Version : 4.82.0
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
যাদের Zombie Type Action Game ভালো লাগে তারা অবশ্যই এই গেমটিকে খেলে দেখবেন। কেননা এত কম সাইজের ভিতরে এমন গেম খুব কমই পাওয়া যায়।
এই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। এখানে অনেক ভালো ভালো Guns & Upgrades আপনি পেয়ে যাবেন। অনেকগুলো Gun পাবেন যেগুলো আবার Upgrade ও করতে পারবেন।
আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলতে। কেননা গেমটি অফলাইন। আর এখানে আপনাকে gun purchase করতে হলে অনেক money pay করতে হবে।
তাই আমি বলবো mod টা ডাউনলোড করে খেলতে। এতে সবচেয়ে ভালো guns গুলো নিয়ে খেলতে পারবেন। ইচ্ছামতো সেগুলো upgrade ও করতে পারবেন।
যারা zombie killing games পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি। এই গেমটি একটি Mission Type Game। আপনাকে প্রতিটি Mission এই বিভিন্ন ধরনের Stage দেওয়া হবে।
সেখানে আপনি প্রচুর Zombies + আলাদা আলাদা Location পাবেন খেলার জন্যে। Must Try একটি গেম। অবশ্যই খেলে দেখবেন।
গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে 100 Million+ বা ১০ কোটবারেরও বেশিবার। গেমটিকে রিভিউ করা হয়েছে ২০ লক্ষাধিকবারেরও বেশিবার। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।
গেমটি অনেক পুরানো (২০১৪ সালে রিলিজ হয়েছে) হওয়া সত্তেও গেমটিকে রেগুলার আপডেট করে একটি ভালো পজিশনে নিয়ে এসেছে ডেভেলপাররা।
আপনার যদি একটি মোটামোটি ভালো ডিভাইসও থাকে তবেও আপনি এই গেমটিকে অনায়াসেই অনেক Smoothly খেলতে পারবেন।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।
গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ
Kill zombies with legendary 3D weapons & attractive skins
Upgrade guns and snipers to face up with non-stop zombie attacks
Experience 3D shooting as a true zombie shooter
Slay zombies of all types into the dead
ZOMBIE APOCALYPSE – CAN YOU SURVIVE?
JOIN BATTLE PASS TO COLLECT SPECIAL GUNS & MORE!
INSANE ZOMBIE GAMES
UNIQUE GUNS
APPEALING OFFLINE ZOMBIE GAMES’
AWARD SYSTEM
SIMPLE & ADDICTIVE GAMEPLAY
ADDICTIVE FREE OFFLINE GAMES
REALISTIC SNIPER GAMES OFFLINE
GRAPHIC COMPETING ZOMBIE GAMES
3D LEADERBOARD
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Zombie Frontier 4
Game Developer : FT Games
Game Size : 296 MB
Required OS : 5.0+
Game Released Date : July 7,2021
Game Version : 1.3.2
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
আরো একটি অসাধারন Zombie Killing Action FPS Game।
যাদের Zombie Type Action Game ভালো লাগে তারা অবশ্যই এই গেমটিকেও খেলে দেখবেন। কেননা এত কম সাইজের ভিতরে এমন গেম খুব কমই পাওয়া যায়।
এই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। এখানে অনেক ভালো ভালো Guns & Upgrades আপনি পেয়ে যাবেন। অনেকগুলো Gun পাবেন যেগুলো আবার Upgrade ও করতে পারবেন।
আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলতে। কেননা গেমটি অফলাইন। আর এখানে আপনাকে gun purchase করতে হলে অনেক money pay করতে হবে।
তাই আমি বলবো mod টা ডাউনলোড করে খেলতে। এতে সবচেয়ে ভালো guns গুলো নিয়ে খেলতে পারবেন। ইচ্ছামতো সেগুলো upgrade ও করতে পারবেন।
যারা zombie killing games পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি। এই গেমটি একটি Mission Type Game। আপনাকে প্রতিটি Mission এই বিভিন্ন ধরনের Stage দেওয়া হবে।
সেখানে আপনি প্রচুর Zombies + আলাদা আলাদা Location পাবেন খেলার জন্যে। Must Try একটি গেম। অবশ্যই খেলে দেখবেন।
এই গেমের গ্রাফিক্স এর আগের গেমটির গ্রাফিক্স থেকে আরো বেশি ভালো বলে মনে হয়েছে আমার কাছে।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৮ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।
রেটিং ও রিভিউ দেখে বুঝতেই পারছেন গেমটি কতটা ভালো। এমন ধরনের Zombie Games খেলতে অনেকেরই ভালো লাগে। তাই তাদের জন্যে এই গেমটি ও আগের গেমটি লিস্টে রাখছি।
Death trigger 1/2 দিলাম না কারন এই গেমটি সম্পর্কে আপনারা কমবেশি অনেকেই জানেন। তাই ভিন্ন কিছু দিলাম। যেনো আপনারা ভিন্ন কিছুর স্বাদ উপভোগ করতে পারেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
আচ্ছা Naruto Fans কারা কারা আছেন? তাদের জন্যে পরের ৫ টি গেম দিচ্ছি।
2) Game Name :
1) Stickman Ninja Fight – Shinobi Epic Battle
2) Stickman Ninja 3VS3 Battle Arena
3) Stickman Shinobi – Ninja Fighting
4) Stickman Ninja 3
5) Super Stick All Star Hero
Game Developer : Mana, PhanGia, DB RR Studio, Studio NoGame – No Life, OneGame Studio Global
Game Size : 122 MB, 125 MB, 111 MB, 54 MB, 72 MB
Required OS : প্রথম ৩টা 6.0+ আর পরের দুইটা 5.0+
Game Released Date : 2021-2022
Game Type : Offline
Game Links :
1) Playstore – https://ift.tt/Uglnfvp
2) Playstore – https://ift.tt/Ip1mVka
3) Playstore – https://ift.tt/l0DNY1z
4) Playstore – https://ift.tt/myRX2kb
5) Playstore – https://ift.tt/RP5JhxQ
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
একসাথে ৫ টি গেমই দিয়ে দিলাম লিংক সহ। কেননা সবগুলো গেমই প্রায় একই Type এর। তবে Skills, Upgrades, Powers এসবই আলাদা আলাদা প্রতিটি গেমে।
আপনার যেটা ভালো লাগে সেটাই ইন্সটল করে খেলবেন। প্রথমেই বলে রাখি এই গেমগুলোর স্ক্রিনশট অনেকগুলো থাকবে। কারন প্রতিটা গেমে এত এত Character + Skills + Powers যে কোনটা ছেড়ে কোনটা দিবো এটাই ভেবে পাইনি।
তাই এ নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না।
যারা Naruto Fans/Anime Fans আছেন তাদের জন্যে এই গেমগুলো অবশ্যই Recommended থাকবে। অনেকে আবার Stickman games বলে হতাশ হবেন না।
Naruto + Naruto Shippuden এর Main Characters গুলোর Power + Chakra + Skills সবই এখানে পেয়ে যাবেন। যেসব Character নিয়ে এখানে খেলতে পারবেন তাদের নাম দিয়ে দিচ্ছিঃ
1) Naruto (Naruto Original Series)
2) Naruto (Naruto Shippuden)
3) Sakura
4) Sasuke (Original Naruto Series)
5) Rock Lee
6) Gaara
7) Pain
8) Itachi
9) Kakashi
10) Madara
11) Hashirama
12) Minato
13) Hinata
14) Obito
15) Sasuke (Naruto Shippuden)
এগুলো ছাড়াও কিছু কিছু গেমে আরো বেশি Character পাবেন। আমি একটি গেম থেকেই এই ক্যারেক্টারগুলোর নাম দিয়েছি।
আপনারা সবগুলো খেললে আরো পাবেন। প্রতিটা ক্যারেক্টারেরই Original Chakra + Skills + Powers যেগুলো Naruto + Naruto Shippuden Series এ দেওয়া হয়েছে সেগুলো নিয়েই খেলতে পারবেন।
আমি অবশ্যই সাজেস্ট করবো Mod version Download করে খেলতে। না হলে মজা পাবেন না। কারন এখানে mod ছাড়া ক্যারেক্টারগুলোর skills, powers, chakra ইত্যাদি unlock করতে পারবেন না।
প্রতিটা গেমই আপনার খেলে অনেক মজা লাগবে। এখানে boruto anime নিয়েও একটি গেম আছে। কোনটা এটা আমি বলবো না । আপনি নিজেই খুজে দেখুন। আমি তো লিংক দিয়েই দিলাম।
যাই হোক, 2D Action অনুযায়ী প্রতিটা গেমই অসাধারন। মোটামোটি ভালো একটা ডিভাইস হলেই অনায়াসেই সবগুলো গেম অনেক smoothly খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
গেমগুলো প্লে-স্টোরে ১ লক্ষ থেকে ১০ লক্ষ, এমনকি ৫০ লক্ষাধিকবারেরো বেশিবার ডাউনলোড করা হয়েছে। আর গেমগুলোর রেটিং অনেক ভালো।
4.5 ★ ও 4.6 ★ এর নিচে একটা গেমও আপনি পাবেন না। সবগুলোই এক কথায় অসাধারন। Naruto Fans দের জন্যে এই গেমগুলো Treasure এর থেকে কম কিছু না।
এবার সবগুলো গেমেরই ফিচারগুলো নিচে দিয়ে দিলাম। এগুলো আপনার সময় থাকলে দেখে নিন। আমার লেখার ক্ষমতা নাই ।
FIGHT IN 3V3 BATTLES
Easy and Simple to play.
A lot of superheroes for you to choose
Stickman Ninja Shinobi has the most basic control ever!
Ultra instinct characters.
Starting Character Pack, including some main warriors reliving your youth days
10 maps, 300 levels from easy to difficult levels, 30 bosses. Oh yeah, the bosses are more dangerous later, too!
More strength enhancement included, with rewards!
Intense fights among deadly ninjas, using assassination skills
The higher result, the better rewards after each level
Unique graphics, amazing music and sound effects
Deep storyline with 10 chapters – 300 levels
15 ninja for you to choose ! Please collect, level-up and evolve them
The upgrade system is huge but easy to use
Super diverse combat skills with more than 300 different skill types
Unlock many mode and face many challenges
Try your power in Power Challenge
Unique graphics, amazing music and sound effects
Deep storyline with 11 chapters – 500 levels ( update new chapters and levels weekly)
142 heroes for you to choose (update new heroes weekly)!
Please collect, level-up and evolve them
The upgrade system is huge but easy to use
Super diverse combat skills with more than 300 different skill types: Hame attack ball, Final Blast, Spider web, Thunder Flash, Roar of the God, Iron Gun Machine, Brave Soldier, Dragon Sword, X beam, Great Fox, Storm Of God… ( And many skills A to Z, all in one game)
Unlock many mode and face many challenges
7 Leagues in PvP Mode: Beginner, Amateur, Pro Player, Top Player, Legend, God, Ultimate
Climb top of the word in PvP Mode to get super rewards for the strongest man
Try your power in Power Challenge. You will have a new experience with Rogue-like gameplay in a combat fighting game.
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : Final Fighter
Game Developer : Jia Rong Tech
Game Size : 884 MB (1 GB এর মতো Total হবে। কারন ভেতর থেকে কিছু Data Download হবে)
Required OS : 4.3+
Game Released Date : March 12, 2019
Game Version : 1.52.19.14
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
আপনি কি Tekken, Mortal Kombat এই ধরনের গেমগুলো খেলেছেন? তবে এই গেমটি আপনার ১০০% ভালো লাগবেই।
এই গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে + সাউন্ড এফেক্টস সবকিছুই।
আমি এই গেমটির অনেক বড় ফ্যান। এই গেমটি যখন রিলিজ হয় এর আগের থেকেই এই গেমটি আমার প্রান ছুয়ে গেছে।
এই গেমটিতে আপনি প্রায় ৩০ টির মতো ক্যারেক্টার পাবেন খেলার জন্যে। আর তার নিজেদের Speciality যেমনঃ Powers, Skills এগুলো তো থাকছেই। প্রতিটা ক্যারেক্টারের ভিন্ন ভিন্ন Powers, Skills আছে।
গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। গেমটির স্টোরিলাইন আরো ব্যাপক। গেমটিকে এই কয়েক বছরের ভিতরে আপগ্রেড করতে করতে এত ভালো এক রূপ দেওয়া হয়েছে যে এর প্রশংসা না করে থাকা যায় না।
সত্যিই গেমটি এক কথায় অসাধারন। Masterpiece বললেও ভুল হবে না। গেমটি স্টোরিলাইন আপনাকে ২০৫০ সালের সময়ের Feel দিবে। কারন ২০৫০ সালের উপর ভিত্তি করেই গেমটিকে তৈরি করা হয়েছে।
যদিও আমরা জানি না ২০৫০ সালে কি হবে। তবুও একটি Imaginary Scene এখানে Create করে গেমটিকে তৈরি করা হয়েছে। যাই হোক, গেমটি আপনাকে অনেক ভালো গ্রাফিক্স ও গেমপ্লে এর মজা দিবে।
গেমটি অনেক Addictive। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার সময় চলে গিয়েছে গেমটি খেলতে খেলতে। আমার পছন্দের একটি গেম। তাই আমি অবশ্যই সবাইকেই Recommend করবো খেলার জন্যে।
গেমটি অনেক Smoothly আপনি খেলতে পারবেন যদি আপনার কাছে মোটামোটি লেভেলের একটি মোবাইলও থাকে। গেমপ্লে আপনার ভালো লাগবেই।
আরো একটা কথা। এই গেমের স্ক্রিনশট মনে হবে বেশি দিয়েছি। কিন্তু মাত্র ২-৩ টা লেভেলেরই স্ক্রনশট দিয়েছি মাত্র। গেমটিতে দেখার মতো অনেক কিছুই আছে।
আপনি নিজে খেলুন তাহলেই বুঝতে পারবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।
পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।
আরো একটা কথা। অনেকেই বলে থাকেন আমি বেশি স্ক্রিনশট দিই। আসলে আমি সব স্ক্রিনশট একবারে তুলে একই জায়গায় রেখে দিই।
পরে একবারে সব mark করে select করে আপলোড করে দিই। তাই অনেক সময় বেশি স্ক্রিনশট আপলোড হয়ে যায়।
আর বেশি স্ক্রিনশট নেওয়ার কারন হচ্ছে আমি চাই আপনাদের ভালোভাবে বুঝাতে যে গেমটিতে কি আছে। কেমন দেখতে লাগবে যখন আপনি গেমটি প্রথম প্রথম খেলা শুরু করবেন।
সব কিছুই তো এক দুইটা স্ক্রিনশটে বোঝানো সম্ভব নয় তাই না? তাই বেশি স্ক্রিনশট দিয়ে দিই যেন আপনারা ভালো ধারনা পান যে গেমের ভিতরে আছে টা কি।
আমি জানি অনেকেই Scroll করতে করতে বিরক্ত হয়ে যান। কারন আমরা বাঙালি জাতী সভাবতই অলস প্রকৃতির । যাই হোক, এটার জন্যে আমি বেশ দূঃখিত। কিন্তু করার কিছুই নেই।
আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?
আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।
তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..
The post Android এর ১০ টি Best Action Games! (Part-3) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Vi5yQ2k
via IFTTT