Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-3)

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম।

এই পোস্টে আমি আপনাদের সাথে ৫ টি স্টোরি টাইপ গেমস এর কথা নিয়ে আলোচোনা করবো যেগুলো Android এর best story games গুলোর ভেতরে অনেক বড় জায়গা দখল করে আছে।

অনেকেই হয়তোবা এই গেমগুলো সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি। শেষ পর্যন্ত পড়তে থাকুন।

প্রত্যেকটি গেমই এক একটা Masterpiece। আপনি যদি Story Mode Game Lover হয়ে থাকেন তবে এই গেমগুলো অবশ্যই খেলে দেখবেন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করা যাক।
এমন আরো ২ টি পর্ব লিখেছি। আগের পর্বগুলোতেও এমন আরো ৫ টি করে মোট ১০টি অসাধারন Story Type Games এর Review দিয়েছি। আপনি চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

তো চলুন শুরু করা যাক।

5) Game Name : Hello Neighbour

Game Developer : tinyBuild

Game Size : 1.22 GB

Game Type : Offline

Required OS : 6.0+

Game Released Date : July 25, 2018

Game Link : Playstore

এটি একটি 3D Game যেখানে আপনাকে একটি Character Play করতে হবে। গেমটি প্রতিবেশীকে নিয়ে। গেমটি খুবই কঠিন। কিন্তু আপনি যদি ভালোভাবে গেমের সবকিছু বুঝে যান তবে অনেক মজা পাবেন।

গেমের শুরুটা হয় একটি ছোট ছেলেকে নিয়ে। সে বল খেলতে যায় তার Neighbourhood এ। এবং তার বলটি গিয়ে একজন প্রতিবেশীর বাসায় চলে যায়।

এখন আপনি হচ্ছেন সে ছেলেটি এবং আপনাকে সে প্রতিবেশীর বাসায় গিয়ে বলটি খুজে নিয়ে আসতে হবে।

খুবই সহজ শোনা যাচ্ছে না? আসলে এতটা সহজ না। আপনি যখনই সেই প্রতিবেশীর ঘরে ঢুকবেন তখন খুবই অল্প সময় পাবেন বলটি খোজার জন্যে। না হলে সেই প্রতিবেশী এসে আপনাকে ধরে ফেলবে এবং Game over হয়ে যাবে। আবার শুরু করতে হবে।

আপনি বিভিন্ন উপায়ে সেই প্রতিবেশীর বাড়ি এবং Neighbourhood এর চারপাশে আপনার বুদ্ধি খাটিয়ে ঘুরে ঘুরে দেখে বলটি পুনরুদ্ধার করতে হবে।

এখানে যে Neighbour টি আছে সেটি হচ্ছে একটি Intelligent AI যেটি আপনার Movement গুলো নিজে নিজে বুঝে আপনাকে পাকড়াও করতে পারবে।

তাই আপনাকে নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। তবে গেমটি খেলে অনেক মজা পাওয়া যায়। কারন অনেকটা সত্যিকার মানুষের সাথে খেলছি এমন Feel দেয়।

গেমটিতে খুবই সাধারন একটি Storyline আছে। তবে প্রথমে মনে হতে পারে গেমটি খুবই সহজ এবং ছোট। কিন্তু আপনি যখন গেমটি আস্তে আস্তে খেলতে থাকবেন তখনই বুঝতে পারবেন গেমটি কেমন।

আসলে গেমটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। যাদের ছোটবেলায় খেলাধুলার সময় বল প্রতিবেশীদের বাসায় গিয়ে পড়েগিয়েছিল এবং অনেক কষ্ট করে সে বল ফেরত পেতে হয়েছিল তারাই এই গেমটির সাথে শৈশবের স্মৃতিগুলো Relate করতে পারবেন।

গেমটির PC Version ও আছে। Android এ সম্প্রতি ২০১৮ সালে গেমটি রিলিজ করা হয়। রিলিজ এর সময় অনেক সাড়া ফেলেছিলো গেমটি। এই গেমের Beta version এ প্রচুর Player রা অংশগ্রহন করেছিল। আমার মনে আছে ২০১৮ সালে YouTube এ গেমার দের কাছে অনেক সাড়া ফেলেছিলো গেমটি।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির Soundtrack শুনে আপনার কাছে কিছুটা Horror আর Thrilling Feel দিতে পারে। গেমটিতে যে Ferson Person Camera Angle দেওয়া আছে তাতে আপনাকে সত্যিকার চোখে দেখার মতো Feel দিবে।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। গেমটিতে 60 FPS এ তেও Play করার সুযোগ পাবেন। Setting এ গিয়ে Change করে নিবেন। আর হ্যাঁ, ভালো একটি ডিভাইস থাকা আবশ্যক।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Oceanhorn

Game Developer : FDG entertainment GmbH & Co.KG

Game Size : 273 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : December 15, 2016

Game Link : Playstore

এটি একটি Action – Adventure Type Open World Game যেখানে আপনি একটি ছেলের Character Play করবেন।

গেমটির শুরু হয় এভাবেঃ আপনি ঘুম থেকে উঠেন। উঠে দেখেন আপনার বাবা একটি চিঠি রেখে গিয়েছে এবং সে চলে গিয়েছে কোথাও।

তাকে খুজে পাওয়ার রাস্তা হচ্ছে তার দেওয়া নোটবুক এবং একটি রহস্যময় নেকলেস। এই জিনিসগুলোর মাধ্যমেই আপনাকে তাকে খুজে পেতে হবে।

রোমাঞ্চকর এই Open World গেমটিতে আছে প্রচুর Puzzle, Dangers & Secrets। আপনাকে বিভিন্ন ধরনের Monsters এর সাথে লড়াই করতে হবে এবং তার সাথে অনেক বড় একটি ম্যাপ পাবেন Explore করার জন্যে।

আপনি শিখতে পারবেন Magic এবং তা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি প্রচুর প্রাচীন গুপ্তধন খুজে পেতে পারবেন যেগুলো আপনার Journey তে আপনাকে অনেক সহায়তা করবে।

গেমের কিছু ফিচার এর Overview দেওয়া হলোঃ

✔ Customizable Graphics Settings

✔ Requires 1GB RAM

✔ Music from legendary Nobuo Uematsu and Kenji Ito

✔ 10+ hours of story driven gameplay

✔ Master magic and swordfight

✔Find ancient items to help you on your quest

✔ Game Services Achievements

✔ Accurate Touch Controls

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

3) Game Name : Badland

Game Developer : HypeHype Inc

Game Size : 178 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : November 28, 2013

Game Link : Playstore

এটি একটি Casual Type Adventure Game। এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে গেমের Sountrack + Graphics।

আপনি যদি Earphone কানে দিয়ে গেমটি Full Volume এ খেলেন তবে এক অন্যরকমের Feel পাবেন। গেমটির গ্রাফিক্স খুবই অপটিমাইজড।

গেমটির কন্ট্রোল খুবই সহজ। আপনাকে Tap করে করে এগিয়ে যেত হবে। অনেকটা Flappy Birds গেমের মতো।

এটি একটি Award Winning গেম। বিভিন্ন ধরনের Awards জিতেছে গেমটি।

🏆 Outstanding Mobile Game — Satellite Awards 2014

🏆 Grand Prix — the International Mobile Gaming Awards 2014

🏆 Nordic Indie Sensation Award — Nordic Game 2013

🏆 Apple Design Award 2013

🏆 Apple iPad Game of the Year 2013

★ 5/5 – AppSmile

★ 4/4 – Slide to Play

★ 5/5 – AppSpy

★ 9.2/10 – Multiplayer.it

★ 9/10 – Destructoid

★ 4.5/5 – TouchArcade

 

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটিবারেরও বেশিবার। গেমটির রিভিউ সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★ বর্তমানে। একসময় গেমটির অনেক ভালো ছিলো।

এখন যে খারাপ তা বলছি না।
গেমটিতে আপনি ১০০ টিরও বেশি লেভেল পাবেন। ভবিষ্যতে আরো এড করা হবে বলে জানিয়েছেন ডেভেলপাররা।

এছাড়াও গেমটিতে Multiplayer আছে যাতে একসাথে ৪ জন মিলে খেলতে পারবেন ২৩ টিরও বেশি ইউনিক লেভেলের ভেতরে। ভবিষ্যতে আরো এড করা হবে বলে জানিয়েছেন ডেভেলপাররা।

আপনি নিজে নিজের লেভেল তৈরি করে খেলতে পারবেন। Android Tv তেও খেলার ব্যবস্থা আছে (যদি আপনার থাকে। আমি খেলে দেখেছি। Tv তে খেলার Experience + মজাটাই আলাদা)।

এছাড়াও আপনি আলাদা Controller দিয়েও গেমটি খেলতে পারবেন।

বাকীসব ফিচার নিচে দিয়ে দিলাম। দেখে নিবেন।

FEATURES :
• SINGLE PLAYER campaign with 100 truly unique levels and more coming in updates

• MULTIPLAYER mode for up to four players on the same device in 23 levels and more content in future updates

• COOPERATIVE mode for up to four players – Survive the modified single player campaign with your friends

• LEVEL EDITOR: Create levels, share & play!

• LEVEL WORLD: New levels to play all the time

• Intuitive one-touch controls combined with innovative level design

• Full support for game controllers 🎮

• Highly immersive audio-visual gaming experience

• Designed for Android phones, tablets and Android TV

• Supports Cloud Save and Immersive mode

• More levels and content coming in updates

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Grayland

Game Developer : 1DER Entertainment

Game Size : 55 MB

Game Type : Offline

Required OS : 6.0+

Game Released Date : september 25,2019

Game Link : Revdl (Full Unlocked Version পাবেন। Playstore এ Pay করতে হবে Full Version এর জন্যে)

কখনো কি ভেবে দেখেছেন আপনি যদি একটি পাখি হতেন তাহলে কেমন লাগতো? জি, আপনি এই গেমে একটি পাখির Role Play করবেন।

এটি আমার দেখা One of the best visual graphics game যেখানে এত কম সাইজের ভিতর একটি Masterpiece তৈরি করেছে গেমটির ডেভেলপাররা। এক কথায় অসাধারন।

গেমটির গ্রাফিক্স নিয়ে কোনো কথা হবে না। অসম্ভব সুন্দর গ্রাফিক্স গেমটির। গেমটির কন্ট্রোলও বেশ ভালো।

গেমটিতে আপনি একটি পাখির চরিত্রে খেলবেন। আপনার প্রিয়জন ও সঙ্গী সাথীদের মানুষের কবল থেকে রক্ষা করবেন। আপনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন যেখানে মানুষ ও এলিয়েনদের মাঝে চলছে ভয়ানক পরিমানের যুদ্ধ।

আপনি গেমটিতে অনেক সুন্দর স্টোরিলাইন পাবেন। তার সাথে পাবেন ইউনিক গেমপ্লে এবং গ্রাফিক্স। আর গেমটির Soundtrack ও অসাধারন।

গ্রাফিক্স এর কথা কি বলব আর। গেমটির Art style দেখে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। কেননা এখানে Colour এর ব্যবহার এতটা নিখুত ও Detailed ভাবে দেওয়া আছে যা দেখে মুগ্ধ না হওয়ার কোনো ব্যাপারই নেই।

গেমটির ফিচারগুলো নিচে দিয়ে দিচ্ছিঃ

✔ unique gameplay

✔ various boss fights

✔ heart catching story

✔ beautiful atmosphere and art style

✔ challenging levels

✔ pick your color to play with

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Gathering Sky

Game Developer : A Stronger Gravity

Game Size : 296 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : August 11, 2015

Game Link : Revdl

এই গেমটিকে এক শব্দে প্রকাশ করতে চাইলে আমি বলবো “Masterpiece”।

গেমটি এতটাই সুন্দর যে আমি গেমটিকে এক বসাতে শেষ করেছি। গেমটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে একে আমি ১০ এর ভিতরে ১২ রেটিং দিতে চাইবো।

সর্বপ্রথম আমি কথা বলবো গেমটির Epic Music & Soundtrack নিয়ে। আমি 100% Guarantee দিচ্ছেন আপনি এর প্রেমে পড়ে যাবেন।

আপনি যদি গেমটি কোনো ঠান্ডা পরিবেশে বসে (বর্তমান সময়ই সবচেয়ে উপযুক্ত সময়) Earphone কানে লাগিয়ে একা বসে খেলেন তবে আপনি ভিন্ন এক জগতের Experience পাবেন।

আমি বানিয়ে কিছুই বলছি না। আমি গেমটি বারে বারে খেলতে চাইবো। গেমটি আমার মনে এতটাই বড় জায়গা করে নিয়েছে যে এই গেমকে আমি বলবো আপনি যদি কিনেও খেলেন তবুও গেমটি Worth It!

গেমটি একটি সত্যিকার Masterpiece। প্লে-স্টোরে গেমটির দাম ২৫০ টাকা। যাদের সামর্থ্য আছে কিনে খেলুন। গেমটিকে সাপোর্ট করুন। প্লে-স্টোরে গেমটি যদি ফ্রিতে দেওয়া হতো তবে এই গেমটি অনেক রেকর্ড ভেঙ্গে দিতো।

এই গেমটি ১ নম্বর স্থান পাওয়ার যোগ্যতা রাখে অন্তত আমার লিস্টে। তাই একে আমি ১ নম্বর স্থানই দিয়েছি।

গেমটি যদি আপনি বড় স্ক্রিন যেমনঃ Tv/Tablet/ বড় স্ক্রিনের মোবাইলে খেলেন তাহলে আরো মজা পাবেন।

গেমটি এক ভিন্ন জগতের Feel দেয়। বিশেষ করে এর Graphics + Soundtrack এর জন্য।

আমি সবাইকেই গেমটি একবার হলেও খেলে দেখার জন্যে অনুরোধ করবো। Android এ এমন গেম খুবই কম পাওয়া যায়। আমি পাইনি। আপনারা পেলে জানিয়েন আমাকে। আমি খুজছি এমন গেম।

গেমটি আপনি স্ক্রিনে ট্যাপ করে হোল্ড করে ধরে রেখে খেলতে পারবেন যা খুবই সহজ। একটা ছোট বাচ্চাও পারবে একে কন্ট্রোল করতে।

গেমটিতে আপনি একটি পাখিকে কন্ট্রোল করে নিয়ে যাবেন। সাথে আরো পাখি এসে যোগ দিবে। আপনাকে সাত সমুদ্র তেরো নদী পার করে বিভিন্ন লোকেশনের মধ্যে দিয়ে গেমটিকে খেলতে হবে।

শেষে আপনাকে Goosebumps দিবে গেমটি। সত্যিই একটি Masterpiece। আপনার মনে শান্তি এনে দিবে গেমটির সাউন্ডট্র‍্যাক। Brothers : a tale of two sons গেমটি যারা খেলেছেন তারা জানেন এই গেমটির সাউন্ডট্র‍্যাক কতটা ভালো। একই রকমের স্বাদ পাবেন এখানেও। তাই অবশ্যই গেমটি খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, গেমগুলো আপনার পছন্দ হলে আমাকে অবশ্যই জানাবেন। প্রতিটি গেমই আমি নিজে খেলে দেখেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

আজ এ পর্যন্তই।
দেখা হবে ইনশাল্লাহ পরের পোস্টে।
এবারের মতো বিদায় নিচ্ছি।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-3) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/x7bW0vL
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট