আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি এর সকল মেম্বারগন।
কেমন আছেন সবাই।
আশা করি সকলে ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
তাই আজকে আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে
পোষ্টের বিষয়বস্তু হচ্ছে
“সাইবার বুলিং”
বর্তমান সময়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ।
বর্তমানে সব কিছু দিন দিন পরিবর্তন হচ্ছে
এজন্য মানুষ বর্তমানে ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থা
এর প্রতি ঝুঁকে পড়ছে।
এটি একদিক দিয়ে যেমন ভালো তেমনি
এটির ক্ষতিকর দিক রয়েছে।
বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের
বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
মাঝে মাঝে শোনা যায় এগুলোতে অনেকে হেনস্তা হচ্ছেন,
মূলত এটি সাইবার ক্রাইম এর মধ্যে পড়ে।
মানুষকে যেমন বাস্তব জীবনে হুমকি-ধামকি দেয়া হয়
ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে
এইসব হুমকি-ধামকি বা অশালীন মন্তব্য করা
সাইবার বুলিং এর মধ্যে পড়ে।
বিশেষ করে মেয়েরা এই সমস্যা তে বেশি পড়ে থাকে।
সাইবার বুলিং কে রোধ করার জন্য বাংলাদেশ থেকে
কঠোর আইন প্রণয়ন করা হয়েছে।
যখন আপনি সাইবার বুলিং এর শিকার হবেন
তখন আপনি কি করবেন?
প্রথমত যে ব্যক্তি আপনাকে হেনস্থা করছে তাকে
শান্তশিষ্ট ভাবে নিষেধ করুন।
যদি এরপরেও না শুনে তাহলে আপনি
(BTRC) তে অভিযোগ করবেন।
তারা 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
কিভাবে অভিযোগ করবেন:
বিটিআরসিতে অভিযোগ করার জন্য সর্বপ্রথমে
+88029611111
এ কল করে অভিযোগ করতে পারেন।
চাইলে তাদেরকে জিমেইল করে
আপনার অভিযোগটি জানাতে পারেন। জিমেইল
করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে
এছাড়াও আপনি চাইলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে
অভিযোগ করতে পারেন অভিযোগ করার নাম্বার
+8801766678888
তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য
The post সাইবার বুলিং থেকে রক্ষা পাওয়ার উপায়!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/nK4AcGT
via IFTTT