ফ্রি’তে ৯০০০ টাকা সহ এগ্রো ফুড সেক্টরের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করুন।

আমি এই পর্যন্ত আপনাদের সাথে বেশ কয়েকটি ফ্রি প্রশিক্ষণ গ্রহণ করার বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আপনাদের কাছে এই বিষয়ে বেশ সাড়াও পেয়েছি। অনেকেই বলেছেন যাতে করে এইরকম ধরনের বিষয় নিয়ে আপনাদের সবসময় অবগত করি। তাই আজকে আবার আরেকটি ফ্রি’তে প্রশিক্ষণ গ্রহণ করার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের বিষয়গুলি বেশিরভাগই ছিল কম্পিউটারের বিষয় নিয়ে। আজকেরটি হলো অন্য বিষয়ের উপর যা হয়তো টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন। আমাদের আজকের টপিকটি হচ্ছে মূলত ফুড সেক্টরের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি’তে প্রশিক্ষণ গ্রহণ করার বিষয় নিয়ে।

ফুড সেক্টরের প্রশিক্ষণের বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ সরকারের অনুমোদিত Skills for Employment Investment Program প্রতিষ্ঠান গত ০১লা মার্চ ২০২২ইং তারিখে “সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন” শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা মূলত একদম ফ্রি’তে সরকারি খরচে এগ্রো ফুড সেক্টরের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে দক্ষ জনবল গড়ার এবং কর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য চালু করা হয়েছে।

প্রশিক্ষণ প্রদানের বিষয়সমূহঃ

এগ্রো ফুড সেক্টরের বেশ কয়েকটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। বিষয়গুলি হচ্ছে,
☞ বেকিং টেকনিশিয়ান
☞ ফুড প্রসেসিং
☞ প্যাকেজিং টেকনিশিয়ান
☞ কোয়ালিটি কন্ট্রোল
☞ সেলস এন্ড মার্কেটিং
উপরোল্লিখিত এই ০৫টি বিষয়ের উপর এখানে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহঃ

বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য কোম্পানির ট্রেইনিং সেন্টারে মূলত উল্লেখিত ফুড সেক্টরের বিষয়গুলির উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। নিচে সেগুলোর নাম তুলে ধরা হলো,
☞ প্রাণ (এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিঃ) ও প্রাণ ফুডস লিঃ, নরসিংদী।
☞ প্রাণ (হবিগঞ্জ এগ্রো লিঃ), হবিগঞ্জ।
☞ প্রাণ এগ্রো লিঃ ও নাটোর এগ্রো লিঃ, নাটোর।
☞ প্রাণ (প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-১), নরসিংদী।
☞ প্রাণ (প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২), নরসিংদী।
☞ বনফুল এবং কিষোয়ান গ্রুপ, নাটোর।
☞ লালমাই ফুড প্রোডাক্টস লিঃ, কুমিল্লা।
☞ ইউরেসিয়া ফুড প্রসেসিং বিডি লিঃ, সাভার, ঢাকা।
☞ দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিঃ, নরসিংদী।
☞ ইফাদ মাল্টি প্রোডাক্টস লিঃ, সাভার, ঢাকা।
☞ রানী ফুড ইন্পাস্ট্রিজ লিঃ, গাজীপুর।
☞ হাশেম ফুড লিঃ (সজিব গ্রুপ), নারায়ণগঞ্জ।
☞ মেঘনা বেভারেজ লিঃ ও মেঘনা ফুড লিঃ, নারায়ণগঞ্জ।
☞ প্রিন্স এন্ড প্যারাডাইস ফুড প্রোডাক্টস লিঃ, সাভার ঢাকা।
☞ ওয়েল ফুড এন্ড বেভারেজ কোং লিঃ, গাজীপুর।
এখান থেকে আপনার পছন্দমতো আপনার সুবিধামত যেকোনো কেন্দ্রে আবেদন করতে পারেন।

আবেদনের যোগ্যতাঃ

☞ বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
☞ নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।
☞ বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
☞ নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়াঃ

আপনি উপরোল্লিখিত কেন্দ্রসমূহ থেকে যে কেন্দ্রের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করতে চান, সেই কেন্দ্র বরাবর আপনাকে ভর্তির জন্য আবেদন করতে হবে। যদিও বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই যে কিভাবে বা কোন ফরমেটে আবদেন করতে হবে। তাই আপনি চাইলে যেকোনো জায়গায় ভর্তি হওয়া জন্য যে ফরমেটে আবদেন করা বা দরখাস্ত লেখা হয় সেভাবে করতে পারেন বা লিখতে পারেন।

ভর্তির পদ্ধতিঃ

উক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আবেদন করার পর আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। যার উপরে ভিত্তি করেই মূলত ভর্তির জন্য আপনাকে নির্বাচিত করা হবে বা বাছাই করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

☞ ভর্তির জন্য আবেদনপত্র।
☞ সদ্য তোলা দুই কপি (০২) পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
☞ সকল শিক্ষাগত যোগ্যতার সনদকপি বা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
☞ জাতীয় পরিচয়পত্রের (সত্যায়িত) ফটোকপি।
☞ চেয়ারম্যান বা মেম্বারের কাছে থেকে নাগরিক সনদপত্র বা সার্টিফিকেটের ফটোকপি।

অগ্রাধীকারঃ

☞ মহিলাদের অগ্রাধীকার দেওয়া হবে।
☞ শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধীকার দেওয়া হবে।
☞ সুবিধাবঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের অগ্রাধীকার দেওয়া হবে।

প্রশিক্ষণের শুরুর সময়কালঃ

উক্ত বিষয়গুলির উপর ফ্রি প্রশিক্ষণ মূলত এই বছরের প্রথম থেকে শুরু হয়েছে যা চার ভাগে ভাগ করে প্রশিক্ষণ প্রদানের প্রকল্প বাস্তবায়ন হয়। ইতিমধ্যে দুইটি শেষ হয়ে গিয়েছে এবং আরেকটি চলমান রয়েছে। তবে সামনে আরেকটি আসতেছে তা হলো “অক্টোবর থেকে ডিসেম্বর” এর মধ্যে। তাই আপনি যদি এই কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন।

প্রশিক্ষণের মেয়াদকালঃ

উক্ত বিষয়ের উপর তিন মাসের কোর্স প্রদান করা হবে। তবে সপ্তাহে ০৫ দিন করে মোট ০৪ ঘণ্টা করে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সুযোগ সুবিধাঃ

☞ প্রশিক্ষণ গ্রহণ শেষে আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনাকে সরকারিভাবে একটি সনদপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে।
☞ সাফল্যের সাথে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন এগ্রো ফুড সেক্টরে চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হবে।

ফ্রি ৯০০০ (নয় হাজার) টাকা প্রদানঃ

আমাদের সর্বশেষ যে আকর্ষণ বা বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি সাফল্যের সাথে এগ্রো ফুড এর প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেন এবং প্রশিক্ষণের সময় শতকরা ৮০ ভাগ সময় উপস্থিত থাকেন তাহলে তার উপর ভিত্ত করে আপনাকে যাতায়াত ভাড়া বা ভাতা হিসেবে দৈনিক ১০০ টাকা করে মোট ৬,০০০/- টাকা এবং নাস্তি খরচ বাবদ ৫০ টাকা করে মোট ৩,০০০/- টাকা সর্বমোট ৯,০০০/- (নয় হাজার) টাকা ফ্রি’তে প্রদান করা হবে।

উল্লেখ্য উক্ত এগ্রো ফুড সেক্টরে ফ্রি’তে প্রশিক্ষণ গ্রহণ করার কোর্সে ভর্তির জন্য আপনাকে আবেদন কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র যত দ্রুত সম্ভব আপনি যে কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক সে কেন্দ্রে গিয়ে জমা দিতে হবে। এছাড়াও চাইলে উপরোল্লিখিত কেন্দ্রের ঠিকানায় কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন। তবে এই ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ এই ব্যাপারে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এই বিষয়ে ভালো ধারনা পেতে আপনি আপনার কাঙ্ক্ষিত কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য কেন্দ্রের নাম, ঠিকানা এবং দায়িত্বরত কর্মকর্তার মোবাইল নাম্বার দেখতে উপরের স্ক্রিনশটটি দেখতে পারেন। মোবাইল নাম্বারে যোগাযোগের পর যদি কুরিয়ার এবং পোস্ট করার সুযোগ থাকে তাহলে কেন্দ্রের ঠিকানা অনুযায়ী আপনার আবেদন কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে পারেন।

তো এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। আশা করি উক্ত বিষয়টি সকল কোর্স করতে আগ্রহী ব্যাক্তিদের কাজে আসবে। এই বলে আমি আমার আজকের টপিকের সমাপ্তি এখানেই করলাম। সবাই প্রস্তুত থাকেন সামনে আরো কিছু এইরকম ফ্রি কোর্সের বিষয় নিয়ে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি হাজির হচ্ছি।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post ফ্রি’তে ৯০০০ টাকা সহ এগ্রো ফুড সেক্টরের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/e60k7Pd
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট