আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? অনেকদিন পর আবারো ট্রিকবিডিতে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের পোস্ট টি অনেক ভালো লাগবে !
আজ মূলত কথা বলবো ফটো এডিটিং নিয়ে । আমরা অনেকেই নিজের বা কারোর ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি । কিন্তু এডিটিং স্কিল না থাকার জন্য ভালোভাবে এডিট করতে পারিনা ! তাদের জন্য আমি এখন থেকে প্রিমিয়াম এবং প্রোফেশনাল লাইটরুম প্রিসেট দিয়ে যাবো । আশা করি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে !
তো সরাসরি দেখিয়ে দেই কিভাবে প্রিসেট টি ডাউনলোড করবেন ও এডিট করবেন আপনার পিকচার !
তো দেখা যাক কিভাবে এডিট করবো !
- সবার প্রথমে লাইটরুমে প্রবেশ করে All Photos এ ক্লিক করুন ,
- তারপর যেই ফটো টি এডিট করতে চান সেই ফটো টাইয় ক্লিক করুন
- তারপর Presets এ ক্লিক করুন
- তারপর উপরে থাকা তিনটি ডট এ ক্লিক করুন
- এবার Import Preset এ ক্লিক করুন
- তারপর আপনার ডাউনলোড করা প্রিসেট টি নির্দেশ করুন ,
- এবার Yours এ ক্লিক করে User Presets এ ক্লিক করুন
- তারপর ডাউনলোডকৃত প্রিসেট টি সিলেক্ট করুন !
ব্যাস আপনার এডিটিং শেষ ।
এবার যদি আপনার কোনো কারণে মনে হয় যে কিছু এডজাসস্টমেন্ট করা দরকার , তাহলে তা আপনার পিকচার অনুযায়ী এডযাস্ট করে নিবেন । আর যদি তবুও কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি ফেসবুক অথবা ইন্সটাগ্রামে নক দিতে পারেন ।
ধন্যবাদ আজ এপর্যন্তই । দেখা হবে পরবর্তী আর্টিকেল এ ।
ধন্যবাদ সবাইকে ।
My Social Media Handles : Instagram & Facebook
The post এক ক্লিকেই প্রোফেশনালি এডিট করুন সবুজ ব্যাকগ্রাউন্ডের পিকচার [Lr Preset] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xIV0RSf
via IFTTT