তো ফাইনালি লিক হয়ে গেল পিক্সেল 7 এবং পিক্সেল 7 Pro এর স্পেসিফিকেশন।

আসসালামু আলইকুম

আশাকরি সবাই ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে আসল কথায় চলে যায়। তো ফাইনালি পিক্সেল 7 এবং পিক্সেল 7 Pro এর স্পেসফিকেশন লিক হয়ে গিয়েছে।

এতে যা যা থাকতে চলেছে:

Google Pixel 7 Pro-তে থাকতে চলেছে একটি 6.7-ইঞ্চি QHD 120 Hz ডিসপ্লে, Google Tensor G2 প্রসেসর, 12/128-256 GB মেমরি/স্টোরেজ, Wired এবং Wireless চার্জিং সিস্টেম এবং IP68 রেটিং প্রটেকশন।

উপরোক্ত ছাড়াও, ফাঁস হওয়া স্পেস শীটটিতে বলা হয়েছে যে Pixel 7 Pro এর এক্সক্লুসিভ ক্যামেরা বৈশিষ্ট্য হলো ম্যাক্রো ফোকাস, ম্যাক্রো ফটোগ্রাফি ক্ষমতা প্রদানের জন্য 48 MP 5X অপটিক্যাল জুম লেন্স ব্যবহার করা হয়েছে। Pixel 7 Pro তে 30X অপটিক্যাল জুম থাকবে বলে বলা হয়েছে, যা Pixel 6 Pro
এর 20X এর তুলনায় ভালই বেশি।

লিকে উল্লিখিত Google Pixel 7 এর স্পেসিফিকেশন প্রায় Pro এর মতই হবে। Pro এর মতো একই প্রসেসর, 8/128-256 GB মেমরি/স্টোরেজ, Wired এবং Wireless চার্জিং, IP68 রেটিং, ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক, 8X সর্বোচ্চ জুম ।

পিক্সেল 7 সিরিজটি পিক্সেল ওয়াচের সাথে ৬ই অক্টোবর উন্মোচন করা হবে।

অ্যামাজন এর তালিকা লিক হয়ে যায়, যা পরবর্তীতে নামিয়ে নেওয়া হয়েছিল, এই তালিকায় পিক্সেল 7-এর দাম ছিল $599, যা পিক্সেল 6-এর মতোই। বাংলাদেশী টাকায় যা দাড়ায় ৬১,০০০ টাকার মতো। তবে বাংলাদেশে আসলে এর দাম আরও বেড়ে যাবে।

More Info: Click Here

The post তো ফাইনালি লিক হয়ে গেল পিক্সেল 7 এবং পিক্সেল 7 Pro এর স্পেসিফিকেশন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/IlofN5x
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট