যেকোনো website url গুগল সার্চ এ সামবিট করবেন কিভাবে?

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন।আমিও ভালো আছি।

আজ আমরা জানবো How do I Submit my URL to Google Search Engine গুগলে আমাদের ওয়েবসাইট কিভাবে সাবমিট করবো?
প্রতেক ব্লগার চাই তার ব্লগের সব পোস্ট জানো গুগলে খুজে পাওয়া যায়। কারণ Google বিশ্বের সবচেয়ে বড় Search Engine প্রায় ৯৫% মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য সবার আগে গুগলেই সার্চ করে তাই ব্লগের ট্রাফিক বারানোর জন্য সবথেকে ভালো উপায়। আমাদের ব্লগ গুগলে সাবমিট করা। আসুন জেনে নিই কিভাবে সাবমিট করবো।
১) প্রথমে আপনার ব্লগের Dashboard এ জান। এবার Settings এ জান। এবার Search Preference এ ক্লিক করুন।

দেখুন Google Search Consoles বলে ওপশান আছে ক্লিক করুন নিচে ছবি দিলাম অথবা সরাসরি Gogle Webmaster Tools এখানে ক্লিক করুন।

২) এবার নতুন যে পেজটা ওপেন হবে সেখান থেকে Start Now তে ক্লিক করুন।

৩) এবার গুগল সার্চ কনসোলে পৌঁছে যাবেন। এখানে ২ টো ওপশন পাবেন Domain আর URL Prefix
* DOMAIN এখানে যদি আপনার ওয়েবসাইট URL .com, .in, .org,.net, .xyz এইসব ডোমেইন এড করতে পারবেন।
http, https, www, m এইসব দিতে পারবেন না। DNS ভেরিফাই করতে হবে
*URL Prefix এখানে যেকোন ফ্রী বা পেড ডোমেইন দিতে পারবেন।
http, https, www, m আপনার ওয়েবসাইট পুরো লিঙ্কটায় কপি করে দিতে পারবেন।আর ভেরিফাই করার অনেক ওপশান পাবেন।যেহেতু আমরা ফ্রী ডোমেইন ব্যবহার করছি তাই URL Prefix সিলেক্ট করবো। পরে আবার Domain ভেরিফাই করতে পারি।
এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে Continue ক্লিক করুন।

৪) এবার আপনার ইমেলে একটা মেসেজ যাবে। সেখানে ৪টে ওপশান পাবেন।
১) এখান থেকে আপনার ওয়েবসাইট URL ঠিক আছে কি দেখতে পারবেন।
২) আপনার ওয়েবসাইটে কতোজন কাজ করে দেখতে পারবেন।
৩) আপনার ওয়েবসাইটে Sitemap সাবমিট করতে হবে। ফ্রী সাইটমেপ বানানোর অনেক ওয়েবসাইট পাবেন যেমন xml sitemap generate অথবা
আপনার ওয়েবসাইট লিঙ্কের পরে sitemap.xml দিয়ে ভেরিফাই করুন।Successful Submitted আসবে।

৪) Google কিভাবে আপনার সাইডের জন্য কাজ করবে সেটা এখানে বলা আছে।

গুগলে ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করবো|google-site-verification meta tag সব চেক হয়ে যাবার পর Google অটোমেটিক Owner ভেরিফাই করে। কিন্তু
আমাদের সাইট ভেরিফাই করতে হবে তার জন্য আবার Google Webmaster Tool এ যান।এখানে বাঁদিকেSetting এ ক্লিক করুন।এবার ownership verification এ ক্লিক করুন।এখানে আপনি অনেক রকম ভাবে ভেরিফাই করতে পারেন যেকোনো একটা করলেই হয় আমি সহজটা বলছি।HTML tag ক্লিক করুন।এবার একটা কোড আসবে কপি করুন।
Also Read > Submit Your Site Bing Webmaster Tools
এবার আপনার ব্লগের Dashboard এ যান Templates এ ক্লিক করুন Edit Html করে সার্চ করুন একদাম ওপরেই পাবেন। এখানে কোডটা Past করে Save
করে দিন।

আবার Webmaster Tools এ যান এখানে Verify ক্লিক করে সেভ করে দিন।
আজ এই পর্যন্ত আশা করি আপনার ওয়েবসাইট Google এ সাবমিট হয়ে গেছে গুগল ১-৫ দিনের মধ্যে আপনার সাইট শো করবে এই বিষয়ে কারোর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।আর পোস্ট ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ।

The post যেকোনো website url গুগল সার্চ এ সামবিট করবেন কিভাবে? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ZGEwPkz
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট