দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আজ হাজির হলাম আরো একটি এপ্স রিভিউ নিয়ে, যেটির সাইজ ছোট হলেও এতে রয়েছে অনেক ফিচার। বলা যায়, একের ভিতর অনেক টাইপের।
তো চলুন শুরু করা যাক।
App টি মুলত মাসের আয়-ব্যয় হিসাব রাখার জন্যে, তবে এতে এছাড়াও রয়েছে অনেক ফিচার।

App Name : Expense Manager
App Size: 20MB (Approx)

ইন্সটল করুন

Application Feature

১) প্রতিদিনের যাবতীয় আয় এবং ব্যয় ইনপুট করতে পারবেন, নিজের মত ক্যাটগরি বানিয়ে।

২) মাস শেষে সব হিসাব দেখতে পারবেন গ্রাফ বা চার্টের মাধ্যমে, আবার সব হিসাবের বিবরণি দেখতে পারবেন।


৩) App এর ভেতর রয়েছে কাউকে ঋণ দিলে বা কারো থেকে ঋণ নিলে তা সংরক্ষন করার জন্যে “Debt” অপশন।


৪) App এ রয়েছে বিভিন্ন Note সেইভ করে রাখার সুবিধা।

৫) App এ রয়েছে সব মাসের হিসাব মোট করে দেখা তাও ক্যাটগরি ফিল্টার করার অপশন রয়েছে।

৬) এছাড়াও App এ রয়েছে বিভিন্ন হিসাব করার টুলস।

উপরে উল্লেখিত ফিচার ছাড়াও আরো ফিচার রয়েছে, রয়েছে ডেটা গুলো ব্যাকাপ করে রাখার সুবিধা, সব ফিচার জানতে চাইলে এপ টি ইন্সটল দিয়ে চালানো শুরু করুন, আমার মত স্টুডেন্ট দের আয়-ব্যয় হিসাব রাখার জন্যে অনেক ভালো একটি App.

আজ এই পর্যন্তই, পোস্ট ভাল লাগলে অবশ্যই জানাবেন।
আল্লাহ হাফেজ

The post দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/b1jycL5
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট