আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
Nintendo N64 এর কথা শুনেননি এমন পুরোনো Gamers দের খুজে পাওয়া যাবে না। তবুও অনেকেই এটি সম্পর্কে জানেন না।
যারা জানেন না বা জানতেন না তাদের উদ্দেশ্যে আগে এর পরিচিতি করিয়ে দিই। Nintendo N64 হচ্ছে একটি Video Gaming Console। Playstation এর মতোই এটি।
এটি ১৯৯৬ সালে তৈরি করা হয়। এটির মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। শুরুতে জাপানে শুরু হলেও এরপর ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বেই এর প্রচুর সারা ফেলে।
৯০ এর দশকে ভিডিও গেম বলতে মানুষ Nintendo ও Playstation কেই চিনতো। তখন টিভির সাহায্যে মানুষ গেম খেলতো। যেহেতু প্রযুক্তি এতটা উন্নত ছিল না তাই গেমগুলোর গ্রাফিক্স অনেকটাই সাদামাটা মনে হলেও ডিটেইলস এর কোনো কমতি ছিল না।
এটি ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাজারে চলে এবং। ২০০২ এর এপ্রিল মাস থেকেই এটি বন্ধ হয়ে যায়। তবুও আরো অনেক বছর ধরে এটি চলেছিল।
এর Memory ও Storage Capacity শুনলে এখনকার যে কোনো মানুষ হেসে উড়িয়ে দিতে পারে। 64 Bit Cpu তে 93.75 MHz এবং Ram ছিল মাত্র 4 MB এর। আর Storage হিসেবে 4-64 MB পর্যন্ত জায়গা পাওয়া যেতো।
যাই হোক, এর Storage Capacity কম হলেও এতে যেধরনের Games খেলা যেতো তা ঐ সময়ের তুলনায় বলা যায় খুবই এগিয়ে ছিলো। 3D Games খেলা যেতো বলে এর জনপ্রিয়তা অনেক বেশি পেরিয়ে যায়।
আজ আমরা সেই সময়ের গেমসগুলো নিয়েই আলোচনা করবো ও খেলবো। কিভাবে খেলবো আগে সেটা বলে নিই।
প্রথমেই আমাদের প্রয়োজন পড়বে একটি Emulator এর। আমি অনেকগুলো Emulator এর লিংকই দিয়ে দিচ্ছি।
আপনার যেটি ইচ্ছা ডাউনলোড করে নিবেন। তবে আমি Recommend করবো N64oid এই Emulator টি। কেননা এতে Display Size অনেক বড় এবং Vibration এর কারনে সুন্দর Haptic Feedback পাওয়া যায়। বাকীটা আপনার ইচ্ছা।
Emulator Link – https://www.emulatorgames.net/emulators/nintendo-64/
এবার আমি আপনাদের এমন কিছু Website এর লিংক দিচ্ছি যেখান থেকে আপনারা গেমগুলো ডাউনলোড করতে পারবেন।
1) Link : https://www.emulatorgames.net/roms/nintendo-64/
2) Link : https://www.romsgames.net/roms/nintendo-64/
3) Link : https://www.romspedia.com/roms/nintendo-64
4) Link : https://www.retrostic.com/roms/n64
5) Link : https://wowroms.com/en/roms/list/nintendo+64
6) Link : https://retromania.gg/roms/nintendo-64
7) Link : https://www.gamulator.com/roms/nintendo-64
8) Link : https://roms-download.com/roms/nintendo-64
9) Link : https://romspure.cc/roms/nintendo-64/
এতগুলো লিংক দেওয়ার পিছনেও কিছু কারন রয়েছে। যেমনঃ কিছু কিছু Games রয়েছে যেগুলো Crash করতে পারে বা না ও চলতে পারে। এর জন্যে আপনি Alternative Website এ ঢুকে গেমটি ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে কোন ধরনের গেমসগুলো পাবেন?
Mario Kart 64
Legend Of Zelda
Super Smash Bros
Doraemon 3 – Nobi Dai No Machi SOS!
Duke Nukem 64
Yoshi’s Story
007 – The World Is Not Enough
Mario Golf
Mortal Kombat Mythologies – Sub-Zero
GoldenEye 007
Castlevania – Legacy Of Darkness
F-ZERO X
Mega Man 64
South Park
Star Wars – Shadows Of The Empire (V1.2)
Killer Instinct Gold (V1.2)
FIFA 99
Banjo-Tooie
Perfect Dark (V1.1)
Mario Kart 64 (V1.0)
Pokemon SnapStar Wars – Rogue Squadron (V1.1)
Biohazard 2
WWF No Mercy (V1.1)
Conker’s Bad Fur Day
Mario Tennis 64
Bomberman 64
Toy Story 2
Rayman 2 – The Great Escape
Diddy Kong Racing
Doom 64
Mario Party 2
Super Mario 64 – Shindou Edition
Mortal Kombat Trilogy (V1.2)
Resident Evil 2Star Fox 64 (V1.1)
Mario Party
Banjo-Kazooie
Mortal Kombat 4
Legend Of Zelda, The – Ocarina Of Time –
Master Quest
Spider-Man
Legend Of Zelda, The – Majora’s Mask
Paper Mario
Mario Party 3
Donkey Kong 64
007 – Golden EyePokemon Stadium (V1.1)
Pokemon Stadium 2
কি কম মনে হচ্ছে? আরো আছে। ৩৯৩ টি Games Nintendo N64 এর জন্যে রিলিজ করা হয়েছিল। যারা Android Games খেলতে খেলতে Bored হয়ে গিয়েছেন তারা এই গেমস গুলো Try করে দেখতে পারেন।
গেমগুলোর সাইজ খুবই কম। তাই ডেটা ইউজাররা এই গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিলে ভালো হয়। গেমগুলো যেকোনো Android Phone এই Smoothly চলবে কোনো Lag ছাড়া।
আপনি শুধু গেমগুলোর Zip File Download করবেন এবং Emulator এ ঢুকে সেই Zip File এ ক্লিক করলেই গেম চালু হয়ে যাবে। Emulator এ আপনি বিভিন্ন ধরনের Customization এর Option পেয়ে যাবেন।
গেমগুলোর গ্রাফিক্স আজকের গেমের সাথে তুলনা করলে কিছুই হয়তোবা মনে হবে না। কিন্তু এই গেমগুলো খেলে আপনি যতটা মজা পাবেন তা এখনকার অনেক গেমেই পাবেন না।
তখন গেমস মানে ছিল শুধুই আনন্দ। Pay To Win এর Concept ছিল না। Games গুলোর ভিতরেই Cheats দেওয়া থাকতো। এখানেও পাবেন। তখন গেমের গ্রাফিক্সের মতো মানুষের আনন্দের ধরনও ছিল সাদামাটা।
আমি যদিও 90’s এর দিকে জন্ম নিই নি কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন 90’s এর অনেক কিছুই দেখেছি এবং Enjoy করতে পেরেছি। এই গেমগুলো সেই পুরোনো স্মৃতিগুলোকেই মনে করিয়ে দেয়।
যারা 90’s এর সময়ের মানুষ রয়েছেন এবং এই গেমগুলো সম্পর্কে ধারনা রাখতেন তারাই বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। এই গেমগুলো সত্যিকার অর্থে ইমোশন হিসেবে কাজ করে।
ঐ সময়গুলোর কথা মনে করিয়ে দেয় যখন ছিল না কোনো টেনশন, দুশ্চিন্তা, চাপ, দূঃখ। শুধুই ছিল আনন্দ ও ফূর্তি। ছোটবেলার আসল স্বাদ কেবল ঐ সময়েই পাওয়া যেতো বলে আমার মনে হয়।
কারন এখনকার বাচ্চারা যেভাবে কত কিছুর পিছনে নিজেদের মস্তিষ্ক নষ্ট করছে তা আর বলার প্রয়োজন বোধ করি না। যাই হোক, কারা কারা Nostalgic Feel করেছেন তারা অবশ্যই জানাবেন।
ভালো লাগলে জানাবেন নয়তোবা এড়িয়ে যাবেন। আমি প্রায়ই বলেই দিই এই কথা। কিন্তু তবুও অনেকেই উলটা পালটা কমেন্ট করেন এবং আমি অনেক demotivated feel করি।
এত কষ্ট করে পোস্ট লিখে সাজিয়েও পরে যদি নেগেটিভ কমেন্ট পড়তে হয় তখন আর পোস্ট লিখতে মনে চায় না। যাই হোক, তবুও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
পোস্টটি শুধুমাত্র যারা জানেননা তাদের উদ্দেশ্যেই লিখা। আমি কিছু গেমস এর স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখে নিবেন।
Gameplay Screenshots :
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…
The post Nintendo N64 এর Games গুলো খেলুন আপনার Android Phone এ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/tD4ubie
via IFTTT