PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি নিয়ে এসেছি দুইটি পিডিএফ অনলাইন টুলস এর ওয়েবসাইট নিয়ে।

আমার দেখা এই দুটি ওয়েবসাইট ঠিকঠাক ভাবেই কাজ করে।

প্রথম ওয়েবসাইট টির নাম PDF2GO

এই ওয়েবসাইট থেকে আপনি যা যা করতে পারবেন,

১) Edit PDF – পিডিএফ এর মধ্যে পরিবর্তন করার জন্যে।

২) Merge PDF – একাধিক PDF কে এক ফাইলে পরিণত করতে পারবেন।

৩) Split PDF – পিডিএফ এর মাঝখান থেকে কিছু পেইজ আলাদা করতে পারবেন।

৪) Sort & Delete PDF Pages – চাইলে কিছু পেইজ ডিলেট অথবা আগে পেছনে করতে পারবেন।

৫) Compress PDF – বড় PDF ফাইল কে ছোট সাইজ করতে পারবেন, আমার দেখা সেরা Working Tool, ১০০+ MB এর ফাইল কেও ১০-১৫এম্বি সাইজ এ Compress করা যায়, তাও কোয়ালটি লুজ ছাডা

৬) Protect PDF – পিডিএফ এ Password Set করতে পারবেন।

৭) Unlock PDF – পাসওয়ার্ড দেওয়া পিডিএফ এর পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন।

অন্যান্য ফিচারঃ এছাড়াও এই ওয়েবসাইটে আরো সাধারণ যে ফিচার গুলো থাকার কথা ওগুলা থাকে।

ওয়েবসাইট টির কয়েকটি স্ক্রিনশট–



২নাম্বার ওয়েবসাইটটি হচ্ছে Online2PDF

এই ওয়েবসাইটেও আগের ওয়েবসাইট টির মত PDF এর অনেক কাজ করা যায়, তবে আমি বিশেষ একটি ফিচার এর কথা বলবো।

অনেক সময় আমরা PDF প্রিন্ট করতে গেলে মনে হয়, যদি একটা A4 সাইজ পেইজে দুটি PDF একসাথে প্রিন্ট করতে পারতাম!! সেই কাজটি এই ওয়েবসাইট এ করা যায়।

অর্থাৎ, যেকোনো পিডিএফ এর ২-৪টি পেইজ কে একটি A4 পেইজে প্রিন্ট করা যায়, তাও কোয়ালিটি লুজ ছাড়া।

স্ক্রিনশট

আজ এই পর্যন্ত, নতুন লেখাতে হয়তো অনেক ভুল থাকতে পারে, সবার মন্তব্য আশা করছি ধন্যবাদ।

The post PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/b5vPd3r
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট