যেকোনো ওয়েবসাইটের লিংক কে শর্ট লিঙ্কে রূপান্তরিত করুন টেলিগ্রাম বটের মাধ্যমে।

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।

আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি আপনাদের দেখাবো যেকোনো ওয়েবসাইটের লিংক কে কিভাবে শর্ট লিংকে রূপান্তরিত করবেন টেলিগ্রাম বটের মাধ্যমে।
প্রথমে প্লে স্টুর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিন। আগে থেকেই ডাউনলোড থাকলে Open করে নিন।
তারপর সার্চ অপশনে টাইপ করুন।
@LinkLiteBot তারপর নিচের মতো দেখাবে।

তারপর START এ ক্লিক করে বটে জয়েন করে নিন।

জয়েন করার পরে ফেসবুকে/ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট বা লিংক কপি করে নিন। যে লিংক কে আপনি শর্ট লিংকে রূপান্তরিত করতে চাচ্ছেন।

তারপর আবার টেলিগ্রামে যেয়ে , যে বটে জয়েন হয়েছিলেন সেখানে ম্যাসেজ অপশনে কপি করা লিঙ্কটা সেন্ড করে দিন।

তাহলেই সেই লিঙ্কের শর্ট লিংক চলে আসবে।

পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও:

এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM

The post যেকোনো ওয়েবসাইটের লিংক কে শর্ট লিঙ্কে রূপান্তরিত করুন টেলিগ্রাম বটের মাধ্যমে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/0Jwx9md
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট