এখন সুপার ফাস্টে ইমেজ জেনেরেট করুন AI ওয়েবসাইট দিয়ে সাথে আরো অনেক ফিচার তো থাকছেই With Decohere Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি AI ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে খুব দ্রুত ভাবে ইমেজ জেনেরেট করতে পারবেন সেই সাথে জেনেরেট হওয়া ছবিকে এনিমেশন,জেনেরেট হওয়া ছবিটি এইচডিতে ক্লিয়ার করতে পারবেন ।

বন্ধুরা আমরা জানি বর্তমান AI আমাদের দৈনন্দিন সেবামূলক কাজে কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে।ইন্টারনেট থেকে শুরু করে প্রায় সকল প্রযুক্তিতেই জেনো AI জায়গা করে নিচ্ছে।আগে যে কাজ গুলি মানুষ ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতো এখন সেই কাজ গুলি-ই AI এর মাধ্যমে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই নিখুত ভাবে কাজ সম্পুর্ন করতে পারছে।তাই সারা দেশেই AI এর ব্যাবহার ব্যাপক ভাবে ব্যাবহৃত হচ্ছে।
আজকে আমি আপনাদের যে AI ওয়েবসাইট সম্পর্কে জানাবো ঐ ওয়েবসাইট দিয়ে রিয়েল স্টিক ছবি জেনেরট করতে পারবেন আর এই জেনেরেট হওয়া ছবি গুলি আপনার লেখার সাথে সাথে জেনেরেট হয়ে যাবে কোন রকম লোড নেওয়াই ছাড়াই (আপনার ব্যাবহৃত ইন্টারনেট যদি স্লো হয় তাহলে ভিন্ন বিষয়)
আর এই জেনেরেট হওয়া ছবি আপনি চাইলে এনিমেশন (GIF) বানাতে পারবেন।এখন যারা স্টোরি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি বেস্ট ওয়েবসাইট বলতে পারেন।
চলুন তাহলে ওয়েবসাইটটি দেখে নেওয়া যাক

প্রথমে এই লিংকে ক্লিক করে নিন Decohere.AI

এরপর  Login টুলসে ক্লিক করুন।

এরপর আপনার কাংখিত জিমেইল আইডি দিয়ে লগিন করে নিন

লগিন হবার পর Creat এই টুলসে ক্লিক করবেন


এরপর describe starting image here এই বক্সে আপনি যে ধরনের ছবি জেনেরেট করতে চান তা লিখুন।

দেখুন আমি লেখার সাথে সাথে আমার ছবি জেনেরট হয়ে গেছে।

এখন আপনি এই ওয়েবসাইট থেকে জেনেরেট হওয়া ছবি সাইজ অনুযায়ী বানাতে পারবেন সে জন্য Tall এই টুলসে ক্লিক করুন

এরপর আপনি যে সাইজে ছবি ডাউনলোড করতে চান ঐখানে ক্লিক করুন।

এইখানে ৩ ধরনের ছবি সাইজ তৈরি করতে পারবেন যেমন:

  • Wide : যা ইউটিউব ভিডিও সাইজ হিসেবে ব্যাবহৃত হয়।যার সাইজ হচ্ছে ১৬:৯ ইঞ্চহি
  • Square : ফেসবুক/ইন্সট্রাগ্রাম যে ভিডিও সাইজ থাকে ঐ আকারে ছবি ডাউনলোড করতে পারবেন।এর সাইজ 1:1 inch
  • Tall: যা বর্তমান রিলস ভিডিও আকারে ব্যাবহৃত হয় যার সাইজ হচ্ছে ৯:১৬ ইঞ্চি

এখন জেনেরেট হওয়া ছবি গুলো আপনি চাইলে বিভিন্ন টুলসে কাজ করতে পারবেন।

প্রথম টৃলস হচ্ছে Add To Libary এই টুলসের মাধ্যেমে আপনার জেনেরেট হওয়া ছবিকে লাইব্রেরি বা অনেক গুলি ছবি একসাথে সংযুক্ত করে সেভ করতে পারবেন।

দ্বিতীয়তে হচ্ছে Share : আপনি এই টুলসের মাধ্যেমে আপনার জেনেরেট ছবিটির লিংক শেয়ার করতে পারবেন।

তৃতীয়তে হচ্ছে Creat to station : আপনি এই টুলসের মাধ্যেমে নতুন ভাবে ছবি জেনেরট করে আপনার এডিটের মাধ্যেমে ছবি সাজাতে পারবেন।

চতুর্থতে রয়েছে Upscale Image : আপনি এই টুলসের মাধ্যেমে আপনার জেনেরেট হওয়া ছবিকে আরো ক্লিয়াল ও এইচডি করতে পারবেন।

পঞ্চমে রয়েছে Animation Tools : এই টুলসের মাধ্যেমে আপনার ভিডিওটি GIF আকারে এনিমেশন ভিডিও বানাতে পারবেন।

বি:দ্র: এই ওয়েবসাইটটি সম্পুর্ন ফ্রি নয় তাই আপনি লিমিট কয়েকটি ছবি এনিমেশন বা এই টুলসগুলির কাজ করতে পারবেন আর যদি আনলিমিটেড ছবি এনিমেশন বানাতে চান তাহলে তাদের চ্যানেলে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ব্যাবহার করতে পারেন।

আপনার জেনেরেট হওয়া ছবিটি সেভ বা ডাউনলোড করতে চাইলে প্রথমে ছবিটি ফুল স্ক্রিনে ক্লিক করে তারপর মাউসের বাম পাশে ক্লিক করে Save To image এ ক্লিক করবেন।মোবাইল ব্যাবহার কারি ছবিটি ফুল স্ক্রিন করে তারপর ৩ সেকেন্ডের মতো ছবিটি ক্লিক করে ধরে রেখে Save Image এ ক্লিক করবেন।

দ্রুত ছবি জেনেরট করার জন্য এই ওয়েবসাইটটি আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post এখন সুপার ফাস্টে ইমেজ জেনেরেট করুন AI ওয়েবসাইট দিয়ে সাথে আরো অনেক ফিচার তো থাকছেই With Decohere Website appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/JSGWFh2
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট