আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী।
সেই ২০১২ সাল থেকে ট্রিকবিডির সাথে আমার পরিচয়।
প্রায় এক যুগের পথ চলা।
রয়েছে অনেক স্মৃতিও।
এখন আর আগের মতো এক্টিভ থাকা হয়না।
ব্যাস্ততার মাঝেও চাই নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে।
এতেই আনন্দ পাই।
তবে চাওয়া তো সব সময় পুরন হয়না।
ট্রেইনার কম্পিটিশন শুরু হওয়ার পর থেকেই চিন্তাভাবনা করছিলাম ইন্টারেস্টিং এবং ইউজফুল কোন টপিক এ পোস্ট লিখবো।
সেই ভাবনা থেকেই লিখতে বসা।
তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল এ ফিরে যাই।
হ্যা টাইটেল এ যা পড়েছেন সেটাই সত্যি।
আজকে কোনরকম পিসি ছাড়া শুধুমাত্র নিজের ফোন দিয়েই আইপিটিভি এপ বানানো শিখাবো আবার তাতে এডস বসিয়ে ইনকাম ও করতে পারবেন।
এবং পুরো এপ ডিজাইন করতে আপনার কোন কোডিং স্কিল ও লাগবেনা.
তবে শুরুতেই বলে নিই আজকে শুধুমাত্র ডিফল্ট এপ বানানো শিখাবো।
কারন পুরোটা লিখতে গেলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। আর আমার মতো অলস এর দ্বারা তা সম্ভব ও না।
আর যদি অপশন গুলো বুঝেন তাহলে নিজেই ডিজাইন করে নিতে পারবেন।
আর যদি চ্যাটবক্স সহ প্রপার একটা আইপিটিভি এপ এর ডিজাইন চান তাহলে কমেন্ট করে জানাবেন।
তো চলুন শুরু করি।
প্রথমেই এই লিঙ্ক এ প্রবেশ করে একটা একাউন্ট খুলে নিন।
নিচের দেখানো ছবির মতো।
এরপর ইমেল কনফার্মেশন করে নিয়ে লগিন করে ফেলুন।
এরপর স্ক্রিনশট এ দেখানো জায়গায় এপ এর নাম দিন যেই নামে এপটি বানাতে চান।
এরপর এপ এর আইকন সিলেক্ট করে নিন।
আমি from gallery থেকে রেন্ডম একটা সিলেক্ট করে নিবো।
আপনারা চাইলে আইকন কাস্টমভাবেও ইউজ করতে পারেন আপলোড করে।
এরপর ডেস্ক্রিপশন এ র্যান্ডম ইন্ট্রো দিতে পারেন।
আমি সিম্পল কিছু একটা লিখে দিলাম।
এরপর নেক্সট এ ক্লিক করে এপ এর থিম সিলেক্ট করে নিন।
ডার্ক চাইলে ডার্ক বা যেকোন একটা সিলেক্ট করে নিন।
আমি ডিফল্ট টাই রাখলাম।
তবে ডার্ক বা হালকা ডার্ক গুলোই ভালো দেখাবে যখন ডিজাইন করতে যাবেন।
এরপর নেক্সট এ ক্লিক করে Tv or Video app এই অপশন সিলেক্ট করে নিন।
এরপর আপনাকে ডিফল্ট একটা চ্যানেল নেম এবং স্ট্রিমিং লিংক দিতে বলবে।
আমার কাছে একটা T sports এর স্ট্রিমিং লিংক আছে আপাতত সেটাই বসিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে অন্য স্ট্রিমিং লিংক থাকলেও দিতে পারেন।
না হয় আমারটার লিংক এখানে দিয়ে দিলাম ডাওনলোড করে নিন।
এরপর সব ফিল আপ করার পর নেক্সট এ ক্লিক করুন।
এরপর পরের অপশন এ No সিলেক্ট করে নেক্সট এ যান।
এরপর go to app manager এ যান।
এইতো আমাদের ডিফল্ট এপ ক্রিয়েট করা হয়ে গেলো।
চলুন ডাউনলোড করে কিছু স্যাম্পল দেখে নেই।
এরপর ইন্সটল করে ওপেন করে নেই।
দেখুন চ্যানেল প্লে হচ্ছে।
এখন লিংক কালেক্ট করে চ্যানেল এড করে ডিজাইন করার পালা।
তবে এটা যেহেতু লং প্রসেস তাই যদি কমেন্ট বেশি আসে এবং আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে নেক্সট পোস্ট এ ডিজাইন নিয়ে আলোচনা করবো।
তবে আজকে টুকটাক দু-একটা ব্যাসিক অপশন আপনাদের কে দেখিয়ে দিচ্ছি যাতে করে নিজেরাই ট্রাই করতে পারেন।
General / Name and icon অপশন এ এপ এর নাম, ভার্সন , প্যাকেজ নেম ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন।
Sections অপশন থেকে চ্যানেল এড করতে পারবেন।
Ads অপশন থেকে এডস বসিয়ে ইনকামও করতে পারবেন।
যদি ইউজার আনতে পারেন ভালো।
Send notification অপশন থেকে এপ এর ইউজার দের কাস্টম নোটিফিকেশন পাঠাতে পারবেন।
Design > colors থেকে এপ এর কালার বা ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।
আপনার কমেন্ট এবং ইন্টারেস্ট এর ভিত্তিতে ডিজাইন এর টিউটোরিয়াল পোস্ট করবো।
তাতে রিয়েল টাইম চ্যাটিং সহ ফোল্ডার ফোল্ডার ভাগ করে চ্যানেল সাজানো থেকে শুরু করে সব পাবেন।
আর স্ট্রিমিং লিংক যদি আপনারা বের করতে না পারেন তাহলে সেটাও কমেন্ট এ জানাতে পারেন তাহলে ফোন পিসি দুইটা দিয়েই কিভাবে যেকোন ওয়েবসাইট বা এপ থেকে স্ট্রিমিং লিংক বের করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো।
এই ট্রিকস একসময় ১ হাজার থেকে ১৫০০ টাকায় পাব্লিক সেল দিয়েছে ।
এরপরও কেউ না বুঝে থাকলে চিন্তার কোন কারন নেই আমি অতি দ্রুতই ভিডিও টিউটোরিয়াল যুক্ত করে দিবো পোস্ট এর নিচে।
নোট ঃ কাইন্ডলি পোস্ট কপি করলে ক্রেডিট দিবেন।
অন্যথায় ক্রেডিট ছাড়া পোস্ট চুরি করা অরিজিনাল লেখক কে নিরুৎসাহিত করে মানসম্মত পোস্ট করা থেকে ।
ভালো থাকবেন,
তীব্র গরমে হাইড্রেটেড থাকবেন।
চাইলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
The post আইপিটিভি এপ তৈরি করুন পিসি ছাড়া নিজের হাতের ফোন দিয়েই এবং ইনকাম করুন এড বসিয়ে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/DUodxZW
via IFTTT