এবার ফ্রিতে ChatGPT-4o ব্যবহার করুন !

এবার ফ্রিতে ChatGPT-4o ব্যবহার করুন !

হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের সবার?

আশা করি তোমরা সবাই ভালো আছো।

তো আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম।

পোস্টের টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, আর আশা করি টাইটেল দেখেই বুঝে গেছো যে কি নিয়ে পোস্ট লিখতে  যাচ্ছি।

ChatGPT-4o হচ্ছে ChatGPT নতুন ভার্সন।

আর এটা ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই প্রিমিয়াম কিনতে হবে।

কিন্তু এখন আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব।

 

যেখান থেকে আপনি ChatGPT-4o একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

 

তবে একটা কথা আছে এই ওয়েবসাইটের কিছু লিমিটেশন আছে।

 

এখানে তারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিক্রি করে, এজন্যই প্রথমবার অ্যাকাউন্ট খুললে তারা কিছু ক্রেডিট আপনাকে দিবে।

যার মাধ্যমে আপনি ChatGPT-4o ব্যবহার করতে পারবেন।

 

কিন্তু কিছুক্ষণ পরে এই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আর একাউন্টটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে তাদের সাবস্ক্রিপশন প্লান ক্রয় করতে হবে।

 

কিন্তু মজার বিষয় এটা যে আপনি তাদের ওয়েবসাইটে টেম্পমেইল ব্যবহার করে একাউন্ট করতে পারবেন। এর মানে এটা যে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ইউজ করতে পারবেন।

 

আমি জানি এই পোস্ট অনেকের কাছে বিরক্ত করার লাগতে পারে।

 

কিন্তু আবার অনেকের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ।

কারণ অনেকে আছে যারা কিনা ChatGPT-4o ব্যবহার করতে চাচ্ছিলেন।

তো আর কথা বলবো না ডাইরেক্ট মেইন টপিকের মধ্যে চলে যাই ।

সর্ব প্রথমে নিচের লিংকে ক্লিক করে ChatGPT-4o ওয়েবসাইট ওপেন করে নেই।

https://beta.theb.ai/register

এবার এই ওয়েবসাইটে আমরা একটি অ্যাকাউন্ট করব। একাউন্টে যে ইমেইলটি আমরা ব্যবহার করব সেটা আমরা ট্যাম্প মেইল থেকে নিয়ে আসবো।

আপনি যদি আপনার জিমেইল ও ব্যবহার করতে পারেন।

এবারে তারা আপনাকে আপনার Tamp mail এর মধ্যে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটাতে ক্লিক করে ভেরিফিকেশন করে নিন আইডি।

ভেরিফিকেশন হয়ে গেলে, আপনাকে আবারো লগইন করতে হবে।

লগইন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

এখন বাম পাশে লক্ষ্য করুন GPT-4o লিখা আছে।

সেখানে ক্লিক করলেই আপনি  GPT-4o ব্যবহার করতে পারবেন।

আপনি বাংলাতেও তাকে কামান্ড দিতে পারবেন।

আমার কাছে এই ভার্সনটা অনেক ভালো লেগেছে।

ফ্রিতে একাউন্ট করলে আপনাকে বোনাস ক্রেডিট হিসেবে ০.`০৫$ প্রদান করা হয়।

দেখুন আমি তার সাহায্যে একটি গান লিখিয়েছি।

তো এই ছিল আজকের পোস্ট আশা করি অনেকের কাজে দিবে।

আবার অনেকের কাছে এটা কাজের নাও লাগতে পারে।

কিন্তু যাদের প্রয়োজন তারা এর মূল্য বুঝতে পারবে।

তো কথা বাড়াবো না। আজকের পোস্ট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোন পোস্টে।

আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই!

তারা নিচের লিংকে ক্লিক করে জয়েন করে নেবেন।

আমার টেলিগ্রাম চ্যানেল

The post এবার ফ্রিতে ChatGPT-4o ব্যবহার করুন ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/K3w692y
via IFTTT

Online এ প্রতিদিন সর্বনিম্নে ২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করুন। (Best Income Sources)

Online এ প্রতিদিন সর্বনিম্নে ২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করুন। (Best Income Sources)

অনলাইন ইনকাম ❤️‍🔥

দুইটি শব্দ, আর এর মাঝে রয়েছে অনেক আবেগ, অনেক পরিশ্রম, অনেক আগ্রহ, অনেক প্রতারণা আর অনেক আশা আকাঙ্খা। 🥰

জানিনা আজকের এই পোস্ট আপনাদের কতটুকু উপকারে আসবে, তবে হ্যাঁ আপনারা অবশ্যই অনেক ইনকাম সোর্স পেয়ে যাবেন। যেগুলো সোর্সগুলো থেকে আমি নিজে পেমেন্ট নিয়েছি আর সব থেকে বড় কথা হলো এই ইনকাম সোর্সগুলো এখনো অনেকের অজানা।

এমন সব ইনকাম সোর্স আপনাদের দিতে যাচ্ছি যেগুলো থেকে আপনারা প্রথম দিন কাজ করেই পেমেন্ট নিতে পারবেন।আর এসব সোর্স কেও শেয়ার করতে চায় না। এমন সব সোর্স থেকে ইনকাম হয় যেগুলো দেখে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। আর বলবেন এগুলো থেকেও ইনকাম হয়? 😮 এগুলো তো আমরা সব সময় ব্যবহার করি, হায় হায়!

চলুন কিছু কাজের সাথে পরিচয় হই।।

১ম ইনকাম সোর্সঃ Facebook Account Create

Wait Wait আমি কিন্তু ফেসবুক ভিডিও মনিটাইজ টনিটাইজের কথা বলতেছি না। বরং আপনাকে আনলিমিটেড ফেসবুক একাউন্ট খুলতে হবে। আর সেগুলোর ইউজার আইডি আর পাসওয়ার্ড আর কুকিজ গুগল শীট এ সাজিয়ে রাখতে হবে। প্রতিটি আইডি ৩/৩.২৫৳ টাকা রেইটে বিক্রি হয়। একেকটা আইডি খুলতে সর্বোচ্চ ২-৫ মিনিট সময় লাগে।

আর কিভাবে আনলিমিটেড ফেসবুক খুলতে হয় সেই মেথড ট্রিকবিডিতে আগেও পোস্ট হয়েছে। খুঁজে দেখতে পারেন। বা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন।

বিঃদ্রঃ প্রতি আইডি যদি ০ ফ্রেন্ড থাকে তাহলে ৩৳ করে তবে আপনি যদি ৩০+ ফ্রেন্ড বানাতে পারেন ট্রিক্স খাটিয়ে তাহলে সেই আইডির দাম ৫-৭৳ পর্যন্ত হয়ে যায় 🔥🔥

ফেসবুক আইডি কোথায় বিক্রি করবেন?

এমন অনেক বায়ার সক্রিয় আছে টেলিগ্রামে যারা ফেসবুক আইডি কিনে থাকে, তাদের খুঁজার দায়িত্ব আপনাদের। আমি সোর্স দেখিয়ে দিলাম।

তবে আমার কাছে বায়ার আছে রেইট কম তাই নিজেরা বায়ার খুঁজে নিলে ভালো।

২য় ইনকাম সোর্সঃ Gmail Account Create

আপনি যদি জিমেল খুলতে পারেন, তাহলে সেই জিমেইল হবে আপনার ইনকাম সোর্স।

কিভাবে?

আনলিমিটেড জিমেইল খুলতে পারলে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ জিমেইল ক্রয় বিক্রয় হয় এমন অনেক মার্কেটপ্লেস আছে। আমি নিজেও অনেক জিমেইল বিক্রি করেছি। দিনে ১০০+ জিমেইলও করেছি জানেন? আর প্রতি পিস জিমেইল ৮৳ – ১০৳ সেল করতাম। এখন হয়তো একটু রেইট কম আছে তবে এখনো ইনকাম সম্ভব।

ইউটিউবে অনেক মেথড আছে যেগুলো ফলো করলে আপনারা আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন।

পিসি থাকলে জিমেইল খুলা অনেক সিম্পল। তবে মোবাইল দিয়েও খুলা যায়। তবে আজ আমি এখানে মেথড শেয়ার করতে আসিনি। আপনাদের শুধু সোর্স দিয়ে যাবো। 🔥

৩য় ইনকাম সোর্সঃ Google Voice Account Create

Google Voice একটি US ভিত্তিক অ্যাপ। যেটায় শুধু US এর জিমেইল আর নাম্বার দিয়েই একাউন্ট খুলা যায়। এখানে একাউন্ট খুলতে আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হয়। যেমন US জিমেইল ক্রয় করতে হয় আবার ইউএসের নাম্বার ক্রয় করতে হয় ভেরিফাই এর জন্য। এই ইনভেস্ট টা যদি আপনারা করতে পারেন তাহলেও সেখান থেকে আপনারা অনেক ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই এর মেথড আছে। ইউটিউবেও পাওয়া যায় একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন।

আর এর প্রতিটি আইডি ১২০ টাকা থেকে শুরু করে ৫০০+ টাকায় বিক্রি হয় 🔥🔥🔥

৪র্থ ইনকাম সোর্সঃ Textnow Account Create

আনলিমিটেড Textnow একাউন্ট খুলতে পারেন এমন অনেকেই আছেন, বর্তমানে Textnow account create এর কাজ ট্রেন্ডিং এ আছে। যারা এই মার্কেটপ্লেসে পরিচিত সবাই জানেন, এখন textnow এর প্রাইস অনেক বেশি চলতেছে। একেকটি আইডি আগে ৬-৭ টাকা সেল হয়েছে কিন্তু এখন একেকটা আইডি ২০-৪০ টাকা পর্যন্ত সেল হচ্ছে 🔥🔥🔥🔥

আগুন তো এই জায়গায় ভাই আইডি খুলতে বেশি সময় লাগছে না। ধরুন ৩০ টাকা রেইটে দিনে যদি ৫০ টা আইডিও করেন তাও ৫০*৩০= ১৫০০ টাকা 🔥🔥😮😮😮😮

আমি এখন এই কাজটাই করতেছি আর আইডি কিনতেছিও। যাইহোক নিজের ব্যপারে এখানে বলতে আসিনি।

Textnow যেহেতু US এর অ্যাপ তাই একাউন্ট খুলতে অবশ্য প্রিমিয়াম আইপি লাগে। তবে খরচ অনেক কম। 🔥

কাজ অনেক সহজ তবে প্রথমে মাথায় ঢুকাতে হবে।

কেউ যদি Textnow এর কাজ করে থাকেন তাহলে আমার কাছে সেল দিয়েন।

আজকের এই পোস্টের কমেন্ট থেকে ৩ জন বিশ্বস্ত লোক নিতে চাচ্ছি যাদেরকে আমি Textnow এর কাজটি হাতে কলমে শিখাবো আর সব সময় ফ্রিতে আইপি দেওয়ার চেষ্টা করবো। ❤

যারা কাজটি করতে আগ্রহী নিচে কমেন্টে অবশ্যই মেনশন দিবেন অথবা আমার টেলিগ্রামে মেসেজ দিবেন।

৫ম ইনকাম সোর্সঃ Index/Sideline Account Create

এটা একটু কঠিন কাজ। আনলিমিটেড Index account বা sideline একাউন্ট খুলা যেমন কঠিন তেমন তার প্রাইস ও বেশি। আপনারা এগুলোর মেথড কালেক্ট করে কাজ করলে আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্রতি আইডি ৫০০+ টাকায় বিক্রি হচ্ছে 🔥

অন্যন্য ইনকাম সোর্সঃ

এছাড়াও অনেকধরনের ইনকাম সোর্স আছে। যেমন আপনি যদি TextFree/Talkatone/Linkedin/Apple id/Instagram/Twitter/Ring4/Nextdoor/Wechat ইত্যাদি আইডি খুলার কাজ করেন তবেও বায়ারের অভাব হবে না 🔥

বায়ার কোথায় খুঁজবেন?

ফেসবুকে বা ইউটিউবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটির নাম লিখে সার্চ দিবেন যেমন Facebook Id sell এমন করে, দেখবেন অনেক অনেক বায়ার পেয়ে যাবেন বাংলাদেশী। আর যদি বিদেশী বায়ার পেয়ে যান তাহলে তো 🔥

আজকের পোস্ট এই পর্যন্তই। জানিনা কতটুকু বুঝাতে পেরেছি। তবে উদ্দেশ্য ছিলো সোর্সগুলো আপনাদের জানানোর। এই বিষয়ে কোন হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। আর পেমেন্ট প্রুফ চেয়ে লজ্জা দিবেন না। এই কাজ গুলো শিখে গেলে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন গ্যারান্টি 🔥

অনলাইন ইনকাম রিলেটেড আরো সোর্স, বা কাজের পদ্ধতি/মেথড অথবা এয়ারড্রপ ইভেন্ট পেতে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।



Telegram: Earn With Hridoymini

The post Online এ প্রতিদিন সর্বনিম্নে ২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করুন। (Best Income Sources) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/PZifzkQ
via IFTTT

একদম ফ্রিতে 1.1.1.1 VPN এর আনলিমিটেড Warp+ keys নিয়ে নিন।

একদম ফ্রিতে 1.1.1.1 VPN এর আনলিমিটেড Warp+ keys নিয়ে নিন।

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

1.1.1.1 ভিপিএন এর আনলিমিটেড Warp+ keys নেয়ার  ট্রিক।

 

আমরা সবাই জানি যে, বর্তমানে বাংলাদেশ এ কি অবস্থা । এবং VPN অনেক দরকারি একটি প্রিডাক্ট এ পরিনত হয়েছে এই সময় এ ।

এই সবের মধ্যে সবচেয়ে কাজের এবং পপুলার যেই vpn আমরা ব্যবহার করছি তা হলো 1.1.1.1 vpn  ।

আজকের এই টিটোরিয়াল এ আমি আপনাদের সাথে 1.1.1.1 vpn  এর আনলিমিটেড Warp+ keys নেওয়ার সিস্টেম দেখিয়ে দিব।

তার আগে যারা এখনো এই ভিপিএন টি ইন্সটল করেন নাই তারা নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন।

https://one.one.one.one/

উপরের লিংকে গেলে আপনি 1.1.1.1 vpn  এর official ওয়েবসাইট এর মধ্যে চলে আসবেন।

সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

তো আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি আমার মোবাইলে সাহায্য করে দেখাবো।

এর জন্য সর্ব প্রথমে আমি আমার মোবাইলের মধ্যে 1.1.1.1 vpn  ইন্সটল করে রেখেছি।

 

আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএন এর মধ্যে আগে থেকেই Warp+ keys করা আছে।

কিন্তু তারপরও আমি আপনাদের জন্য আবারও সম্পন্ন প্রসেস টি করে দেখাবো।

এজন্য সবার প্রথমে আমাদের টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।

আশা করি আপনাদের সবার টেলিগ্রাম একাউন্ট আছে।

আর না থাকলে টেলিগ্রাম ডাউনলোড করে, ইন্সটল করে নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন।

এবার নিচের এই লিঙ্কে ক্লিক করে। এই টেলিগ্রাম বট এর মধ্যে জয়েন করবেন।

টেলিগ্রাম বটে জয়েন করতে এখানে ক্লিক করুন। 

জয়েন করা হয়ে গেলে এবারে জেনারেট অপশনের মধ্যে ক্লিক করবেন.

জেনারেট অপশন এর মধ্যে ক্লিক করার পরে আপনাকে হয়তোবা একটি চ্যানেলে জয়েন করতে বলবে। আপনি তাদের চ্যানেলে জয়েন করে এসে আবারো জেনারেট অপশনে ক্লিক করলে, তারা আপনাকে আপনার Warp+ keys দিয়ে দিবে।

দেখুন আমি আমার Warp+ keys পেয়ে গেছি। এখন এটাকে কপি করে  1.1.1.1 vpn এর মধ্যে বসিয়ে দেবো।

Warp+ key বসানোর জন্য সবার প্রথমে key অপশন এর মধ্যে ক্লিক করুন.

তারপর Change Key অপশন এ ক্লিক করে টেলিগ্রাম থেকে পাওয়া key বসিয়ে দিন. আর সেভ করে দিন ।

 

আপনার কাজ শেষ।

আশা করি আপনাদের সবার এই পোস্টটি অনেক কাজে দিবে।

আজকের পোস্ট এতোটুকুই। দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

The post একদম ফ্রিতে 1.1.1.1 VPN এর আনলিমিটেড Warp+ keys নিয়ে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/kUDOMe1
via IFTTT

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

ব্লগিং করা অনেকের জন্যই বিরক্তিকর হয়ে উঠেছে। কারণ, ব্লগ পোস্ট গুগলে (সার্চ ইঞ্জিন) রেংক করছে না। একটি ওয়েবসাইটের কনটেন্ট গুগল এর রেংক করার জন্য অনেক রকমের ফ্যাক্টর রয়েছে। ট্রিকবিডিতে আমি এই বিষয় নিয়ে ইতিমধ্যে পোস্ট করেছি। যে কেন ব্লগ পোস্ট গুগলের রেংক করছে না অথবা র‍্যাংক করার জন্য করনীয় কি কি?

আজকের পোস্টে, সার্চ কন্ট্রোল এর উপর এনালাইস করে পোস্ট রেংক করানোর উপায় দেখাবো। ব্লগ পোস্ট রেংক করানোর জন্য গুগল রোবট আপনার কনটেন্টে কিছু আইটেম খুঁজে। এই আইটেমগুলো কিভাবে চেক করবেন, কিভাবে পাবেন এবং এই আইটেমগুলোর মাধ্যমে কিভাবে পোস্ট এসইও করবেন তা বিস্তারিতভাবে দেখাবো।

এসইও এর ক্ষেত্রে valid items গুলোর গুরুত্ব

সাধারণত একটি ব্লগ পোস্ট করার পর সেটিকে যখন গুগলে ইনডেক্স করার জন্য গুগল রোবট আপনার পোষ্টের লিংকে আসবে। গুগলের এই রোবট আপনার পোষ্টের মধ্যে থাকা কিছু আইটেম ডিটেক্ট করবে। আইটেম গুলো কি একসাথে নামে পরিচিত সেই বিষয়টা আমার জানা নেই। তবে প্রত্যেকটি আইটেমের আলাদা আলাদা নাম রয়েছে। আর যখন রোবট এই আইটেম গুলোর ডিটেক্ট করতে পারে। তখন গুগল সিদ্ধান্ত নেয় আপনার পোস্ট কত নম্বর রেংকিংয়ে রাখবে। আইটেম গুলো কি কি সে বিষয়ে নিচে একেবারে বিস্তারিতভাবে দেখাবো। তবে আইটেমগুলো যে পোস্টে যত বেশি হবে সেই পোস্ট র্যাংকিং এর সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

কিভাবে valid items (আইটেমগুলো) চেক করবেন

valid items চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গুগল রোবট আপনার পোস্টে কোন কোন আইটেম গুলো ডিটেক্ট করতে পেরেছে।

এ জন্য আমরা গুগল সার্চ কনসলের Rich Result Test 

টুল ব্যবহার করব। তো প্রথমে উপরের লিংকে ক্লিক করুন।

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

এবার আপনার যেকোনো একটি পোষ্টের লিঙ্ক কপি করে স্ক্রিনশটের দেখানো অপশনে পেস্ট করুন। যেই পোস্টটি google এর র্যাংক করছে না সেটার লিংক টেস্ট করতে পারেন। TEST URL অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

দেখুন আপনার পোস্টে কতটি আইটেম গুগল বট ডিটেক্ট করতে পারছে তা দেখায়। আমি আমার ওয়েবসাইটের একটি পোস্ট টেস্ট করছি। যেখানে সর্বমোট ৪ টি আইটেম ডিটেক্ট করছে। একটু নিচে গেলেই আইটেমগুলো দেখতে পারবেন। এখানে যে চারটি আইটেম ডিটেক্ট করা হয়েছে তা হলো – Articles, Breadcrumbs, FAQ এবং Site Link Searchbox ।

valid items গুলোর কাজ

valid items গুলোর প্রধান কাজ হচ্ছে এগুলো গুগল রোবটকে বুঝতে সাহায্য করে যে আপনার পোস্ট কতটা কোয়ালিটি পূর্ণ। পোস্টটি ডিজিটাল কাছে আরো সহজ করে তোলে। এবং সবশেষে valid items গুলো পোস্ট কে এসইও করে রেংকিং এ উন্নত করে। চলুন প্রত্যেকটি আইটেমের আলাদা আলাদাভাবে কাজ জেনে আসি।

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

আমার জানামতে উপরের স্ক্রিনশটের আইটেমগুলো সহ একটি ব্লগ পোস্টে ৬-৭ টি আইটেম কাজ করে। এখানে উপরের চারটি আইটেম সম্পর্কে ধারণা দেওয়া হবে।

Articles: ব্লগ পোস্ট মানে হচ্ছে আর্টিকেল। তাইব্লক পোস্ট এর ক্ষেত্রে এই আইটেমটি অটোমেটিক ডিটেক্ট করবে। তবে সঠিক নেমে এসইও না করার জন্য অনেক পোস্টে পর্যাপ্ত পরিমাণ কনটেন্ট থাকা সত্ত্বেও Articles আইটেমটি গুগল রোবট ডিটেক্ট করেনা। তাই এই আইটেমটি পাওয়ার জন্য আপনাকে ৫০০+ শব্দ এবং সঠিক নিয়মে এসইও করে পোস্ট তৈরি করতে হবে।

Breadcrumbs: সার্চ করার পর রেজাল্ট এ ওয়েবসাইটের যেই পোস্ট লিংক গুলো আসে, সেই লিংকে ক্লিক করার আগে ভিজিটরকে অগ্রিম বলে দেয় যে আপনি কোন বিষয়ে সমাধান পাবেন। এটা মূলত পোস্ট এর ক্যাটাগরির উপর নির্ভর করে অগ্রিম ধারণাটা দিয়ে থাকে। অর্থাৎ গুগল আপনার পোস্ট সম্পর্কে ডিজিটরকে একটি পজেটিভ ধারণা দেয়। Breadcrumbs যুক্ত অধিকাংশ পোস্টে গুগলের সেরা ১০ এর মধ্যে থাকে। তাই এটি খুব গুরুত্বপূর্ণ আইটেম। সাধারণত এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বেশি দিয়ে থাকে। আর যাদের এই আইটেমটি আসে না তারা সঠিক ক্যাটাগরির নির্বাচন করুন। ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা ক্যাটাগরির উপর নির্ভর করে ব্লগ পোস্টের লিংক তৈরি করুন।

FAQ: অধিকাংশ ব্লগাররা এটি পায় না। কারণ এটি পাওয়ার জন্য Schema Markup এর মাধ্যমে প্রশ্ন এবং উত্তর তৈরি করতে হয়। এই প্রশ্ন এবং উত্তর তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই ট্রিকবিডিতে একটি পোস্ট করা আছে। আপনি চাইলে আমার প্রোফাইল থেকে পোস্টটি পরে আসতে পারেন। এর মাধ্যমে আপনার পোস্ট র্যাংক তো হবেই সাথে এক্সট্রা ডিজিটার আসার সুবিধাও রয়েছে। যখন কেউ প্রশ্ন সার্চ করে। google তাদের কাছে কিছু প্রশ্ন এবং উত্তর সাজেস্ট করে। যেটা তারা ওয়েবসাইটে ভিজিট না করাই দেখতে পারে। সাধারণত এ সকল প্রশ্নগুলোতে ভিজিটর বেশি ক্লিক করে। এবং এর জন্য আপনার সার্চ অঞ্চলে আলাদা ভিজিটর কাউন্ট করার অপশন আছে।

Site Link Searchbox: এর মানে হচ্ছে আপনার ব্লগ পোস্ট গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়েছে। সাধারণত, গুগলে পোস্ট ইনডেক্স হওয়ার পর প্রায় অধিকাংশ ওয়েবসাইটের পোস্টেই এই অপশনটি আসবে। তারপরও যাদের না আসে তারা সঠিক নিয়মে পোস্ট করবেন এবং Site Link Searchbox এর schema Markup তৈরি করবেন। সাধারণত এটা অধিকাংশ সিএমএস অটোমেটিক জেনারেট করে।

 

উপরের ৪ টি আইটেম ছাড়াও ব্লগ ওয়েবসাইটে আরও কিছু আইটেম যুক্ত করতে পারেন। যেমন- video schema Markup, event আবার বিজনেস ওয়েবসাইট এর ক্ষেত্রে product snippets আইটেম পেতে পারেন।

একটু ওয়েবসাইটে সকল আইটেমগুলো যত বেশি থাকবে ব্লগ পোস্টটি র্যাংক করার জন্য ততটাই সম্ভাবনা থাকবে।

 

The post ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/wrNR8mK
via IFTTT

Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে।

Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Patient Aid App ফ্রি ভার্সন থেকে Premium ভার্সন বানাবেন। সবকিছু, আনলক হয়ে যাবে।

 

✪ প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে ✪

✔ Pro unlocked.

✔ Safe & clean mod.

✔ Original signature changed.

 

[বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]

 

প্রিমিয়াম ভার্সন বানানোর জন্য MT Manager, Apktool M and Patient Aid তিনটি অ্যাপস লাগবে।

 

             Mt Manager

             Apktool M

             Patient Aid

 

প্রথমে প্লে স্টোর থেকে Patient Aid অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

তারপর উপরের ডাউনলোড লিংক থেকে Mt Manager ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এরপর Mt Manager দিয়ে Patient Aid অ্যাপ টিকে Extract করে নেন।

এবার Apktool M অ্যাপটি ওপেন করে Patient Aid.apks থেকে Apk তে কনভার্ট করব।

এখন আবারো Mt manager ওপেন করে Patient Aid.apk অ্যাপটি সিলেক্ট করে নিব। classex.dex ক্লিক করার পর Dex Editor Plus চাপ দেন। Select all এর উপর টিক মার্ক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

উপরের STRINGS অপশনে ক্লিক করে fiter চাপ দেন। Search বক্সে Premium লিখে Exactly match সিলেক্ট করে OK বাটনে ক্লিক দেন।

Screenshot এ দেখানো Premium লাইনে ক্লিক করুন।

Screenshot এ দেখানো লাইনে ক্লিক করুন।

premium এর উপর মার্ক স্থানে ->M() ক্লিক করে go to তে চাপ দেন।

Screenshot এ দেখানো লাইনে move-result v0 এর পরিবর্তে const/4 v0, 0x1 বসিয়ে দেন।

ব্যাক বাটনে ক্লিক করুন। Screenshot এ দেখানো লাইনে ক্লিক করুন।

একটু উপরে স্ক্রল করুন। মার্ক করা স্থানে ->c তে ক্লিক করে go to চাপ দিন।

c এর উপরে মার্ক করা স্থানে move-result p0 এর পরিবর্তে const/4 p0, 0x1 বসিয়ে দেন।

এখন নিচের দিকে স্ক্রল করে মার্ক করা স্থানে move-result p0 এর পরিবর্তে const/4 p0, 0x1 বসিয়ে দেন।

তারপর ব্যাক বাটনে ক্লিক করতে থাকুন। এরপর save and exit এ চাপ দেন। auto sign এ টিক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এবার আগের install করা অ্যাপ টি uninstall করে মোড করা app টি installed করে অ্যাকাউন্ট টি লগিন করে দেখুন Premium হয়ে গেছে।

 

যারা এই পোস্ট দেখে বুঝেন নাই কিভাবে করতে হবে তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন :

 

টিউটোরিয়াল লিংক : ক্লিক here

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন।



Join Our Telegram Channel

The post Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/mqBFI01
via IFTTT