Ai দিয়ে তৈরি করুন প্রফেশনাল প্রোফাইল ছবি মাত্র কয়েক মিনিটেই !!

Ai দিয়ে তৈরি করুন প্রফেশনাল প্রোফাইল ছবি মাত্র কয়েক মিনিটেই !!

আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। প্রায় অনেকদিন ধরেই আপনাদের সাথে বেশ কয়েকটি গেমস রিভিউ পোস্ট করেছি। তাই ভাবলাম আজকে একটু নতুন টাইপের কিছু একটা নিয়ে পোস্ট লিখি। তাই একটু চিন্তা ভাবনা করে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য Ai দিয়ে প্রফেশনাল প্রোফাইল ছবি তৈরি করার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

আশা করছি প্রতিবারের মতো আজকের পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর Ai দিয়ে প্রোফাইল ছবিটা সম্পূর্ণ ভাবে একবার তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের কাছে সেটা ভালো লাগবেই (যদি সব ঠিকঠাক ভাবে করেন) । তবে পোস্ট শুরু করার আগেই চলুন আমরা দেখে নেই প্রোফাইল ছবিটি কেমন হবে!!

তো উপরের ছবিটি দেখে আশা করছি বুঝতেই পারছেন যে, প্রোফাইল ছবিটি কেমন হবে! তো ঠিক এইভাবে আপনার ছবিও যদি তৈরি করতে চান তাহলে আজকের এই পোস্টটি পুরোটা দেখুন। আশা করি কাজে লাগবে।

 

Ai দিয়ে প্রফেশনাল প্রোফাইল ছবি তৈরির উপায়

উপরে যে ছবিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটাই Ai দিয়েই তৈরি হয়েছে, তবে ফেসটা অন্য কারো ব্যবহার করা হয়েছে (গুগল থেকে ডাউনলোড করা রেন্ডম পিক থেকে)। তাছাড়া বডি, ব্যাকগ্রাউন্ড, কালার অপ্টিমাইজেশন সবটাই Ai করেছে। তো ঠিক একইভাবে আপনারাও যদি ছবি তৈরি করতে চান তাহলে নিচের সব গুলো নিয়ম ভালোভাবে ফলো করবেন। আমি নিচে সব গুলো নিয়ম পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি, সেগুলো ভালোভাবে লক্ষ করুন।

১. প্রথমেই আমাদের যেতে হবে Ideogram.ai এই ওয়েবসাইটে।

২. ওয়েবসাইটে প্রবেশের পরে আপনাদের সামনে ঠিক নিচের স্ক্রিনশট এর মতো একটি পেজ আসবে। সেখান থেকে আপনারা Continue With Google বাটনে ক্লিক করে দিবেন।

 

৩. এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে আপনাদের যতগুলো ইমেইল আছে সব গুলো শো করবে। সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। এরপর পার্মিশন চাইলে “Continue” বা “চালিয়ে যান” বাটনে ক্লিক করে দিবেন। এটা মূলত লগ ইন প্রসেস। (এখানে আমি লগ ইন সিস্টেম শুধু লিখে দিলাম, সিকিউরিটি পার্পোজ ইমেল শো করলাম না। আশা করি বুঝতে পেরেছেন।)

৪. এরপর আপনাদের সামনে নিচের স্ক্রিনশট এর মতো পেজ ওপেন হবে। সেখানে আপনাদের থেকে ইউজার নেম ও আপনার একটা নাম চাইবে। তবে এটা আপনার ইমেইল থেকে তথ্য কালেক্ট করে আগে থেকেই ফিল আপ করে দিবে। আপনারা শুধু কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। (তবে আপনাদের ইউজার নেম আগে থেকেই যদি কেউ ইউজ করে থাকে, তবে সেক্ষেত্রে আপনাদের নতুন একটি ইউনিক ইউজার নেম দিতে হতে পারে)

 

৫. এরপর নিচের মতো পপ আপ আসলে ক্লোজ করে দিবেন।

 

৬. এবার স্ক্রিনশট এর দেখানো মতো প্লাস আইকনে ক্লিক করুন।

 

৭. এবার আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে আপনাদের Text to Image তৈরি করতে হবে।

 

৮. তো এখানে আপনারা ঠিক একই Promt দিবেন, যেটা আমি দিয়েছি। আর আমি Promt টা নিচে দিয়ে দিচ্ছি সেটা কপি করে দিয়ে দিবেন। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদা promt আছে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি।

Male Prompt: in a dark studio, young man site heroically, dressed in a black blazer and white shirt. cinematic lighting cats a light shadow on his face, giving a professional corporate look. similar to a LinkedIn in business profile photo. formal corporate profile picture, solid great dark background, Bangladeshi, age: 22. cute hairstyle, black hair, urban look, glasses on eyes.

For girls: in a dark studio, young women site heroically, dressed in a black blazer and white shirt. cinematic lighting cats a light shadow on his face, giving a professional corporate look. similar to a LinkedIn in business profile photo. formal corporate profile picture, solid great dark background, Bangladeshi, age: 22. cute hairstyle, black hair, urban look, glasses on eyes.

এখানে যে promt দেওয়া আছে, সেটাতে চোখেতে কোনো চশমা থাকবে। কিন্তু যারা চোখে চশমা ব্যবহার করেন না তারা Promt এর শেষের “glasses on eyes” এই লেখাটা মুছে দিবেন। আর একটু লক্ষ করুন promt এর শেষের দিকে age: 22 লেখা আছে, সেখানে আপনার বয়স অনুযায়ী বছর দিয়ে দিবেন।

 

৯. এরপর আর কিছু করার দরকার নেই, উপরের দিকে Generate অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন।

 

১০. এবার কিছুক্ষণ ওয়েট করলেই আপনার সামনে ৪ টি ছবি জেনেরেট হয়ে আসবে। সেখান থেকে আপনাদের যে ছবিটা ভালো লাগবে সেটাতে ক্লিক করে দিবেন। যদি ভালো না লাগে তাহলে আবার জেনেরেট করবেন সেইম নিয়মে। (এখানের ছবিতেই আপনার ফেস লাগানো হবে, তাই আপনার বডির সাথে মিলে যায় তেমন পিক সিলেক্ট করবেন। যদি চশমা ইউজ করেন তাহলে অবশ্যই চশমা দিয়ে পিক জেনেরেট করবেন।)

 

১১. পছন্দ হওয়া পিক সিলেক্ট করার পর, সেটা ওপেন হলে ছবিতে লং প্রেস করে ধরে রাখবেন, তারপর সেটা ডাউনলোড করে নিবেন। (নরমালি গুগল ক্রোম থেকে যেভাবে ডাউনলোড করেন)

 

১২. ছবি ডাউনলোড হয়ে গেলে এবার আপনারা Remaker.ai এই ওয়েবসাইটে চলে যান। যদি লগ ইন করতে বলে তাহলে করে নিবেন।

১৩. এই সাইটে প্রবেশ করলে আপনাদের সামনে দুইটা ছবি আপলোডের বক্স পাবেন। সেখান থেকে প্রথম বক্সে একটু আগের ডাউনলোড করা ছবিটা সিলেক্ট করবেন। (বক্সে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর ২য় বক্সে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন।)

 

তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন text থেকে যে ছবি তৈরি করলাম সেই ছবিতে ফেস যে এঙ্গেলে আছে আর আপনি আপনার ছবি যে সিলেক্ট করলেন সেটার ফেস এঙ্গেল প্রায় এক রকম হতে হবে (তাহলে ভালো রেজাল্ট পাবেন)। আর প্রয়োজন হলে আপনার ছবি ক্রোপ করে শুধু ফেসটা ২য় বক্সে সিলেক্ট করতে। ঠিক নিচের স্ক্রিনশট এর মতো। তারপর নিচে Swap অপশন পাবেন সেটা সিলেক্ট করে দিবেন।

 

১৪. ব্যাস কাজ শেষ। এবার কিছুক্ষণ ওয়েট করুন। আর দেখুন ছবি তৈরি হয়ে গেছে। এবার শুধু রেজাল্ট টা দেখুন একবার।

শেষ কথা

আশা করবো টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। যতটা সহজভাবে বোঝানো সম্ভব আমি চেষ্টা করেছি বোঝাতে। তাও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটার রিপ্লে দিবো। আজকের পোস্ট এখানেই শেষ করছি। পরবর্তী পোস্টে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

The post Ai দিয়ে তৈরি করুন প্রফেশনাল প্রোফাইল ছবি মাত্র কয়েক মিনিটেই !! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/KAYtmr7
via IFTTT

২০২৪ সালে নতুন ই-পাসপোর্ট করার নিয়ম জানুন

২০২৪ সালে নতুন ই-পাসপোর্ট করার নিয়ম জানুন

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালে ভিজিট করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট থানা সিলেক্ট করতে হবে। এর পর একটি ইমেইল এড্রেস ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করে সাইন ইন করতে হবে। এরপর, আবেদনকারীর তথ্য, পিতা-মাতার তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইন আবেদন সাবমিট করতে হবে।
আবেদন সাবমিট করার পর আবেদন সামারি ও কপিটি ডাউনলোড করে এ-চালানের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করতে পারবেন।

ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র

নতুন ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো-
আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
অনলাইন আবেদন ফরমের কপি।
আবেদনকারীর পেশাগত প্রমাণ (পেশাগত সনদ বা Employer Id)।
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
পূর্ববর্তী পাসপোর্ট থাকলে তার তথ্য পেজের ফটোকপি।
চেয়ারম্যান সার্টিফিকেট ও বাড়ির ইউটিলিটি বিলের কপি (পুলিশ ভেরিফিকেশনের জন্য)।
ই পাসপোর্ট ফি
ই পাসপোর্টের ফি নির্ভর করে পাসপোর্টের মেয়াদকাল, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরনের উপর। সাধারণ ফি হলো-
৫ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৪,০২৫ টাকা, এক্সপ্রেস – ৬,৩২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ১২,০৭৫ টাকা।
১০ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস – ৮,০৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৮,০৫০ টাকা, এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১৩,৮০০ টাকা।

অনলাইন ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ

নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপগুলো-
রেজিস্টার করুন: https://ift.tt/5s4y0zO পোর্টালে গিয়ে Apply Online অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন।
লগইন করুন: সাইন ইন পেইজে গিয়ে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন: Ordinary Passport সিলেক্ট করুন।
ব্যক্তিগত তথ্য দিন: আবেদনকারীর নাম, পেশা, জন্মস্থান ইত্যাদি পূরণ করুন।
ঠিকানার তথ্য পূরণ করুন: স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য দিন।
আইডি ডকুমেন্ট সিলেক্ট করুন: NID Card বা জন্ম নিবন্ধন সনদের নম্বর দিন।
পিতা-মাতার তথ্য ও বৈবাহিক অবস্থা পূরণ করুন: পিতা-মাতার নাম, পেশা, জাতীয়তা ইত্যাদি পূরণ করুন।
জরুরী যোগাযোগের তথ্য দিন: কোনো একজনের তথ্য ও মোবাইল নাম্বার দিন।
পাসপোর্ট অপশন ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন: পৃষ্ঠার সংখ্যা, মেয়াদ ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
আবেদন সাবমিট ও ডাউনলোড: সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন ও ফরম ডাউনলোড করুন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস ও বায়োমেট্রিক প্রদান করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখান থেকে বায়োমেট্রিক সম্পন্ন করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন স্লিপ দেয়া হবে যা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক সম্পন্ন করার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করা যাবে।
পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে ভিজিট করুন- ই-পাসপোর্ট চেক করার নিয়ম
শেষকথা
নতুন ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট প্রস্তুত হলে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আশা করি এই গাইডটি আপনাকে নতুন ই পাসপোর্ট করতে সাহায্য করবে।

The post ২০২৪ সালে নতুন ই-পাসপোর্ট করার নিয়ম জানুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/fi94CEw
via IFTTT

Unlimited Facebook Account Create | যেভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন Without Problem

Unlimited Facebook Account Create | যেভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন Without Problem

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

 

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন কোনো প্রকার Problem ছাড়া।

 

তো চলুন শুরু করা যাক।

 

প্রথমে প্লে স্টোর থেকে Pydroid 3 অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

এরপর অ্যাপটি ওপেন করে উপরের ৩ ডট মেনুতে চাপ দিয়ে Pip এর উপর ক্লিক করবেন।

Screenshot এ দেখানো মার্ক স্থানে নিচের Command গুলো একটি একটি করে টাইপ করে Install বাটনে ক্লিক করুন।

requests

random

faker

hashlib

 

এই লিংকে ক্লিক করলে একটি Script পাবেন। Script এর উপর চাপ দিলে Screenshot এর মতো অপশন আসবে।

এখান থেকে Pydroid 3 সিলেক্ট করে তার উপরে চাপ দিন।

Screenshot এ দেখানো বাটনে চাপ দিন।

এখন আপনি কতো গুলো অ্যাকাউন্ট খুলতে চান তার একটি সংখ্যা বসিয়ে Enter বাটনে চাপ দিন। এবার দেখুন Facebook Account অটেমেটিক ক্রিয়েট হচ্ছে।

[যদি কেউ পোস্ট পড়ে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন]

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন। 



Join Our Telegram Channel 

The post Unlimited Facebook Account Create | যেভাবে Unlimited Facebook Account ক্রিয়েট করবেন Without Problem appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/K5dykEf
via IFTTT

যে মাধ্যম গুলো ব্যবহার করে একটি ওয়েবসাইটের ভিজিটর আনবেন। 

যে মাধ্যম গুলো ব্যবহার করে একটি ওয়েবসাইটের ভিজিটর আনবেন। 

বর্তমানে আমরা যারা ব্লগিং নিয়ে কাজ করি। আমরা সব সময় ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য অনেক রকমের টেকনিক অবলম্বন করি। অনেক মাধ্যম খোঁজে যে মাধ্যমগুলোতে ওয়েবসাইটে ভিজিটর পাওয়া যাবে। একটি ওয়েবসাইটের ভিজিটর পাওয়ার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। এই পোস্টে একটি ওয়েবসাইটের ভিজিটর পাওয়ার সকল মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব।

বর্তমানে ওয়েবসাইটে ভিজিটর আনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। সে ক্ষেত্রে অনেকেই google search engine থেকে ভিজিটর আনতে সক্ষম না। বিশেষ করে যে সকল ওয়েবসাইট গুলো বিজনেস অথবা সার্ভিস ক্যাটাগরিতে হয়। বিজনেস অথবা সার্ভিস ওয়েবসাইট গুলো যখন প্রথম যাত্রা শুরু করে। তখন তাদের ভিজিটর পাওয়া খুবই কষ্ট হয়। কারণ দেখা যায় অনেক পুরাতন বিশ্বস্ত ওয়েবসাইট সবার আগে র্যাংক হয়ে আছে। এখন ভিজিটররা তো সবসময় google-এর প্রথম পেজের ওয়েবসাইটগুলোতে বেশি ভিজিট করে। এর ফলে নতুন ওয়েবসাইট গুলো রাঙ্ক এর পিছনে পড়ে থাকায় ভিজিটর পায়না। এরকম মূলত বিজনেস ওয়েবসাইট গুলোতে হয়ে থাকে। তখন তাদের কিছু টেকনিক খাটাতে হয়। নতুন হিসেবে গুগল বাদে অন্য কোন উপায়ে ভিজিটর আনতে হয়।

ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার উপায়

প্রথম দিক দিয়ে যখন ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর না আসে তখন ওয়েবসাইটে কিছু মাধ্যমে ভিজিটর আনতে হবে। আর এই সব মাধ্যমে গুলো ফ্রি অথবা পেইড মাধ্যম হতে পারে। অবশ্য ব্লগ ওয়েবসাইট হলে অর্গানিক ভিজিটর আনাই ভালো। চলুন দেখে আসি একটি ওয়েবসাইটে কোন কোন মাধ্যম গুলা থেকে ভিজিটর আনা যায়।

গুগল সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর

এই বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কারণ ওয়েব সাইটে ভিজিটর আনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে google সার্চ ইঞ্জিন। সবচেয়ে বড় মাধ্যম হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেশি। তাই যেকোনো ছোটখাটো ওয়েব সাইটে ভিজিটর আনা কষ্টকর। তাই মূলত অন্যান্য মাধ্যম গুলো দিয়ে ভিজিটর আনতে হবে।

ছবি : সাধারণত একটি বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে গুগলের ছবি অপশনটি গুরুত্বপূর্ণ। বিজনেস ওয়েবসাইট গুলোতে এই অপশন থেকে বেশি ভিজিটর আসে। এখানে একটি টেকনিক খাটাতে পারলে ভিজিটর সহজেই কাস্টমারে কনভার্ট হবে। সেজন্য সেই পন্যের সবচেয়ে সুন্দর ছবি, একাধিক ছবি, গুগলে ইনডেক্স হতে হবে। কারণ – যখন ভিজিটর একটা প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করল। সে গুগলের ছবি অপশন থেকে সবচেয়ে সুন্দর এবং ভালো ছবিটিতে ক্লিক করবে। এখানে আপনি ভিজিটর পাবেন ছবির কোয়ালিটির উপর এবং ভিজিটর সহজে কাস্টমারে কনভার্ট হবে।

ভিডিও : ওয়েবসাইটের এস ই ও এর ক্ষেত্রে ভিডিও স্কেমা মার্কআপ গুরুত্বপূর্ণ। এটা করার মাধ্যমে একদিকে ওয়েবসাইটে ভিজিটর পাওয়া যাবে আবার অন্যদিকে ভিডিওতে ভিউ পাওয়া যাবে। আর পোস্ট র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা তো বাড়বেই। তাই আপনি গুগল সার্চ ইঞ্জিনের ভিডিও অপশন থেকে ভিজিটর পেতে পারেন।

নিউজ : এটা মূলত নিউজ ওয়েবসাইটের জন্য। প্রতিনিয়ত মানুষ বিভিন্ন নিউজ সম্পর্কে গুগলে সার্চ করে জানতে চান। তখন তারা google এর নিউজ অপশনটিতে গিয়ে নিউজগুলো পড়েন। আর এখান থেকে ভিজিটর পেতে হলে অবশ্যই ওয়েবসাইট গুগল নিউজে এপপ্রুভ হতে হবে। যদিও গুগল নিউজ এই মুহূর্তে অ্যাপ্রুভ সিস্টেমটি পরিবর্তন করেছে।

বিং সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর

সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলের পরে বিং অবস্থান করছে। এখান থেকেও আপনি ভিজিটর পেতে পারেন। গুগল সার্চ ইঞ্জিন এর মত এখানেও ছবি, ভিডিও এবং নিউজ এর অপশন রয়েছে। এখান থেকে ভিজিটর পেতে হলে অবশ্যই ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।

অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর

তাছাড়া অনেক রকমের সার্চ ইঞ্জিন রয়েছে। একটি ওয়েবসাইট টা ভালো ভিজিটর পেতে আপনাকে অবশ্যই ঐ সকল সার্চ ইঞ্জিনগুলোতে ওয়েবসাইট সাবমিট করতে হবে। তাহলে সেখান থেকেও সামান্য পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে।

গুগল নিউজ থেকে ভিজিটর

google এর আরেক প্রকাশক কেন্দ্র হচ্ছে গুগল নিউজ। এটি মূলত নিউজ সংক্রান্ত ওয়েবসাইট এর জন্য তৈরি করা হলেও এখান থেকে যে কেউ ভিজিটর পেতে পারেন। কিছুদিন আগেও গুগল নিউজ থেকে ভিজিটর পেতে হলে আগে আবেদন এপ্রুভ পেতে হতো। কিন্তু বর্তমান আপডেট গুগল নিউজ অটোমেটিক ওয়েবসাইট এপ্রুভ করে নিবে।

গুগল ডিসকভার থেকে ভিজিটর

আমরা যখন google অ্যাপস ওপেন করি। তখন আমাদের সামনে কিছু কনটেন্ট গুগল অটোমেটিক দেখায়। ভালো লাগলে এই কনটেন্ট এগুলোতে ক্লিক করে ওয়াই ওয়েবসাইটে ভিজিট করি। এই সিস্টেমটি হচ্ছে গুগল ডিসকভার। বর্তমানে এখান থেকে অনেক ভিজিটর পাওয়া সম্ভব। এজন্য আমাদের ওয়েবসাইটের জন্য কিছু স্টোরি তৈরি করতে হবে। তারপর থেকে একসময় গুগল আমাদের কন্টেন্ট ডিসকভারে নিয়ে আসবে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর

বর্তমানে সকল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলো থেকে ভিজিটর পাওয়ার সম্ভব। facebook, instagram , tiktok , টুইটার , লিংকডিন, টেলিগ্রাম এবং ইউটিউব ইত্যাদি থেকে ভিজিটর নিতে পারেন।

  1. ফেসবুক: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হচ্ছে ফেসবুক । তাই ফেসবুক থেকে অসংখ্য পরিমাণে ভিজিটর পাওয়া সম্ভব। অনেকে ই google এর পাশাপাশি ফেসবুক থেকে ভিজিটর নিয়ে আসেন। যখন কারো একটি বড় রকমের ফেসবুক পেজ অথবা গ্রুপ থাকে তাহলে খুব সহজেই ভিজিটর পেয়ে যাবেন।
  2. ইউটিউব: আপনার যদি কোন ওয়েবসাইট থাকে । তাহলে অবশ্যই তার একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিবেন। তারপর ওয়েবসাইট এর উপর নির্ভর করে কনটেন্ট রিলেটেড ইউটিউবে ভিডিও পাবলিস্ট করবেন। এরপর ভিউয়ার্স আপনার ভিডিও দেখার পর ওয়েবসাইটে ভিজিট করবে।
  3. প্রিন্টারেস্ট: আপনার ওয়েবসাইটের যে কনটেন্টে ভিজিটর আনতে চান। সেই কনটেন্ট অনুযায়ী ইন্টারেস্ট একটি কন্টেন্ট লিখবেন। কনটেন্ট টাইটেল একই দেওয়ার চেষ্টা করবেন। বিস্তারিত লেখার সময় কিছু পরিমাণ লিখে তারপরে এগুলোতে লিংক করে দিবেন। অর্থাৎ ভিজিটর সম্পুর্ন পরার জন্য আপনার ওয়েবসাইটে আসবে। এভাবে অনেক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে ভিজিটর নিয়ে আসতে পারবেন।
  4. মেসেজ: টেলিগ্রাম , whatsapp , ম্যাসেঞ্জার সহ আরো অনেক মেসেজিং প্লাটফর্ম থেকে ভিজিটর আনতে পারবেন। প্রত্যেক বিজনেস ওয়েবসাইট নিজস্ব টেলিগ্রাম বা whatsapp গ্রুপ তৈরি করে থাকে।
  5. Quora: এটি একটি প্রশ্ন উত্তর ভিত্তিক ফোরাম সাইট। এই সাইটে অসংখ্য পরিমাণে ভিজিটর প্রতিদিন আসে। এটি একটি মুক্ত প্রশ্ন উত্তর সাইট। এখানে যে কেউ আরেকজনের প্রশ্নের উত্তর দিতে পারবে। অন্যের প্রশ্নের উত্তর লিখে আরো বিস্তারিত জানার জন্য একটি লিঙ্ক দেওয়া যেতে পারে।

এগুলো ছাড়াও আরো অনেক রকমের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খুব সহজেই ভিজিটর নিয়ে আসতে পারবেন। টুইটার, লিংকডিন অন্যতম। বিজনেস ওয়েবসাইট হলে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। তাছাড়াও ওয়েবসাইটের জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করা যেতে পারে।

 

বিঃদ্রঃ উপরোক্ত টিপস গুলো শুধু তাদের জন্য যাদের ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর সমস্যা। এখানে শুধু জানানোর চেষ্টা করেছি, একটি ওয়েবসাইটে ফ্রিতে ভিজিটর আনার উপায়।

The post যে মাধ্যম গুলো ব্যবহার করে একটি ওয়েবসাইটের ভিজিটর আনবেন।  appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/awSF0e6
via IFTTT

ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে

ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন , আজকে আপনাদের বলব যে কীভাবে খুব সহজে আপনি ইন্দোনেশিয়া বাস সিমিউলেটর গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন। এটা হয়তো নতুনরা জানে আবার জানেও না , এই ব্যাপারে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখার পর আমি এই পোস্টটা করার সিদ্ধান্ত নিয়েছি।

 

অনেকেই বাস গেইম খেলতে পছন্দ করেন তারা অনেকেই বাংলাদেশী গেইম খেলতে চান কিন্তু বাংলাদেশী ফিল পাবার জন্য আপনারা অনেকেই OBB সেটআপ করেন যেটা কম র‍্যামের মোবাইলে ল্যাগ করে আজকে আপনাদের দেখাবো বাস সিমিউলেটর এর মেইন ফাইলেই কীভাবে বাংলাদেশী বাস যুক্ত করবেন। আপনারা সর্বপ্রথম প্লে-স্টোরে চলে যাবেন সার্চ করবেন ❝ BUS SIMULATOR INDONESHIA ❞ গেইমটা ডাউনলোড করে নিন

 

LOW DEVICE এর OBB কিছু থাকলেও আপনারা তার ডাউনলোড লিংক সহজে পান না

 

তার জন্য আপনার প্রয়োজন হবে যে বাস যুক্ত করতে চাচ্ছেন তার একটি PNG ছবি , সব বাসের ছবি দিলেই হবে না, সাইজমতো ছবি দিতে হবে , কিছু বহুল পরিচিত বাসের ছবির লিংক অর্থাৎ বাসের ছবির ফাইল লিংক নিচে দিয়ে রাখব , আপনাদের যদি আরও বাসের স্কিন লাগে তাহলে কমেন্ট করবেন

 

এবার দেখাবো কীভাবে সেটআপ করবেন ?

সর্বপ্রথম আপনি গেইমে প্রবেশ করুন এরপর গেরেজ অপশনে যান তারপর ওখান থেকে পেইন্ট এর অপশনে ক্লিক করে হাই কোয়ালিটি নির্বাচন করুন তারপর Browse Gallery তে ক্লিক করুন তারপর আপনার পছন্দের বাসের ছবির ফাইল ছবিটি সিলেক্ট করুন তারপর ওকে প্রেস করুন এবার অ্যাপ্লাই তে ক্লিক করুন ব্যাস হয়ে যাবে তারপর হোমে যান দেখতে পারবেন বাসের ইন্টারফেস চেইন্জ হয়ে যাবে।

 

এখানে ড্রাইভ ফোল্ডারে আমি প্রায় ৩ টা ভালো বাসের ডাউনলোড লিংক দিয়েছি যেগুলো আশা করা যায় আপনাদের ভালো লাগবে

 

Bus Skin Drive Folder

 

❝ একটা বিষয় মাথায় রাখবেন আমি আপনাদের সাথে আজকের যে বাস স্কিনটা শেয়ার করতে যাচ্ছি এটা হলো আপনি গেইমে ঢোকার পর যে ফ্রি বাসটা পাবেন সেইটা অর্থাৎ JET BUS , আপনারা যদি JET বাস যার গেইম নেইম ও রয়েছে ” ❞

 

মূলত এই ভাবেই ইন্দোনেশিয়া বাস সিমুলেটর গেইমে কোনো ল্যাগ ছাড়াই বাংলাদেশী একটা ফিল পাবেন তবে অন্য সব বাস কিন্তু বাংলাদেশী বাস দেখতে পারবেন না  সেগুলো ইন্দোনেশিয়ান দেখতে পাবেন

সর্বপরি আপনার যদি সবগুলো বাস বাংলাদেশী এবং ট্রাফিক একেবারে বাংলাদেশের মতো এই সবগুলো গেইমে দরকার হয় তাহলে আপনাকে OBB সেটাআপ করতে হবে , আপনাদের যদি এই OBB দরকার হয় কমেন্ট করবেন নেক্সট পোস্টে এ নিয়ে আসব

 

আপনাদের যদি পোস্টটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন , কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন এবং নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন

The post ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2SesLca
via IFTTT

Unlimited Textnow Create Method। Textnow বিক্রি করে হাজার হাজার টাকা $ইনকাম 🔥

Unlimited Textnow Create Method। Textnow বিক্রি করে হাজার হাজার টাকা $ইনকাম 🔥

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালো।

আজকে আপনাদের জন্য একটি পেইড মেথড ফ্রি তে শেয়ার করতে যাচ্ছি। 🔥🔥

আজকের এই পোস্ট ভালো ভাবে ফলো করলে আপনি আনলিমিটেড Textnow একাউন্ট খুলতে পারবেন। এবং সেগুলো বিক্রি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

কি বিশ্বাস হচ্ছে না? 🫣

বিশ্বাস না হলে একটু ইউটিউব ফেসবুক ইত্যাদিতে সার্চ দিয়ে দেখুন Textnow এর চাহিদা কতটুকু। 🔥

যাই হোক কাজের কথায় আসি।

Unlimited Textnow খুলতে হলে আপনার একটি Us Gmail লাগবে। যাতে করে আপনারা textnow অ্যাপ টি আপনার ফোনে ডাউনলোড করতে পারেন।

ঘাবড়াবেন না, না থাকলেও সমস্যা নেই। আপনারা Apkpure সাইট থেকেও ডাউনলোড করতে পারেন।

Apkpure Textnow Download Link

ডাউনলোড করার পর ইনস্টল করে নিবেন।

এরপর আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন।

যাবার পর সার্চে যাবেন।

.

.

এখানে Region লিখে সার্চ দিবেন।

.

.

তারপর সেখানে বাংলাদেশ দেওয়া থাকবে আপনারা united states দিবেন।

এখন আপনাদের কাজ হচ্ছে US এর IP নেওয়া।

এখন কথা হলো আইপি কোথায় পাবেন,?

আইপি ফ্রিতেও নেওয়া যায় আবার কিনেও নেওয়া যায়।

ফ্রিতে নিলে Textnow আইডি বেশি দিন বা বেশিক্ষন টিকে না। কিন্তু কাজ হয় সমস্যা নাই।

কিন্তু কিনে নিলে আইডির কিছু হয়না। ভালো থাকে বেশি দিন।

আইপি কিনার বহু সাইট আছে। যেমন:

Dichvusocks

Tisocks

ইত্যাদি।

ফ্রি তে আইপি নেওয়ার জন্য আমরা একটি অ্যাপ ব্যবহার করবো। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ।

অ্যাপ টি ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করে অ্যাপ টি ওপেন করুন।

এখানে আপনারা অনেক দেশের আইপি ফ্রি তে পাচ্ছেন।

আমরা এখান থেকে শুধু US কান্ট্রির আইপি গুলো নেবো।

তাই us এর উপর ক্লিক করে দেখবো অনেক গুলো আইপি আছে।

.

.

আইপি কপি করার জন্য একটা এড দেখতে হবে।

.

.

তারপর copy তে ক্লিক করে কপি করে নিবেন।

.

.

বাস। আইপি নেওয়া শেষ। এখন আমরা আইপি সেট করবো।

সেট করার জন্য আমরা আমাদের সিমের Access point names এ যাবো।

.

.

তারপর এখানে একটি APN তৈরী করবো।

.

.

Name: Verizon

Apn: https://ift.tt/ehJC6Nr

Proxy: (কপি করা আইপির প্রথম অংশ)

port: (কপি করা আইপির শেষের অংশ)

যেমন এটা একটা আইপি: 162.19.7.58:62404

এখানে কুলোনের আগের অংশ (162.19.7.58) হলো proxy আর পরের অংশ (62404) হলো port ।

.

.

বাস apn টি সেইভ করে দিয়ে একটিভ করে দিন।

.

.

Ip ঠিক আছে কিনা চেক করতে Whoer.net এ যান আর দেখুন us এর আইপি দেখাচ্ছে কিনা।

.

.

বাস আইপি সেটাপের কাজও শেষ।🔥🔥🔥

এখন হলো Textnow খুলার পালা। Textnow খুলার জন্য Textnow অ্যাপ ওপেন করুন। তারপর Signup এ ক্লিক করুন।

.

.

এরপর Signup With Email এ ক্লিক করুন।

.

.

এরপর আপনারা Temp Mail নিবেন (Temp Mail কিভাবে নিতে হয় আশা করি সবাই জানেন। তা দেখালাম না )। Temp Mail নিয়ে ইমেইলে Temp Mail ও পাসওয়ার্ড দিয়ে সাইনাপ দিবেন।

.

.

আর আপনারা যদি Textnow বিক্রি করার জন্য খুলেন তাহলে অবশ্যই Google শীটে ইমেইল – পাসওয়ার্ড ও নাম্বার এই ৩টি সাজিয়ে রাখবেন। যাতে বায়াররা সহজেই আপনার আইডি গুলো লগিন করতে পারেন।

যাইহোক সাইনাপে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট ফলো করুন:

.

.

এখানে একটি কান্ট্রি কোড দিবেন। যেমন: 470,320,520,620,720 ইত্যাদি।

.

.

তারপর একটি নাম্বার সিলেক্ট করে দিন।

.

.

তারপর settings থেকে একাউন্টের নাম ও ঠিকানা দিয়ে ১০০% প্রোফাইল কম্পলিট করুন।

বাস আপনাদের কাজ শেষ। নতুন করে আরেকটি খুলার জন্য Textnow ক্লিয়ার ডাটা দিয়ে Same প্রসেস ফলো করুন। 🔥🔥🔥🔥🔥

এখন আপনারা এই Textnow কোথায় বিক্রি করবেন?আমি আগেও বলেছি আপনারা ইউটিউব ফেসবুক ইত্যাদিতে সার্চ দিয়ে বহু গ্রুপ পাবেন যেখানে হিউজ পরিমানে Textnow কেনা বেঁচা করতে পারবেন।

আপনারা চাইলে আমার টেলিগ্রামেও কেনা বেঁচা করতে পারেন সেজন্য আমার টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের লিংক দিয়ে রাখবো। ইনশা আল্লাহ 🔥



Telegram: Earn With Hridoymini

Facebook: Tawhid Hridoy

The post Unlimited Textnow Create Method। Textnow বিক্রি করে হাজার হাজার টাকা $ইনকাম 🔥 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/8l07g3M
via IFTTT