আইডি কার্ড চেক করুন অনলাইনে | Nid Card Online Check


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা এনআইডি কার্ড অনলাইনে খুব সহজে চেক বা যাচাই করবেন।
এর আগে এনআইডি কার্ড সহজে অনলাইনে যাচাই করা গেলেও বর্তমানে সকল ওয়েবসাইটে তা বন্ধ থাকাই চেক করা সম্ভব হচ্ছে না।
কিন্তু আজকে আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিবো যার মাধ্যমে এনআইডি কার্ড আসল নাকি নকল তা অনলাইনে চেক করার মাধ্যমে খুব সহজে জানতে পারবেন।
তো তার জন্য প্রথমে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে id tax bd লিখে সার্চ দিন।

তারপর সেই ওয়েবসাইটে ক্লিক করুন।

নাগরিক কর্নার ক্লিক করুন।

মোবাইল নাম্বার দিন ও গণিতের সমাধান লিখুন পরবর্তী পদক্ষেপ ক্লিক

আপনার নাম্বারে একটা ওটিপি আসবে সেটা লিখে দিন ও যাচাই করুন।

এবার দুই জায়গায় জটিল টাইপ পাসওয়ার্ড দিয়ে গণিতের সমাধান লিখুন ও সংরক্ষণ করুন।

এবার আপনার একাউন্ট টা লগইন করুন।

লগইন করে ৩ দাগে ক্লিক করুন।

এনআইডি ভেরিফাই করুন ক্লিক করুন।

যে আইডি কার্ড চেক করবেন তার নাম্বার ও জন্মতারিখটি দিয়ে দিন ও যাচাই হালনাগাদ করুন।

এখানে সেই আইডি কার্ডটি যার তার নামটি দেখতে পাবেন।
নামটি আসলেই বুঝে নিবেন আইডি কার্ডটি আসল। আরো বিস্তারিত জানতে ৩ দাগে ক্লিক করুন।

এবার প্রোফাইল এ ক্লিক করুন।

দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট𝘄𝘄𝘄.𝘀𝘁𝗲𝗰𝗵𝘁𝘂𝗻𝗲.𝗯𝗹𝗼𝗴𝘀𝗽𝗼𝘁.𝗰𝗼𝗺
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post আইডি কার্ড চেক করুন অনলাইনে | Nid Card Online Check appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tVge4hq
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট