বাংলাদেশে যেহেতু ফেসবুক ব্লক করা তাই ফেসবুক চালানোর জন্য সবাই ভিপিএন ব্যবহার করছে। আর বর্তমানে প্রায় ৯০% মানুষ Cloudflare 1111 VPN টা ব্যবহার করছে ফেসবুক, মেসেন্জার, টিকটক, চালানোর জন্য।
ফেসবুকে অনেক গ্রুপে দেখলাম অনেকে টাকার বিনিময়ে Premium ভার্শন বিক্রি করতেছে। আসলে এগুলা কোন প্রিমিয়াম না। Mod Version ডাউনলোড করে যারা এসব বেশি বোঝে না তাদেরকে বোকা বানাচ্ছে।
আবার অনেকে দেখলাম Zero Trust করে দিচ্ছে টাকার বিনিময়ে। আসলে একটা কথা আছে না বাঙ্গালী মানুষ মরলে কাফনের দামও বাড়িয়ে দেয়, আমাদের হয়েছে সেই দশা। দেশে এতবড় একটা বিপদ যাচ্ছে আর আমরা আছি ধান্দা করার চিন্তায়।
কোথায় একটু ছাত্রদের পাশে থাকবো আন্দোলনে না যেতে পারি অন্তত একটু সাপোর্ট দিবো সেটা না, আমরা আছি কোন ভিপিএন সেরা, কোনটার স্পিড বেশি, পলকে এটা বললো, পলকে ওটা বলল, ভিপিএন ব্যবহার করলে ক্ষতি হবে কি না, যত বাল নিয়া।
যাইহোক আজকের টপিকে আশা যাক। Zero Trust করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
কিভাবে Zero Trust করবেনঃ
- প্রথমে 1111 VPN ওপেন করে উপরের থ্রি ডট থেকে Advanced Option এ যান।
- তারপর Diagonostics অপশনে যান।
- Diagonostics এ যাওয়ার পর একটা Client Configuration ID পাবেন, এটা কপি করে নিন।
- এবার আগের পেজে ফিরে গিয়ে, Connection Options এ যান।
- এরপর DNS Settings এ যান।
- এবার Gateway DoH Subdomain অপশনে আপনার কপি করা Client Configuration ID টা পেস্ট করে Apply করুন, কাজ শেষ।
হোম পেইজে গিয়ে দেখুন Zero Trust চলে এসেছে।
Zero Trust নাকি Warp+ কোনটা ভালো?
Zero Trust ভালো নাকি Warp+ ভালো সেটা বলতে পারছি না। তবে গত ২-৩ আমি নিজে চালিয়ে যা বুঝলাম Warp+ টা ফাস্ট কাজ করে Zero Trust আমার কাছে একটু স্লো মনে হলো।
আর অনেকে দেখলাম Organization name দিয়ে Zero Trust করতেছে, ঐটা আমার মনেহয় সেইফ না। কারন যেই Organization এর নাম দিয়ে Zero Trust করতেছেন ঐ অর্গানাইজেশন আপনার VPN, IP বা অন্য কোন তথ্য এক্সেস পেয়ে যাচ্ছে কি না কে জানে?
Zero Trust ভিডিও টিউটোরিয়ালঃ https://youtu.be/h7Rr0VJiNa0
আপনাদের ইচ্ছা থাকলে পরর্বর্তী পোস্টে দেখাবো কিভাবে আনলিমিটেড Warp+ নিবেন ফ্রি।
সবশেষে একটা কথা বলতে চাই,
আবু সাইদ, মীর মুগ্ধ, সহ যত ভাই-বোন শহীদ হয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ্ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের রক্ত যেন বৃথা না যায়।
The post 1111 VPN Zero Trust করে নিন ১ মিনিটে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/RDO90Uf
via IFTTT