[hot post]জাভা মোবাইলের জন্য নিয়ে নিন রাশিয়ান মাফিয়াদের নিয়ে দারুন একটি গেম।

[hot post]জাভা মোবাইলের জন্য নিয়ে নিন রাশিয়ান মাফিয়াদের নিয়ে দারুন একটি গেম।

ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রাশিয়ান মাফিয়াদের নিয়ে Russian Mafia নামে দারুন একটা জাভা গেমিং পোষ্ট ।

পোষ্ট শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই।প্রশ্নটি হল:- ট্রিকবিডিতে পোস্ট করার পর ব্যালেন্স এড হতে দেরি হয় কেন এবং কতক্ষন দেরি হয়।

আমি আগেই বলেছি এই গেমটি রাশিয়ান মাফিয়াদের নিয়ে তৈরি।গেমটির নাম এবং ফিচার সবকিছুকেই রাশিয়ান মাফিয়াদের সাথে ম্যাচিং করে বানানো হয়েছে।এই গেমটি অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।

আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।এই গেমটি এতই ভালো যে আমি যদি এই গেমটির প্রশংসা করি তাহলেও কম হয়ে যাবে।

*তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক *

গেম রিভিউ:-



Game Name: Russian Mafia

Game Size: 711 Kb

Game Version: 1.0.1

Game Type: .jar

Game Vendor: rajarajan

Game ScreenSize: 240*320

গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন দেখে নেয়া যাক গেমটি কীভাবে খেলবেন।

গেমটি চালু করলে নিচের স্ক্রিনশটের মতো কয়েকটি পেজ দেখতে পাবেন।এগুলোতে কিছু প্রেস না করে জাস্ট ওয়েট করুন।



এরপর নিচের স্ক্রিনশটের মতো Language এর জন্য পারমিশন চাইবে।আপনারা প্রথমটিতেই অর্থাৎ English সেলেক্ট করে ওকে প্রেস করবেন… আর যদি অন্য কোনো Language এ খেলতে চান তাহলে English এর নিচে থেকে যেকোনো একটা সেলেক্ট করে ওকে প্রেস করবেন।

Language সেলেক্ট করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার কাছে সাউন্ডের জন্য পারমিশন চাইবে।

অতপরঃ আপনি নিচের মতো অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে New Game সেলেক্ট করে ওকে প্রেস করবেন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো দুটি পেজ পাবেন।এখানে আপনাকে স্কিপ করতে হবে।স্কিপ করলে লোডিং হবে।


এখন নিচের স্ক্রিনশটে দেখুন, এখানে খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে স্কিপ করতে হবে ।

এরপর নিচের স্ক্রিনশটের মতো খেলা শুরু হয়ে যাবে।সামনে যাওয়ার জন্য 6, পেছনে আসার জন্য 4, লাফানোর জন্য 2, বসে যাওয়ার জন্য 8 এবং শত্রুকে গুলি করে মারার জন্য 5 প্রেস করতে হবে।



জাভা গেম প্রেমিদের কাছে আমার একটাই অনুরোধ, যারা জাভা গেম খেলতে ভালোবাসেন, তারা একবার হলেও এই গেমটি খেলুন।তাহলেই এই গেমটির মজা বুঝতে পারবেন।

আশা করি গেমটির রিভিউ ভালোই লেগেছে।ওপরের নিয়ম ফলো করে গেমটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেমটি একটি একশন গেম এবং অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-

Download Game

আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।

The post [hot post]জাভা মোবাইলের জন্য নিয়ে নিন রাশিয়ান মাফিয়াদের নিয়ে দারুন একটি গেম। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/OyN0aIv
via IFTTT

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-8)

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-8)

Hello everyone,
কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন।
যে পোস্টটি এখন দেখছেন এমন আরো একটি পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টটি দেখেননি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই।
আজ আমি এমন ৫টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার লেগেছে। এছাড়াও অনেক শিক্ষনীয়ও লেগেছে সাইটগুলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই।

5) 🔥 Site Name : The Museum Of Endangered Sounds

🔥 Site Link : http://savethesounds.info

এটি এমন একটি ওয়েবসাইট যা আপনাকে নব্বই দশকের কথা মনে করিয়ে দিবে। আপনারও জন্ম যদি 90’s এর দিকে হয়ে থাকে তবে আপনি হয়তো চাইবেন সেই পুরোনো সময়ে ফিরে যেতে। যখন এমন স্মার্ট ফোন, আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি সহ এত আধুনিকতার ছোয়া ছিল না। সবকিছুই ছিল সাধারন। যখন মানুষ একে অন্যের সাথে দূর থেকে যোগাযোগ রেখেও নিজেদের সাথে সত্যিকারের বন্ধন তৈরি করতো। সে সময়ের কথা যখন মানুষ নিজেদের জীবনে এত জটিলতাকে আশ্রয় দিতো না। যখন টিভি থেকে শুরু করে ক্যামেরাসহ সবকিছুই ছিল সাদা-কালো। তখনকার টেলিফোন, নোকিয়ার বাটন ফোনের গেমস, টাইপ রাইটার, সাদা-কালো টেলিভিশন, ছোট্ট ছোট্ট মোবাইলের মত দেখতে ভিডিও গেমস, ক্যাসেট, প্যাক ম্যান গেম, সাদা-কালো ক্যামেরা ইত্যাদি সবকিছুরই শব্দ হয়তোবা আপনাদের চিরচেনা। যদিওবা সে শব্দগুলো এখন আর শোনা যায় না। কিন্তু আপনি যদি আবারো সেসব শব্দগুলো শুনে নিজের স্মৃতিটা Nostalgic করতে চান তবে এই ওয়েবসাইটটি আপনারই জন্যে।  এখানে আপনারা নব্বই দশকের অনেক কিছুরই শব্দ শুনতে পারবেন। যেমনঃ ক্যামেরা, টেলিভিশন, গেমস, কম্পিউটার, টাইপ রাইটার, টেলিফোন, নোকিয়া ফোন, গেমবয়, ক্যাসেট, সিডি ইত্যাদি আরো অনেক কিছুর। একসাথে প্রত্যেকটি জিনিসের শব্দও শুনতে পারবেন আবার না চাইলে এক এক করে প্রত্যেকটির শব্দ শুনতে পারবেন। আপনাকে Nostalgic করে দেওয়ার জন্যে এই ওয়েবসাইটটিই যথেষ্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

4) 🔥6) Site Name : MusicWiki

🔥 Site link : https://musclewiki.com

এই সাইটটি বিভিন্ন ধরনের মানুষের কাজে লাগতে পারে। যেমনঃ যারা বডি বিল্ডিং করে বা করতে শুরু করতে চাচ্ছে অথবা যারা বিজ্ঞানের ছাত্র এবং মানুষের বডি নিয়ে পড়াশোনা করছে বা জানতে ইচ্ছুক অথবা যারা মানব দেহের বিভিন্ন অংগপ্রত্যংগ সম্পর্কে ধারনা নিতে চায় অথবা শিখতে চায়। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটি স্কেচে করা আর্ট এর ছবি দেখাবে একজন পুরুষ অথবা মহিলার body muscle গুলো সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যে। সেই ড্রইং-য়ে থাকা যেকোনো muscle  এর উপর ট্যাপ করলে আপনাকে সেই muscle সম্পর্কে যা যা জানা দরকার বা যা যা জানার রয়েছে সব বিস্তারিত আপনাকে দিয়ে দিবে। এটি মূলত যারা ব্যায়াম বা শরীর চর্চা করে তাদের জন্যে বানানো। তাই আপনি যদি ব্যায়াম বা শরীর চর্চা করে থাকেন তবে আপনার শরীরের muscle গুলো ও তাদের কাজগুলো সম্পর্কে ধারনা পেতে হলে এই ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসা উচিত। আর যারা বডি বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য তো বলবো MUST দেখা উচিত।

3) 🔥 Site Name : Weird or confusing

🔥 Site Link : https://weirdorconfusing.com/

এটি একটি মজার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অনেক ইন্টারেসেটিংও বটে। কেন বলছি তা আপনারা ভিসিট করার সাথে সাথেই বুঝতে পারবেন।ওয়েবসাইটটিতে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বড় করে লেখা “Sell Me Something Weird Or Confusing” এবং নিচে আরো বড় করে লিখা “Please”। আপনি Please এ ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে Ebay এর ওয়েবসাইটে। সেখানে আপনাকে কোনো একটি weird or confusing একটি প্রোডাক্ট দেখাবে। আপনি যতবারই Please এ ক্লিক করবেন আপনাকে ততবারই এমনই ভাবে weird অথবা confusing কিছু দেখাবে। অনেকেই এমন ধরনের website পছন্দ করেন। তাদের কথা ভেবেই এই ওয়েবসাইটটি লিস্টে রেখেছি। এমন একটি ওয়েবসাইট আগের কোনো একটি পোস্টে দিয়েছিলাম। কিন্তু ঐটার কাজ ভিন্ন ছিল এটার থেকে। ওয়েবসাইটটি কেমন লাগলো জানাবেন।

2) 🔥 Site Name : Interface Lift

🔥 Site Link : https://interfacelift.com

এই ওয়েবসাইটটিতে আপনারা Wallpaper, Themes, Icons ইত্যাদি পাবেন। যারা কম্পিউটারের/ল্যাপটপের জন্য ভালো Wallpaper এর ওয়েবসাইট খুজছেন তাদের জন্যে এই ওয়েবসাইটটি সাজেস্ট করবো। এই ওয়েবসাইটে আপনারা অনেক ভালো ভালো Icon ও Theme পাবেন যা আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আলাদা আলাদা pixel/resolution এর icon ও Wallpaper রয়েছে। কোন ক্যামেরা, ক্যামেরার Resolution, Photo settings সহ Full details আপনারা পেয়ে যাবেন Wallpaper গুলোর। আপনারা চাইলে আপনার Android, Iphone, Windows, Mac সব Device এর জন্যেই আলাদা আলাদাভাবে যে Resolution আপনার ইচ্ছা সে Resolution এই Download করতে পারবেন আপনার কাংখিত Wallpaper টি। এখানে Mobile device, Tab, iphone, ipad, blackberry, dual monitor, full screen, windows phone, widescreen, monitor, tv screen, potrait orientation, google android, 4K HD TV, Microsoft surface, amazon kindle ইত্যাদি যে কোনো device এর screen size ও resolution অনুযায়ী প্রত্যেকটা wallpaper download করতে পারবেন। এখানে সব Wallpaper এর সাথে আলাদা করে screen size ও resolution এর Options গুলো দেওয়াই আছে। আপনি আপনার ইচ্ছামতো যেকোনোটি ডাউনলোড করতে পারবেন। সত্যি কথা বলতে কি আমি এমন একটা ওয়েবসাইট অনেক দিন ধরেই খুজছিলাম। আর আমি জানি আমার মতোই কেউ না কেউ এমন ওয়েবসাইটের তালাসে অবশ্যই আছে। তাদের জন্যেই এই ওয়েবসাইটটি আমি এই পোস্টের লিস্টে রেখে দিলাম। যদি ভালো লাগে বা কারো উপকারে আসে তবে আমাকে অবশ্যই জানাবেন।

1) 🔥 Site Name : Instructables

🔥 Site Link : https://www.instructables.com

এটি একটি সত্যিকারের কাজের ও শিক্ষনীয় ওয়েবসাইট। আপনি কি শিখতে ভালোবাসেন? কিংবা আপনি কি প্রতিদিন নতুন কোনো কিছু Try করতে ভালোবাসেন? তবে এই ওয়েবসাইটটি আপনার জন্যই। এই ওয়েবসাইটে আপনারা যেসব বিষয় নিয়ে Tutorials পেয়ে যাবেন সেগুলো আগে বলে নিই।

🔥১) Circuits :

1) Apple
2) Arduino
3) Art
4) Assistive Tech
5) audios
6) cameras
7) clocks
8) computers
9) electronics
10) gadgets
11) lasers
12) LEDs
13) linux
14) Microcontrollers
15) Microsoft
16) Mobile
17) Raspberry Pi
18) Remote Control
19) reuse
20) robots
21) sensors
22) software
23) soldering
24) speakers
25) tools
26) usb
27) wearables
28) websites
29) wireless

🔥২) Workshop :

1) 3d printing
2) cars
3) CNC
4) Electric Vehicles
5) energy
6) furniture
7) Home Improvement
8) home Theater
9) Hydroponics
10) knives
11) laser cutting
12) lighting
13) Metalworking
14) molds & casting
15) motorcycles
16) Organizing
17) pallets
18) repair
19) science
20) shelves
21) solar
22) tools
23) Workbenches
24) Woodworking

🔥৩) Craft :

1) Art
2) Books & Journals
3) Cardboard
4) Cards
5) Clay
6) Costumes & Cosplay
7) Digital Graphics
8) Duct Tape
9) Embroidery
10) Fashion
11) Fiber Arts
12) Gift Wrapping
13) Jewelry
14) Knitting & Crochet
15) Leather
16) Mason Jars
17) felt
18) No-Sew
19) Paper
20) Parties & Weddings
21) Photography
22) Printmaking
23) Reuse
24) Sewing
25) Soapmaking
26) Wallets

🔥৪) Cooking :

1) Bacon
2) BBQ & Grilling
3) Beverages
4) Bread
5) Breakfast
6) Cake
7) Candy
8) Canning & Preserving
9) Cocktails & Mocktails
10) Coffee
11) Cookies
12) Cupcakes
13) Dessert
14) Homebrew
15) Main Course
16) Pasta
17) Pie
18) Pizza
19) Salad
20) Sandwiches
21) Snacks & Appetizers
22) Soups & Stews
23) Vegetarian & Vegan

🔥৫) Living :

1) Beauty
2) Christmas
3) Cleaning
4) Decorating
5) Education
6) Gardening
7) Halloween
8) Health
9) Hiding Places
10) Holidays
11) Homesteading
12) Kids
13) Kitchen
14) LEGO & K’NEX
15) Life Hacks
16) Music
17) Office Supply Hacks
18) Organizing
19) Pest Control
20) Pets
21) Pranks, Tricks, & Humor
22) Relationships
23) Toys & Games
24) Travel
25) Video Games

🔥৬) Outside :

1) Backyard
2) Beach
3) Bikes
4) Birding
5) Boats
6) Camping
7) Climbing
8) Fire
9) Fishing
10) Hunting
11) Kites
12) Knots
13) Launchers
14) Paracord
15) Rockets
16) Siege Engines
17) Skateboarding
18) Snow
19) Sports
20) Survival
21) Water

🔥৭) Teachers :

1) ELA
2) Math
3) Micro:bit
4) Science
5) Social Studies
6) Engineering
7) Coding
8) Electronics
9) Robotics
10) Arduino
11) CNC
12) Laser Cutting
13) 3D Printing
14) 3D Design
15) Art
16) Music
17) Theatre
18) Wood Shop
19) Metal Shop
20) Resources
21) Grades K-2
22) Grades 3-5
23) Grades 6-8
24) Grades 9-12
25) University+

এই লম্বা লিস্টগুলো দেখেই বুঝতে পারছেন হয়তোবা এখানে শেখার মতো কি কি আছে। আপনি আপনার নিজস্ব পেশা কিংবা শখ যে কারনেই হোক না কেন এখানে শেখার মতো অনেক কিছুই পেয়ে যাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, শেখার কোনো বয়স নেই। আপনি যে বয়সেরই মানুষ হোন না কেন, আপনি সবকিছু জানেন না। অনেক কিছুই আপনি জানেন না। এটা আপনাকে মানতেই হবে। কারন পৃথিবীতে কোনো মানুষই সব বিষয়ে জ্ঞানার্জন করতে পারেন না। তাই বলে এটা ভেবে আপনিও বসে থাকবেন না। আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আপনি যে বয়সেরই হোন না কেন। কারন ঐ যে শেখার কোনো বয়স নেই।

অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি।

অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
This is 4HS4N
Logging out….

The post ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-8) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/b2pemNk
via IFTTT

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-7)

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-7)

Hello everyone,
কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন।
যে পোস্টটি এখন দেখছেন এমন আরো একটি পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টটি দেখেননি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই।
আজ আমি এমন ৫টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার লেগেছে। এছাড়াও অনেক শিক্ষনীয়ও লেগেছে সাইটগুলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই।

5) 🔥 Site Name : Sleepytime

🔥 Site Link : https://sleepyti.me/

আপনার কি দেরিতে ঘুমানো আর দেরিতে ঘুম থেকে উঠার সমস্যা আছে? তবে সে সমস্যা সমাধানের জন্যে এই ওয়েবসাইটটি আপনার জন্যেই তৈরি করা হয়েছে। আচ্ছা মাঝে মাঝে ঘুম থেকে উঠে এমন মনে হয় না যে আজ অনেক কম ঘুমিয়ে ফেলেছেন। কিংবা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এটা নিয়ে কি চিন্তা আসে না যে আমি যদি সকালে এতটার সময় উঠি তাহলে আমি কতক্ষন ঘুমালাম? কিংবা আমি প্রতিদিন কতক্ষন ঘুমাই? কিংবা ধরুন, আমি যদি আজ রাত এই সময়ে ঘুমাই তাহলে আমি সকালে যে সময়ে উঠবো সে সময়ে উঠতে গেলে আমার কতক্ষন ঘুম হবে? এমন আজব প্রশ্ন হয়তো সবার মাথায় আসে না। আবার যাদের আসে তাদের এইসব প্রশ্নের সমাধান খুজতে খুজতেই নিজের ঘুম হারাম হয়ে যায় 😄😄। যাই হোক, আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি এসব কিছু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে Calculate করতে পারবেন accurately। আপনাকে আলাদা করে Calculator নিয়ে বসতে হবে না আর কত ঘন্টায় কত মিনিট, কত সেকেন্ড ইত্যাদি নিয়ে হিসাব কষে নিজের সময়ের ১২ টা বাজাতে হবে না। এই ওয়েবসাইটটিই আপনার সহজ সমস্যার সহজ সমাধানটি দিয়ে দিবে। আপনি শুধু কখন ঘুমাতে যান বা যাবেন এটা এখানে লিখে দিবেন আর বাকীটা ওয়েবসাইট নিজেই আপনাকে করে দেখিয়ে দিবে আর আপনি নিজেই বুঝে যাবেন।

4) 🔥 Site Name : GeoGuesser

🔥 Site Link : https://www.geoguessr.com

এটি একটি গেম খেলার ওয়েবসাইট। তবে গেমটি খুবই ইন্টারেস্টিং। এখানে আপনি নিজে একা কিংবা বন্ধুদের নিয়েও গেম খেলতে পারবেন। গেমটি কিভাবে খেলবেন সেটা বলছি। আপনাকে পৃথিবীর মানচিত্রের বিভিন্ন জায়গার নাম Guess বা অনুমান করতে হবে। গেমটিতে বিভিন্ন Mode আছে। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার ভৌগলিক বিদ্যা বাড়াতে পারবেন 😄😁

গেমটি কিভাবে কাজ করে সেটার বিস্তারিত বলছি। আপনাকে গেমের Mode অনুযায়ী লেভেল দেওয়া হবে। আপনার কাজ হচ্ছে Map/Location দেখে সে জায়গাটির নাম Guess করা। যদি না পারেন তবুও সমস্যা নেই। আসল উত্তরটিও আপনি পেয়ে যাবেন। এতে আপনি আপনার Geographical knowledge বাড়াতে পারবেন খুব সহজেই। এখানে Map/Location এর ছবি দেখানো হয় না। Google Maps এর মতো 3D Satellite Image দেখানো হয়। আপনি চাইলে ছবিটি জুম করেও দেখতে পারবেন। আশেপাশের সম্পূর্ণ এলাকাটিও দেখতে পারবেন ডানে বামে Swipe করেই। এখানে বিভিন্ন Level ও Trophy আছে। আপনি আপনার দক্ষতার সাথে বিভিন্ন Level & Trophy Achieve করতে পারবেন। এখানে Daily Challenges, Explorer Mode, Map Maker, Pro leagues ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবেন।
একবার হলেও ওয়েবসাইটটিতে ভিসিট করতে বলবো। খুবই মজার একটি ওয়েবসাইট।

3) 🔥Site Name : Weavesilk

🔥Site Link : http://weavesilk.com/

এটি একটি অসাধারণ ও ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট। এটা কেন বলছি তা আপনি ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারবেন। ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার হাতের আঙুলের ইশারায় বিভিন্ন Weavesilk তৈরি করতে পারবেন যে দিক দিয়ে ইচ্ছা সে দিকে। আপনি আপনার দুই হাতের আঙুলের মাধ্যমে স্ক্রিনে স্পর্শ করে বিভিন্ন দিকে হাত ঘুরিয়ে বিভিন্ন ধরনের Weavesilk design তৈরি করতে পারবেন। একবার করেই দেখুন না! অনেক মজা পাবেন। দেখতেও অনেক সুন্দর লাগে। এ ওয়েবসাইটটি আপনার অবসর সময়ে ব্যবহার করার মতো একটি মজাদার সাইট হিসেবে আপনার অবসর সময়ে আপনাকে একটু বিনোদন দেওয়ার জন্যে যথেষ্ট হবে বলে আমি মনে করি। তাই সবাইকেই বলবো একবার হলেও ওয়েবসাইটটিতে ভিসিট করে দেখতে।

2) 🔥 Site Name : Flashbynight

🔥 Site Link : http://www.flashbynight.com/

আচ্ছা আপনার কি বিভিন্ন Puzzle Solving, Brain Training, Math solving,IQ Test, Quiz Game, Word powers এ ধরনের গেমস পছন্দ? তবে এই ওয়েবসাইটটি আপনারই জন্যে। এই ওয়েবসাইটটিতে আপনারা প্রচুর গেমস পেয়ে যাবেন যা আপনার অবসর সময়ের বোরিং মুহূর্তকে অনায়াসেই বিনোদনমুখর ও আনন্দময়ী করে তুলবে। এখানে আছে ৪৪ টি গেমস। প্রত্যেকটা গেমই একে অন্যের থেকে আলাদা। যেসব গেমস এখানে আছে তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) Drench
2) drench 2
3) phonetix
4) choke – iq trivia
5) Sliide
6) fillit
7) jerikko
8) numberium
9) rebus puzzles
10) are you smart or stoopid?
11) rabbip – a word game
12) MAKR
13) tidbitz
14) those big words
15) luups
16) molecules
17) phrase from the maze
18) blockado
19) topplr
20) chessius
21) four words
22) what is your stupid?
23) threedom – the truth will set you three
24) word strips
25) merge – word game
26) have many rabbits
27) word ibles
28) socketu
29) algorithm
30) the bullshit quiz
31) liberate the 8
32) worfu
33) word stacks
34) ultimate foodie quiz
35) numbo
36) chopped
37) mesh
38) muncha! Muncha!
39) collapse the box
40) flags of the world quiz
41) the religion quiz
42) gre master
43) tune master – know your music? Prove it
44) test your psychic powers

দেখতেই পাচ্ছেন এখানে যেসব গেমস আছে তা একটি সাধারন এপ্লিকেশনেও পাওয়া যায় না। আপনাকে ৪৪ টা গেমস এর জন্যে ৪৪ টা এপ্লিকেশন ডাউনলোড করতে হচ্ছে না এটাই হচ্ছে আসল মজার বিষয়। আপনি যখন ইচ্ছা ওয়েবসাইটটিতে ঢুকেই আপনার যে গেমসগুলো ইচ্ছা সেগুলো খেলতে পাচ্ছেন।

1) 🔥 Site Name : Freerice

🔥 Site Link : https://freerice.com/categories/english-vocabulary

আপনার কি ইংলিশের ভোকাবুলারিতে সমস্যা? কিভাবে এবং কতটা সহজে আপনার ইংলিশের ভোকাবুলারি আরো স্ট্রং করবেন তার সমাধান খুজছেন? তবে এই ওয়েবসাইটটি আপনারই জন্যে। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার ইংরেজিতে যে শব্দের ভান্ডার আছে তা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ছোট ছোটত কুইজের মাধ্যমে। আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং সেসব প্রশ্নের সাথে বিভিন্ন Option (মোট ৪ টি) জুড়ে দেওয়া হবে। আপনাকে সঠিক উত্তরটিতে ক্লিক করতে হবে। এভাবেই আপনি প্রচুর ভোকাবুলারি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাধারন জ্ঞান বলেন আর যা ই বলেন, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন খুব সহজেই। শুধুমাত্র কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে। আপনার উত্তর সঠিক না হলেও কোনো সমস্যা নেই। সঠিক উত্তরটি ঠিকই দেখাবে এখানে। এছাড়াও আপনাকে Point ট দেওয়া হবেই। তার সাথে আপনি বিভিন্ন Challenges এ Participate করতে পারবেন। আপনি চাইলে আপনার Difficulty Level বাড়াতে কিংবা কমাতে পারবেন। এছাড়াও এখানে ৬৭ টি  Category পাবেন। যেখান থেকে আপনার ইচ্ছা প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনার জ্ঞানের ভান্ডারকে আরো বড় করে তুলতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন ভাষার উপরও প্রচুর কুইজ দেওয়া আছে। আপনি চাইলে ভিন্ন কোনো ভাষাও শিখতে পারবেন এই ওয়েবসাইটের সাহায্যে। এখানে যেসব Category নিয়ে প্রশ্ন আপনারা পাবেন সেগুলোর একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) Famous quotations
2) pop music
3) current events
4) philosophy
5) classical music
6) famous paintings
7) literature
8) movies
9) music symbols
10) world geography
11) world landmarks
12) countries of the world
13) world capitals
14) flags of the world
15) world history
16) ancient rome
17) world heritage sites
18) ancient history
19) foods of the world
20) food wastage
21) Nobel Prize Laureates
22) Pop Culture Advocates
23) Hunger Heroes
24) English Proverbs
25) English Vocabulary
26) English Grammar
27) English Spelling
28) Root Words
29) Romanian
30) Spanish
31) Latin
32) French
33) Polish
34) Russian
35) Korean
36) Italian
37) Turkish
38) Czech
39) German
40) Japanese
41) Hiragana
42) Japanese Vocabulary
43) Katakana
44) Chinese
45) Chinese Phrases
46) Pinyin to English
47) Mandarin Characters
48) Math
49) Derivatives
50) Multiplication Table
51) Geometry
52) Basic Math (Pre-Algebra)
53) Science
54) Astronomy
55) Earth Science
56) Physics
57) Chemistry
58) Cell Biology
59) Human Anatomy
60) Chemical Symbols (Basic)
61) Chemical Symbols (Full List)
62) Biology
63) Animals
64) Sustainable Development Goals
65) The Global Goals
66) Climate action
67) Healthy Eating for Goals 2 & 3

অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি।

অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
This is 4HS4N
Logging out……..

The post ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-7) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dgq2FNo
via IFTTT

ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?

ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?

ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?

বর্তমানে আধুনিক যুগের সময়ে ভিডিও ডাউনলোড করা প্রায় আমাদের সকলের জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সফটওয়্যার পাবেন ভিডিও ডাউনলোড করার জন্য।

তবে কিছু কিছু সফটওয়্যার দিয়ে আপনি একেবারেই ভিডিও ডাউনলোড করতে পারবেনা। কারণ প্রতারক বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফেক সফটওয়্যার তৈরি করেছে।

তবে আমরা রিয়েল কয়েকটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যেগুলো দিয়ে আপনি সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এমনকি আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকে।

তার জন্যেও কিন্তু আমরা কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেগুলোর সাহায্যে ও আপনার যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশাকরি আর্টিকেলটি খাদ্যের জন্য উপকারী এবং প্রয়োজন নিশ্চয় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন।

সুতরাং দেরী না করে আমরা ধাপে ধাপে step-by-step ভিডিও ডাউনলোড করার, সফটওয়্যার এবং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমরা মূল আর্টিকেল এর বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে আসি।

ভিডিও ডাউনলোড করার সহজ উপায়?

অনলাইনে ভিডিও ডাউনলোড করার জন্য দুই ধরনের মানুষ খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো সফটওয়্যার দিয়ে অনেকে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকে।

অন্যদিকে আরেক ধরনের লোক হল অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করার জন্য ওয়েবসাইট খুঁজে থাকে। যার সাহায্যে সহজে অনলাইনে ভিডিও তৈরি করা সম্ভব।

বিশেষ করে আপনি যদি সফটওয়্যার দিয়ে ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকেন। তার জন্য আমরা সাধারণত ভিডিও ডাউনলোড করার দারুন একটি সফটওয়্যার শেয়ার করব।

অন্যদিকে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে আগ্রহী থাকেন। তাহলে আপনার জন্য আমি মূলত আপনাদেরকে কয়েকটা ওয়েব সাইট শেয়ার করবো।

আর আপনারা এই দুই প্রকার এর যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে সহজে অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন এবার আমরা ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট নিয়ে শুরু করি।

ভিডিও ডাউনলোড (Video download) করার ওয়েবসাইটের তালিকা!

আমি মূলত আপনাদের জন্য যে কয়েকটি ওয়েবসাইট শেয়ার করব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। এই সকল ওয়েবসাইট এক জায়গায় করলে মোট চারটি ওয়েবসাইট পাওয়া যাবে।

তবে এটা ভাববেন না যে আপনার ভিডিও ডাউনলোড করার জন্য শুধুমাত্র এই সাইটটি ওয়েবসাইটে অনলাইনে রয়েছে। যদিও আমি শেয়ার করার জন্য তালিকা অনুযায়ী সাধারণত চারটি ওয়েবসাইটের সম্পর্কে জানব। এই সাইটটি ওয়েবসাইট যেগুলোতে ভিডিও ডাউনলোড করা যায় তার তালিকা নিচে দেয়া হল।

১. en.savefrom.net

২. 9convert.com

৩. loader.to

৪. en.savefrom.net

ভিডিও ডাউনলোড Video download করার ওয়েবসাইট?

আমরা এতক্ষন যে চারটি ওয়েবসাইট নিয়ে কথা বলেছি আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন! এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমরা প্রত্যেকে ওয়েবসাইট নিয়ে একটু একটু করে জানব। তো চলুন এবার আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এই ওয়েবসাইট গুলো সম্পর্কে।

en.savefrom.net ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড;; এই ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড করা একেবারে সোজা। আপনি যদি অনলাইনের ইউটিউব এর ফেসবুকের অথবা যে কোন জায়গার ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে ওই ভিডিওর মূল অংশটি অনুসন্ধান করে নিবেন প্রথমত।

তারপর আপনার অনুসন্ধান অনুযায়ী রিলেটেড অনেক ধরনের ভিডিও চলে আসবে। আপনি যে রিলেটেড ভিডিও অনুসন্ধান করেছেন অনেকগুলো ভিডিও আসবে এবং যে ভিডিও পছন্দ ওই ভিডিওতে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এভাবে করেই এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা একেবারেই সহজ।

9convert.com ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোডঃ অনলাইনের জগতে এই ওয়েব সাইটের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে রয়েছে। এই ওয়েবসাইটে আপনারা একবার ভিজিট করে বুঝতে পারবেন, অনলাইনের যেকোনো ভিডিও ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটি কতটা দরকারি।

loader.to ওয়েবসাইটের মাধ্যমে ‌ ভিডিও ডাউনলোডঃ আপনি ইউটিউব অথবা ফেসবুকের লিংকটি কপি করে এই ওয়েব সাইটে পেস্ট করে দিলে, ভিডিওটি চলে আসবে চাইলে সেখানে প্লে করতে পারেন অথবা সরাসরি ভিডিও ডাউনলোড অপশন ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন।

en.savefrom.net ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোডঃ এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অনলাইনে যেকোন ভিডিও ডাউনলোড করা একেবারেই সহজ। শুধুমাত্র একটি ক্লিক করেই এই ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।

ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ভিটমেট নামক একটি সফটওয়্যার অনলাইনে জনপ্রিয় প্রচুর পরিমাণে। আমি নিজেও এই ভিটমেট সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের অনেক ধরনের ভিডিও ডাউনলোড করে থাকি।

আপনি যদি ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুঁজছেন এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সরাসরি এই সফটওয়্যার ডাউনলোড করার লিংক https://ift.tt/kbtI2RG

উপরোক্ত লিংকে ক্লিক করে আপনারা সরাসরি ভিটমেট নামক সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সফটওয়ারের সাহায্যে অনলাইনের যেকোনো ধরনের ভিডিও খুব সহজে ডাউনলোড করা সম্ভব।

আর্টিকেলটি বুঝতে কোথাও অসুবিধা হলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানাবেন। আমি নতুন আর্টিকেল লেখালেখি করি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে ভুলটি ধরিয়ে দিবেন।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

আশা করি পরবর্তীতে ভুলগুলো সংশোধন করে আপনার জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করব। যেগুলো আপনার দরকারি প্রয়োজন সুতরাং সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার | ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/SHpUmKn
via IFTTT

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য মোবাইল অ্যাপস আমাদের অনেক সময় দরকার হয়। নিজের মেমোরি কার্ডে ভিডিও থাকলে যখন ইচ্ছা তখন দেখা যায় এবং ইন্টারনেট কানেকশান প্রয়োজন হয় না।

মূলত আমারা অনেকে আছি যারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাই কিন্তু পারি না।
কারণ ফেসবুকের এমন কোনো সরাসরি অপশন নেই যেখান থেকে ভিডিও ডাউনলোড করা এক ক্লিকে সম্ভব। সুতরাং আজকের এই আর্টিকেলটি বিশেষ করে তাদের জন্য।

যারা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবো কোথা থেকে? এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড করার অ্যাপ খুঁজছেন তাদের জন্য! এমনকি আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপ গুলোর সাহায্যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা একেবারে সহজ।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য?

বর্তমানে এই সময়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ধরনের। তার মধ্যে একটি মাধ্যম হল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড।

আরেকটি পদ্ধতি হলো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ রয়েছেন। যেগুলোর সাহায্যে আপনি চাইলে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তবে আমরা আজকে ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবে এটি নিয়ে আলোচনা করবো না। তবে স্মার্টফোনের যুগে আমরা ফেসবুকের ভিডিও মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে জানব।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ?

আমি আপনাদের আর্টিকেল এর শুরুতে বলেছিলাম আমরা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপস নিয়ে কথা বলবো। এবং আমরা এটাও বলেছিলাম যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ দিনটি সম্পর্কে আমরা জানব।

তো এখন কথা হল ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য এই মোবাইল অ্যাপ গুলো কি কি? বা এই অ্যাপ গুলো কিভাবে ব্যবহার করে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করব তাই না! সুতরাং প্রথমে চলুন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার এই তিনটি মোবাইল অ্যাপ কি কি এগুলো জেনে নিই!

১. Vidmate FB Video Downloader

২. Snap Downloader pro

৩. Video Downloader For Facebook

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Vidmate FB Video Downloader

এই অ্যাপটির বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং অনেক মানুষ এই অ্যাপ পছন্দ করে। অ্যাপটির নাম হল ভিটমেট এই অ্যাপটি সরাসরি আপনারা ডাউনলোড করে ফেসবুকের ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

https://ift.tt/j4DNCGu

উপরোক্ত লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার দারুন একটি অ্যাপ পেয়ে যাবেন। চাইলে আপনারা সাথে সাথে এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Snap Downloader pro

বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে ফেসবুকের ভিডিও সহ আরো অনেক জায়গায় ভিডিও ডাউনলোড করা সহজ । এমনকি আপনারা জেনে হয়তো অনেকে খুশি হতে পারেন একটি সরাসরি প্লে স্টোরে পাওয়া যাবে।

https://ift.tt/iYUgFI2

আপনারা যদি উপরের লিংকে ক্লিক করেন তাহলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং একটি মোবাইল অ্যাপ দেখতে পারবেন। আপনারা চাইলেই এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে সহজে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

০৩| Video Downloader For Facebook

মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায় এরকম আরেকটি অ্যাপ্লিকেশন এর লিংক নিচে দেওয়া হল।

https://ift.tt/Id3ju8A

আপনারা চাইলে উপরের লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে প্রবেশ করতে পারেনি এবং একটি এপ্লিকেশন দেখতে পারবেন। ওই অ্যাপটি ডাউনলোড করে আপনি চাইলে ফেসবুকের যে কোন জায়গার ভিডিও ডাউনলোড করতে পারবেন একেবারেই সহজে।

তার জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সে ভিডিওর লিংক ভিডিও সার্চ অপশনে পেস্ট করে দিবেন। তারপর ভিডিওটি আপনি চাইলে প্লে করতে পারেন এবং ডাউনলোড অপশন করেছে যেখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ সম্পর্কে সর্বশেষ কথা?[b]গাঢ় লেখা

এতক্ষণে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার যে মোবাইল অ্যাপ গুলো সম্পর্কে জেনেছি। আপনারা চাইলেই প্রত্যেকটি অ্যাপ ব্যবহার করে ফেসবুকের সহজে কোন জায়গার ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন।

প্রত্যেকটি মোবাইল আর ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও আসল ইউ আর এল লিংক দরকার হবে। আপনারা লিংকটি যেকোনো মোবাইল অ্যাপে সার্চ দিয়ে ভিডিওটি প্লে অথবা সেখান থেকে ডাউনলোড অপশন এ ক্লিক করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই আর্টিকেলটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বিষয়টি জানাতে ভুলবেন না। আজকের আর্টিকেলটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/IoiRbOd
via IFTTT

সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস

সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বুখারি শরিফের সবপ্রথম হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের যুগ । এ সময় ছয়টি কিতাব সংকলিত হয় । এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয় । এই ছয়টি হাদিস গ্রন্থ ও তাদের লেখকের নামসহ নিচে উল্লেখ করা হলো :-

১। সহিহ বুখারি–ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি (র)

২। সহিহ মুসলিম–ইমাম আবুল হুসাইল মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি (র)

৩। সুনানে নাসাই–ইমামে আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন নাসাই (র)

৪। সুনানে আবু দাউদ–ইমাম আবু দাউদ সুলায়মান ইবনে আশআস (র)

৫। জামি তিরমিযি–ইমাম আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযি (র)

৬। সুনানে ইবনে মাজাহ–ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ (র)

প্রত্যেক ব্যাক্তির নামের সাথে সম্পক রেখে গ্রন্থগুলো নামকরণ হয়েছে । গ্রন্থগুলোর মধ্যে সহিহ বুখারি গ্রন্থটিতে সবচেয়ে শুদ্ধ হাদিস পাওয়া যায় ।

বুখারি শরিফের সবপ্রথম হাদিসটি ছিল নিয়ত সম্পকিত । হাদিসটি হলো :-

॥ প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নিভরশীল ॥ (সহিহ বুখারি)

এই হাদিসটি সহিহ বুখারির সবপ্রথম হাদিস । এর তাৎপয অত্যন্ত ব্যাপক । মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট । নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোন কাজই করে না । কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায় ।

আল্লাহ তায়ালা পরকালে মানুষের কমের হিসাব নেবেন । সেদিন তিনি মানুষের কাজের নিয়ত দেখবেন । মানুষ যদি সৎ উদ্দেশ্যে কাজ করে তবে সে পুরস্কার লাভ করবে ।নেক নিয়তে কাজ করেও যদি কেউ ব্যাথ হয় তবুও সে পুরস্কার লাভ করবে । কিন্তু যদি কেউ খারাপ নিয়তে কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে । আবার যদি কেউ খারাপ নিয়ত নিয়ে কোন ভালো কাজ করে তবুও সে শাস্তি পাবে ।

মহানবি (স) এর এই হাদিসটির শেষ অংশে বলেছিলেন, “কোন ব্যাক্তি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হিজরত করে তবে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে । আর যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে তবে সে পাবে যা সে চাই ।”

নবি করিম (স) এর এই কথাটি বলার পেছনে একটি ঘটনা রয়েছে । এক মহিলা মহানবি (স) এর কাছ থেকে ইসলাম ধম গ্রহণ করে মদিনায় হিজরত করেন । আর একজন পুরুষ মহিলাটিকে বিয়ে করতে মদিনায় হিজরত করেন । তাই মহানবি (স) কথাটি উল্লেখ করেন ।

এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারি যে আমাদের উচিত সব সময় নেক নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা ।

The post সহিহ ৬টি হাদিসের সংখ্যা ও বুখারি শরিফের প্রথম হাদিস appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/fEydurL
via IFTTT

এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে।

এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে।

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

তো এবার মূল কথায় আসি।

● 1 ~ 𝐃𝐮𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐨

আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে, আপনি যখন হেডফোন দিয়ে কিছু শোনেন তখন একটা স্পিকারে সাউন্ড জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান।

অথবা যখন দুজনে মিলে হেডফোনের স্পিকার দুজনের কানে একটা করে লাগান তখন‌ও কি একটাতে জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান ?

এই সমস্যার কারণ হলোঃ আমাদের হেডফোনের একটি স্পিকারে ফ্রিকোয়েন্সি অনুযায়ী গান বা কথা বাজে এবং আরেকটি স্পিকারে সাউন্ড এর Bass , Bit , Equalizer বাজে। এর সমাধান আপনার ফোনে আছে।

প্রথমে আপনি আপনার ফোনের Settings এ যান।

তারপর আপনি 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 অপশনে যান।

এরপর একটু নিচে দেখতে পাবেন যে, 𝑴𝒐𝒏𝒐 𝑨𝒖𝒅𝒊𝒐 নামে একটি অপশন। এটা চালু করলেই আপনার কাজ শেষ। এটা চালু করলে আপনি হেডফোনের একটি স্পিকারে ও ভালো ভাবে শুনতে পাবেন।

এবার দেখে নিন দ্বিতীয় সেটিং। এই সেটিং আপনি আপনার ফোনে থাকা Settings অপশনে পাবেন না। এই সেটিং এ আপনি আপনার ফোনের লুকিয়ে থাকা 𝐏𝐡𝐨𝐧𝐞 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 , 𝐔𝐬𝐚𝐠𝐞 𝐒𝐭𝐚𝐭𝐢𝐬𝐭𝐢𝐜𝐬 , 𝐖𝐢-𝐅𝐢 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 এবং আপনার ফোনের Brand ও Model অনুযায়ী আলাদা আলাদা লুকানো তথ্য ও সেটিং দেখাবে।

● 2 ~ 𝑯𝒊𝒅𝒅𝒆𝒏 𝑰𝒏𝒇𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏

আপনি যদি কোনো Second Hand বা আরেকজনের ব্যবহৃত ফোন কিনতে চান ! তাহলে এই সেটিং আপনার কাজে লাগবে।

প্রথমে আপনি আপনার ফোনের Phone Call এ গিয়ে ডায়াল করুন, *#*#4636#*#*

তাহলেই বেরিয়ে আসবে লুকানো তথ্য ও সেটিং। তবে সেটা আপনার ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী।

আমার itel Alpha Lite ফোন। তাই এই ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী তথ্য দেখালো।

● 3 ~ 𝑫𝒂𝒕𝒂 𝑺𝒂𝒗𝒆𝒓

আপনার ফোনে কি এমবি দ্রুত শেষ হয়ে যায় ? যেমন, ধরুন আপনি ইউটিউব এ ভিডিও দেখছেন, কিন্তু পরে দেখা গেল অনেকটা এমবি শেষ হয়ে গেছে।

এর কয়েকটা কারণ আছে, যেমন আপনার অজান্তেই বা কিছুক্ষণ আগে বা পরে ব্যবহার করা অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করছে, যেটা আপনি বুঝতেই পারছেন না।

এরকম আরো কিছু কারণ আছে। এই সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি। এর জন্য আপনার ফোনে একটি সেটিং আছে, যেটা চালু করলে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করতে পারবে না।

আমি এটা বলছি না যে, আপনি যেই অ্যাপ ব্যবহার করবেন শুধু সেই অ্যাপটাই কাজ করবে আর অন্যগুলো কাজ করবে না। অন্য অ্যাপ‌ও কাজ করবে যেগুলো আপনি চালাতে চান। যেমনঃ আপনি ইউটিউব এ কোনো ভিডিও ডাউনলোড করতে দিয়ে মিনিমাইজ করে অন্য কিছু ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে ব্যাকগ্ৰাউন্ড এ ইউটিউব ডাউনলোড করবে।

এখন দেখুন কিভাবে এই সেটিং করবেন !

প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন। তারপর 𝑁𝑒𝑡𝑤𝑜𝑟𝑘 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑛𝑒𝑡 অপশনে যাবেন।

এরপর আপনি Ⓓⓐⓣⓐ ⓤⓢⓐⓖⓔ এ ক্লিক করুন।

তারপর আপনি 𝔻𝕒𝕥𝕒 𝕤𝕒𝕧𝕖𝕣 এ ক্লিক করুন।

এবার আপনি ডেটা সেভার চালু করে দিন।

তারপর আপনি 𝐔𝐧𝐫𝐞𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐞𝐝 𝐝𝐚𝐭𝐚 তে ক্লিক করুন।

এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেইসব অ্যাপকে পারমিশন দিন সেগুলো অবাধ ডেটা ব্যবহারের অনুমতি পাবে। মানে অন্যসব অ্যাপ বন্ধ থাকলেও আপনার বাছাই করা বা যেগুলি বেশি ব্যবহার করেন সেগুলি আপনার এমবি ব্যবহার করতে পারবে। এবং অ্যাপগুলি আপনি ওপেন না করা বা না ব্যবহার করা পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকবে।

এবার দেখুন উপরের নোটিফিকেশন বারে একটি + আইকন দেখাবে। যার মানে হলো ডেটা সেভার চালু হয়ে গেছে।

আমরা কমবেশি সবাই 𝘼𝙣𝙙𝙧𝙤𝙞𝙙 𝙋𝙝𝙤𝙣𝙚 ব্যবহার করি। এবং আমরা প্রায়ই এন্ড্রয়েড ফোনের চার্জ দেরিতে হ‌ওয়ার সমস্যায় পড়ি।

বিশেষ করে তখন যখন আমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো দরকারি কাজে ফোনে চার্জ থাকা জরুরী। আপনি আপনার দরকারের সময় ফোন চার্জে দিলে সেটা আগের মতোই ধীরে ধীরে চার্জ হয়।

এরকম পরিস্থিতিতে আপনি আপনার ফোন দ্রুত চার্জ করতে এই সেটিং এর ব্যবহার করতে পারবেন। তবে আরো ভালো ফলাফল পেতে ফোনে 𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐌𝐨𝐝𝐞 বা 𝐀𝐢𝐫𝐩𝐥𝐚𝐧𝐞 𝐌𝐨𝐝𝐞 চালু করে রাখতে পারেন।

● 4 ~ 𝑭𝒂𝒔𝒕 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈

এই সেটিং অন করলে আপনার ফোনে চার্জ তাড়াতাড়ি হবে। তবে এটা করার আগে অবশ্যই ফোন একবার ℝ𝕖𝕤𝕥𝕒𝕣𝕥 বা 𝐑𝐞𝐛𝐨𝐨𝐭 করে তারপর এই সেটিং চালু করবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

প্রথমে আপনি আপনার ফোনের 𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬 এ যাবেন।

তারপর আপনি 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒆𝒓 𝑶𝒑𝒕𝒊𝒐𝒏𝒔 এ যাবেন।

এরপর আপনি একটু নিচে খুঁজলেই পেয়ে যাবেন, 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭 𝐔𝐒𝐁 𝐂𝐨𝐧𝐟𝐢𝐠𝐮𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 এই লেখায় ক্লিক করবেন।

এরপর আপনি 𝑪𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 লেখায় ক্লিক করুন।

আপনার কাজ শেষ, এখন কয়েক সেকেন্ড পর নোটিফিকেশন বারে 𝑨𝒏𝒅𝒓𝒐𝒊𝒅 𝑺𝒚𝒔𝒕𝒆𝒎 • 𝑼𝑺𝑩 𝒄𝒉𝒂𝒓𝒈𝒊𝒏𝒈 𝒕𝒉𝒊𝒔 𝒅𝒆𝒗𝒊𝒄𝒆 লেখা উঠবে। এই লেখা উঠলে আপনার ফোনে দ্রুত চার্জ হবে।

Note: আপনার ফোন অফ হয়ে গেলে বা করলে অথবা রিস্টার্ট বা রিবুট করলে আবার আগের মতো সেটিং হয়ে যাবে। পরবর্তীতে তাড়াতাড়ি চার্জ করতে হলে আবার এক‌ই ভাবে সেটিং চালু করে চার্জ করতে হবে।

দাবি অস্বীকারঃ

আমার এই পোষ্ট এর কোনো টিপস হয়তো অন্য কারো পোষ্ট এর সাথে মিলে যেতে পারে। কিন্তু আমি কারো পোষ্ট কপি করিনি। যা লিখেছি নিজে ট্রাই করার পর‌ই আপনাদের জানালাম।

Free Tips: আপনি যদি জানতে চান VPN কি বা VPN দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা তাহলে নীল লেখাতে ক্লিক করে দেখে নিন।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

The post এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tbsTqGK
via IFTTT