[ব্যবসা-17] একনজরে দেখে নিন infinix zero 5 pro phone review

পোস্টের শুরুতেই 🙏 ক্ষমা চাচ্ছি ৷ আমি আজ যে ফোন রিভিউ দিবো তা ২০১৮ সালে রিলিজ হয় চমকের সাথে ৷ এই পোস্ট TRICKBD এর  নিয়মিত (Md. Hridoy Khan) সদস্যের অনুরোধে করা হলো ৷ 

 

Infinix  এর পরিচিতি:

 

Infinix Mobile হল একটি হংকং- ভিত্তিক  স্মার্টফোন কোম্পানি যা 2013 সালে Transsion Holdings দ্বারা প্রতিষ্ঠিত হয়। কোম্পানির ফ্রান্স এবং কোরিয়ার মধ্যে বিস্তৃত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে এবং ফ্রান্সে এর ফোন ডিজাইন করে। ইনফিনিক্স মোবাইল ফোন ফ্রান্স, বাংলাদেশ , ব্রাজিল , কোরিয়া , হংকং , চীন , ভারত এবং পাকিস্তানে তৈরি করা হয় এবং এশিয়া এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রায় ৩০টি দেশে পাওয়া যায়।মরক্কো , বাংলাদেশ, কেনিয়া , নাইজেরিয়া , মিশর , ইরান, ইরাক , পাকিস্তান, ক্যামেরুন এবং আলজেরিয়া সহ । 

 

Infinix Zero 5 Pro in

Bangladesh

জিরো 5 প্রো হংকং-ভিত্তিক নির্মাতা Infinix-এর একটি ফ্ল্যাগশিপ ফোন । 

  • এটিতে 5.98-ইঞ্চি LTPS ডিসপ্লে সহ ফুল-এইচডি রেজোলিউশন রয়েছে ।
  •  স্মার্টফোনটিতে  MediaTek Helio P25 প্রসেসর  এবং 6GB RAM রয়েছে। 128GB স্টোরেজ রয়েছে এবং 128 GB প্রযুন্ত SD card ব্যবহার করা যাবে ।
  •  ইনফিনিক্স জিরো 5 প্রো-এ দুটি মাইক্রো-সিম স্লট সহ একটি ডুয়াল-সিম ডিভাইস এবং এতে 4G এর পাশাপাশি VoLTE সাপর্ট করে ৷ 
  • Infinix Zero 5 Pro Android Nougat ভার্সন রয়েছে । 
  • এটির পিছনে একটি 12-মেগাপিক্সেল + 13-মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ সহ একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 
  • Infinix Zero 5 Pro তে 4350mAh ব্যাটারিতে রয়েছে ।
  • ইনফিনিক্স জিরো 5 প্রো-এর বাংলাদেশে বর্তমান দাম ৳19875  কিন্তু যখন নতুন রিলিজ হয় তখন মুল্য ছিল ২৩৯৯০ টাকা ।
  • এই ফোনটি ক্লাসিক ডিজাইনের ৷ এই ফোন প্রথম রিলিজ হয় ২০১৮ সালের ৮ই নভেম্বরে ৷ 

 

Display:

5.98 inches

Processor:

Mediatek Helio P25 MT6757

Ram:

6 GB

Storage:

128 GB

Front Camera:

16 MP Camera with LED Flash

Primary Camera:

12 MP+13 MP Dual Camera

Battery:

Non-removable Li-Ion 4350 mAh…

 

Thank you for All TrickBD Visitor.

 

The post [ব্যবসা-17] একনজরে দেখে নিন infinix zero 5 pro phone review appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2DpryzL
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট