Free Internet ! প্রতিদিন 300 MB ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন। (Updated 2022)

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

Droid VPN দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করেনি এমন এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী খুব কম পাওয়া যাবে।

যারা Droid VPN দিয়ে ফ্রী ইন্টারনেট চালান। কিন্তু কিছু সমস্যার কারণে বিরক্ত হচ্ছেন।

জরুরি কথাঃ এই ফ্রী ইন্টারনেট শুধুমাত্র গ্ৰামীনফোন সিমেই হবে, অন্য কোনো সিমে কানেক্ট হলেও ফ্রী ইন্টারনেট হবে বলে আমার মনে হয় না।

যেমনঃ

• স্পিড ভালো পান না।

• সার্ভার ফুল দেখায়।

• বেশি বেশি ডিসকানেক্ট সমস্যা।

• একটি অ্যাকাউন্ট এ শুধু প্রতিদিন ১০০ এমবি পান, আর পান না।

এইসব সমস্যার সমাধান নিনঃ

Droid VPN Update Version

সুবিধাঃ

★ স্পিড ভালো পাবেন ১০০%। ( 3G এবং 4G নেটওয়ার্ক অনুযায়ী )

★ সার্ভার ফুল খুবই কম বলবে। তবুও সেই সার্ভার এ কানেক্ট করতে পারবেন।

★ ডিসকানেক্ট খুবই কম হবে ৭০% । বাকি ৩০% নির্ভর করবে আপনার ফোনের নেটওয়ার্ক ও ডেটা মিটার আপ-ডাউন এর উপর।

★ আপডেট ড্রয়িড ভিপিএন থেকে অ্যাকাউন্ট খুললে প্রতিদিন ২০০ এমবি পাবেন, আপনার আগের অ্যাকাউন্টেও পাবেন।( সাথে এক্সট্রা ১০০ এমবি প্রতিদিন, কিন্তু প্রতিদিন তাদের সাইটে লগ ইন করতে হবে এবং এমবি শেষ হয়ে গেলে তাদের সাইট থেকেই লগ আউট করতে হবে। আবার পরেরদিন লগ ইন করতে হবে। )

★ নতুন এবং উন্নত সার্ভার এ কানেক্ট করতে পারবেন।

যাদের DroidVPN এ অ্যাকাউন্ট আছে তারা এই নিচের সেটিংগুলো করুন। আর যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা আগে অ্যাকাউন্ট করে নিন, তারপর নিচের সেটিংগুলো করুন না হলে প্রতিদিন ৩০০ এমবি পাবেন না। শুধু ১০০ এমবি করে পাবেন।

প্রথমে DroidVPN অ্যাপটির সেটিং করে নিন। অ্যাপ অপেন করুন।

যেহেতু এটা মোডিফাই করা ড্রয়িড ভিপিএন না, তাই ওপেন করে আপনার অ্যাকাউন্টে লগইন করার পর এবং সেটিং করে সার্ভার আপডেট না করা পর্যন্ত নিজে নিজেই Droid VPN আপনাকে DroidVPN has stopped, Droid VPN isn’t responding, close app, wait এরকম লেখা দিয়ে ঘাড়ে হাত দিয়ে সম্মানের সাথে বের করে দেবে। তখন আপনিও সেই সম্মান নিয়ে আবার ওপেন করুন। (একবার সেটিং করার পর সার্ভার আপডেট করলে আর এই সমস্যা হবে না।)

প্রথমে আপনি 𝐃𝐫𝐨𝐢𝐝𝐕𝐏𝐍 অ্যাপ এ এসে 𝔸𝕔𝕔𝕠𝕦𝕟𝕥 এ গিয়ে আপনার 🅖🅜🅐🅘🅛 🅐🅓🅓🅡🅔🅢🅢 এবং 🄿🄰🅂🅂🅆🄾🅁🄳 দিয়ে SAVE করে দিন। তারপর Back করে 𝕌𝕡𝕕𝕒𝕥𝕖 𝕊𝕖𝕣𝕧𝕖𝕣𝕤 এ ক্লিক করে প্রথমবার যে সিমে এমবি আছে সেই সিম দিয়ে সার্ভার আপডেট করে নিন। এমবি না থাকলে আগে সেটিং করে নিন তারপর যেকোনো একটা সার্ভারে কানেক্ট করুন নিজে থেকেই সার্ভার আপডেট হবে।

যেহেতু আমার সিমে এমবি নাই, তাই আমি আগে ড্রয়িড ভিপিএন এ সেটিং করে, ভিপিএন কানেক্ট করে তারপর এক্সট্রা ১০০ এমবি নিবো।

তারপর Setting এ ক্লিক করুন। তারপর Sent HTTP Headers on TCP অন করুন, এবং Set HTTP Headers লেখায় ক্লিক করুন। এবার Generator লেখায় ক্লিক করুন। এবার নিচের ফটোতে যা যা করা আছে আপনিও ঠিক সেটাই করে Generate লেখায় ক্লিক করুন। জেনারেট করা হয় গেলে Save করুন। এবার Remote UDP Port এ গিয়ে 9002 লিখে OK করুন। এক‌ইভাবে Local UDP Port এ গিয়ে 80 লিখে OK করুন। এইবার Choose UDP Mode গিয়ে Mode 1 এ ক্লিক করুন। TCount এ 1 লিখে OK করুন। RCount এ 3 লিখে OK করুন। এবার ICMP Settings এ যান। তারপর Enable MTU Scan অপশন চালু করে, Choose ICMP Mode এ ক্লিক করুন। আরো একবার Static Seq Number এ ক্লিক করুন। এবার VPN Connection Settings এ ক্লিক করুন। তারপর Tunnel MTU Size এ ক্লিক করুন। এবার 1085 লিখে OK করুন।

ব্যাস আপনার সেটিং করা শেষ। এখন Back করলেই ড্রয়িড ভিপিএন আপনাকে আবার বের করে দেবে। কোনো ব্যাপার না আপনার‌ও সময় আসবে। বের করে দিলে আবার ওপেন করুন। তারপর Connect করুন। কানেক্ট হলেই নিজে থেকেই সার্ভার আপডেট হবে। তবে একটা কথা সবচেয়ে ভালো স্পিড পেতে সকাল ৫ টা থেকে ৯ টার মধ্যে ব্যবহার করুন, অন্য সময় হয়তো নেট একটু স্লো হতে পারে।

এবার দেখুন কিভাবে প্রতিদিন ৩০০ মেগাবাইট ব্যবহার করবেন।

এখন যাদের অ্যাকাউন্ট আছে তারা SIGNUP FOR FREE লেখাতে ক্লিক করুন। তারপর Already have an account? লেখাতে ক্লিক করুন।

তারপর Droid VPN এ করা অ্যাকাউন্ট এর Gmail Address, Password এবং 𝕀’𝕞 𝕟𝕠𝕥 𝕒 𝕣𝕠𝕓𝕠𝕥 লেখাতে ✔ টিক চিহ্ন দিয়ে LOGIN NOW এ ক্লিক করে লগ ইন করুন।

আপনি ২০০ এমবি পেয়ে যাবেন। তারপর আপনি 𝘼𝙘𝙩𝙞𝙫𝙚 𝙖𝙙𝙙𝙞𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 লেখাতে ক্লিক করলেই এক্সট্রা ১০০ এমবি পেয়ে যাবেন।

আপনার কাজ শেষ। এখন আপনার পছন্দ অনুযায়ী সার্ভার সিলেক্ট করে কানেক্ট করুন।

এখন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

নিচের লিঙ্ক থেকে DroidVPN ডাউনলোড করুন।

Download Droid VPN

জরুরি কিছু কথাঃ

হ্যাঁ তো কথা হলো যে, এই পোষ্ট দেখে হয়তো কেউ কমেন্ট করে বলবেন যে: কপি পোষ্ট, এই পোষ্ট অনেক আগেই অন্য ওয়েবসাইটে আরেকজন করেছে, ইত্যাদি। তো তাদের বলতে চাই, আপনারা এই পোষ্ট আগে যে TipsTrickBD.com ওয়েবসাইটে দেখেছেন সেটাও আমার পোস্ট এবং আমি নিজেই সেই পোষ্ট করেছি। তবে সেটা ছিলো ২০২১ সালের Droid VPN Mod 2.0 নিয়ে। কিন্তু এই পোষ্ট প্লে স্টোরের Droid VPN নিয়ে, এবার মোড ভার্শন নিয়ে করিনি কারণ মোড ভার্শনের ড্রয়িড ভিপিএন এ সমস্যা হলো যে, মোড ভার্শনের ড্রয়িড ভিপিএন ইন্সটল করা থাকলে অন্য কোনো ইন্সটল করা ভিপিএন ঠিকমতো কাজ করবে না।

প্রশ্নঃ
কেন আমি এক‌ই পোষ্ট আবার করলাম ?

উত্তরঃ
আমি এই বিষয় নিয়ে ১ বছর আগে মানে ২০২১ সালে যে ওয়েবসাইটে পোস্ট করেছিলাম সেই ওয়েবসাইটের এডমিন একটু বেশি আধুনিক হ‌ওয়ার কারণে অল্পদিনের মধ্যেই ঐ ওয়েবসাইট পটল তুলেছে। এবং ইদানিং প্রায়‌ই দেখছি সবাই ফ্রী ইন্টারনেট ! নিয়ে পোস্ট চাচ্ছে তাই tipstrickbd.com ওয়েবসাইট থেকে আমার সেই পুরোনো পোস্টের অর্ধেক অংশ নিয়ে আর এখনকার কিছু নতুন অংশ নিয়ে নতুনভাবে সাজিয়ে, একটু ভিন্নভাবে এই পোষ্ট করা। (গুগলকে বোঝাতে যে এটা আমার পোস্ট)।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

The post Free Internet ! প্রতিদিন 300 MB ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন। (Updated 2022) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QlN1m5v
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট