জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz site গুগলে Submit করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

তো চলুন আমরা জাভাতেই Wapkiz site গুগলে সাবমিট করা শিখি । ট্রিকবিডিতে এটা সম্পকে কিছু লেখা দেওয়া রয়েছে । তবে আবারও আমার দেওয়ার কারণ নতুনদেরকে শেখানো ও পোস্টে ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা যাতে আরও অনেক লোক শিখতে পারে ।

আমরা অনেকেই হয়তো জানিনা যে জাভা মোবাইলেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা যায় । হ্যাঁ আসলে এটা সত্য । তবে কিছু সুনিদিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় । আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন তবুও বলছি । আমার বাড়িতে কোন এন্ড্রয়েড ফোন নাই । জাভাতেই সব কাজ সারি । আমার ওয়াপকিজ www.242.wapkiz.com সাইটটি জাভা মোবাইল দিয়েই গুগলে সাবমিট করা । আপনারা গুগলে সাচ দিয়ে দেখতে পারেন ।

তো গুগলে সাইট সাবমিট করার জন্য প্রথমে সাইটের panel mod এ যান । তারপর Submit to google অপশনে ক্লিক করুন ।


তারপর গুগল ভেরিফাইড ফাইল ডাউনলোড করুন ।

এখন আবার পেছনে এসে Webmaster tool verified by upload file অপশনে ক্লিক করুন ও ডাউনলোড করা ফাইলটি ছবিতে দেখানো নিয়ম অনুসারে আপলোড করুন ।

তারপর আবার Submit to google অপশনে ক্লিক করে নিচের দেওয়া ছবির মতো লিংকটিতে ক্লিক করুন ।


তারপর Verify অপশনে ক্লিক করুন ।

যদিও ক্লিক করার পর Internal 500 error দেখাবে । তবুও আশাহত না হয়ে অপেক্ষায় থাকবেন ও প্রতিদিন আপনার সাইট গুগলে সাচ দিবেন ও চেক করে নিবেন । কারণ এই পদ্ধতি অনুসরণ করলে একটু দেরি হবে । কারণ ওয়াপকিজের লোক সাইটের সবকিছু চেক করে গুগলে ব্যাবহারের অনুমতি দিবে ।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।

The post জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/JnSeClr
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট