রসায়ন কী, এর নামকরণ এবং রসায়নশাস্ত্রে মুসলিমদের ভূমিকা

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বিজ্ঞানের শাখা রসায়নে মুসলমানদের ভূমিকা নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আপনি কি জানেন যে রসায়ন শুরুই হয়েছে মুসলমানদের দিয়ে??

আপনার কাছে কথাটি অন্যরকম মনে হলেও কথাটি সত্য । এমনকি রসায়ন নামটিও এসেছে এই ইসলাম ধম অনুসারীদের থেকে । চলুন তাহলে এ ব্যাপারে জেনে নেওয়া যাক ।


‘রসায়ন’ কী?


বিজ্ঞানের যে শাখায় পদাথের গঠন, পদাথের ধম ও পদাথের পরিবতন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন (Chemistry) বলে । ধারণা করা হয় যে মানুষ যেদিন পাথর ঘষে আগুন তৈরি করা শিখেছিল সেদিন থেকেই এই রসায়ন আবিষ্কৃত হয় । ধারণা করা হয় সবপ্রথম ধাতুটি হলো সোনা । তারপর দুটি ধাতু তাপ দিয়ে গলিয়ে তরল বানিয়ে এবং ঐ তরলকে একত্রিত করে ঠান্ডা করা হতো এবং সংকর ধাতুতে পরিণত করা হতো । সবপ্রথম সংকর ধাতুটি হলো ব্রোঞ্জ । কপার ও টিনকে গলিয়ে তৈরি করা হয় এই ব্রোঞ্জ । এ ব্রোঞ্জ দিয়ে ভালো ভালো অস্ত্র তৈরি করা হয় । মূলত এভাবেই এসেছে আজকের এই রসায়ন ।


রসায়ন নামকরণ :->


মধ্যযুগে আরবের রসায়ন চচাকে বলা হতো আলকেমি (Alchemy) । আর যারা গবেষণা করতো অথাৎ গবেষকদের বলা হতো আলকেমিস্ট (Alchemist) । আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল-কিমিয়া থেকে । আল-কিমিয়া শব্দটি এসেছে কিমি (Chemi) থেকে । আর এই কিমি (Chemi) থেকেই এসেছে Chemistry যার বাংলা আভিধানিক অথ হলো রসায়ন ।


রসায়ন গবেষণা :->



আরবের আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সবপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে গবেষণা করেন । এজন্য তাঁকে রসায়নের জনক বলা হয় । তবে আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভয়সিয়েকে । জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন যে পানি, বাতাস, মাটি ও আগুন দিয়ে সকল পদাথ তৈরি ।

রসায়ন শাস্ত্রে আরও অনেকে মুসলিম বিজ্ঞানী অবদান রেখেছেন । এদের মধ্যে জাবির ইবনে হাইয়ান সহ আল কিন্দি, জুননুন মিসরি ও ইবনে আব্দুল মালিক আর কাসি অন্যতম । এদের জীবনকাহিতী পরবতীতে আলোচনা করা হবে । তাঁদের অবদানের জন্য আজ রসায়ন উন্নতির দিকে ।

তো বন্ধুরা আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

The post রসায়ন কী, এর নামকরণ এবং রসায়নশাস্ত্রে মুসলিমদের ভূমিকা appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/6RU2Tga
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট