efootball 2022 আপডেট টা কেমন হল! জেনে নিন খুটিনাটি।(My Personal Opinion)

হ্যালো ভাই ব্রাদার্স 😍

কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন!

আমরা জানি যে গত ২তারিখ efootball 2022 আপডেট হয়েছে। তো আমি আজকে এই আপডেটের খারাপ এবং ভালো দিক,আরো খুটিনাটি বিশ্লেষণ করবো ত চলুন শুরু করা যাক।

প্রথমে খারাপ দিক নিয়ে বলি

১.. গেমের যে ইভেন্ট ম্যাচ বা অনলাইন ম্যাচ গুলা আগে ৬ মিনিট ছিল। ঐ গুলা ১০ মিনিটের হয়ে গেছে এই কারণে একটু Slow feel হয়।
২..ফ্রেন্ডলি ম্যাচ অফ, আপাতত কিছুদিন পর আসবে আশা করি
৩..Campaign Match নেই।অফলাইনে স্কিল ডেভেলপ করা যাবে না।
৪..গ্রাফিক্স একদম আগের মতই।পেস ২১ এ যে রকম এখন ও সেরকম। আরো ক্যার্টুনিশ লাগে।
৫.. আমাদের রেকর্ড মানে কত ম্যাচ খেললাম বা কয়টা ম্যাচ জিতলাম, হারলাম সেটাও দেখার সুযোগ নেই।
৬..ম্যাচ খেলার ওপশনটা অনেক বেশি গোজামেল হয়ে গেছে। নতুনরা বিরক্ত হয়ে যাবে
৭..কিস মেসি প্যাক যারা কিনছিল তারা এখন কোনামির উপর বেশি রেগে আছে কারন কিস মেসির (আইকনিক)বারোটা বাজায় দিছে।কিস মেসি সহ আরো অনেকের।

এবার আসেন ভালো দিক

১..ম্যাচ খেলার সময় ফরমেশন পরিবর্তন করা যায়। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।
২..প্লেইং স্টাইলে রিয়েলিস্টক একটা ব্যপার আছে, ব্যাকহ্যামের ক্যার্ল short এখনো Pes 2021 এর মোতোই মনোমুগ্ধকর!
৩..প্লেয়ার এখন direct কিনতে পারবেন জিপি দিয়ে। যে প্লেয়ার গুলো কিনা যায় এগুলা বেস প্লেয়ারের মত লাগছে।
৪..সর্ভার আগের তুলনাই অনেক ভালো। opnent এর নেটওয়ার্ক কন্ডিশন দেখতে পারবেন।
৫..Tour এ ডিফিক্যালিটি সেট করা যায় এইবার সুপারস্টারের পরেও আরও একটি লেভেল আছে লেজেন্ড।
৬..ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম গোয়া যুক্ত হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বসুন্ধরা কিংস ও অন্য কোন টিম Add হবে 🤣
৭..Gameplay অনেক স্মুথ হয়েছে।
৮..ম্যাচ শেষে ম্যান অফ দ্যা ম্যাচ প্লেয়ারকে দেখানো হয় কিন্তু কনফারেন্স করার মতো করে দেখালে ভালো হতো।
৯..নিজের ইচ্ছা মতো লেজেন্ডারি প্লেয়ার গুলোকে বুস্ট করতে পারবেন আপনার কোচের প্লেইংস্টাইল অনুযায়ী।
১০..নতুন কমেন্টেরি Add হয়েছে তার মধ্যে আমার অন্যতম প্রিয় হলো আরাবিক 😇

*এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।*
মোটামুটি আমার চোখে যা পড়েছে তা কভার কতে চেস্টা করেছি।এর বাইরে কিছু থাকলে কমেন্টে জানাবেন।
নিছে কিছু স্ক্রিনসট দেখে নিন।








JABER

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন l ভাল লাগলে
একটা লাইক দিয়ে কমেন্ট
করবেন।


The post efootball 2022 আপডেট টা কেমন হল! জেনে নিন খুটিনাটি।(My Personal Opinion) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/DsK2jh4
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট